Mew Care Animal Clinic

Mew Care Animal Clinic Clinic for Companion animal

08/12/2025

পেয়াজ/রসুন/আদা 🚩


✅ Neutering of Tiger ✅🐱 কেন ক্যাট নিউটারিং জরুরি?♦️আচরণগত উপকারিতা-✔ স্প্রে করে এলাকা চিহ্নিত করা কমে✔ চিৎকার/ডাকাডাকি ক...
07/12/2025

✅ Neutering of Tiger ✅

🐱 কেন ক্যাট নিউটারিং জরুরি?

♦️আচরণগত উপকারিতা-
✔ স্প্রে করে এলাকা চিহ্নিত করা কমে
✔ চিৎকার/ডাকাডাকি কমে
✔ আক্রমণাত্মক আচরণ কমে
✔ মারামারি ও ঘোরাফেরা কমে

♦️হেলথ বেনিফিট-
✔ টেস্টিকুলার ক্যানসারের ঝুঁকি শূন্য
✔ প্রোস্টেট সমস্যার ঝুঁকি কমে
✔ আঘাত/ইনজুরির ঝুঁকি কম

♦️পেট প্যারেন্টদের জন্য সুবিধা-
✔ ক্যাট ঘরোয়া ও শান্ত হয়
✔ পালিয়ে যাওয়ার প্রবণতা কমে
✔ ঘরে অশান্তি ও দুর্গন্ধ কম
✔ পোষ্যের সাথে অ্যাটাচমেন্ট বাড়ে

ভেটের পরামর্শ নিন এবং সঠিক বয়সে নিউটার করিয়ে নিন। এটি করলে ক্যাট হয় দীর্ঘায়ু ও স্বাস্থ্যবান।

👉পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের যে কোনো ব্রাঞ্চে

06/12/2025

বিড়ালের ব্লাডার স্টোন (Urinary bladder stones / Uroliths) একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা। এগুলো মূলত খনিজ পদার্থ জমে ...
05/12/2025

বিড়ালের ব্লাডার স্টোন (Urinary bladder stones / Uroliths) একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা। এগুলো মূলত খনিজ পদার্থ জমে পাথরের মতো তৈরি হয় এবং প্রস্রাবের রাস্তা ব্লক করতে পারে।

নীচে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য দিলাম:
🐱 ব্লাডার স্টোনের লক্ষণ
বারবার প্রস্রাব করতে যাওয়া
প্রস্রাব করতে কষ্ট হওয়া বা কম বের হওয়া
প্রস্রাবে রক্ত
প্রস্রাবের সময় মিউ-মিউ করে ব্যথা প্রকাশ
বেড/ফ্লোরে প্রস্রাব করা
অতিরিক্ত লিকিং জেনিটাল এরিয়ায়
খাবার কম খাওয়া, দুর্বলতা
পুরুষ বিড়ালদের ক্ষেত্রে এটি জরুরি অবস্থা হতে পারে, কারণ তাদের প্রস্রাবের টিউব সরু — পুরোপুরি ব্লক হয়ে জীবনঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

🐱 কারণ
বিভিন্ন ধরনের স্টোন হতে পারে:
Struvite stone – সাধারণত প্রস্রাব বেশি অ্যালকালাইন হলে
Calcium oxalate stone – প্রস্রাব বেশি অ্যাসিডিক হলে
পর্যাপ্ত পানি না খাওয়া
রুটিন ডায়েটে অসামঞ্জস্য
স্থূলতা (ওজন বেশি)
মূত্রনালীর সংক্রমণ (UTI)

01/12/2025

কুকুরের DHPPL vaccine free giveway করা হবে। ৬ মাসের কম বয়সী কুকুর থাকলে নিয়ে আসুন মিউ কেয়ারের যেকোনো ব্রান্চে।

26/11/2025



23/11/2025
20/11/2025


মালিক হিসেবে আমরা সবাই চাই আমাদের পোষ্যটি সুস্থ, শান্ত এবং দীর্ঘায়ু হোক। সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো স্পেইং ...
16/11/2025

মালিক হিসেবে আমরা সবাই চাই আমাদের পোষ্যটি সুস্থ, শান্ত এবং দীর্ঘায়ু হোক। সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো স্পেইং (Spaying)— অর্থাৎ মেয়ে বিড়ালের ডিম্বাশয় ও জরায়ু অপসারণের মাধ্যমে স্থায়ী বন্ধ্যাকরণ।

✨ স্পেইং-এর উপকারিতা

1️⃣ অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি প্রতিরোধ

প্রতি বছর অসংখ্য বিড়াল অনিচ্ছাকৃতভাবে প্রজনন করে, যার ফলে অনেক বাচ্চা রাস্তায় বা আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে অনাদরে থাকে। স্পেইং এই সমস্যার কার্যকর সমাধান।

2️⃣ জীবনঘাতী রোগের ঝুঁকি কমায়

স্পেইং করলে নিম্নোক্ত রোগের ঝুঁকি ব্যাপকভাবে হ্রাস পায়—
✔ Pyometra (জরায়ুর মারাত্মক সংক্রমণ)
✔ ম্যামারি টিউমার / স্তন ক্যান্সার — বিশেষ করে প্রথম হিটের আগেই স্পেইং করলে এই ঝুঁকি প্রায় ৯০% পর্যন্ত কমে যায়।

3️⃣ আচরণগত সমস্যা কমায়

হিট পিরিয়ডে মেয়ে বিড়াল—
• অস্বাভাবিক চিৎকার করে
• খুব অস্থির থাকে
• ঘর থেকে পালানোর প্রবণতা দেখা যায়
স্পেইং করলে এই আচরণগুলো নিয়ন্ত্রণে থাকে, ফলে বিড়ালটি হয় শান্ত ও স্বস্তিদায়ক সঙ্গী।

4️⃣ দীর্ঘায়ু ও সুস্থ জীবন নিশ্চিত করে

স্পেইং করা বিড়াল সাধারণত কম ঝুঁকিপূর্ণ আচরণ করে এবং স্বাস্থ্য জটিলতা কম হয়। ফলে তার জীবনকাল তুলনামূলক বেশি হয়।

5️⃣ পরিবার ও পরিবেশ দু’টিকেই উপকার করে

একটি স্পেইড বিড়াল শান্তভাবে ঘরোয়া পরিবেশে মানিয়ে চলে, দুর্গন্ধযুক্ত স্প্রে বা হিট-সম্পর্কিত ঝামেলাও থাকে না।
একইসাথে জনসংখ্যা নিয়ন্ত্রণে সহয়তা করে।

💙 একজন ভেটের পক্ষ থেকে পরামর্শ

আপনার মেয়ে বিড়াল ৫–৬ মাস হলেই স্পেইং করানো আদর্শ সময়। এটি একটি নিরাপদ, নিয়মিত এবং অতি প্রয়োজনীয় প্রক্রিয়া যা আপনার পোষ্যের সুস্থ ও সুখী জীবনের গুরুত্বপূর্ণ অংশ 🌸

11/11/2025
আসছে শীতের আগেই করিয়ে নিতে পারেন আপনার আদরের ছেলে বিড়ালের নিউটারিং 🥰🥰🥰✨ছেলে বিড়াল নিউটারিং-এর উপকারিতা♦️অতিরিক্ত ডাকাডাক...
09/11/2025

আসছে শীতের আগেই করিয়ে নিতে পারেন আপনার আদরের ছেলে বিড়ালের নিউটারিং 🥰🥰🥰

✨ছেলে বিড়াল নিউটারিং-এর উপকারিতা

♦️অতিরিক্ত ডাকাডাকি কমে যায়

♦️এগ্রেসিভনেস কমায়: অন্য বিড়ালের সাথে ঝগড়া বা এলাকা দখলের প্রবণতা কম থাকে।

♦️পালিয়ে যাওয়ার ঝুঁকি কমে: সঙ্গী খুঁজতে ঘর থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা কমে, ফলে দুর্ঘটনা ও রোগ সংক্রমণের সম্ভাবনাও কমে।

♦️স্বাস্থ্য সুরক্ষা: টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি সম্পূর্ণভাবে দূর হয় এবং প্রোস্টেট সমস্যার ঝুঁকিও কমে।

♦️পোষ্য পরিচালনা সহজ হয়: ঘরের মধ্যে রাখার জন্য স্বভাব শান্ত থাকে, পরিচর্যা সহজ হয়।

♦️অপ্রত্যাশিত জন্ম নিয়ন্ত্রণ সহজ হয়

🛑সর্বোত্তম সময়: সাধারণত ৫–৬ মাস বয়সে নিউটারিং করা উপযোগী, তবে শারীরিক অবস্থা বিবেচনায় সময় নির্ধারণ করা উচিত যা একমাত্র একজন ভেট চেকাপের মাধ্যমেই কেবল নিশ্চিত হতে হবে।

🛑পরিচর্যা: প্রক্রিয়া দ্রুত ও নিরাপদ; অস্ত্রোপচারের দুই দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়।

Address

Farmer Mor, Konapara(Demra-Jatrabari)-Cornel Super Market(2nd Floor)
Dhaka
1205

Telephone

+8801778109989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mew Care Animal Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mew Care Animal Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram