11/08/2024
অমূল্য প্রান বিসর্জন আর রক্তবিসর্জনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব
কিন্তু স্বাধীনতা অর্জনে চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ১৯৭১ সালের বিজয় আমরা ধরে রাখতে পারলাম কই? ২০২৪ সালের বিজয় ব্যতিক্রম ঘটনা হতে হলে অতি আবেগপ্রবণ হওয়ার সুযোগ নেই। দেশ সংস্কারের পর বহু পিঁপড়া গুড়ের ভাগ নিতে আসবে। সুবিধাবাদীদের ১৯৭১ এ সাধারণ ক্ষমা ঘোষণা করা ছিল, এমন কিছু মারাত্মক strategic Error.... পুরোনো ভুল ভ্রান্তি থেকে প্রাপ্ত মূল্যবান শিক্ষা ভোলা যাবে না। দেশ সংস্কার বিশাল সম্মিলিত Team Work.
শুধু একজন ভালো দেশ প্রধান হলেই হয় না
তাকে ভালো এক টিম গঠন করতে হবে।
১. সংবিধান সংশোধন করতে হবে। মদীনা সনদ হতে হবে ভিত্তি।
২. রাষ্ট্রনেতার চরিত্র হবে আবু বকর সিদ্দিক (রাঃ) আর ওমর বিন খাত্তাব(রাঃ) মতো।
৩. অর্থনীতি হতে হবে সুদ মুক্ত, যাকাত ও জিজিয়া কর ভিত্তিক।
৪. সেনাবাহিনী ও প্রশাসন যে চালাবে তারা হতে হবে আব্দুল্লাহ ইবনু ওয়ালিদ আর আলী রাদিআল্লাহু তায়ালা আনহুর মতো।
৪. শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের জন্য সিলেবাসে ইসলামের বীর ও বিজ্ঞানীদের গল্প গুলো ইতিহাসের মর্গ থেকে তুলে আনতে হবে।
৫. ক্ষমতা লোভীদের ধর্মীয় ঢাল আর আবেগ নিয়ে খেলতে দেয়া যাবে না।
৬. নতুন আর যোগ্যতা অর্জন অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে হবে। দল, জাত পাত ব্যক্তি মতের উর্দ্ধে দেশের জন্য কাজ করতে হবে।
৭. বিচার বিভাগ স্বাধীন হবে। বিচার প্রধান হবেন ন্যায় পরায়ণ ও নিরপেক্ষ।
৮. অপরাধের বিচার হবে জনসাধারণের সামনে, প্রকাশ্যে এবং দ্রুত।
আরো কত কিছু