পুরুষ-তত্ত্ব

পুরুষ-তত্ত্ব আসুন সবাই মিলে পুরুষতত্ত্বের সাথে পরিচিত হই। নিজেকে জাগ্রত করি এবং সমাজকে সুখে ও শান্তিতে রাখি।

অন্ধকার শক্তিগুলো আমার চারপাশেই ঘোরাফেরা করে। এমন একটা দিনও যায়না, যেদিন আমার আত্মা কে উচ্চমূল্যে বিক্রি করার লোভনীয় অফা...
06/02/2025

অন্ধকার শক্তিগুলো আমার চারপাশেই ঘোরাফেরা করে। এমন একটা দিনও যায়না, যেদিন আমার আত্মা কে উচ্চমূল্যে বিক্রি করার লোভনীয় অফার আসেনা!
প্রতিটা দিন, একেক কোম্পানি আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার অফার করে, যেন আমার বিপুল ফ্যান ফলোয়ারদের, আমার ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেন, তাদের জুয়ার ব্যাবসায় যুক্ত হতে বলি। তাদেরকে যেন প্রমোট করে দেই!
ভেইপ কোম্পানি আসে, আমি যেন তাদের হয়ে মার্কেটিং করি!
আমাকে অফার করে, আমি যেন কোন র‍্যানডম এনএফটি বা বিটকয়েন কিনতে উৎসাহিত করি! আমার তরুণ ফলোয়ারদের যেন আমার খ্যাতি ও ইনফ্লুয়েন্সের প্রভাব খাটিয়ে তাদের এইসকল অনিশ্চিত রাস্তায় ঠেলে দিয়ে, তাদেরকে কোটি কোটি টাকার ব্যাবসা করার সুযোগ করে দেই!!
আশেপাশে প্রচুর এরকম কালো শক্তি দেখতে পাই যারা প্রতিনিয়ত তরুণদের ব্রেইনওয়াশ করে, তাদের বোকা বানিয়ে টাকা কামানো বা প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে।
এদিকে, আমি ইন্টারনেটের সবচাইতে শক্তিশালী কন্ঠস্বর!
তাই তারা আমার কাছে বস্তাভর্তি টাকা নিয়ে আমার কাছে আসে, যাতে আমি সেই টাকার জন্য আমার উপর অগাধ আস্থা রাখা লোকেদের, বিশ্বাস নষ্ট করি!!
আমি অস্বীকৃতি জানাই!!
এমনকি আমি একদিন ১০০ মিলিয়ন ডলারের অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছি।
আমি কখনোই তাদের কন্ঠস্বর হয়ে কাজ করব না।
আমি টাকার ঊর্ধ্বে। তুমি আমার আদর্শ কে কিনতে পারবেনা।
তাই আমি তরুণদের বলি,
শক্ত হও, সম্মানিত ও দায়িত্ববান হও। নিজের সম্ভাব্য সেরা সংস্করনে নিজেকে নিয়ে যাও। যেকোন ধরনের কাপুরুষতা, নীচুতা ও দুর্বলতা কে সজ্ঞানে প্রত্যাখ্যান করো। নিজের অনুভূতির অন্ধ অনুসরণ করোনা। অনুভূতি কে নিয়ন্ত্রণ করতে শেখো। জীবনের জয়যাত্রায় হাল ছেড়ে দিওনা।

21/01/2025

একজন পুরুষ যদি নিজের গভীরতম উদ্দেশ্যকে কখনো খুঁজে না নেয়, কিংবা নিজের পরিবারের অজুহাতে স্থায়ীভাবে একে এড়িয়ে যায়, তাইলে সেই মানুষের অন্তর দূর্বল হয়, তার গভীরতা এবং উপস্থিতি কমে যায়। বাচ্চাকাচ্চা লালন পালন করা আর গৃহস্থালী কাজে যথেষ্ট অবদান রাখলেও সে তার সঙ্গিনীর বিশ্বাস হারায় এবং তাদের সেক্সুয়াল পোলারিটি কমে যায়। অবশ্যই একজন পুরুষের উচিত বাচ্চাদের ঠিকমতো দেখভাল করা এবং গৃহস্থালী কাজে ঠিকমতো অংশগ্রহণ করা। কিন্তু এটা করতে গিয়ে নিজের গভীরতম উদ্দেশ্য হারিয়ে ফেললে দিনশেষে সবাই এর নেতিবাচকতার শিকার হবে।

- ডেভিড ডেইডা

31/12/2024

চাকরি প্রত্যাশীদের ফেসবুকের চাইতে লিঙ্কড ইনে সময় বেশি কাটানো উচিৎ।

আসসালামু আলাইকুম। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যায় আবদ্ধ এবং উদ্ধারকৃত মানুষের সবচেয়ে বেশি দরকার খাবার পা...
23/08/2024

আসসালামু আলাইকুম। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যায় আবদ্ধ এবং উদ্ধারকৃত মানুষের সবচেয়ে বেশি দরকার খাবার পানি ও শুকনো খাবার। এটা নিশ্চিত করার জন্যে Dirayah Prokashon , Maliki Madhab Bangladesh এবং পুরুষতত্ত্ব [Bold-Masculinity] এর পক্ষ থেকে এগুলো নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের এই দুটো নাম্বারে বিকাশে টাকা দান/সাদাকাহ করুন। মোট অনুদানের অর্থ এবং আমাদের বিতরনের বিবরণ পরবর্তী পোস্টে করা হবে ইনশাআল্লাহ।

আল্লাহর ইচ্ছায় আমাদের সহযোগিতা দুঃস্থদের জন্যে বড় রকমের সাহায্য হবে।

যারা অনস্পট আছি-

Iftakharul Islam (কুমিল্লা)
শেখ মঈনুল আজাদ (চট্টগ্রাম)
Judicious (খাগড়াছড়ি)

05/08/2024

আসুন সবাই মিলে এখন আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের ঘরবাড়ি এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করি। আসুরিক শক্তি তার শেষ কামড়টা বসানোর চেষ্টা করবে। আমরা সবাই মিলে সেটা রুখে দেই।

03/08/2024

৩৫শে জুলাই, দি এন্ড গেম। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ॥

31/07/2024

আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী ও গ্রাহকবৃন্দ। আশা করি সবাই ভাল আছেন। দেশে চলমান সংকটময় পরিস্থিতি সম্পর্কে আশা করি আমরা সকলেই অবগত আছি। আমরা আমাদের গ্রাহকদেরকে জানাতে চাই যে, এই পরিস্থিতিতে আমাদের বই ডেলিভারি করতে বেশ কিছুটা সময় লাগবে এবং সেগুলো করতে একটু দেরিও হচ্ছে। সঠিক রূপে ইন্টারনেট এক্সেস না থাকায় অনেক সময় আপনাদের মেসেজ পড়ে উত্তর দিতেও সময় ব্যয় হচ্ছে অনেকটাই। এটা যে শুধু আমাদের বই ডেলিভারি করতে দেরি হচ্ছে তা কিন্তু নয়, অন্যান্য সেক্টরেও একই অবস্থাই দেখা যায়। আমাদের গ্রাহকেরা কমবেশ সবাই এ বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তাই পুরুষতত্ত্ব Bold-Masculinity টিম আপনাদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং ক্ষমাপ্রার্থনা করছে। আশা করা যায় এই সাময়িক অসুবিধাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় আমাদের ডেলিভারি কার্যক্রম শুরু হবে। সেই পর্যন্ত গ্রাহকদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

27/06/2024

Yo!

24/06/2024

এভাবে অপমান হয়ে পরীক্ষার গিনিপিগ হওয়ার আগেই “পুরুষতত্ত্ব” বইটি সংগ্রহ করুন- ডেলিভারিসহ টেইটকথনের সাথে বান্ডেল পাবেন মাত্র ৫০০ টাকায়।

দ্বিনে আসার পর হিগাভী/নিগাভী ফেমিনি আপুরা Be Like….
09/06/2024

দ্বিনে আসার পর হিগাভী/নিগাভী ফেমিনি আপুরা Be Like….

সিম্পরাজ আনিসুল। তার বই পড়া থেকে বিরত থাকুন। আমাদের বইগুলো বেশি করে পড়ুন। পুরুষতত্ত্ব, টেইটকথন, পুরুষতত্ত্বের উচ্চতর প...
09/06/2024

সিম্পরাজ আনিসুল। তার বই পড়া থেকে বিরত থাকুন। আমাদের বইগুলো বেশি করে পড়ুন। পুরুষতত্ত্ব, টেইটকথন, পুরুষতত্ত্বের উচ্চতর পথ, চিন্তার উন্মেষ।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুরুষ-তত্ত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share