
06/02/2025
অন্ধকার শক্তিগুলো আমার চারপাশেই ঘোরাফেরা করে। এমন একটা দিনও যায়না, যেদিন আমার আত্মা কে উচ্চমূল্যে বিক্রি করার লোভনীয় অফার আসেনা!
প্রতিটা দিন, একেক কোম্পানি আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার অফার করে, যেন আমার বিপুল ফ্যান ফলোয়ারদের, আমার ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেন, তাদের জুয়ার ব্যাবসায় যুক্ত হতে বলি। তাদেরকে যেন প্রমোট করে দেই!
ভেইপ কোম্পানি আসে, আমি যেন তাদের হয়ে মার্কেটিং করি!
আমাকে অফার করে, আমি যেন কোন র্যানডম এনএফটি বা বিটকয়েন কিনতে উৎসাহিত করি! আমার তরুণ ফলোয়ারদের যেন আমার খ্যাতি ও ইনফ্লুয়েন্সের প্রভাব খাটিয়ে তাদের এইসকল অনিশ্চিত রাস্তায় ঠেলে দিয়ে, তাদেরকে কোটি কোটি টাকার ব্যাবসা করার সুযোগ করে দেই!!
আশেপাশে প্রচুর এরকম কালো শক্তি দেখতে পাই যারা প্রতিনিয়ত তরুণদের ব্রেইনওয়াশ করে, তাদের বোকা বানিয়ে টাকা কামানো বা প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে।
এদিকে, আমি ইন্টারনেটের সবচাইতে শক্তিশালী কন্ঠস্বর!
তাই তারা আমার কাছে বস্তাভর্তি টাকা নিয়ে আমার কাছে আসে, যাতে আমি সেই টাকার জন্য আমার উপর অগাধ আস্থা রাখা লোকেদের, বিশ্বাস নষ্ট করি!!
আমি অস্বীকৃতি জানাই!!
এমনকি আমি একদিন ১০০ মিলিয়ন ডলারের অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছি।
আমি কখনোই তাদের কন্ঠস্বর হয়ে কাজ করব না।
আমি টাকার ঊর্ধ্বে। তুমি আমার আদর্শ কে কিনতে পারবেনা।
তাই আমি তরুণদের বলি,
শক্ত হও, সম্মানিত ও দায়িত্ববান হও। নিজের সম্ভাব্য সেরা সংস্করনে নিজেকে নিয়ে যাও। যেকোন ধরনের কাপুরুষতা, নীচুতা ও দুর্বলতা কে সজ্ঞানে প্রত্যাখ্যান করো। নিজের অনুভূতির অন্ধ অনুসরণ করোনা। অনুভূতি কে নিয়ন্ত্রণ করতে শেখো। জীবনের জয়যাত্রায় হাল ছেড়ে দিওনা।