Al Aksa Pharmavet Ltd

Al Aksa Pharmavet Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aksa Pharmavet Ltd, Medical supply store, Uttara, Dhaka.

07/09/2023
07/09/2023
নিয়োগ বিজ্ঞপ্তি📣আল-আকসা ফার্মাভেট লিমিটিডে-এর আমদানিকৃত ও উৎপাদিত পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন সমূহ,আল-আকসা ফার্মাভে...
07/09/2023

নিয়োগ বিজ্ঞপ্তি📣

আল-আকসা ফার্মাভেট লিমিটিডে-এর আমদানিকৃত ও উৎপাদিত পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন সমূহ,

আল-আকসা ফার্মাভেট নামে সম্প্রতি বাজারজাত হচ্ছে।

দেশব্যাপী মার্কেটিং কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য নিম্নবর্ণিত বিভাগে বর্তমানে কার্যরত নিম্নলিখিত পদসমূহের জন্য দক্ষ ও
অভিজ্ঞ টেকনিক্যাল সার্পোটসহ সেলস্ এন্ড মার্কেটিং পদে লোকবল নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

বিভাগ সমূহঃ বৃহত্তর ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ।

পদের নাম:-

1. সিনিয়র মার্কেটিং অফিসার (Marketing Officer)

✅শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ।

🔰অভিজ্ঞতা

ন্যূনতম ৩/৪ বছরের পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন বিক্রয়সহ একাধিক পরিবেশক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকতে হবে।

2. মার্কেটিং অফিসার (Marketing Officer)

✅শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ এইস.এস.সি

🔰অভিজ্ঞতা

ন্যূনতম ২/৩ বছরের পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন বিক্রয়সহ একাধিক পরিবেশক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকতে হবে।

👉বেতন : আলোচনা সাপেক্ষে।
👉অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
👉বয়স ঃ ২২-৩৮ বছর।

📧আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাতে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিক সনদপত্র/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা আল-আকসা ফার্মাভেট লিমিটিডে এর অফিস বা E-mail: alaksapharmaveltd@gmail.com মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।

📥ডাকযোগে/এস এ পরিবহন এন্ড পার্শেল সার্ভিস-এ প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলে আবেদন প্রেরণের ক্ষেত্রে সাবেজক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

⚠️বিশেষ দ্রষ্টব্য : মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক (যাদের মটর সাইকেল নেই তাদের চাকরি স্থায়ীকরণের ৬ মাস পর কোম্পানী কর্তৃক মটর সাইকেল প্রদান করা হবে)।

👉আগ্রহী প্রার্থীগণ ১২/০৯/২০২৩ইং, রোজ: মঙ্গলবার, সকাল ১০ ঘটিকায় সরাসরি সাক্ষাতের জন্য নিম্ন বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা হলো, গ্রীণ পার্ক, দূর্গাবাড়ী (জনতা ব্যাংক সংলগ্ন), ময়মনসিংহ।

📞যোগাযোগ: 01729361166

Address

Uttara
Dhaka

Telephone

+8801729361166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aksa Pharmavet Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Aksa Pharmavet Ltd:

Share