07/09/2023
নিয়োগ বিজ্ঞপ্তি📣
আল-আকসা ফার্মাভেট লিমিটিডে-এর আমদানিকৃত ও উৎপাদিত পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন সমূহ,
আল-আকসা ফার্মাভেট নামে সম্প্রতি বাজারজাত হচ্ছে।
দেশব্যাপী মার্কেটিং কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য নিম্নবর্ণিত বিভাগে বর্তমানে কার্যরত নিম্নলিখিত পদসমূহের জন্য দক্ষ ও
অভিজ্ঞ টেকনিক্যাল সার্পোটসহ সেলস্ এন্ড মার্কেটিং পদে লোকবল নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
বিভাগ সমূহঃ বৃহত্তর ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ।
পদের নাম:-
1. সিনিয়র মার্কেটিং অফিসার (Marketing Officer)
✅শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ।
🔰অভিজ্ঞতা
ন্যূনতম ৩/৪ বছরের পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন বিক্রয়সহ একাধিক পরিবেশক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকতে হবে।
2. মার্কেটিং অফিসার (Marketing Officer)
✅শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ এইস.এস.সি
🔰অভিজ্ঞতা
ন্যূনতম ২/৩ বছরের পোল্ট্রি, ক্যাটেল ও ফিস মেডিসিন বিক্রয়সহ একাধিক পরিবেশক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকতে হবে।
👉বেতন : আলোচনা সাপেক্ষে।
👉অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
👉বয়স ঃ ২২-৩৮ বছর।
📧আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাতে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিক সনদপত্র/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা আল-আকসা ফার্মাভেট লিমিটিডে এর অফিস বা E-mail: alaksapharmaveltd@gmail.com মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।
📥ডাকযোগে/এস এ পরিবহন এন্ড পার্শেল সার্ভিস-এ প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলে আবেদন প্রেরণের ক্ষেত্রে সাবেজক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
⚠️বিশেষ দ্রষ্টব্য : মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক (যাদের মটর সাইকেল নেই তাদের চাকরি স্থায়ীকরণের ৬ মাস পর কোম্পানী কর্তৃক মটর সাইকেল প্রদান করা হবে)।
👉আগ্রহী প্রার্থীগণ ১২/০৯/২০২৩ইং, রোজ: মঙ্গলবার, সকাল ১০ ঘটিকায় সরাসরি সাক্ষাতের জন্য নিম্ন বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা হলো, গ্রীণ পার্ক, দূর্গাবাড়ী (জনতা ব্যাংক সংলগ্ন), ময়মনসিংহ।
📞যোগাযোগ: 01729361166