Bcare Physiotherapy service

Bcare Physiotherapy service bCare (বি-কেয়ার) একমাত্র নির্ভরযোগ্য হোম বেসড ফিজিওথেরাপি সেবা মাধ্যম।

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ শারীরিক নানা ধরনের ব্যথা, ব্যথাজনিত উপসর্গ ও প্রতিবন্ধিতার শিকার। এদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি অন্যতম চিকিৎসাসেবা।যাদের ফিজিওথেরাপির সেবা নেওয়া জরুরি কিন্তু শারীরিক ভাবে মুভমেন্ট করতে অক্ষম কিংবা ব্যস্ততার জন্য ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে সেবা নিতে যাদের সময় হয় না অথবা নিজ এরিয়ার মধ্যে যারা কোয়ালিফায়েড ফিজিওথেরাপিস্ট খুঁজছেন। bCare-ফিজিওথেরাপি হোম কল সা

র্ভিস তাদের জন্য একটি আদর্শ সেবা মাধ্যম।


যে সব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যাবশ্যক:
 বাত-ব্যথা,হাঁটু অথবা গোড়ালির ব্যথা
 কোমড় ব্যথা,ঘাড় ব্যথা
 আঘাতজনিত ব্যথা
 হাড় ক্ষয়জনিত রোগ
 জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
 স্ট্রোক,প্যারালাইসিস জনিত সমস্যায়
 মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
 বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়
 পা বাঁকা (ক্লাবফিট)
 গাইনোকলজিক্যাল সমস্যায়
সেরিব্রাল পলসি
 বার্ধক্যজনিত সমস্যা

ফিজিওথেরাপি ছাড়া আধুনিক চিকিৎসা অসম্পূর্ণ, নানাবিধ অসংক্রামক রোগে প্রতিবন্ধিতার প্রধান চিকিৎসাব্যবস্থা ফিজিওথেরাপি।

আমাদের সকল ফিজিওথেরাপিস্ট অভিজ্ঞ ও ফিজিওথেরাপি ডিগ্রিধারী এবং নূন্যতম ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ।

এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী এবং ইমার্জেন্সি কলে কাছে পাবেন সহজেই এবং নিশ্চিত করবে সর্বোচ্চ মানের সেবা ।

আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিষ্ট।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল কেয়ার থেরাপি ও স্পোর্টস ইনজুরি ফিজিওথেরাপী সেবা।

[ আপনার নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের সব ফিজিওথেরাপিস্ট ভেরিফাইকৃত ।

bCare-ফিজিওথেরাপি হোম কল সার্ভিস বাংলাদেশের একমাত্র এরিয়া ভিত্তিক নির্ভরযোগ্য হোম বেসড ফিজিওথেরাপি সেবা মাধ্যম। যেখানে বাসায় বসে কল করে সেবা গ্রহীতা পাবেন নিজ এরিয়ার মধ্যে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের নিরাপদ ও আন্তরিক সেবা।
ঢাকা শহরের সব এলাকায় অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এখন আপনার পাশে। রোগীর সর্বোচ্চ সেবাই আমাদের উদ্দেশ্য।
visit our website : https://bcare.com.bd/
or
call us: 01310549203

Address

GulFesha Plaza, Suite#N-12(12th Floor), 8, Sangbadik Selina Parvin Road Moghbazar, Dhaka BD
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bcare Physiotherapy service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bcare Physiotherapy service:

Share