Diabetic Foot, Burn and Wound Healing Center

Diabetic Foot, Burn and Wound Healing Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diabetic Foot, Burn and Wound Healing Center, Hospital, Kalabaga.

এখানে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়ঃ
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (Uncontrolled Diabetes)
- ডায়াবেটিক ফুট আলসার (Diabetic Foot ulcer)
- বেড সোর (Bed Sore)
- শরীরের যে কোন ক্ষত (Any Wound)
- স্থূলতা/অতিরিক্ত ওজন (Obesity)
- কৃত্রিম হাত-পা সংযোজন (P&O)

29/06/2025

🧑 ছোটবেলা থেকে খেলাধুলায় তুখোড় সুজন যখন জাতীয় পর্যায়ে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে, স্বপ্ন দেখছে অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার, তখনই দু:স্বপ্ন হানা দিলো তার সম্ভাবনারময় জীবনে। একটি ভয়াবহ দুর্ঘটনায় ডান হাটুর নিচ থেকে কেটে বাদ দিতে হলো বাকি পা।

ক্রাচে ভর দিয়ে এখন সুজনের সময় কাটে বিষন্নতায়।

এমন সময় তার দুলাভাই একদিন বললেন-
- সুজন! ইউরেকা!!
তুমি আবার দৌড়াতে পারবা!! 🏃‍♂️

🏢গ্রীনরোডের ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টারে সর্বাধুনিক ক্যাটাগরির কে-৪ লেভেলের প্রস্থেটিক পা লাগানোর ব্যবস্থা রয়েছে। এই পা লাগালে, একজন পা হারানো ব্যক্তি প্রায় হুবহু স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে পারে।

সেসব অনেকদিন আগের কথা। ৩ বছর পেরিয়ে গেছে। আজ শীতকালীন প্যারা-অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় সেসব কথা মনে পড়ছিলো সুজনের।

ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টারের চিকিৎসক ডা. এম. মঞ্জুর আহমেদের সেই অসামান্য অবদানের কথা, যার উছিলায় এক সময়কার পংগু সুজন আজ ঝড় তুলতে যাচ্ছে প্যারা অলিম্পিকের ট্রাকে।

শুধু একজন সুজন নয়, আরো অসংখ্য সুজনের জীবন পাল্টে যেতে পারে ডা. এম. মঞ্জুর আহমেদ আর তার প্রতিষ্ঠান ঢাকার গ্রীনরোডে অবস্থিত ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার ও সিলেটের পাইলট প্রজেক্ট কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারের ছোঁয়ায়।

এখানে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়ঃ
✅ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
✅ ডায়াবেটিক ফুট আলসার
✅ বেড সোর
✅ শরীরের যে কোন ক্ষত
✅ স্থূলতা/অতিরিক্ত ওজন
✅ কৃত্রিম হাত-পা সংযোজন

তাই ডায়াবেটিসের ভয় আর নয়।

👨‍⚕️ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুট আলসারের মোকাবেলায় আপনার সাথে আছেন ডা. এম. মঞ্জুর আহমেদ।

🎯 ঢাকা সেন্টার
ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার
১৯৫ গ্রীনরোড, ঢাকা ১২০৫
☎️ মোবাইলঃ 01732 723 195

🎯 সিলেট সেন্টারঃ
কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার
কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট,
☎️ মোবাইলঃ 01750 079 812

20/06/2025

ঢাকার ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার এ আপনাকে স্বাগতম।

ডা. এম. মঞ্জুর আহমেদ এর পাইলট প্রজেক্ট- সিলেট কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারে সর্বাধুনিক প্রযুক্তিতে চিকিৎসা চলছে -

✅ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
✅ ডায়াবেটিক ফুট আলসার
✅ বেড সোর ও
✅ শরীরের অন্যান্য ক্ষত
✅ অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ - সহ
✅ কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন।

এখানে পঙ্গু ব্যক্তির কৃত্রিম অঙ্গ (হাত-পা) প্রতিস্থাপন করা হয়, যা একজন বিকলাঙ্গ ব্যক্তিকে আবার স্বাভাবিক ভাবে চলার সুযোগ করে দেয়।

তাই ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুটের ভয়কে জয় করতে আজই চলে আসুন- ঢাকায় অবস্থিত ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার-এ, ১৯৫ গ্রীনরোড ঢাকায় অথবা সিলেটের কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারে।

ডায়াবেটিসের জটিলতায় হাত-পা, পায়ের আঙ্গুল হারানোর ভয় আর নয়।

👍 পা বাঁচান, জীবন বাঁচান।

🎯 ঢাকা সেন্টার
ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার
১৯৫ গ্রীনরোড, ঢাকা ১২০৫
☎️ মোবাইলঃ 01732 723 195

🎯 সিলেট সেন্টারঃ
কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার
কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট,
☎️ মোবাইলঃ 01750 079 812

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য সুখবর!হাত-পা হারানোর আশঙ্কা এখন অতীত। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ...
16/06/2025

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য সুখবর!
হাত-পা হারানোর আশঙ্কা এখন অতীত। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক ফুট আলসার, বেড সোর, শরীরের অন্যান্য ক্ষত, স্থূলতার চিকিৎসা ও কৃত্রিম অঙ্ গসংযোজন সম্ভব।

"পা বাঁচান, জীবন বাঁচান" – এই স্লোগানে কাজ করছে ঢাকা ও সিলেটের ডায়াবেটিক ফুট অ্যান্ড ওউন্ড হিলিং সেন্টার।

অসংখ্য মানুষ এখানে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন।

✅ সঠিক ও সময়মতো চিকিৎসা
✅ অভিজ্ঞ চিকিৎসক দল
✅ উন্নত প্রযুক্তির ব্যবহার

ডায়াবেটিসজনিত যেকোনো সমস্যায় নির্ভর করুন সঠিক চিকিৎসার ওপর।

আমাদের ঠিকানাঃ
ঢাকা সেন্টারঃ ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড, ঢাকা ১২০৫।
ফোনঃ 01732-723195.

সিলেট সেন্টারঃ কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার, কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট ৩১০০।
ফোনঃ 01750-079812


👨‍👧‍👦 Happy Father's Day!সব বাবাদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা। আপনারা পরিবারে যেমন নির্ভরতার প্রতীক, তেম...
15/06/2025

👨‍👧‍👦 Happy Father's Day!
সব বাবাদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা। আপনারা পরিবারে যেমন নির্ভরতার প্রতীক, তেমনি আমাদের রোগীদের সুস্থ জীবনের পিছনেও বাবাদের ভালোবাসা ও যত্ন অনন্য ভূমিকা রাখে।
Diabetic Foot, Burn and Wound Healing Center এর পক্ষ থেকে আপনাদের সুস্থতা এবং সুখী জীবন কামনা করি।

"পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! আল্লাহর রহমতে আপনার ও পরিবারের জীবন হোক সুস্থ, নিরাপদ ও প্রশান্তিময়। ডায়াবেটিক ফুট ও জখমের ...
07/06/2025

"পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! আল্লাহর রহমতে আপনার ও পরিবারের জীবন হোক সুস্থ, নিরাপদ ও প্রশান্তিময়। ডায়াবেটিক ফুট ও জখমের যত্নে আমরা পাশে আছি সবসময়। কোরবানির আনন্দের মাঝে নিজের স্বাস্থ্যকে ভুলে যাবেন না। ঈদ মোবারক!"

21/12/2024

ডায়াবেটিস রোগীরা সঠিক নিয়মে পায়ের নখ কাটুন, ডায়াবেটিক ফুট আলসার ও গ্যাংগ্রীন থেকে বাঁচুন। আমাদের ঠিকানা- ঢাকা সেন্টারঃ ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড, ঢাকা ১২০৫। ফোনঃ 01732-723195. সিলেট সেন্টারঃ কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার, কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট ৩১০০। ফোনঃ 01750-079812

21/12/2024

ডায়াবেটিস রোগীরা সঠিক জুতা পড়ুন, ডায়াবেটিক ফুট আলসার থেকে মুক্ত থাকুন। আমাদের ঠিকানা- ঢাকা সেন্টারঃ ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড, ঢাকা ১২০৫। ফোনঃ 01732-723195. সিলেট সেন্টারঃ কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার, কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট ৩১০০। ফোনঃ 01750-079812

21/12/2024

ওজন নিয়ন্ত্রনে রাখুন, সুস্থ থাকুন। আমাদের ঠিকানা- ঢাকা সেন্টারঃ ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড, ঢাকা ১২০৫। ফোনঃ 01732-723195. সিলেট সেন্টারঃ কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার, কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট ৩১০০। ফোনঃ 01750-079812

21/12/2024

ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন, সুস্থ থাকুন। আমাদের ঠিকানা- ঢাকা সেন্টারঃ ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার, ১৯৫ গ্রীন রোড, ঢাকা ১২০৫। ফোনঃ 01732-723195. সিলেট সেন্টারঃ কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার, কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট ৩১০০। ফোনঃ 01750-079812

ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (Diabetic Foot) নিরাময়ের জন্য ১৯৫ গ্রীন রোড, ঢাকায় অবস্থিত "ডায়াবেটিক ফুট এন্ড...
12/11/2024

ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (Diabetic Foot) নিরাময়ের জন্য ১৯৫ গ্রীন রোড, ঢাকায় অবস্থিত "ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার" এবং সিলেটে অবস্থিত "কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার" বাংলাদেশের দুইটি স্বনামধন্য ডেডিকেটেড ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার (Diabetic Foot Care Center)। ঢাকা ও সিলেট সহ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এখানে ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (ডায়াবেটিক ফুট Diabetic Foot), বার্ন (Burn) (জ্বলা) ও বেড সোর (Bed Sore) সহ শরীরের যেকোন ধরণের ক্ষত (Wound) নিরাময়ের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিতে আসুন। পাশাপাশি, অতি উচ্চ মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, অতিরিক্ত ওজন (Obesity) কমাতে এবং কৃত্রিম হাত-পা সংযোজন (Prosthetics and Orthotics) করতে আমাদের চিকিৎসা ও সেবা গ্রহণ করুন। পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স) ডিগ্রী প্রাপ্ত।

পা বাঁচান, জীবন বাঁচান। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক ফুট, বেড সোর সহ শরীরের যেকোনো ক্ষত এবং স্থূলতার চিকিৎসার জন্...
26/10/2024

পা বাঁচান, জীবন বাঁচান। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিক ফুট, বেড সোর সহ শরীরের যেকোনো ক্ষত এবং স্থূলতার চিকিৎসার জন্য আমাদের কাছে আসুন। এই বিষয়ে আমাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স (কৃত্রিম হাত-পা সংযোজন) ক্ষেত্রেও কাজ করছি। আমরা আপনাকে চলন্ত রাখার জন্য অনবরত কাজ করে যাচ্ছি। ঢাকা ও সিলেটে আমাদের ২ টি চিকিৎসা কেন্দ্র রয়েছে।

আমাদের ঢাকা সেন্টার (ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলির সেন্টার, ১৯৫ গ্রীন রোড) আবার চালু হয়েছে। আমি নিয়মিত প্রতি মাসের ১, ২...
21/10/2024

আমাদের ঢাকা সেন্টার (ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলির সেন্টার, ১৯৫ গ্রীন রোড) আবার চালু হয়েছে। আমি নিয়মিত প্রতি মাসের ১, ২ এবং ১৬, ১৭ তারিখ ঢাকার চেম্বারে রোগী দেখছি। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার চেম্বার খোলা থাকে। ডাঃ আবু নাইম আহমদ উক্ত সময়ে নিয়মিত রোগী দেখছেন। এখানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত, এছাড়া শরীরের যেকোন ক্ষত ও স্থুলতার চিকিৎসা করা হয়। এখান থেকে প্রস্থেটিক্স ও অর্থোটিক্স সেবাও পাওয়া যাবে।
ঢাকা ও সিলেট চেম্বারে রিমোট ডেস্কটপ নেটওয়ার্ক ও ক্লাউড বেইজড সফ্টঅয়্যার টার্মিনাল স্থাপন করা হয়েছে। তাই ঢাকা বা সিলেট চেম্বারের যেকোন এক জায়গায় বসে আরেক জায়গার রোগী দেখা, রোগীর সাথে কথা বলা ও প্রেস্ক্রিপশন প্রিন্ট করা এখন খুব সহজ।
সবাই আমন্ত্রিত। ধন্যবাদ।

Address

Kalabaga

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Telephone

+8801711973291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diabetic Foot, Burn and Wound Healing Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabetic Foot, Burn and Wound Healing Center:

Share

Category