29/06/2025
🧑 ছোটবেলা থেকে খেলাধুলায় তুখোড় সুজন যখন জাতীয় পর্যায়ে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে, স্বপ্ন দেখছে অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার, তখনই দু:স্বপ্ন হানা দিলো তার সম্ভাবনারময় জীবনে। একটি ভয়াবহ দুর্ঘটনায় ডান হাটুর নিচ থেকে কেটে বাদ দিতে হলো বাকি পা।
ক্রাচে ভর দিয়ে এখন সুজনের সময় কাটে বিষন্নতায়।
এমন সময় তার দুলাভাই একদিন বললেন-
- সুজন! ইউরেকা!!
তুমি আবার দৌড়াতে পারবা!! 🏃♂️
🏢গ্রীনরোডের ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টারে সর্বাধুনিক ক্যাটাগরির কে-৪ লেভেলের প্রস্থেটিক পা লাগানোর ব্যবস্থা রয়েছে। এই পা লাগালে, একজন পা হারানো ব্যক্তি প্রায় হুবহু স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে পারে।
সেসব অনেকদিন আগের কথা। ৩ বছর পেরিয়ে গেছে। আজ শীতকালীন প্যারা-অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় সেসব কথা মনে পড়ছিলো সুজনের।
ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টারের চিকিৎসক ডা. এম. মঞ্জুর আহমেদের সেই অসামান্য অবদানের কথা, যার উছিলায় এক সময়কার পংগু সুজন আজ ঝড় তুলতে যাচ্ছে প্যারা অলিম্পিকের ট্রাকে।
শুধু একজন সুজন নয়, আরো অসংখ্য সুজনের জীবন পাল্টে যেতে পারে ডা. এম. মঞ্জুর আহমেদ আর তার প্রতিষ্ঠান ঢাকার গ্রীনরোডে অবস্থিত ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার ও সিলেটের পাইলট প্রজেক্ট কাজলহাওড় ডায়াবেটিক সেন্টারের ছোঁয়ায়।
এখানে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়ঃ
✅ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
✅ ডায়াবেটিক ফুট আলসার
✅ বেড সোর
✅ শরীরের যে কোন ক্ষত
✅ স্থূলতা/অতিরিক্ত ওজন
✅ কৃত্রিম হাত-পা সংযোজন
তাই ডায়াবেটিসের ভয় আর নয়।
👨⚕️ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুট আলসারের মোকাবেলায় আপনার সাথে আছেন ডা. এম. মঞ্জুর আহমেদ।
🎯 ঢাকা সেন্টার
ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টার
১৯৫ গ্রীনরোড, ঢাকা ১২০৫
☎️ মোবাইলঃ 01732 723 195
🎯 সিলেট সেন্টারঃ
কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার
কাজলশাহ পয়েন্ট, ওসমানী মেডিকেল রোড, সিলেট,
☎️ মোবাইলঃ 01750 079 812