05/10/2025
“একটা ছোট ইনফেকশন… কিন্তু কষ্টটা অগাধ! 😣
ডায়াবেটিস থাক বা না থাক—পায়ের ক্ষত অবহেলা মানেই বিপদ ⚠
ঃ ম্যাডাম আসতে পারি?
ঃ এসো। দেরী হল কেন? পায়ে জুতা কোথায়? স্যান্ডেল পরে এসেছো কেন?
ঃ ম্যাডাম আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ ইনফেকশান হয়ে ডেবে গিয়ে প্রচন্ড ব্যথা আর পুঁজ পরছে। তাই জুতা পড়া সম্ভব হচ্ছে না কয়েকদিন ধরে। এন্টিবায়োটিক খেয়েও এটা কমছে না। খুব কষ্টে আছি ম্যাডাম।
ঃ তুমি আজকেই গ্রিনরোডের ডায়াবেটিক ফুট এন্ড ওউন্ড হিলিং সেন্টারের ডাঃ এম. মঞ্জুর আহমেদ সারকে দেখাও। ওনার চিকিৎসায় তুমি খুব দ্রুত ভাল হয়ে যাবে আশা করি। ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত, বেড সোর, স্থুলতা, প্রস্থেটিক্স ও অরথটিক্স এবং পিআরপি থেরাপির জন্য ডাঃ এম. মঞ্জুর আহমেদ সারের কাছে যেতে পারো।
ঃ ধন্যবাদ ম্যাডাম। আমি আজকেই আম্মুকে নিয়ে ডাঃ এম. মঞ্জুর আহমেদ সারের চেম্বারে যাব।
👉 পায়ের ক্ষত বা ইনফেকশনকে হালকাভাবে নেবেন না।
বিশেষজ্ঞ চিকিৎসায় দ্রুত আরোগ্যের নিশ্চয়তা —
ডাঃ এম. মঞ্জুর আহমেদ
Diabetic Foot, Burn & Wound Healing Center, Green Road, Dhaka. 🏥