KONNA

KONNA স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য এবং নিজের ব্যক্তিগত স্বাস্থ্য সহযোগীতার মাধ্যম কন্যা

🕊️ Eid Mubarak from Konna! 🌙✨This Eid ul-Adha, may your heart be full, your mind at peace, and your home blessed with he...
07/06/2025

🕊️ Eid Mubarak from Konna! 🌙✨

This Eid ul-Adha, may your heart be full, your mind at peace, and your home blessed with health, happiness, and harmony.

As we honor the values of sacrifice, compassion, and community, let us also take a moment to care for our well-being—body, mind, and soul. 💚

Wishing you a joyful and healthy Eid.
Stay well. Stay kind. Stay connected.

কন্যা-এর পক্ষ থেকে সকলকে আসন্ন বাংলা নববর্ষ এর শুভেচ্ছা!  নতুন বছর হোক সুস্থতা ও সজীবতার—শারীরিক ও মানসিক সুস্থতাই হোক আ...
13/04/2025

কন্যা-এর পক্ষ থেকে সকলকে আসন্ন বাংলা নববর্ষ এর শুভেচ্ছা!

নতুন বছর হোক সুস্থতা ও সজীবতার—শারীরিক ও মানসিক সুস্থতাই হোক আপনার সর্বোচ্চ অর্জন। কন্যা পাশে থাকবে আপনার ফিটনেস যাত্রার প্রতিটি ধাপে।

নতুন বছর, নতুন লক্ষ্য, আরও সুস্থ-সবল জীবন—শুভ নববর্ষ!

#স্বাস্থ্যকর_নববর্ষ

Eid Mubarak from Konna!This Eid, may your days be as healthy as your heart is happy! Wishing you and your loved ones a c...
31/03/2025

Eid Mubarak from Konna!

This Eid, may your days be as healthy as your heart is happy! Wishing you and your loved ones a celebration filled with wellness, joy, and precious moments. Remember, good health is the sweetest blessing of all. ✨

🏥🌙

26/03/2025
স্বাস্থ্য খাত এর বিভিন্ন উদ্যোক্তা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গত ২৫ এ...
28/04/2024

স্বাস্থ্য খাত এর বিভিন্ন উদ্যোক্তা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গত ২৫ এপ্রিল ২০২৪ iDEA এর সহযোগিতায় আইসিটি মিনিস্ট্রি তে কন্যা আয়োজন করে একটি ব্যতিক্রমী Focus Group Discussion। এই আলোচনায় অংশগ্রহণকারীরা ডিজিটাল স্বাস্থ্য সেবা প্লাটফর্মে তাদের আকাঙ্ক্ষা এবং বর্তমানে বাংলাদেশে প্রচলিত সেবা সমূহ নিয়ে আলোচনা করেন।
আলোচনায় আইডিয়া প্রকল্প থেকে বক্তব্য দেন Siddhartho Goshwami, Senior Consultant & Head of Operations, আইডিয়া প্রজেক্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr.Maud van den Meiracker
PUM Expert , Management Consultancy. এই আলোচনাটি সঞ্চালনা করেন কানিজ ফাতেমা।

কন্যাদের নানান ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কন্যা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যার ধারাবাহিকতায় গত ২২ শে এপ্রিল ২০২...
23/04/2024

কন্যাদের নানান ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কন্যা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যার ধারাবাহিকতায় গত ২২ শে এপ্রিল ২০২৪ তারিখে কন্যা এবং Impulse হাসপাতালের মাঝে স্বাক্ষরিত হয় একটি চুক্তি। এই চুক্তির ফলে এখন থেকে কন্যা কার্ড ব্যবহারকারীরা Impulse হাসপাতালে পাবেন বিশেষ ডিসকাউন্ট সুবিধা।

খালেদা ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর, Impulse Hospital এবং প্রমা পারমিতা, ম্যানেজিং ডিরেক্টর, কন্যা wellbeing limited নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে Impulse hospital এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশরাফুল খান, মোজাফফর হোসেন, আনিকা এম সুচি, ডক্টর তাহমিনা করিম এবং অন্য টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস এম রেজাউল, চুমকি তেরেসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Maud Van Den Meiracker, Strategy Consultancy Expert representing Konna all the way from PUM Netherlands.

কন্যার মাধ্যমে আরো বৃহৎ পরিসরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করাতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার ঈদ হচ্ছে চৈত্রের শেষ সপ্তাহে। গত কয়েক সপ্তাহের ভেতর বৃষ্টিও অবশ্য হয়েছে; উদ্দাম হাওয়ার তোড়ে একটা গোটা সকাল যেন উড়েই...
11/04/2024

এবার ঈদ হচ্ছে চৈত্রের শেষ সপ্তাহে। গত কয়েক সপ্তাহের ভেতর বৃষ্টিও অবশ্য হয়েছে; উদ্দাম হাওয়ার তোড়ে একটা গোটা সকাল যেন উড়েই চলে গেল সেদিন। তবে এত সবের মধ্যেও প্রখরতা ছড়িয়েছে চৈত্রের সূর্য। ঈদের সময়টায় আনন্দ আয়োজন, জম্পেশ খাওয়াদাওয়া আর ঘোরাঘুরি তো হবেই। তবে ভুলে যাওয়া চলবে না, একেবারে লাগামহীন খাওয়াদাওয়া আর গরম আবহাওয়ায় অসতর্ক ঘোরাঘুরিতে হুট করেই মাটি হয়ে যেতে পারে ঈদের আনন্দ।

উৎসব মানেই কিন্তু গুরুপাক খাবার কিংবা জবরজং সাজপোশাকের বাহার নয়। পবিত্র রমজানের দীর্ঘ এক মাসের রুটিন বদলে হুট করে নানা রকম ভারী খাবার খাওয়া অনুচিত। বরং ঈদের খাবারতালিকায় রাখুন সহজপাচ্য খাবার। গরম আবহাওয়ায় ঠান্ডা খাবার খান। মৌসুমি ফলমূল, শাকসবজি এবং দুধের তৈরি খাবার খাওয়া ভালো। রান্না করা কোনো খাবারই খুব বেশিক্ষণ বাইরে রাখা ঠিক নয়। বাড়ির বাইরে গেলে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। গরমে অতিরিক্ত ঘোরাঘুরি না করে বন্ধু-স্বজনেরা একে অন্যের বাড়িতে গিয়েও আড্ডা জমাতে পারেন। যে সময়টুকু ঘরের বাইরে থাকা হবে, সে সময়ও কিছু সতর্কতা অবলম্বন
করা উচিত। এমনটাই বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর শারমিন।
কম তেল ও কম মসলায় রান্না করা খাবার দিয়েই পরিপূর্ণ হতে পারে ঈদের আনন্দ। নানা রকম পানীয় বানাতে পারেন ঘরেই।
অতিথি আপ্যায়নেও পানীয় দারুণ এক উপকরণ। টক দই বা মিষ্টি দইয়ের লাচ্ছি বানাতে পারেন। জিরাপানি, ফলের রস করতে পারেন। সবার জন্য তো বটেই, পানি খেতে গিয়ে কেউ সমস্যা অনুভব করলে তাঁর জন্যও পুদিনাপাতা বা ধনেপাতার মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি পানীয় দারুণ। কোমল পানীয়, প্যাকেটজাত পানীয় বা প্যাকেটজাত গুঁড়া দিয়ে তৈরি পানীয় এড়িয়ে চলুন অবশ্যই।
পোলাও রান্নায় ঘিয়ের বদলে সয়াবিন তেল ব্যবহার করুন। ঘি যদি ব্যবহার করতেই চান, তাহলে কেবল ওপর দিয়ে ছড়িয়ে দিন, সেটিও অল্প।

জলপাই তেল কিংবা শর্ষের তেল দিয়েও কিছু পদ করতে পারেন। সালাদে ব্যবহার করতে পারেন জলপাই তেল।

মাখন ও মেয়োনেজ বর্জনীয়।
মিষ্টান্নেও ঘিয়ের ব্যবহার কমিয়ে আনুন। চিনির বদলে মধু, তালমিছরি কিংবা ব্রাউন সুগার দিয়ে তৈরি করতে পারেন মিষ্টান্ন।

মাংসের চর্বি ফেলে দিন রান্নার আগে, যতটা পারেন। এমনকি ব্রয়লার মুরগির মাংসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

গুঁড়া মসলার চেয়ে বাটা মসলায় রান্না করা ভালো।

রান্নায় ধনের ব্যবহার কমিয়ে দিন।

খাবারের সঙ্গে কাঁচা সালাদ রাখুন অবশ্যই।

একবারে অতিরিক্ত খাবার খাবেন না। রয়েসয়ে, অল্প করে খান। দুবার খাওয়ার মাঝে অন্তত দুই ঘণ্টা বিরতি দিন।

খাবার খাওয়ার সময় পানি খাবেন না। খাবার খাওয়ার ১৫–২০ মিনিট পর পানি বা পানীয় খাবেন। খাওয়ার আগে পানি বা পানীয় খেতে চাইলে সেটিও ১৫-২০ মিনিট আগে।

সুস্থতা বজায় রেখে সাজপোশাক এবং ঘোরাঘুরির পরামর্শ দিয়েছেন ডা. শাহনূর শারমিন।

ঘরে ও বাইরে আরামদায়ক পোশাক পরুন। এমন কাপড় বেছে নিন, যার মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে।

পুরু মেকআপ, ভারী গয়না এড়িয়ে চললেই স্বস্তিতে থাকবেন।

অতিরিক্ত রোদের সময়টায় ছায়ায় থাকতে হবে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

বাইরে যাওয়ার সময় সানগ্লাস ও ছাতা ব্যবহার করুন। সানস্ক্রিনসামগ্রীও লাগিয়ে নিন নিয়মমাফিক। সঙ্গে রাখতে পারেন পানির ফ্লাস্ক। প্লাস্টিকের পাত্রে পানি রাখা ঠিক নয়।

ঘাম হলে দ্রুত মুছে ফেলতে চেষ্টা করুন। ঘামে পোশাক ভিজে গেলে বদলে ফেলুন। অতিরিক্ত ঘাম হলে অন্যান্য পানীয় ছাড়াও ওরস্যালাইন খেতে হবে।

ধুলাবালুতেও নানান স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই ধুলাবালু এড়িয়ে চলুন। মাস্ক পরাও ভালো অভ্যাস।

সবাইকে নিয়েই হোক উৎসব
যাঁরা বাড়িতে রান্নাবান্নার কাজ করেন, তাঁদের প্রতি যত্নশীল হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিলেন ডা. শাহনূর শারমিন। তাঁদের যাতে অতিরিক্ত সময় রান্নাঘরে কাটাতে না হয় কিংবা বারবার রান্নাঘরে যেতে না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং শিশুরা গরমে সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। তাঁদেরও তাই যত্ন নিতে হবে। যাঁরা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, খাবারদাবার ও পানির পরিমাণের বিষয়ে চিকিৎসকের কোনো নির্দেশনা থাকলে মেনে চলতে সাহায্য করুন; ওষুধ সেবনেও যাতে ভুল না হয়। পোষা প্রাণীগুলোও যাতে গরমে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখুন। অসহায় মানুষ ও প্রাণীর জন্যও কিছু করুন।

Address

House/06 , Road/109, Gulshan/2
Dhaka
DHAKA-1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801775452681

Alerts

Be the first to know and let us send you an email when KONNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KONNA:

Share

KONNA - All in one for women

KONNA is an all in one app for women, which will allow women to create their own secure network and keep a track on their lifestyle. Please like and share our page. The app will be available on Google Play Store soon