02/10/2025
🌸 আলহামদুলিল্লাহ! 🌸
📅 ২৭/০৯/২০২৫ তারিখে Bright Care Training Institute (BCTI)-এর General Caregiving Level-2 কোর্সের NSDA অনুমোদিত দ্বিতীয় ব্যাচের Assessment সফলভাবে সম্পন্ন হয়েছে।
🎉 উক্ত Assessment-এ মোট ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন Competent হয়েছে।
এমন চমৎকার ফলাফলের জন্য BCTI পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! 🌹
আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে caregiving খাতে তাদের সফল ক্যারিয়ারের পথ সুগম করবে। 💪❤️