Ruqyah Healing

Ruqyah Healing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruqyah Healing, Alternative & holistic health service, কাজলা ওভার ব্রিজ সংলগ্ন, কাজলা, যাত্রাবাড়ী, Dhaka.

সমস্ত চিকিৎসার উপরে আল্লাহর কালামের চিকিৎসা, আসুন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি
কুরআন-সুন্নাহ থেকে চিকিৎসা নেই।

📍 আমাদের ঠিকানা: দক্ষিণ কাজলা ফুট ওভার ব্রিজ সংলগ্ন, আদর্শ স্কুলের গলি,কুতুবখালী,যাত্রাবাড়ী, ঢাকা। 𝟬𝟭𝟯𝟯𝟲-𝟮𝟬𝟮𝟭𝟱𝟬 রুকইয়াহ জিন জাদু বদনজর হাসাদ এবং এগুলোর কারণে সৃষ্ট রোগ সমূহের চিকিৎসায় রুকইয়াহ কার্যকরী ও নিরাপদ চিকিৎসা। জাদুকর তান্ত্রিক এবং কুফর শিরকের বিরুদ্ধে এক মহা বিপ্লব।
▶যেসব বিষয়ে রুকইয়াহ করা হয়
মৌলিক বিষয় সমূহ
১/ জ্বিনের আছর।
২/ যাদুটোনা ( ব্লাক ম্যাজিক)
৩/ বদনজর, হাসাদ।
🩺শাখা বিষয় সমূহ
#জিনের আছর
#আশিক জিন সমস্যা
#বদনজর, হাসাদ
#ওয়াসওয়াসা, কুমন্ত্রণা (ওসিডি বা শুচিবায়ু,)
#পাগল বানানোর যাদু
#পড়ালেখা নষ্ট করার যাদু
#বিবাহ বন্ধের যাদু
#বিবাহ বিচ্ছেদের যাদু
#মেরে ফেলার যাদু
#অসুস্থ বানানোর যাদু
#অনিয়মিত পিরিয়ডের সমস্যা।
#সহবাসে অক্ষমতার যাদু
#বাচ্চা না হওয়া বা বন্ধ্যাত্বের যাদু
#আসক্ত বা বশ করার যাদু
#আর্থিক আয় উন্নতি বন্ধের যাদু
#খেয়ালের যাদু।
#মৃগীরোগ।
#আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর মাঝে বিচ্ছেদের জাদু।
#জ্বিন যাদুর কারণে সৃষ্ট ওভারিয়ান সিস্ট
#জরায়ু সিস্ট
#ব্রেস্টের বিভিন্ন সমস্যা।
#জিন যাদুর কারণে যে কোনো ক্যানসার
#মুখের ব্রণ
#চুল পড়া সমস্যা।
#প্যারালাইজড
#শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা।
#বোবা করার যাদু
#অন্ধ বধির বানানোর যাদু
#শ্বাসকষ্টের সমস্যার যাদু
#ঈমানের উপর ও আমলে বাধা সৃষ্টির যাদু
#কল্পনাপ্রবন যাদু (হ্যালুসিনেশন)
#মতিভ্রম ও ভুলে যাওয়ার যাদু
#ব্যবসায় দেউলিয়া বানানোর যাদু
#চাকরি না পাওয়া ইত্যাদি।
#কাজ ধংস করার যাদু
#সম্পদ দখলের যাদু
#অশ্লীলতার যাদু। যেমন পতিতা বা পার্ভার্ট বা জানি বানানোর জাদু।
#আইবিএস(IBS)( কোষ্টকাঠিন্য/পেট খারাপ করার সমস্যা।

08/12/2025

রিযিকে বাধা জাদু — কীভাবে বুঝবেন ও কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন

অনেকে অভিযোগ করেন—
“চেষ্টা করি, সুযোগ আসে না… হাতে টাকা আসে কিন্তু টিকে না… কাজ শুরু করলেই সমস্যা…”
এগুলো কখনো স্বাভাবিক কারণেও হতে পারে, আবার কখনো শয়তানের প্রভাব বা জাদুর কারণে রিযিকে আটকে যেতে পারে।

রিযিকে বাধা জাদুর সাধারণ লক্ষণ

এগুলো লক্ষণ সম্ভাব্যক, নিশ্চিত প্রমাণ নয়।

প্রচুর চেষ্টা করেও বারবার ব্যর্থ হওয়া

হঠাৎ করে ব্যবসায়/কাজে অকারণ ব্লক তৈরি হওয়া

টাকা এলে খুব দ্রুত অপ্রয়োজনে খরচ হয়ে যাওয়া

মন অশান্ত থাকা, কাজে মন না বসা

পরিবারে ঝগড়া-বিবাদ বেড়ে যাওয়া

ভালো সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া

মনে রাখবেন: শুধু সমস্যার হওয়া মানেই জাদু নয়। পরীক্ষাও হতে পারে, স্বাভাবিক কারণও থাকতে পারে।

কী করবেন (রুকইয়াহ অনুযায়ী)

নিয়মিত সুরা বাকারাহ ঘরে তিলাওয়াত বা চালু রাখা

সকালে-সন্ধ্যায় মাসনুন আমল (আযকার) করা

আয়াতুল কুরসি, তিন কুল পড়া

ব্যবসা বা ঘর-বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা

সালাতে স্থির হওয়া ও রিযিকের জন্য হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া

প্রয়োজন হলে অভিজ্ঞ রুকইয়াহ শারঈ রাকির পরামর্শ নেওয়া

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা উঠিয়ে ফেলার জাদু—সতর্কতার বার্তাঅনেক সময় দেখা যায়—হঠাৎ স্বামীর আচরণ বদলে যায়,অযথা...
08/12/2025

স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা উঠিয়ে ফেলার জাদু—সতর্কতার বার্তা

অনেক সময় দেখা যায়—
হঠাৎ স্বামীর আচরণ বদলে যায়,
অযথা রাগ, দূরত্ব, কথাবার্তায় উগ্রতা
অকারণে স্ত্রীকে অপছন্দ করা…

বুঝে উঠার আগেই সম্পর্কের মাঝে অদৃশ্য চাপ তৈরি হয়।
স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি প্রেম–ভালোবাসা উঠিয়ে ফেলার জন্য জাদু/ইর্ষা/হাসাদ করা হয়ে থাকে

কী প্রভাব ফেলে এতে?

স্বামী–স্ত্রীর মাঝে ভুল–বোঝাবুঝি বাড়িয়ে দেয়

ভালোবাসা কমিয়ে দেয়

অকারণ বিরক্তি তৈরি করে

ঘরে শান্তি নষ্ট করে দেয়

মানসিক দূরত্ব বাড়িয়ে দেয়

এসব আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয়না—তবে হাসাদ, নজর ও জাদুর প্রভাব বাস্তব (কুরআন দ্বারা প্রমাণিত)।

🔸 এমন পরিস্থিতিতে রুকইয়াহ কীভাবে সহায়তা করে?

রুকইয়াহ হলো — কুরআনের মাধ্যমে শিফা খোঁজা।
এটি আল্লাহর ইজাজতে—

মনকে প্রশান্ত করে

দাম্পত্যে রহমত ফিরিয়ে আনে

শয়তানি ওয়াসওয়াসা দূর করে

জাদুর প্রভাব ভেঙে দেয়

🔸 করণীয়

১. সূরা ফাতিহা
২. আয়াতুল কুরসি
৩. সূরা বাকারা: ১০২ (হারুত–মারুত)
৪. সূরা আল-ইখলাস, ফালাক, নাস (৩ বার করে)
— নিজের উপর, স্বামীর নামে দোয়া করে পড়ুন।

৬. ঘরের চার কোণে আয়াতুল কুরসি পড়ে দম দিন।

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

চেহারা নষ্টের জাদু – ইসলামের দৃষ্টিতে এটি হাসদ, বদনজর, বা সিহর–এর একটি ধরণ, যার লক্ষ্য মানুষের সৌন্দর্য নষ্ট করা, মুখে দ...
08/12/2025

চেহারা নষ্টের জাদু – ইসলামের দৃষ্টিতে এটি হাসদ, বদনজর, বা সিহর–এর একটি ধরণ, যার লক্ষ্য মানুষের সৌন্দর্য নষ্ট করা, মুখে দাগ সৃষ্টি করা, ত্বকে সমস্যা করা বা চেহারাকে বিবর্ণ ও ক্লান্ত দেখানো। এগুলো বাস্তব হলেও এর প্রতিকার আল্লাহর হুকুম ও রুকইয়াহর মাধ্যমে সহজ।

এটি রুকইয়াহ পেজে দেওয়ার মতোভাবে লিখে দিচ্ছি:

চেহারা নষ্টের জাদু কীভাবে কাজ করে?

অনেক সময় মানুষ হঠাৎ করে নিজের চেহারায় পরিবর্তন টের পায়। মুখ নিস্তেজ হয়ে যাওয়া, ত্বকে অদ্ভুত দাগ, চোখ-মুখ শুকিয়ে যাওয়া – অনেকেই মনে করেন এটি শুধুই শারীরিক কারণ। কিন্তু কখনও কখনও এটি চেহারা নষ্টের জাদু বা বদনজর–এর ফলও হতে পারে।

এই জাদুর মাধ্যমে শয়তান মানুষের রূপ-সৌন্দর্যে প্রভাব ফেলে, তাকে মানুষের সামনে কম আকর্ষণীয় দেখাতে শুরু করে। লক্ষ্য একটাই – মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়া।

সাধারণ লক্ষণ

• হঠাৎ চেহারা নষ্ট হয়ে যাওয়া
• মুখ শুকিয়ে যাওয়া বা ডার্ক সার্কেল
• ত্বকে দাগ, র‍্যাশ, বা দাহ অনুভব
• প্রচণ্ড ক্লান্ত বা বিবর্ণ দেখা যাওয়া
• আয়নার দিকে তাকালে নিজেকে খারাপ লাগা
• চিকিৎসা করলেও সমস্যা বারবার ফিরে আসা

কারণ কী?

• শক্তিশালী বদনজর
• সৌন্দর্য নষ্টের উদ্দেশ্যে করা জাদু
• অতিরিক্ত হাসদ (ঈর্ষা)
• কারও লুকানো বিদ্বেষ

প্রতিকার (রুকইয়াহ)

• প্রতিদিন সূরা ফালাক, নাস, ইখলাস ৩ বার
• আয়াতুল কুরসি সকাল-সন্ধ্যায়
• পানি নিয়ে রুকইয়াহ পড়ে সেই পানি পান ও মুখে ধোয়া
• “বিসমিল্লাহিল্লাঝী লা ইয়াদুররু…” সকাল-সন্ধ্যায়
• ঘরে ছবি, মূর্তি, গান ইত্যাদি দূরে রাখা
• নিয়মিত আল্লাহর জিকিরে থাকা

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

ভুলে যাওয়া, মনে অযথা চাপ অনুভব করা, বারবার অজানা ভয় কাজ করা কিংবা হঠাৎ করে মাথা ঝিম ঝিম করা—এসব অনেক সময় শারীরিক বা মানস...
08/12/2025

ভুলে যাওয়া, মনে অযথা চাপ অনুভব করা, বারবার অজানা ভয় কাজ করা কিংবা হঠাৎ করে মাথা ঝিম ঝিম করা—এসব অনেক সময় শারীরিক বা মানসিক কারণেও হতে পারে। তবে কোরআন হাদিসে এমন কিছু লক্ষণের কথাও এসেছে, যেগুলো জিনের কুদৃষ্টি, শয়তানের কুমন্ত্রণা বা জাদুর প্রভাবে মানুষের মাঝে দেখা দিতে পারে।

ইসলাম এসব সমস্যার বাস্তবতা স্বীকার করেছে এবং একই সঙ্গে পরিষ্কার সমাধানও দিয়েছে। রুকইয়া হলো সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কোনো জটিল তন্ত্র নয়; বরং আল্লাহর বাণী পড়া, দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পবিত্র আমল।

কোরআনে আল্লাহ বলেন, “আমি কোরআনে এমন জিনিস নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হলে সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের ওপর ফুঁ দিতেন এবং সাহাবাদের রুকইয়া করার অনুমতিও দিতেন।

কিছু সাধারণ লক্ষণ যেগুলো রুকইয়ার প্রয়োজন নির্দেশ করতে পারে— • খুব বেশি ভুলে যাওয়া বা মনোযোগ হারিয়ে ফেলা
• অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা বা অস্থিরতা
• ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন
• হঠাৎ রাগ বেড়ে যাওয়া
• কোনো কারণ ছাড়াই মন খারাপ বা অস্বস্তি অনুভব করা

এসব লক্ষণ দেখা দিলে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে নিয়মিত রুকইয়া করার। নিজের জন্য রুকইয়া করা সবচেয়ে উত্তম।

যেভাবে রুকইয়া করবেন—
• ওযু করে পরিষ্কার স্থানে বসুন
• প্রথমে সূরা ফাতিহা পড়ুন
• আয়াতুল কুরসি পড়ুন
• এরপর সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পড়ুন
• আল্লাহর কাছে দুয়া করুন—তিনি যেন সব ধরনের শারীরিক, মানসিক বা অদৃশ্য ক্ষতি থেকে আপনাকে হেফাজত করেন
• শেষে হাত মুখে শরীরে মেখে নিন

রুকইয়া শুধু রোগ দূর করার জন্য নয়, বরং মনকে স্থির রাখা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ারও একটি সুন্দর পথ। আল্লাহর কথা মানুষের হৃদয়ে প্রশান্তি তৈরি করে। তিনি যার জন্য দরজা খুলে দেন, তার দুঃখ ও অস্থিরতা দূর হয়ে যায়।

আপনি বা আপনার পরিবারের কারও মাঝে এসব লক্ষণ দেখা দিলে দোয়া, ধৈর্য এবং নিয়মিত রুকইয়া চালিয়ে যান। আল্লাহই শিফা দানকারী। তিনি চাইলে এক মুহূর্তেই কষ্ট দূর করে দিতে পারেন।

পাগল বানানোর জাদু — সত্যিই কি হয়? লক্ষণ ও করণীয়অনেক মানুষ অভিযোগ করেন—“হঠাৎ মাথা কাজ করে না”,“বিনা কারণে ভয় লাগে”,“হঠাৎ ...
07/12/2025

পাগল বানানোর জাদু — সত্যিই কি হয়? লক্ষণ ও করণীয়

অনেক মানুষ অভিযোগ করেন—
“হঠাৎ মাথা কাজ করে না”,
“বিনা কারণে ভয় লাগে”,
“হঠাৎ রাগ উঠে যায়”,
“নিজেকে অদ্ভুত লাগে”…
এগুলোকে অনেকে ‘পাগল বানানোর জাদু’ বলে থাকেন।

আসলেই প্রচণ্ড মানসিক চাপ, বদনজর, জ্বিনের কুমন্ত্রণা, বা শারীরিক অসুস্থতা থেকেও একই রকম সমস্যার জন্ম হতে পারে।
তবে কিছু ক্ষেত্রে শয়তানি প্রভাব বা জাদুর কারণে মানুষ মানসিক অস্থিরতায় পড়তে পারে—এটিও হক কথা।

যে লক্ষণগুলোকে অনেকে “পাগল বানানোর জাদু” মনে করেন:

1️⃣ ঘুমে অস্থিরতা, বার বার দুঃস্বপ্ন দেখা
2️⃣ মাথা ভারী লাগা বা চিন্তা করতে না পারা
3️⃣ আচরণ হঠাৎ বদলে যাওয়া
4️⃣ একা থাকলে ভয় বা চাপ অনুভব হওয়া
5️⃣ কাউকে অযথা সন্দেহ করা
6️⃣ মাথার ভেতর ফিসফিস আওয়াজ বা চাপ অনুভব করা
7️⃣ নামাজ-ইবাদতে মন বসতে না পারা
8️⃣ বাড়িতে অশান্তি, অকারণে তর্ক-বিতর্ক
9️⃣ খুব বেশি ভুলে যাওয়া
🔟 বুকে চাপ, ঘনঘন কান্না পেয়ে যাওয়া

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

07/12/2025

রিযিকে বাধা জাদু – যা জীবনে ধ্বংস ডেকে আনে

অনেক সময় মানুষ সব চেষ্টা করেও রিযিকের বরকত পায় না।
হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়, ব্যবসা ক্ষতি খায়, টাকা আসে কিন্তু টেকে না—
এগুলো কখনো কখনো রিযিকে বাধা জাদুর কারণে হতে পারে।

🔮 রিযিক নষ্টকারী জাদুর সাধারণ লক্ষণ

হঠাৎ কাজ বা ইনকাম বন্ধ হয়ে যাওয়া

ব্যবসায় কোনো কারণ ছাড়াই ক্ষতি

টাকা এলে সাথে সাথে খরচ হয়ে যাওয়া

মন-মেজাজ খারাপ, কাজ করতে ইচ্ছা না

বাড়িতে অশান্তি, ঝগড়া বেড়ে যাওয়া

ঘুমে দুঃস্বপ্ন, চাপা ভয়

পরিকল্পনা করলেই ভেঙে যাওয়া

🛡️ রুকইয়াহ কেন প্রয়োজন?

রিযিকের উপর জাদু হলে শুধু দোয়া নয়,
কুরআন অনুযায়ী রুকইয়াহ করলে আল্লাহর ইজাজতে বাধাগুলো দূর হয়।
এটা জাদুর প্রভাব কমিয়ে রিযিকে আবার বরকত আনে।

📌 আপনি কি এসব লক্ষণ অনুভব করছেন?

আপনার মনে হচ্ছে রিযিকে বাধা লেগেছে?
তাহলে দেরি না করে রুকইয়াহ করুন।
আল্লাহই শিফাদাতা।

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে গেলে কী করবেন? স্বামী-স্ত্রীর সম্পর্ক হঠাৎ খারাপ হয়ে যাওয়া সবসময় স্বাভাবিক নয়।অনেক সময় ...
07/12/2025

স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে গেলে কী করবেন?

স্বামী-স্ত্রীর সম্পর্ক হঠাৎ খারাপ হয়ে যাওয়া সবসময় স্বাভাবিক নয়।
অনেক সময় নজর, হসদ বা কালো জাদুর প্রভাবেও ঘরে অশান্তি আসে।
রাগ, দূরত্ব, ঝগড়া—এসবের মূল কারণ শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে।

কী করবেন?

১️⃣ শারঈ রুকইয়াহ শুরু করুন
সুরাহ ফালাক, নাস, আয়াতুল কুরসি প্রতিদিন দু’জনের উদ্দেশ্যে পড়ুন।
জাদু থাকলে আল্লাহর ইজাজতে দ্রুত প্রভাব কেটে যায়।

২️⃣ জাদু বা বাঁধার লক্ষণ দেখলে রুকইয়াহ হীলারের সাহায্য নিন
স্বামী-স্ত্রীর মাঝে করা জাদু আস্তে আস্তে ভালোবাসা নষ্ট করে দেয়।
রুকইয়াহই এর একমাত্র হালাল চিকিৎসা।

৩️⃣ বাড়িতে সুরাহ বাকারাহ চালানো শুরু করুন
নজর, জিন ও জাদুর প্রভাব ঘর থেকে দূর হয়।

৪️⃣ রাগ উঠলে নীরব থাকুন
শয়তান রাগের মুহূর্তে সবচেয়ে বেশি উসকানি দেয়।

৫️⃣ আল্লাহর কাছে বিশেষ দু’আ করুন
“ইয়া আল্লাহ, আমাদের মাঝে রহমত, ভালোবাসা ও শান্তি দান করুন।”

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

বশ করার নামে কুসংস্কার ও হারাম পথে গেলে, শেষ পরিণতি ভয়ংকর হতে পারে।
07/12/2025

বশ করার নামে কুসংস্কার ও হারাম পথে গেলে, শেষ পরিণতি ভয়ংকর হতে পারে।

06/12/2025

পড়াশোনা নষ্টের জাদু – লক্ষণ, কারণ এবং করণীয়

অনেক পরিবার এমন সমস্যার মুখোমুখি হয় যেখানে আগে যে সন্তান পড়াশোনায় আগ্রহী ছিল, হঠাৎ করেই মনোযোগ হারাতে শুরু করে। কিছুই মনে রাখতে পারে না, অকারণে ভয় লাগে, পড়া খুললেই মাথা ভার হয়ে আসে। এসবের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে—স্ট্রেস, মানসিক চাপ, পরিবেশগত সমস্যা। তবে কিছু ক্ষেত্রে জাদু, হিংসা বা বদনজরের প্রভাবও ভূমিকা রাখতে পারে।

ইসলামে জাদুর অস্তিত্ব স্বীকৃত, এবং আল্লাহর অনুমতি ছাড়া কিছুই কার্যকর হয় না। তাই সঠিক পদ্ধতিতে রুকইয়াহ অত্যন্ত উপকারী একটি আমল।

সম্ভাব্য লক্ষণ

১. পড়তে বসলেই মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব অথবা বিরক্তি
২. আগের মতো বিষয় বুঝতে না পারা বা মনে রাখতে অসুবিধা
৩. অকারণে ভয়, বুক ধড়ফড় বা দুশ্চিন্তা
৪. ঘনঘন ভুলে যাওয়া
৫. ইবাদত ও কুরআন শুনলে মনোযোগ নষ্ট হয়ে যাওয়া
৬. দুঃস্বপ্ন, ভয়াবহ স্বপ্ন অথবা ঘুমের সমস্যা
৭. চিকিৎসা নেওয়ার পরও কোন উন্নতি না হওয়া

এই লক্ষণগুলো সবসময়ই জাদুর প্রমাণ নয়, তবে একাধিক লক্ষণ মিললে রুকইয়াহ করা উপকারী।

কেন এমন হতে পারে

হিংসা বা বদনজর

জিনের কুমন্ত্রণা

কুফরি জাদুর প্রভাব

মন ও আত্মার দুর্বলতা

ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত না
থাকা।

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

কালোজাদুর প্রভাবে আক্রান্ত ব্যক্তির পরিচিত কিছু লক্ষণ ইসলামের আলোকে কালোজাদু সত্য, তবে যে কেউ কোনো সমস্যা বা মানসিক চাপে...
06/12/2025

কালোজাদুর প্রভাবে আক্রান্ত ব্যক্তির পরিচিত কিছু লক্ষণ

ইসলামের আলোকে কালোজাদু সত্য, তবে যে কেউ কোনো সমস্যা বা মানসিক চাপের মুখোমুখি হলে সেটাকে কালোজাদু বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, উদ্বেগ, বা সংসারগত সমস্যাকেও কালোজাদুর সাথে মিলিয়ে দেখা হয়।
তবে কিছু লক্ষণ আছে যেগুলোকে লক্ষণ হিসেবে মনে করা হয়, নিশ্চিত প্রমাণ হিসেবে নয়।

১. আকস্মিক ভয় ও উদ্বেগের অনুভূতি

যে ব্যক্তির আগে এমন ছিল না, হঠাৎ করে ভয়, অস্থিরতা, বা বুক ধড়ফড় ভাব অনুভব করা শুরু করে।

২. অকারণে মনের ভিতরে ভারী ভাব

মানুষের ভেতরে এক ধরনের অজানা চাপ কাজ করে; কোন কারণ ছাড়াই মন খারাপ, হতাশা বা বিরক্তি অনুভব করে।

৩. হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া

স্বামী–স্ত্রীর মধ্যে অযৌক্তিক ঝগড়া শুরু হওয়া, ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি অস্বাভাবিক বিরক্তি বা অকারণে দূরে সরে যাওয়া—এগুলো অনেক সময় কালোজাদুর কাজ বলে মনে করা হয়।

৪. কাজে অস্বাভাবিক বাধা আসা

বারবার চেষ্টা করেও সফল না হওয়া, সবকিছু গুছিয়েও বারবার বিপত্তি ঘটানো—এসবকেও অনেকে প্রভাব হিসেবে বিবেচনা করেন।

৫. ঘুমের সমস্যা ও দুঃস্বপ্ন

আবারবার ভয়ানক স্বপ্ন দেখা, রাতে ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে চিৎকার বা হাঁপিয়ে ওঠা—এগুলোও সাধারণভাবে উল্লেখ করা হয়।

৬. শারীরিক অস্বস্তি কিন্তু কারণ না পাওয়া

চিকিৎসা করেও কারণ না পাওয়া মাথা ব্যথা, শরীর ভারী লাগা, বুকে চাপ অনুভব করা—এসব অনেক সময় মানুষ কালোজাদুর সাথে যুক্ত মনে করে।

৭. ইবাদতে অনাগ্রহ বা অস্বাভাবিক বিরক্তি

নামাজ পড়তে গেলে মন চঞ্চল হয়ে পড়া, কুরআন শুনলে অস্বস্তি, ঘোরাঘুরি বা বিরক্তি অনুভব করা।

আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

সদকাহে জারিয়াহ র উদ্দেশ্য শেয়ার করতে পারেন।
06/12/2025

সদকাহে জারিয়াহ র উদ্দেশ্য শেয়ার করতে পারেন।

মানুষের মধ্যে কালোজাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। কেউ মনে করে এটি সম্পূর্ণ কল্পনা, আবার কেউ বিশ্বাস ক...
06/12/2025

মানুষের মধ্যে কালোজাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। কেউ মনে করে এটি সম্পূর্ণ কল্পনা, আবার কেউ বিশ্বাস করে এর শক্তি আল্লাহর শক্তির সমান—যা দুইটাই ভুল। ইসলাম বাস্তবিকভাবে জাদুর অস্তিত্ব স্বীকার করেছে, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না।

কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “তারা এমন কিছু শেখে যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে কোনো ক্ষতি করতে পারে না।” (সূরা আল-বাকারা ১০২)
অর্থাৎ জাদু সত্য, তবে তার প্রভাব আল্লাহর ইচ্ছাধীন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার জাদুর প্রভাবে অসুস্থ হয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর নিকট আশ্রয় নিয়ে, সূরা ফালাক ও সূরা নাস পড়ে শিফা লাভ করেছিলেন। এখান থেকেই রুকইয়ার মূল শিক্ষা—আল্লাহর বাণী ও দোয়ার মাধ্যমে নিজেকে অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করা।

মানুষের কিছু ভুল ধারণা হলো— • ভাবা যে জাদুর প্রতিকার অন্য জাদু দিয়ে করতে হবে
• মনে করা, জাদু হলে আর শিফা পাওয়া সম্ভব নয়
• বা জাদু দূর করতে কবরের মাটি, তাবিজ বা অজানা আমল ব্যবহার করা
এসব ইসলাম সম্মত নয়।

রুকইয়া হচ্ছে কোরআন ও সহীহ দোয়ার মাধ্যমে আত্মিক চিকিৎসা। এতে কোনো শিরক, তাবিজ বা অজানা কথা থাকে না।
যেভাবে রুকইয়া করবেন—
ওযু করে শান্ত জায়গায় বসুন।
সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন।
এরপর আল্লাহর কাছে দোয়া করুন যেন সব জাদু, নজর ও জিনের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করেন।
পড়া শেষে হাত মুখে ও শরীরে মেখে নিন।

কালোজাদু ভয় পাওয়ার কিছু নয়, বরং আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার সময়। তিনি বলেছেন, “তুমি বলো, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রভুর কাছে, সৃষ্টিকর্তাদের অশুভ থেকে।”
আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন, নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত বজায় রাখুন।
কারণ আল্লাহই একমাত্র আশ্রয়দাতা, তিনিই সব শিফার উৎস।

Address

কাজলা ওভার ব্রিজ সংলগ্ন, কাজলা, যাত্রাবাড়ী
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah Healing:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram