08/12/2025
রিযিকে বাধা জাদু — কীভাবে বুঝবেন ও কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন
অনেকে অভিযোগ করেন—
“চেষ্টা করি, সুযোগ আসে না… হাতে টাকা আসে কিন্তু টিকে না… কাজ শুরু করলেই সমস্যা…”
এগুলো কখনো স্বাভাবিক কারণেও হতে পারে, আবার কখনো শয়তানের প্রভাব বা জাদুর কারণে রিযিকে আটকে যেতে পারে।
রিযিকে বাধা জাদুর সাধারণ লক্ষণ
এগুলো লক্ষণ সম্ভাব্যক, নিশ্চিত প্রমাণ নয়।
প্রচুর চেষ্টা করেও বারবার ব্যর্থ হওয়া
হঠাৎ করে ব্যবসায়/কাজে অকারণ ব্লক তৈরি হওয়া
টাকা এলে খুব দ্রুত অপ্রয়োজনে খরচ হয়ে যাওয়া
মন অশান্ত থাকা, কাজে মন না বসা
পরিবারে ঝগড়া-বিবাদ বেড়ে যাওয়া
ভালো সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া
মনে রাখবেন: শুধু সমস্যার হওয়া মানেই জাদু নয়। পরীক্ষাও হতে পারে, স্বাভাবিক কারণও থাকতে পারে।
কী করবেন (রুকইয়াহ অনুযায়ী)
নিয়মিত সুরা বাকারাহ ঘরে তিলাওয়াত বা চালু রাখা
সকালে-সন্ধ্যায় মাসনুন আমল (আযকার) করা
আয়াতুল কুরসি, তিন কুল পড়া
ব্যবসা বা ঘর-বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা
সালাতে স্থির হওয়া ও রিযিকের জন্য হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া
প্রয়োজন হলে অভিজ্ঞ রুকইয়াহ শারঈ রাকির পরামর্শ নেওয়া
আমাদের সাথে যোগাযোগ করতে +8801336-202150 কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন