Dr. Heemel Saha

Dr. Heemel Saha Dr. Heemel Saha
Unit Head and Associate Professor Thoracic Surgery Unit, BSMMU. Thoracic, Cardiac & Vascular Surgeon.

16/05/2025

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তে (সাবেক বি এস এম এম ইউ, সাবেক পিজি হাসপাতালে) সফলভাবে সম্পন্ন হওয়া ফুসফুসের অপারেশনের রোগীর উৎসাহ ব্যঞ্জক অভিজ্ঞতা যা আমাকে পরবর্তীতে আরো এ ধরনের অপারেশনের সাহস ও শক্তি যোগায়। এই ভদ্রমহিলার ফুসফুসের পাশে পুজ এবং পানি জমে শক্ত হয়ে গিয়েছিল এবং সাথে ফুসফুসের উপরে অনেক মোটা এবং শক্ত পর্দা পড়ে গিয়েছিল। অপারেশনের মাধ্যমে এসব পর্দা এবং পুঁজ অপসারণের পর রোগী অনেকটাই সুস্থ হয়ে ৬ দিনের মাথায় বাড়ি চলে গিয়েছে।
(রোগীর অনুমতির সাপেক্ষে রোগীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলো)
Operation name: Decortication (Rt) under GA & OLV.

Attending conference of 50 years celebration of 'The Chest and heart Association of Bangladesh'
11/05/2025

Attending conference of 50 years celebration of 'The Chest and heart Association of Bangladesh'

22/03/2025

থোরাসিক সার্জারি ইউনিটের কিছু সফলতার গল্প এবং এসব গল্প ভবিষ্যতে এ ধরনের আরো অপারেশনের জন্য কর্মস্পৃহাকে বহুগুনে বাড়িয়ে দেয়। সর্বোচ্চ সহযোগিতার জন্য কার্ডিয়াক সার্জারি ও কার্ডিয়াক এনেসথেসিয়া বিভাগের সকলকে আন্তরিক ধন্যবাদ।

17/02/2025

যক্ষা হয়ে ফুসফুসে পর্দা পরলে অপারেশনের মাধ্যমে সে পর্দা অপসারণ করা যায় এবং এই অপারেশনের পরে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। (Decortication)


17/02/2025

যক্ষ্মার ভয়াবহতা কিছুটা বোঝা যায় এসব রোগীদের দেখলে যাদের একটা ফুসফুস সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং রোগী ক্রমাগত দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কাশি সহ নানাবিধ সমস্যায় জর্জরিত থাকে। এসব রোগীদের একটা ফুসফুস কেটে ফেলে দিলে অন্য ফুসফুসটি আগের তুলনায় অনেক বেশি কার্যক্ষম হয় এবং পূর্বতন শ্বাসকষ্ট ও কাশি বহুলাংশে নিরাময় হয়। ১৫ দিন আগে অপারেশন হওয়া এমন একজন রোগীর অভিজ্ঞতা: (Dx: Destroyed Lung ; operation name: Pneumonectomy)

16/01/2025

যক্ষা রোগে আক্রান্ত রোগীর ডান ফুসফুসে পুঁজ-পানি জমেছিল এবং ফুসফুসের উপর অনেক মোটা একটি পর্দা পড়েছিল যার কারণে ডান ফুসফুস একেবারে চুপসে ছিল এবং কাজ করতে পারছিল না। পুঁজ থাকার জন্য রোগী প্রচন্ডভাবে জ্বর ও কাশিতে ভুগতেছিলেন। গত দেড় মাস আগে (০৫/১২/২০২৪) মাসুদ আলম নামের এই রোগীর সফলভাবে অপারেশন সম্পন্ন করি এবং গতকাল (১৫/০১/২০২৫) দেড় মাস পরে রেগুলার ফলোআপে এসেছিলেন। রোগী এখন সম্পূর্ণ ভালো আছে। রোগীরা সুস্থ হয়ে পুনরায় দেখাতে আসলে পরবর্তীতে এ ধরনের অপারেশনের জন্য উৎসাহ পাওয়া যায়। ফুসফুস, হৃদপিণ্ড (হার্ট) ও রক্তনালীর রোগে আক্রান্ত রোগীদের অপারেশনের মাধ্যমে সফলভাবে চিকিৎসা সেবা দিতে আমি সবার নিকট আশীর্বাদ প্রার্থী।
(ভিডিও রোগীর অনুমতির সাপেক্ষে পোস্ট করা হয়েছে)

17/12/2024

যক্ষা আক্রান্ত অসম্ভব শ্বাসকষ্টে ভোগা, কাশি ও কাশির সাথে রক্ত যাওয়া রোগী যাকে মাত্র তিন মাস আগে ফুসফুসের অপারেশন করেছি সেই রোগী তিন মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে বিয়ে-শাদী করে যদি চেম্বারে দেখাতে আসে তবে পুরো ব্যাপারটার জন্য নিজেকে অসম্ভব ভাগ্যবান এবং গর্বিত মনে হয়। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে এসব রোগীদেরকে সেবা দান করার সামর্থ্য দেওয়ার জন্য।

বিবিসি বাংলা হার্ট অ্যাটাক সংক্রান্ত আমার একটা সাক্ষাৎকার  ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিবিসি বাংলাকে ধন্যবাদhttps://www.bb...
29/09/2024

বিবিসি বাংলা হার্ট অ্যাটাক সংক্রান্ত আমার একটা সাক্ষাৎকার ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিবিসি বাংলাকে ধন্যবাদ
https://www.bbc.com/bengali/articles/c72yqzd5q1jo?fbclid=IwY2xjawFluzxleHRuA2FlbQIxMQABHY0A9w3_KiFfh1cKT0CH-51jumA3xkHRhGhcXahukRxcvFZcGJQUqMdtww_aem_0UQTVKZCdoCJz64QEUbOkQ

হার্ট অ্যাটাকের উপসর্গ যদি আপনার দেখা দেয়, তাহলে দেরি না করে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ এই রোগে জীব...

৮৫ বছর বয়সী রোগীর যক্ষা রোগের জন্য ফুসফুসের উপর পর্দা পড়ে ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি ২০...
11/09/2024

৮৫ বছর বয়সী রোগীর যক্ষা রোগের জন্য ফুসফুসের উপর পর্দা পড়ে ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনার অপারেশন সম্পন্ন হয়। গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৪ এ যক্ষা রোগের ঔষধ খাওয়া শেষ হয় এবং আজ ১১ই সেপ্টেম্বর ২০২৪ তে আমার কাছে ফলোআপ ভিজিটে আসেন।রোগী এখন সম্পূর্ণ ভালো আছেন। রোগের অনুমতি সাপেক্ষে আগের এবং পরের বুকের এক্সরে, হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট এবং ছবি প্রকাশ করা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থোরাসিক সার্জারি ইউনিট রোগীর সেবায় প্রতিশ্রুত বদ্ধ।

কর্মক্ষেত্রে রাসায়নিক শিল্প বা ধুলিকণার সংস্পর্শে আসাও হাঁপানির অন্যতম প্রধান কারণ হতে পারে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় নিরা...
19/08/2024

কর্মক্ষেত্রে রাসায়নিক শিল্প বা ধুলিকণার সংস্পর্শে আসাও হাঁপানির অন্যতম প্রধান কারণ হতে পারে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তার উপকরণ ব্যবহার করুন।

ডা. হিমেল সাহা
MBBS, MS (CV&TS), MRCPS (Glasg), FACS (USA)
সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান,
থোরাসিক সার্জারী ইউনিট, কার্ডিয়াক সার্জারী বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
থোরাসিক, কার্ডিয়াক এবং ভাস্কুলার বিশেষজ্ঞ সার্জন
https://drheemelsaha.com

চেম্বার:
আল-হেলাল স্পেশালাইজড হসপিটাল লিমিটেড
১৫০, বেগম রোকেয়া স্মরনী, মিরপুর-১০, ঢাকা
সিরিয়াল পেতে ফোন করুনঃ +880 1816-409164
রোগী দেখার সময়ঃ
শনিবার-সোমবার-বুধবার এবং প্রয়োজনে স্বাপেক্ষে যে কোন দিন (বিকেল ৫ টা থেকে রাত ৯ টা)

বি আর বি হাসপাতাল
৭৭ পান্থপথ, ঢাকা-১২০৫
সিরিয়াল পেতে ফোন করুনঃ +880 1816-409164
রোগী দেখার সময়ঃ
রবিবার-মঙ্গলবার-বৃহস্পতিবার এবং প্রয়োজনে স্বাপেক্ষে যে কোন দিন (বিকেল ৫ টা থেকে রাত ৯ টা)

17/08/2024

টিউমার অপারেশন পরবর্তী রোগীর প্রতিক্রিয়া।

আসসালামুওয়ালাইকুম। আমার নাম সোমা, আমার বয়স ৪০, আমার বাসা হাজারীবাগ। আমার বুকের ভেতরে ডান পাশে একটি টিউমার হয়ে ছিলো।সেই টিউমারটা অপারেশন করা হয়েছে গত ২৮শে জুলাই, পিজি হাসপালের ডি ব্লকে ডা. হিমেল সাহার হাতে। আলহামদুলিল্লাহ্‌ এখন আমি সুস্থ আছি ।

(বিঃদ্রঃ রোগীর সম্মতি নিয়ে ভিডিওটি ধারণ এবং প্রকাশ করা)

তীব্র গরমের সময় কী খাবার খাবেন না?-- ডুবো তেলে ভাজা খাবার খাবেন না-- ফাস্টফুড কম খাবেন-- চা-কফি কম খাবেন-- চিনি খাবেন কম...
17/07/2024

তীব্র গরমের সময় কী খাবার খাবেন না?
-- ডুবো তেলে ভাজা খাবার খাবেন না
-- ফাস্টফুড কম খাবেন
-- চা-কফি কম খাবেন
-- চিনি খাবেন কম
-- বাজে চিন্তা কম করবেন

Dr. Heemel Saha
MBBS, MS (CV&TS) MRCPS (Glasg), FACS (USA)
Unit Head and Associate Professor
Thoracic Surgery Unit
Department of Cardiac Surgery
Bangabandhu Sheikh Mujib Medical University
Thoracic, Cardiac & Vascular Surgeon

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Heemel Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Heemel Saha:

Share