16/05/2025
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তে (সাবেক বি এস এম এম ইউ, সাবেক পিজি হাসপাতালে) সফলভাবে সম্পন্ন হওয়া ফুসফুসের অপারেশনের রোগীর উৎসাহ ব্যঞ্জক অভিজ্ঞতা যা আমাকে পরবর্তীতে আরো এ ধরনের অপারেশনের সাহস ও শক্তি যোগায়। এই ভদ্রমহিলার ফুসফুসের পাশে পুজ এবং পানি জমে শক্ত হয়ে গিয়েছিল এবং সাথে ফুসফুসের উপরে অনেক মোটা এবং শক্ত পর্দা পড়ে গিয়েছিল। অপারেশনের মাধ্যমে এসব পর্দা এবং পুঁজ অপসারণের পর রোগী অনেকটাই সুস্থ হয়ে ৬ দিনের মাথায় বাড়ি চলে গিয়েছে।
(রোগীর অনুমতির সাপেক্ষে রোগীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলো)
Operation name: Decortication (Rt) under GA & OLV.