Amar Daktar - আমার ডাক্তার

Amar Daktar - আমার ডাক্তার এখন দেশে বসেই ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুর এর সকল বিশেষজ্ঞ ডাক্তার এর এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন! Your health, our promise. Welcome to Amar Daktar.
(6)

Welcome to Amar Daktar, your gateway to comprehensive healthcare solutions, transcending borders to deliver world-class medical services right to your doorstep. At Amar Daktar, we understand that every individual deserves access to the finest medical care, regardless of geographical constraints. That's why we've dedicated ourselves to bridging the gap between patients in Bangladesh and premier hea

lthcare facilities across India, Thailand, Singapore, and the UAE. Our journey began with a vision - to redefine medical tourism by offering a seamless experience that prioritizes your health and well-being above all else. With a team of seasoned professionals and a network of esteemed hospitals renowned for their expertise and advanced technology, we bring you a world of possibilities for your healthcare needs. Whether you're seeking specialized treatments, cutting-edge procedures, or second opinions from top medical experts, we're here to guide you every step of the way. From initial consultations to travel arrangements and post-treatment care, our dedicated team ensures that your medical journey is smooth, stress-free, and tailored to your unique requirements. At Amar Daktar, we believe in the power of compassion, integrity, and excellence in healthcare. Our commitment to your satisfaction drives us to go above and beyond, delivering personalized solutions that surpass expectations and restore hope. Join us on this transformative journey towards better health and well-being. Discover a world of possibilities with Amar Daktar, where your health is our priority, and your journey to wellness knows no boundaries.

16/07/2025
16/07/2025

এখন দেশে বসেই ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুর এর সকল বিশেষজ্ঞ ডাক্তার এর এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন!

Revolution in Heart Surgery: Robotic Heart Transplant Without Opening the Chest!US surgeons have performed a heart trans...
25/06/2025

Revolution in Heart Surgery: Robotic Heart Transplant Without Opening the Chest!

US surgeons have performed a heart transplant using advanced robotic technology — without making a single large chest incision! 🫀🤖

This innovative, minimally invasive technique allows for precise removal and replacement of the heart through tiny robotic ports, reducing trauma, blood loss, and recovery time dramatically.

🔍 Such progress shows how robotic-assisted surgery is transforming complex cardiac procedures and setting new standards for patient safety and faster healing.

🌟 Heartfelt Congratulations 🌟From TEAM AMAR DAKTARToDr. Subhash Gupta & the entire team at the Center of Liver & Biliary...
20/06/2025

🌟 Heartfelt Congratulations 🌟
From TEAM AMAR DAKTAR

To
Dr. Subhash Gupta & the entire team at the Center of Liver & Biliary Sciences,
Max Hospital, Saket

We extend our warmest congratulations on the successful completion of 5000 liver transplants — a truly remarkable milestone!

Your unwavering dedication, exceptional skill, and compassionate care continue to inspire hope in countless lives across the world. This achievement not only reflects your clinical excellence but also the profound impact you have made in the field of liver transplantation.

We at AMAR DAKTAR are proud to witness and support your journey in saving lives and setting new benchmarks in advanced medical care.

Here’s to many more milestones ahead!
With admiration and respect,
TEAM AMAR DAKTAR

কেস স্টাডি: হারানো ভরসা ফিরে পেলেন আনোয়ারা বেগম – আমার ডাক্তার ও ডাঃ বিকাশ গুপ্তর সম্মিলিত সাফল্যরোগীর নাম: আনোয়ারা বে...
13/06/2025

কেস স্টাডি: হারানো ভরসা ফিরে পেলেন আনোয়ারা বেগম – আমার ডাক্তার ও ডাঃ বিকাশ গুপ্তর সম্মিলিত সাফল্য

রোগীর নাম: আনোয়ারা বেগম
বয়স: ৫২ বছর
রোগ নির্ণয়: মারাত্মক কাঁধের আঘাত ও হাড় সরে যাওয়া (বোন ডিসলোকেশন)
চিকিৎসা: রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি
চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান: Max Smart Super Specialty Hospital, Saket, New Delhi
চিকিৎসক: ডাঃ বিকাশ গুপ্ত (অর্থোপেডিক্স ও হেড – হ্যান্ড ও শোল্ডার সার্জারি)

রোগ নির্ণয় ও সংকট:
একটি দুর্ঘটনার পর আনোয়ারা বেগমের কাঁধে গুরুতর আঘাত লাগে, যার ফলে হাড় সরে যায় এবং হাতে ন্যূনতম নড়াচড়াও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ব্যথা ও অচল অবস্থায় দিন কাটে তার।

বাংলাদেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসা করানো হলেও কয়েক মাসেও তার অবস্থার উন্নতি হয়নি।

আমার ডাক্তার-এর সহায়তা:
এই কঠিন সময়ে আনোয়ারা বেগমের পরিবার আমার ডাক্তার-এর সহায়তা নেয়।

আমার ডাক্তার-এর পেশাদার রোগী সহায়তা টিম প্রতিটি ধাপে পাশে ছিল:

চিকিৎসার জন্য সেরা হাসপাতাল ও বিশেষজ্ঞ নির্বাচন

মেডিকেল ভিসা, কাগজপত্র ও অনুমোদন প্রসেস

হোটেল বুকিং, পিকআপ ও স্থানীয় গাইড

মুদ্রা বিনিময় ও রেমিট্যান্স সহায়তা

চিকিৎসার সময় অনুবাদক ও কনসাল্টেশন সাপোর্ট

চিকিৎসা ও সুস্থতা:
ডাঃ বিকাশ গুপ্ত, ভারতের শীর্ষস্থানীয় কাঁধ ও হাতের সার্জন, আনোয়ারা বেগমকে আধুনিক পদ্ধতিতে রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি করান।

এই সফল সার্জারির পর আনোয়ারা বেগম আবার হাঁটেন, হাত নাড়েন এবং ব্যথামুক্ত জীবনে ফিরে আসেন। এখন তিনি একদম সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।

যেখানে দেশের অনেক হাসপাতাল ব্যর্থ হয়েছে, সেখানে আমার ডাক্তার এবং ডাঃ বিকাশ গুপ্ত আনোয়ারা বেগমের জীবনে ফিরিয়ে এনেছেন নতুন আলো ও আশার গল্প।

আমরা, আমার ডাক্তার, প্রতিটি ব্যথিত হৃদয়ে নতুন আশা জাগাতে অঙ্গীকারবদ্ধ।

এক শিশুর জীবন রক্ষা –MAX Healthcare এর  ডাঃ কুলভূষণ সিং দাগর এবং  আমার ডাক্তার এর সম্মিলিত প্রচেষ্টানাজিফা ইসলাম আরিবা এ...
10/06/2025

এক শিশুর জীবন রক্ষা –MAX Healthcare এর ডাঃ কুলভূষণ সিং দাগর এবং আমার ডাক্তার এর সম্মিলিত প্রচেষ্টা

নাজিফা ইসলাম আরিবা একটি গুরুতর জন্মগত হৃদরোগে আক্রান্ত – VSD, PDA এবং পালমোনারি হাইপারটেনশন। বাংলাদেশে প্রাথমিক পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তার বিদেশে চিকিৎসার জন্য একটি সার্টিফিকেট ইস্যু করা হয়। এ ধরনের জটিল হৃদরোগের জন্য উন্নত শিশু হৃদরোগ কেন্দ্রের প্রয়োজন হয় এবং রোগীর জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

আমার ডাক্তার-এর সহায়তা:

আমার ডাক্তার-এর রোগী সহায়তা বিভাগ শুরু থেকেই নাজিফার পরিবারের পাশে ছিল। তারা সব ধাপে সহায়তা করেছে:

ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন কাগজপত্র প্রস্তুতি
হোটেল বুকিং ও এয়ারপোর্ট পিকআপ
মুদ্রা রূপান্তর ও অর্থ স্থানান্তর
স্থানীয় অনুবাদক প্রদান ও চিকিৎসা সংক্রান্ত দোভাষী সহায়তা

এই সুসংগঠিত ও পেশাদার সহায়তা ছাড়া একটি প্রান্তিক শহর থেকে আগত পরিবারটির পক্ষে চিকিৎসার জন্য ভারতে পৌঁছানো এবং সেটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হত না।

চিকিৎসা এবং সার্জারি:

নাজিফার চিকিৎসা করেন ভারতের MAX Healthcare-এর বিশ্বখ্যাত শিশু হৃদরোগ সার্জন ডাঃ কুলভূষণ সিং দাগর।
তিনি গত দুই দশক ধরে শিশুদের জন্মগত হৃদরোগ নিয়ে কাজ করছেন এবং তাঁর দক্ষ হাতের ছোঁয়ায় হাজারো শিশুর জীবন ফিরেছে।

ডাঃ দাগর নিউবর্ন শিশুদের জটিল হৃদরোগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে সার্জারি করেন। নাজিফার ক্ষেত্রেও তা ব্যতিক্রম ছিল না। সফল সার্জারির পর, নাজিফা আজ সুস্থ এবং প্রাণবন্ত।

একটি ছোট শহরের শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করেছে আমার ডাক্তার এবং ডাঃ কুলভূষণ সিং দাগরের অভিজ্ঞ টিম।
নাজিফার হাসি আমাদের কাছে শুধু একটি সাফল্যের প্রতীক নয়, বরং বাংলাদেশজুড়ে হাজারো পরিবারের আশার আলো।

আমরা, আমার ডাক্তার, এরকম আরও অসংখ্য হাসি ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যান্সার, লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট, হিপ ও নি রিপ্লেস্মেন্ট, ইউরোলজি, নিউরোলোজি এবং কার্ডিওলজি চিকিৎসার জন্য আমরা প্...
10/06/2025

ক্যান্সার, লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট, হিপ ও নি রিপ্লেস্মেন্ট, ইউরোলজি, নিউরোলোজি এবং কার্ডিওলজি চিকিৎসার জন্য আমরা প্রতিদিন সফলভাবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করছি। সফল চিকিৎসা শেষে রোগীরা সুস্থ হয়ে নিজ দেশে ফিরে আসছেন। ভারতে অন্যতম সেরা হাসপাতাল দিল্লির ম্যাক্স এ স্পেশালিস্ট দেখাতে আগ্রহি হলে আমরা ১০ কর্মদিবসে সারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস এ সাহায্য করতে পারব।
আপনার/ আপনার আপনজনের সুস্থতার জন্য দেরি না করে আজই বিশ্বমানের চিকিৎসা গ্রহণ করুন!
📲 WhatsApp করুন এখনই: ‪‪+880-195-44-11-666

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Amar Daktar - আমার ডাক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amar Daktar - আমার ডাক্তার:

Share