15/10/2025
🍼 এক বছরের আগে গরুর দুধ নয়!
🔹 কারণগুলো:
১। 🍼 গরুর দুধে লোহা (Iron) কম থাকে — এতে শিশুর রক্তস্বল্পতা (anemia) হতে পারে।
২। ❌ এতে থাকা প্রোটিন ও খনিজ শিশুর কিডনি ও হজমতন্ত্রের জন্য ভারী।
৩। ⚠️ গরুর দুধে অ্যালার্জি ও পেটের সমস্যা (ডায়রিয়া, বমি) হওয়ার ঝুঁকি থাকে।
৪। 💧 এতে ভিটামিন C ও E নেই, যা শিশুর বৃদ্ধি ও রোগপ্রতিরোধে দরকার।
✅ কখন দেওয়া যাবে:
• শিশুর বয়স ১ বছর পার হলে, ধীরে ধীরে গরুর দুধ দেওয়া শুরু করা যায়, তবে প্রতিদিন ৪০০–৫০০ মি.লি.-এর বেশি নয়।
• আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে যদি শিশুর অ্যালার্জি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে।
#শিশুরযত্ন #গরুরদুধ #শিশুখাদ্য #শিশুরস্বাস্থ্য