Natural Life

Natural Life Natural Life

আজীবন সুস্থ ও সুন্দর থাকতে চাইলে, দিন শুরু করুন এক গ্লাস আধা ও হলুদ পানি দিয়ে। ছোট্ট এক টুকরো আদা ও এক টুকরো কাঁচা হলুদ...
24/02/2025

আজীবন সুস্থ ও সুন্দর থাকতে চাইলে, দিন শুরু করুন এক গ্লাস আধা ও হলুদ পানি দিয়ে। ছোট্ট এক টুকরো আদা ও এক টুকরো কাঁচা হলুদ দুই গ্লাস পানিতে ভালো করে সিদ্ধ করতে থাকুন যতক্ষণ না তা এক কাপ পানিতে পরিণত হয়। তারপর গরম গরম চায়ের মতন খেয়ে ফেলুন। এটা সকালে দাঁত মাজার আগে মুখের লালা সহ খেতে হবে। যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই সুস্থ অনুভব করবেন। আরো বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে ভাল রাখুক।

31/10/2024

আগামীকাল ১ নভেম্বর। যারা এখনো গ্রুপে জয়েন করেননি এবং ১০০ টাকা ডোনেট করেননি।
এখনই করে ফেলুন।
ফ্রি কোন সার্ভিস দেয়া হবে না।

25/10/2024

ন্যাচারাল লাইফ এর কার্যক্রম আবার শুরু হচ্ছে। প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ন্যাচার লাইফের সাথে থাকুন ভালো থাকুন।

24/10/2024

আসসালামু আলাইকুম
সবাইকে সর্বশেষ শারীরিক অবস্থা ও সর্বশেষ টেস্ট আপডেট দেয়ার অনুরোধ করছি। 01765071714 (WhatsApp) চেষ্টা করব ভিডিও কল করে পরামর্শ দেয়ার।

23/10/2024

ন্যাচারাল লাইফ পেজ এবং গ্রুপ কমার্শিয়াল না। লাইক শেয়ার কমেন্ট এর দরকার নাই। শুধুমাত্র যারা অসুস্থ এবং যারা প্রাকৃতিকভাবে ঔষধ ছাড়া সুস্থ থাকতে চান তারা গ্রুপে অ্যাড হন। ধন্যবাদ।

23/10/2024

নভেম্বরের 1 তারিখ থেকে। ন্যাচারাল লাইফ গ্রুপে। শিশির ভাই আবার নিয়মিত হবেন। মেডিসিন ছাড়া সুস্থ ভাবেই পৃথিবীতে বসবাস করতে ন্যাচারাল লাইফের সাথে থাকতে পারেন।

ডেঙ্গু থেকে  বাঁচতে প্রতিদিন সকালে। আদা+কাচা হলুল দিয়ে 4 কাপ পানিকে জালদিতে থাকুন যখন এক কাপ হবে তখন গরম গরম খান।
29/04/2024

ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিদিন সকালে। আদা+কাচা হলুল দিয়ে 4 কাপ পানিকে জালদিতে থাকুন যখন এক কাপ হবে তখন গরম গরম খান।

29/04/2024

ডেঙ্গু থেকে বাঁচতে প্রতিদিন সকালে। আদা+কাঁচা হলুদ এক কাপ পানি গরম করে খান।

Send a message to learn more

18/04/2024

স্যার একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশে বা আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন। তাদের লাইফস্টাইল মেইনটেইন করা অনেক কঠিন হয়ে যায়। তাই দেখা যায় বেশিরভাগ সময় শরীর ও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান। আমার কাছে যারা আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হারে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনই বেশি। আসুন সবাই ন্যাচারাল লাইফ মেইনটেইন করি সুস্থ সুন্দর থাকে। সবাই স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ উনাকে সুস্থ করে দেন।

07/04/2024

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ক্রিয়েটিনিন কমেছে ওজনও কমেছে। সুস্থ সুন্দর জীবন চাইলে ন্যাচারাল লাইফ বাপ প্রাকৃতিকভাবে জীবন যাপন এছাড়া আর কোন উপায় নেই,

05/04/2024

যারা এখনো আমাদের ফান্ডে অংশ নিতে পারেননি। আজকেও অন্তত 10টাকা দিয়ে হলেও পাশে থাকবেন আশা করি।

Send a message to learn more

05/04/2024

অনেক খোজার পর বাংলাদেশে পুনরনোভা এর সন্ধান পেয়েছি। আশা করি কিছু দিন পর পাবেন। এটাকি কেন তা কমেন্ট বা আগে পোস্ট করা আছে।

Address

Mirpur-1, Bangladesh
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram