Maiti Life Private Limited

Maiti Life Private Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maiti Life Private Limited, Alternative & holistic health service, 7/A West Rampura, Dhaka.

Maiti Life Private Limited is a mushroom and mushroom products manufacturing and marketing company and the company provides alternative medical and holistic health services.

06/10/2024

অর্গানিক ফুড/ প্রাকৃতিক খাদ্যের উপকারিতাঃ
অর্গানিক ফুড এমন খাদ্য যা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এবং কৃত্রিম কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এই ধরনের খাদ্য আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এর মধ্যে পাওয়া যায় অধিক পরিমাণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্গানিক খাদ্য আমাদের পেটের সমস্যা কমায় এবং বিভিন্ন ধরনের ক্রনিক রোগ থেকে সুরক্ষা দেয়।

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

20/08/2023

৩০০ ধরনের রোগের সমাধানে একাই একশো – মরিঙ্গা

☘️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মরিঙ্গা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে।
☘️ শরীরের ব্যথা উপশমে।
☘️ কান ব্যথা উপশম করে।
☘️ মাথা ব্যথা দূর করে।
☘️ ফোঁড়া উপশম করে।
☘️ হাঁপানি ও মূত্রপাথরি উপশম করে।
☘️ গ্যাস হওয়া থেকে রক্ষা করে.।

13/08/2023
29/06/2023

সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা
ঈদ মোবারক

16/01/2023

মাশরুম আর ননীর এক অসাধারণ সমন্বয় (মাইতি মাশরুম ননী)।
সুস্থ সুন্দর জীবনধারায় এক অপরিহার্য সাপ্লিমেন্ট হতে পারে এটি।
☘️স্ট্রেস কমাতে
শরীরের অন্যান্য সমস্যা প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে স্ট্রেস কমাতেও ননী ফল অসাধারণ কাজ করে। বিভিন্ন রিসার্চ থেকে এটা দেখা গেছে, ননী ফল মানসিক স্ট্রেস কমাতে বেশ সাহায্য করে। সঙ্গে মানসিক ভারসাম্যকে উন্নত করে।

🍀সর্দি কাশি সারাতে
ননী ফল খেলে সর্দি কাশির এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কারণ এতে আছে অ্যান্টি-ভাইরাল উপাদান। তাই সর্দি, কাশি, জ্বর এসব সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম ননী।

🍀হাড়ের সমস্যায়
যারা হাড়ের সমস্যায় ভুগছেন, গাঁটে গাঁটে ব্যথা, তাদের ক্ষেত্রে এই ফল খুব উপকারী। তারা যদি রোজ এই ফলের রস বা শরবত খেতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন। ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তীব্র হাঁটুর যন্ত্রনায় যারা ভুগছেন, আর্থ্রারাইটিসের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ স্বরূপ।

🍀ইউরিক অ্যাসিডের সমস্যা
অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশি থাকে। অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটার কারণে নানান সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ননী , যেটা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে।

🍀এনার্জি বাড়াতে
এতে রয়েছে প্রচুর ভিটামিনস। যা নিমিষেই শরীরের ক্লান্তি দূর করতে দুর্দান্ত কাজ করে। এটি শারীরিক ও মানসিক দুই ধরণের ক্লান্তিই কমায়। এনার্জি লেবেল বাড়ায় ও শারীরিক বিভিন্ন ক্রিয়াগুলোকে উন্নত করতে সাহায্য করে

🍀স্ক্যাল্প ইরিটেশন
স্ক্যাল্পের যে কোনো ইরিটেশন যেমন চুলকানি, ফুসকুড়ি, এমনকি খুশকির মত সমস্যাও কমাতে সক্ষম এই ননী ফল। কারণ এতে আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের এই ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। তাই স্ক্যাল্পকে ভালো রাখতে খেতেই পারেন ননী।🍄🍄

02/10/2022

👁️সতর্ক থাকুন,নিরাপদ থাকুন👁

কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা কি?
কনজাঙ্কটিভাইটিস হল কনজাঙ্কটিভার প্রদাহ বা ব্যথা, এটি হল আমাদের চোখের পাতার নিচে ঝিল্লির মতো পাতলা পর্দা যা চোখের সাদা অংশকে ও চক্ষুপল্লবের ভিতর ভাগকে ঢেকে রাখে । কনজাঙ্কটিভাইটিস মূলত ছোটো বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায় আর তাদের থেকে এই রোগ অন্যদের চোখে ছড়ায়, যদি তা ছোঁয়াচে হয়।
কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?
যে উপসর্গগুলি কনজাঙ্কটিভাইটিস রোগের ক্ষেত্রে দেখা যায় সেগুলি হল:
সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠা।
চোখ দিয়ে জল পড়া।
চোখে জ্বালা এবং চুলকানির ভাব।
চোখে অতিরিক্ত পিঁচুটি আসা।
চোখের পাতা ফুলে ওঠা ও কনজাঙ্কটিভা ফুলে ওঠা।
চোখে অস্বস্তিবোধ হওয়া।
চোখের ভিতরে যেন কিছু একটা রয়েছে বলে মনে হওয়া।
চোখে দেখতে অসুবিধা হওয়া।
আলোর প্রতি সংবেদনশীলতা।
সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকা।
কনজাঙ্কটিভাইটিসের প্রধান কারণগুলি কি কি?
কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠার মূল কারণই হলো সংক্রমণ, অ্যালার্জি ও পরিবেশের যন্ত্রণা সৃষ্টিকারী পদার্থগুলি।
সাধারণত স্ট্যাফাইলোকক্কাস, ক্ল্যামাইডিয়া ও গোনোকক্কাসের মতো ব্যাকটিরিয়া এবং ভাইরাসের কারণে সংক্রমণ হয়। সংক্রমণ পোকার মাধ্যমে, সংক্রমিত ব্যক্তির চোখ থেকে, আবার সংক্রমিত কসমেটিক বা প্রসাধনী দ্রব্য থেকেও ছড়ায়।
ফুলের রেণু, ধুলোর কণা, পশুপাখির লোম/পালক, দীর্ঘক্ষণ ধরে শক্ত বা নরম কন্ট্যাক্ট লেন্স একনাগাড়ে ব্যবহার করলে চোখের অ্যালার্জি হয়।
সাধারণত পরিবেশের যন্ত্রণা উৎপাদক কারণ হল দূষণ (ধোঁয়া, বাষ্প, প্রভৃতি), সুইমিং পুলের জলে থাকা ক্লোরিন ও বিষাক্ত রাসায়নিক।
কিভাবে কনজাঙ্কটিভাইটিস নির্ণয় ও চিকিৎসা করা হয়?

রোগীর চোখের রোগের পূর্বেকার ইতিহাস, লক্ষণ, উপসর্গ, চক্ষু পরীক্ষার মাধ্যমে, চিকিৎসক (চক্ষুরোগ বিশেষজ্ঞ) সিদ্ধান্তে আসেন যে রোগীর কনজাঙ্কটিভাইটিস হয়েছে কি না। সংক্রমণের কারণে দেখার অসুবিধা হচ্ছে কি না, ডাক্তার পরীক্ষা করে দেখেন এবং চোখের কনজাঙ্কটিভার অবস্থা, চোখের বাহ্যিক টিস্যু বা কলা ও চোখের ভিতরকার গঠনও খুঁটিয়ে পরীক্ষা করেন চিকিৎসক। সাধারণত, চোখ ওঠা রোগের সমস্যা সাধারণত প্রায় চার সপ্তাহ মতো থাকে। সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় বা চিকিৎসায় ঠিকমতো সাড়া না মেলে, তাহলে সোয়াব (চোখের পিঁচুটির নমুনা/ চোখের নির্গত বর্জ্যের নমুনা সংগ্রহ) সংগ্রহ করে পরীক্ষা অর্থাৎ টেস্ট করা হয়।

কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের ক্ষেত্রে চিকিৎসা সংক্রমণের কারণ অনুযায়ী করা হয়। ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ দেন চিকিৎসক, ভাইরাস-ঘটিত সংক্রমণ সারতে তার নিজস্ব সময় লাগে। ঠান্ডা সেঁক ও আর্টিফিশিয়াল টিয়ার্স বা কৃত্রিম চোখের জল উপসর্গ অনুযায়ী উপশম দিতে সাহায্য করে। অ্যালার্জি ঘটিত কনজাঙ্কটিভাইটিসের জন্য অ্যান্টিহিস্টামিনস ও আই ড্রপ দেওয়া হয়। কনজাঙ্কটিভাইটিসের সময়ে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার পুরোপরি বন্ধ রাখা প্রয়োজন।

আপনি পরিবারের বাকি সদস্যদের সংক্রমিত হওয়া থেকে নিম্নোক্ত উপায়গুলি দ্বারা বাঁচাতে পারেন:

সংক্রমিত চোখ/চোখদুটি বেশি না ছোঁয়া।
হাত ভালো করে ধোওয়া দরকার।
নিজের তোয়ালে ও প্রসাধনী দ্রব্য অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া।

❤️❤️ভালোবাসুন নিজের হৃদয়কে❤️❤️
29/09/2022

❤️❤️ভালোবাসুন নিজের হৃদয়কে❤️❤️

 #মাইতি  #মাইতি_লাইফ
26/09/2022

#মাইতি #মাইতি_লাইফ


🍄🍄🍄সুস্থ সবল দেহ চান                     নিয়মিত মাশরুম খান 🍄🍄🍄
11/09/2022

🍄🍄🍄সুস্থ সবল দেহ চান
নিয়মিত মাশরুম খান 🍄🍄🍄

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভালোবাসায়  ছুয়ে দেই সবার মাঝে ---ঈদ মোবারক
09/07/2022

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভালোবাসায়
ছুয়ে দেই সবার মাঝে ---ঈদ মোবারক

Address

7/A West Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 22:30
Saturday 09:00 - 10:30
Sunday 09:00 - 22:30

Telephone

+8801719114735

Alerts

Be the first to know and let us send you an email when Maiti Life Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maiti Life Private Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram