14/11/2023
জীবনে কখনো কোমর ব্যথায় কষ্ট করেনি এমন মানুষের সংখ্যা কম। কারও অল্প সময়ের জন্য, কারও দীর্ঘ সময়ের জন্য এটি হয়। কোমর ব্যথা অনেক কারণে হতে পারে। কোমর ব্যথার জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। যেমন আমরা অনেকেই জানি না দেহের সঠিক অঙ্গভঙ্গি কোনটি, ভুল কোনটি। তবে যদি সঠিক নিয়মে ওঠা-বসা এবং কাজ করা যায় তবে ৭০% কোমর ব্যথা ভালো হয়ে যায়। মেরুদন্ডের নিচের দিকে অবস্থিত কোমরের যে অংশ থাকে তাকে আমরা লাম্বার রিজন বলে থাকি।
কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসায় ইলেকট্রোথেরাপি, যেমন- ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন, শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেনশিয়াল থেরাপি, ইনফারেড রেডিয়েশন, ট্রান্স কিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ ইস্টিমুলেটর, ইলেকট্রিক নার্ভ ও মাসেল ইস্টিমুলেটর, অটো মেনুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি চিকিৎসা করা হয়।
এছাড়া রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন করে, কোমর ব্যথার সঠিক কারন নির্ণয় করে অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট বিশেষজ্ঞ রোগীর কোমর ব্যথা প্রতিরোধে সঠিক চিকিৎসা দিয়ে থাকেন।
#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার
☎️01679-596272