Razia Physiotherapy Center

Razia Physiotherapy Center Our expert physiotherapists are dedicated to helping you achieve your health and wellness goals.

"Razia Physiotherapy Center" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা যেসব রোগের স্বল্প খরচে চিকিৎসা দিয়ে থাকি।

১.অর্থোপেড্রিক ফিজিওথেরাপি
* ঘাড় ব্যথা, কাঁধে ব্যথা ( ফ্লোজেন শোল্ডার) দু হাত ঝিন ঝিন করা বা অবশ অবশ করা
* হাঁটু ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা
* হাতের কনুইতে ব্যথা
* জয়েন্ট ও মাংশপেশীতে ব্যথা
*দীর্ঘদিনের কোমড় ব্যথা,দু পা অবশ অবশ বা ঝিন ঝিন করা

২.নিউরোলোজিক্যাল ফিজিওথেরাপি
* স্ট্রোকজনিত কারনে প্যারালাইসিস
* মুখ বাঁকা ( বেলস পালসি )
* জিবিএস
* স্পাইনাল কর্ড ইনজুরি
* ট্রান্সভার্স মায়েলাইটিস
* পেরিফেরাল নিউরোপ্যাথি
* চলাফেরায় স্থিরতা বা হাত-পা কাঁপা
* (পারকিনসনস ডিজিস ) মায়েলোপ্যাথি ।

৩.পেড্রিয়াট্রিক ফিজিওথেরাপি
* অটিজম
* সেরিব্রাল পলসি বা স্পেশাল চাইল্ড
* ডিএমডি
* জন্মগত পা বাঁকা।

৪.জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
* অস্টিও-আর্থইটিস, আস্টিওপোরেসিস
* পড়ে যাওয়া, ভুলে যাওয়া (ডিমেনশিয়া)
* হাটা চলাফেরায় স্থিরতা (পারকিনসনস ডিজিস)

৫.স্পোর্টস ফিজিওথেরাপি
* খেলাধুলায় আঘাতজনিত ব্যথা
* মাংশপেশির টান
* মাংশপেশি শক্ত হয়ে যাওয়া।

৬. অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি
* প্লাস্টার খোলার পর হাত,বা পা শক্ত হওয়া
*মাংশপেশি শুকিয়ে যাওয়া
* চলাফেরায় স্থিরতা থাকলে

**গবীর ও পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
***অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য

Razia Physiotherapy Center
✆ 01679596272
📧 sagorp36@gmail.com
📍 Kathghora Durgapur (Besides Hazi Lal Mia Tower), Ashulia, Savar, Dhaka.

জীবনে কখনো কোমর ব্যথায় কষ্ট করেনি এমন মানুষের সংখ্যা কম। কারও অল্প সময়ের জন্য, কারও দীর্ঘ সময়ের জন্য এটি হয়। কোমর ব্যথা ...
14/11/2023

জীবনে কখনো কোমর ব্যথায় কষ্ট করেনি এমন মানুষের সংখ্যা কম। কারও অল্প সময়ের জন্য, কারও দীর্ঘ সময়ের জন্য এটি হয়। কোমর ব্যথা অনেক কারণে হতে পারে। কোমর ব্যথার জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। যেমন আমরা অনেকেই জানি না দেহের সঠিক অঙ্গভঙ্গি কোনটি, ভুল কোনটি। তবে যদি সঠিক নিয়মে ওঠা-বসা এবং কাজ করা যায় তবে ৭০% কোমর ব্যথা ভালো হয়ে যায়। মেরুদন্ডের নিচের দিকে অবস্থিত কোমরের যে অংশ থাকে তাকে আমরা লাম্বার রিজন বলে থাকি।

কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসায় ইলেকট্রোথেরাপি, যেমন- ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন, শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেনশিয়াল থেরাপি, ইনফারেড রেডিয়েশন, ট্রান্স কিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ ইস্টিমুলেটর, ইলেকট্রিক নার্ভ ও মাসেল ইস্টিমুলেটর, অটো মেনুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি চিকিৎসা করা হয়।

এছাড়া রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন করে, কোমর ব্যথার সঠিক কারন নির্ণয় করে অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট বিশেষজ্ঞ রোগীর কোমর ব্যথা প্রতিরোধে সঠিক চিকিৎসা দিয়ে থাকেন।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️01679-596272

বিশ্বে প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। মৃত্যুর পাশাপাশি অনেক মানুষ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ...
26/10/2023

বিশ্বে প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। মৃত্যুর পাশাপাশি অনেক মানুষ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে থাকে। মৃত্যুহার বিবেচনা করলে বিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় কারণ হলো স্ট্রোক। এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

স্ট্রোকের পর দ্রুত চিকিৎসা ও বিভিন্ন ওষুধ রোগীর জীবন বাঁচালেও তার শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনতে লেগে যেতে পারে দীর্ঘদিন। এ ক্ষেত্রে শুরু করা হয় ফিজিওথেরাপি। একজন ফিজিওথেরাপিস্টের মূল লক্ষ্যই হলো স্ট্রোক–পরবর্তী সমস্যাগুলো নির্ণয় করে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা। এ জন্য দরকার সঠিক ফিজিওথেরাপি। তাই কেউ স্ট্রোকে আক্রান্ত হলে অতি দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাবেন। জরুরি চিকিৎসা শেষে শুরু করতে হবে ফিজিওথেরাপি। মনে রাখবেন, স্ট্রোকের পর যত তাড়াতাড়ি ফিজিওথেরাপি শুরু করা যাবে, রোগীর কার্যক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তত বেশি।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️01679-596272

বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। অর্থাৎ বেলস পালসি হলো এমন একটি অবস্থা, যা মুখের পেশীগুলোর অস্থায়ী দুর্বলতা বা পক্ষ...
24/10/2023

বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। অর্থাৎ বেলস পালসি হলো এমন একটি অবস্থা, যা মুখের পেশীগুলোর অস্থায়ী দুর্বলতা বা পক্ষাঘাত ঘটায়। মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলে তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলে। যেকোনো বয়সের নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের চিকিৎসা পদ্ধতিও খুবই সহজ। ফিজিওথেরাপিই হচ্ছে এর প্রধান চিকিৎসা।

ওষুধের চেয়ে মূল চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিলে আর স্টেরয়েড স্বল্প মেয়াদি কোর্স খেলে রোগী দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে ভালো হয়ে যায়। কারও কারও ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তরুণরা দ্রুত সুস্থ হয়। বয়স্কদের সুস্থ হতে সময় লাগে। ৯০ শতাংশ পুরোপুরি সুস্থ হয়। ১০ শতাংশের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকে। যেমন, মুখ কিছুটা বাঁকা থেকে যেতে পারে। তবে দীর্ঘ সময় ধরে ফিজিওথেরাপি দিতে পারলে সে বাঁকাটও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️01679-596272

ঘাড় ব্যথা বাংলাদেশিদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা। গ্লোবাল হেলথ ডেটা এক্সচেঞ্জ ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতি ব...
22/10/2023

ঘাড় ব্যথা বাংলাদেশিদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা। গ্লোবাল হেলথ ডেটা এক্সচেঞ্জ ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতি বছর এক লাখ মানুষের মধ্যে ১,৬৩৯ জন ঘাড়ের ব্যথাসহ অন্যান্য ব্যথায় ভুগেন। বিখ্যাত মেডিকেল জার্নাল ‘দ্য ল্যান্সেট’ বলছে বিশ্বব্যাপী ৩৩ কোটি মানুষ ঘাড় ব্যথা নিয়ে চলেন।

ঘাড় ব্যথা উপশমে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। কাঙ্ক্ষিত ফল পেতে নিয়ম করে থেরাপি নিতে হবে। ফিজিওথেরাপিস্টরাই থেরাপির রুটিন তৈরি করে দিবেন। আর এই সময়ের মধ্যে কোন ওষুধ খাওয়ার প্রয়োজন হলে তা অবশ্যই ফিজিওথেরাপিস্টের সাথে আলোচনা করে নিতে হবে।
কথায় আছে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। তাই যেসব কারণে ঘাড়ে ব্যথা হতে পারে দৈনন্দিন জীবনে সেগুলো এড়িয়ে চলতে হবে। এ জন্য প্রতি ছয় মাস অন্তর ফিজিওথেরাপিস্ট দেখানো সবচেয়ে ভালো।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️01679-596272

হাঁটুব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস। এ ছাড়া হাঁটুর লিগামেন্টে...
14/10/2023

হাঁটুব্যথার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস। এ ছাড়া হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া, অস্থিসন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন, বাতসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। সাধারণত পুরুষের তুলনায় নারীদের হাঁটুব্যথায় ভোগার হার বেশি।
ব্যথা নিরাময় এবং জয়েন্টের স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি একটি আধুনিক ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা পদ্ধতি। হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের জন্য ব্যবহৃত ফিজিওথেরাপি চিকিৎসাগুলো হলো : আলট্রা সাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, টেনস থেরাপি, ইন্টার ফেরেনসিয়াল থেরাপি, লেজার থেরাপি, হাঁটুর শক্তি বাড়ানোর জন্য বিশেষ ব্যায়াম।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার #হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️☎️ 01679-596272

ফিজিওথেরাপিফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা) – এ দুইটি শব্দ থেকে এসেছে  ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্...
12/10/2023

ফিজিওথেরাপি

ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা) – এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ পদ্ধতির চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত।

বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।

যেমন:

স্পাইনাল কর্ড বা জয়েন্টের রোগ
বুক ও পিঠের ব্যথা
আঘাতজনিত ব্যথা
নার্ভের সমস্যা
সেরিব্রাল পালসি
শ্বাসকষ্ট
স্ট্রোক
অপারেশনের পর কোন ডিসঅর্ডার ইত্যাদি

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার #হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎📱০১৬৭৯-৫৯৬২৭২

আঘাত, ব্যাধি এবং রোগের জন্য ফিজিওথেরাপি একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা। এটি একটি চিকিৎসা যা প্রভাবিত এলাকায় গতিশীলতা এবং ...
11/10/2023

আঘাত, ব্যাধি এবং রোগের জন্য ফিজিওথেরাপি একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা। এটি একটি চিকিৎসা যা প্রভাবিত এলাকায় গতিশীলতা এবং নড়াচড়া পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট শারীরিক পদ্ধতি ব্যবহার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফিজিওথেরাপি একটি চিকিৎসাগতভাবে প্রত্যয়িত চিকিৎসা পদ্ধতি। এটি শরীর কীভাবে কাজ করে এবং ব্যবহার করে তার তথ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করেছে। পূর্বে চাপা পড়া শরীরের অংশে আরও আঘাত বা ক্ষতি প্রতিরোধে ফিজিওথেরাপি অত্যন্ত সুবিধাজনক। এটি ব্যাপকভাবে জনপ্রিয় কারণ যে কোনও বয়সের লোকের স্বাস্থ্য পরিচালনা বজায় রাখার মাধ্যমে আঘাত বা রোগ প্রতিরোধ করা যায়।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️☎️01679596272

কিভাবে ফিজিওথেরাপি স্ট্রোক রোগীদের সাহায্য করেআপনি বা আপনার প্রিয় কেউ যদি স্ট্রোক করে থাকেন তবে আপনি একা নন। পরিসংখ্যান...
09/10/2023

কিভাবে ফিজিওথেরাপি স্ট্রোক রোগীদের সাহায্য করে

আপনি বা আপনার প্রিয় কেউ যদি স্ট্রোক করে থাকেন তবে আপনি একা নন। পরিসংখ্যান দেখায় যে 445,087 টিরও বেশি অস্ট্রেলিয়ান বর্তমানে স্ট্রোকের প্রভাবের সাথে বসবাস করছে। অ্যাক্টিভ অ্যাবিলিটি কীভাবে ফিজিওথেরাপি স্ট্রোক রোগীদের তাদের কার্যকারিতা, স্বাধীনতা এবং জীবনযাত্রার মান পুনরুদ্ধার করতে সাহায্য করে সে সম্পর্কে কথা বলে।

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার

☎️☎️ 01679-596272

"Razia Physiotherapy Center" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমরা যেসব রোগের স্বল্প খরচে চি...
06/10/2023

"Razia Physiotherapy Center" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা যেসব রোগের স্বল্প খরচে চিকিৎসা দিয়ে থাকি।

১.অর্থোপেড্রিক ফিজিওথেরাপি
* ঘাড় ব্যথা, কাঁধে ব্যথা ( ফ্লোজেন শোল্ডার) দু হাত ঝিন ঝিন করা বা অবশ অবশ করা
* হাঁটু ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা
* হাতের কনুইতে ব্যথা
* জয়েন্ট ও মাংশপেশীতে ব্যথা
*দীর্ঘদিনের কোমড় ব্যথা,দু পা অবশ অবশ বা ঝিন ঝিন করা

২.নিউরোলোজিক্যাল ফিজিওথেরাপি
* স্ট্রোকজনিত কারনে প্যারালাইসিস
* মুখ বাঁকা ( বেলস পালসি )
* জিবিএস
* স্পাইনাল কর্ড ইনজুরি
* ট্রান্সভার্স মায়েলাইটিস
* পেরিফেরাল নিউরোপ্যাথি
* চলাফেরায় স্থিরতা বা হাত-পা কাঁপা
* (পারকিনসনস ডিজিস ) মায়েলোপ্যাথি ।

৩.পেড্রিয়াট্রিক ফিজিওথেরাপি
* অটিজম
* সেরিব্রাল পলসি বা স্পেশাল চাইল্ড
* ডিএমডি
* জন্মগত পা বাঁকা।

৪.জেরিয়াট্রিক ফিজিওথেরাপি
* অস্টিও-আর্থইটিস, আস্টিওপোরেসিস
* পড়ে যাওয়া, ভুলে যাওয়া (ডিমেনশিয়া)
* হাটা চলাফেরায় স্থিরতা (পারকিনসনস ডিজিস)

৫.স্পোর্টস ফিজিওথেরাপি
* খেলাধুলায় আঘাতজনিত ব্যথা
* মাংশপেশির টান
* মাংশপেশি শক্ত হয়ে যাওয়া।

৬. অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি
* প্লাস্টার খোলার পর হাত,বা পা শক্ত হওয়া
*মাংশপেশি শুকিয়ে যাওয়া
* চলাফেরায় স্থিরতা থাকলে

**গবীর ও পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
***অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য

Razia Physiotherapy Center
✆ 01679596272, 01853046010
📧 sagorp36@gmail.com
📍 Kathghora Durgapur (Besides Hazi Lal Mia Tower), Ashulia, Savar, Dhaka.

TENS হল বৈদ্যুতিক উদ্দীপনার একটি পদ্ধতি যা প্রাথমিকভাবে উত্তেজনাপূর্ণ সংবেদনশীল স্নায়ু দ্বারা উপসর্গগত ব্যথা উপশম করার ...
04/10/2023

TENS হল বৈদ্যুতিক উদ্দীপনার একটি পদ্ধতি যা প্রাথমিকভাবে উত্তেজনাপূর্ণ সংবেদনশীল স্নায়ু দ্বারা উপসর্গগত ব্যথা উপশম করার একটি ডিগ্রী প্রদান করে এবং এর ফলে ব্যথা গেট মেকানিজম অথবা ওপিওড সিস্টেমকে উদ্দীপিত করে।
অতএব, TENS থেরাপির কার্যকারিতা নির্ধারণের জন্য, ত্বকের প্রতিরোধী (ওমিক) এবং ক্যাপাসিটিভ উপাদান এবং অন্তর্নিহিত টিস্যুগুলির সামগ্রিক প্রতিবন্ধকতা উভয়ই বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি অচল বা কম গতিশীলতা সহ রোগীদের পায়ে দাঁড়াতে, হাঁটতে এবং ত...
03/10/2023

ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি অচল বা কম গতিশীলতা সহ রোগীদের পায়ে দাঁড়াতে, হাঁটতে এবং তাদের শরীরকে নড়াচড়া করতে ন্যূনতম সময়ে কাজ করে।

Razia Physiotherapy Center

#রাজিয়া_ফিজিওথেরাপি_সেন্টার
#হাজী_লাল_মিয়া_টাওয়ার_সংলগ্ন
#কাঠগড়া_দুর্গাপুর_আশুলিয়া_সাভার
#01679596272

Address

Kathghora Durgapur (Besides Hazi Lal Mia Tower), Ashulia, Savar
Dhaka
1341

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00

Telephone

+8801679596272

Alerts

Be the first to know and let us send you an email when Razia Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Razia Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram