14/12/2025
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও বেদনায় স্মরণ করি সেই বাঙালি বুদ্ধিজীবীদের, যাদেরকে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল শুধুমাত্র এই জাতিকে নেতৃত্বশূন্য ও পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নির্মমভাবে হত্যা করে জাতির মেধাকে ধ্বংস করতে চেয়েছিল।
তাঁরা ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার আলোকবর্তিকা। জাতির মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে তারা যেমন ছিলেন সামনের কাতারে, তেমনি ছিলেন সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষে অটল। দেশের জন্য তাঁদের এই সর্বোচ্চ আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।
আমরা, গ্রামীণ কল্যাণ পরিবার, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদ বুদ্ধিজীবীদের, যাদের ত্যাগ, সাহস এবং মহত্ত্ব আমাদের জাতির পথচলায় চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের রক্তে অর্জিত স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের আলোই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।