
28/09/2025
জলাতঙ্ক একটি ভয়াবহ কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। প্রতি বছর হাজার হাজার মানুষ জলাতঙ্কে প্রাণ হারান, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন। এই রোগ মূলত জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা অন্য প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। একবার লক্ষণ দেখা দিলে রোগ প্রায় শতভাগ মারাত্মক হয়। তবে সময়মতো ব্যবস্থা নিলে জলাতঙ্ক থেকে রক্ষা পাওয়া সম্ভব।
গ্রামীণ কল্যাণে আমরা বিশ্বাস করি, সচেতনতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণই পারে জীবন বাঁচাতে। চলুন, বিশ্ব জলাতঙ্ক দিবসে আমরা সচেতন হই , অন্যকে সচেতন করে তুলি এবং জলাতঙ্ক প্রতিরোধ করি।