28/04/2024
"রক্ত দানে উৎসাহিত করাই আমার মূল লক্ষ্য"
#পৃথিবীর সকল মহৎ বা ভাল কাজের মধ্যে অসুস্থ রোগিকে রক্ত দান অন্যতম। #আসুন আমরা যারা সুস্থ সফল যুব সমাজ রয়েছি,সবাই প্রতি চার মাস অন্ত ১ ব্যাগ রক্ত দিয়ে মানবতার কল্যানে এগিয়ে আসি,অন্যকে সুস্থ হতে সহযোগিতা করি এবং নিজে সুস্থ থাকি।
#আজ আমি আজগর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,গেন্ডারিয়া ইউরো-সার্জারী অপারেশনের রোগিকে রক্ত দিলাম (আলহামদুলিল্লাহ)। আমি প্রতি চার মাস অন্তর অন্তর ১ ব্যাগ রক্ত দেওয়ার চেষ্টা করি।আপনিও চাইলে প্রতি চার মাস অন্তর অন্তর ১ ব্যাগ রক্ত দেওয়ার চেষ্টা করতে পারেন।
#রক্ত দানে আমাদের 'Life Online blood Bank- Bangladesh' সর্বদা রয়েছে আপনার পাশে।আপনার প্রয়োজনে আমাদের ফেইসবুক পেইজে একটি লাইক দিয়ে রাখতে পারেন "Life Online Blood Bank- Bangladesh"।আপনি লাইফ অনলাইন ব্লাড ব্যাংক-বাংলাদেশ এর একজন গর্বিত সদস্য হোক এবং অন্যকে উৎসাহিত করুন।
#আমাদের ছোট এবং এই ক্ষণস্থায়ী জীবনে সকল মহৎ কাজের মধ্যে রক্ত দানই হোক আমাদের অন্যতম প্রধান ব্রত।
"সুস্থ দেহ প্রশান্ত মন, রক্ত দিলে বাঁচিবে প্রাণ"
#ধন্যবাদান্তেঃ
মোঃশামীম হোসেন(আব্দুল্লাহ)
প্রতিষ্ঠাতা ও পরিচালক
লাইফ অনলাইন ব্লাড ব্যাংক-বাংলাদেশ
কেরানীগঞ্জ, কদমতলী গোল চত্বর,বাবুবাজার ব্রিজ সংলগ্ন, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।