21/10/2020
👉👉ব্যথার যন্ত্রনায় যারা অতিষ্ঠ😫হয়ে হাজারো চিকিৎসা করে কোন উপকারিতা পাচ্ছেন না তাদের জন্য হিজামা/কাপিং খুব কার্যকরী। বাতের ব্যথা,কোমর ব্যথা,হাটু ব্যথা,মাথা ব্যথা,মাংসপেশীর ব্যথা,হাই ব্লাড প্রেশার,ইউরিক এসিড,কোলেস্টেরল খুব দ্রুত নিয়ন্ত্রনে আনতে হিজামা/কাপিং খুব চমৎকার কার্যকরী সুন্নাহ চিকিৎসা।হিজামার মাধ্যমে বদলেছে লাখো মানুষের জীবন।হিজামার মাধ্যমে দেহ থেকে ক্ষতিকর ইউরিক এসিড বের করে দিলেই তৈরি হবে উপকারী নাইট্রিক অক্সাইড।এটাই ইমিউনিটি বুস্টিং যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে,টক্সিন(দূষিত রক্ত) রিমুভ করে।খারাপ কোলেস্টেরল কমিয়ে আনে।
👉হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,যা ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত।হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,সল্পখরচ,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
--------------
👉দূষিত রক্ত(Toxin) কি?
টক্সিন শরিরের নিরব ঘাতক।টক্সিন হল জৈব বিষ যা মানব দেহে প্রতি মুহূর্তে তৈরি হয়,আবার শরিরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় মল, মূত্র,ঘাম এবং নিঃশ্বাসের সাথে টক্সিন বের হয়ে যায়।যদি উৎপন্ন বর্জ্যের পরিমান নির্গত বর্জ্যের থেকে বেশি হয় তবে কিছু পরিমান এই দূষিত দেহে জমতে জমতে টক্সিনে পরিনত হয়।হজমে সমস্যা থাকলে,মলত্যাগে সমস্যা হলে,ঘাম না হলে,পরিমিত পানি পান না করলে শরিরে টক্সিন জমতে শুরু করে বা টক্সিন উৎপন্ন হওয়া সহজ হয়ে যায়।টক্সিন শরিরের কোষগুলোকে দূর্বল করে দেয়। যার ফলে আমরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ি।প্রতিদিন আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই টক্সিন গুলো উৎপন্ন হয়,যেমনঃ খাবার খাওয়ার মাধ্যমে,বাহিরের ভাজাপুড়া,মাছে বা ফলে থাকা ফরমালিন,পানিতে থাকা আয়রন বা আর্সেনিক,ধুমপানের অভ্যাস থাকলে,বায়ূ দুষণের কারনে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা,অ্যালুমিনিয়াম ইত্যাদি এর মত ক্ষতিকারক বস্তু সমুহ।মোটকথা প্রায় সকল মানব দেহেই টক্সিন বিদ্যমান,কারো পরিমানে কম অথবা বেশি।হিজামা/কাপিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে ঐ সমস্যা লুকিয়া থাকা টক্সিনগুলো বের করে ফেলি।যার ফলে আপনি হবেন সুস্থ,সবল এবং শক্তিশালী।এই জন্যই সুস্থ অবস্থায় প্রতি চার মাস অন্তর হিজামা/কাপিং করা উত্তম।বিভিন্ন সেলিব্রিটিরাও হিজামা/কাপিং নিয়ে থাকেন,যেমন শহীদ আফ্রিদি, ওমরগুল,ভিরাট কোহলী,নেইমার,মাইকেল ফেলপ্স,মাওলানা তারেক জামিল ইত্যাদি আরো অনেকেই।আপনিও হিজামা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ❤
--------------
❇️হাদিসঃ
👉রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪)
👉মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
👉খালি পেটে হিজামাই সর্বোত্তম, এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়(ইবনে মাজাহ-৩৪৮৭)
👉হিজামাকারী কতইনা উত্তম লোক সে দূষিত রক্ত বের করে,মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে(সুনানে তিরমিজি-২০৫৩)
-----------
✅হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
*মাইগ্রেন
*মাথা ব্যথা
*বাত ব্যথা
*পেট ব্যথা
*কোমর ব্যথা
*পায়ে ব্যথা
*হাটু ব্যথা
*ঘাড়ে ব্যথা
*মাংস পেশির ব্যথা
*দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
*মেরুদন্ড ব্যথা
*গোড়ালি ব্যথা
*স্পোর্টস ইঞ্জুরি
*হাই ব্লাড প্রেশার
*গেটে বাত
*চুল পড়া সমস্যা
*থাইরয়েড গ্রন্থির সমস্যা
*ফুসফুসের সমস্যা
*রিউমাটয়েড আর্থ্রাটিস
*সায়েটিকা
*ঘুমের সমস্যা
*মানসিক সমস্যা
*হতাশা/অবসাদ
*স্মরন শক্তির দূর্বলতা
*চর্মরোগ
*প্যারালাইসিস
*হাত পা অবশ
*পায়ের পাতা জ্বালাপোড়া
*ইউরিক এসিড
*কোলস্টরল
*হরমোনাল সমস্যা
*সাইনোসাইটিস
*লিভারের সমস্যা
*হাড় ক্ষয়
*বডি ডিটক্স ইত্যাদি।
তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।
📌মাথার চুল না কেটে হিজামা/কাপিং করা হয়।তবে চুল ফেলে হিজামা/কাপিং করা উত্তম।
---------------
📌রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে হিজামা কাপিং করানো হয়।
📌বিঃদ্রঃ হিজামা/কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
---------------
📌আমাদের সেবা সমূহঃ-
১/ওয়েট কাপিং(ব্লাড বের করে হিজামা করা)
২/ড্রাই কাপিং(ব্লাড ছাড়া হিজামা করা)
৩/মেসেজ কাপিং(মেসের মাধ্যমে হিজামা করা)
৪/আপকামিং ফায়ার কাপিং(আগুন দিয়ে হিজামা করা)