Sunnah Hijama Clinic & Training Center

Sunnah Hijama Clinic & Training Center হিজামা বিশেষজ্ঞ ও PPRC ডাক্তার এবং থেরাপ For Appointment Please Booking page or Call Direct Us

18/11/2020
22/10/2020

#হিজামা_কাপিং_সমাচার

#হিজামা এমন একটি চিকিৎসা যা দ্বারা
সুন্নাত ও আদায় হয় সাথে সাথে আরোগ্যলাভ।
#কোন টেস্ট ছাড়া ও হিজামা নেওয়া যায়।
#হিজামার জন্য ঔষধ সেবন করতে হয় না।

টেস্ট ও মেডিসিন ব্যতিরেখে বড় বড় পুরাতন, জটিল ও কঠিন রোগমুক্তি। সত্যিই আশ্চর্য। হুম রসুলুল্লাহ সা. এর কথার প্রতি ইয়াক্বীন করে আমল করলে প্রতিটি উম্মাহ দুনিয়াতে সুখ, সমৃদ্ধি ও সুস্থতার জীবন লাভ করতে পারেন।

রসুলুল্লাহ সা. এর কথায় রয়েছে উম্মাহর জন্য কল্যাণ।

➡️➡️ #হিজামা কাপিং এর উপকারিতাঃ- ⬅️⬅️

(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(২) লিভারকে পরিস্কার করে ,
(৩) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৪) ঘুমের উন্নতি করে
(৫) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) পায়ের দুর্গন্ধ দূর করে,
(৮) কিডনি পরিষ্কার করে,
(৯) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১০) ত্বক পরিষ্কার করে।
(১১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।

#হিজামা কাদের জন্য?
সকল বয়সি লোকদের জন্য প্রযোজ্য,

(১) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(২) দূর্বল লোকদের জন্য,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়,
(৩) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(৪) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
(৫) যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৬) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(৭) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৮) বৃদ্ধ বাবা-মা যাদের বাতের ব্যথা আছে ,
(৯) যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করে।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।

কি ?

এই গুলো হচ্ছে ওই বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে, যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা-পুড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে , এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।

#হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” [সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩]

✪ বিশেষ দ্রষ্টব্যঃ
========
হিজামা কাপিং এ কোন পার্শপ্রতিক্রিয়া নাই।

হিজামা নিতে ইনবক্স এ মেসেজ করুন।

22/10/2020

সুন্নাহ পয়েন্টে হিজামা কী এবং কেন?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজামা করার হাদিস গুলো যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে দেখা যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজামা পয়েন্টগুলো ছিল:

• ১. ঘাড়ের ৭ নাম্বার হাড়ের স্পাইনের উপর (কাহিল এরিয়া)
• ২. ঘাড়ের দুই পাশে, কানের ঠিক পেছনের জায়গাটায়। (আখদায়িন এরিয়া)
• ৩. দুইটা স্ক্যাপুলার বা, সোল্ডার ব্লেডের মাঝের জায়গা
• ৪. মাথায় সবচেয়ে উঁচু জায়গাটায় (ভার্টেক্স)
• ৫. মাথার পেছনের দিকে ঘাড় এবং ভার্টেক্সের মাঝের জায়গা থেকে একটু উপরে (ইয়াফুখ এরিয়া)
• ৬. দুই ঊরুতে
• ৭. দুই পায়ের উপরের পাতায়।

মানবদেহের এই এরিয়াগুলোর গুরুত্ব নিয়ে যদি আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে দেখতে যাই তাহলে দেখতে পাবো এই সুন্নাহ পয়েন্টগুলোর মাধ্যমে একাধিক রোগের চিকিৎসা কাভার করা যায়। এবং সত্যি কথা হচ্ছে হিজামা এমন একটা treatment procedure যেখানে আমরা আসলেই একের অধিক রোগের চিকিৎসা করে থাকি।

আমরা যখন হিজামা করে রক্ত এবং রক্তের সাথে রোগসৃষ্টিকারী পদার্থগুলো বের করে আনি, তখন কিন্তু শুধু নির্দিষ্ট কোন একধরণের রোগ সৃষ্টিকারী পদার্থ বের হয় না। বরং, হিজামা পয়েন্টে থাকা যাবতীয় রোগ সৃষ্টিকারী পদার্থ বেরিয়ে আসে। অর্থাৎ, আপনি যদি কোন একটা নির্দিষ্ট রোগের জন্য হিজামা করেন, তাহলে হিজামা সেই রোগের জন্য তো উপকার দেবেই, সাথে সাথে সেই পয়েন্টে যদি অন্য কোন রোগ সৃষ্টিকারী পদার্থ জমতে থাকে সেটাও বের করে দেবে। যদিও রোগ অনুযায়ী নির্দিষ্ট কিছু পয়েন্ট রয়েছে, তবে মোটা দাগে বিষয়টা এমনই।

যেমন ধরুন এজমার জন্য নির্দিষ্ট হিজামা পয়েন্ট রয়েছে। যিনি এজমা রোগের জন্য হিজামা করছেন তিনি বাকি যেসব রোগের জন্য এইসব পয়েন্টগুলো কমন সেগুলোর জন্যেও উপকার পাচ্ছেন। হিজামাতে এটাই non specific রোগ সৃষ্টিকারী পদার্থ বের করে দেয়ার সুবিধা। এছাড়া সুন্নাহ কাপিং এ একটা বেসিক ডিটক্সিফিকেশান হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

💦 হিজামা / حجامة / Cupping করাতে যোগাযোগ করুন আমাদের সাথে।
মহিলাদের জন্য মহিলা থেরাপিসট আছে

21/10/2020

👉👉ব্যথার যন্ত্রনায় যারা অতিষ্ঠ😫হয়ে হাজারো চিকিৎসা করে কোন উপকারিতা পাচ্ছেন না তাদের জন্য হিজামা/কাপিং খুব কার্যকরী। বাতের ব্যথা,কোমর ব্যথা,হাটু ব্যথা,মাথা ব্যথা,মাংসপেশীর ব্যথা,হাই ব্লাড প্রেশার,ইউরিক এসিড,কোলেস্টেরল খুব দ্রুত নিয়ন্ত্রনে আনতে হিজামা/কাপিং খুব চমৎকার কার্যকরী সুন্নাহ চিকিৎসা।হিজামার মাধ্যমে বদলেছে লাখো মানুষের জীবন।হিজামার মাধ্যমে দেহ থেকে ক্ষতিকর ইউরিক এসিড বের করে দিলেই তৈরি হবে উপকারী নাইট্রিক অক্সাইড।এটাই ইমিউনিটি বুস্টিং যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে,টক্সিন(দূষিত রক্ত) রিমুভ করে।খারাপ কোলেস্টেরল কমিয়ে আনে।
👉হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,যা ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত।হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত(toxin)বের করে ফেলি,ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,সল্পখরচ,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।
--------------
👉দূষিত রক্ত(Toxin) কি?
টক্সিন শরিরের নিরব ঘাতক।টক্সিন হল জৈব বিষ যা মানব দেহে প্রতি মুহূর্তে তৈরি হয়,আবার শরিরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় মল, মূত্র,ঘাম এবং নিঃশ্বাসের সাথে টক্সিন বের হয়ে যায়।যদি উৎপন্ন বর্জ্যের পরিমান নির্গত বর্জ্যের থেকে বেশি হয় তবে কিছু পরিমান এই দূষিত দেহে জমতে জমতে টক্সিনে পরিনত হয়।হজমে সমস্যা থাকলে,মলত্যাগে সমস্যা হলে,ঘাম না হলে,পরিমিত পানি পান না করলে শরিরে টক্সিন জমতে শুরু করে বা টক্সিন উৎপন্ন হওয়া সহজ হয়ে যায়।টক্সিন শরিরের কোষগুলোকে দূর্বল করে দেয়। যার ফলে আমরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ি।প্রতিদিন আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই টক্সিন গুলো উৎপন্ন হয়,যেমনঃ খাবার খাওয়ার মাধ্যমে,বাহিরের ভাজাপুড়া,মাছে বা ফলে থাকা ফরমালিন,পানিতে থাকা আয়রন বা আর্সেনিক,ধুমপানের অভ্যাস থাকলে,বায়ূ দুষণের কারনে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা,অ্যালুমিনিয়াম ইত্যাদি এর মত ক্ষতিকারক বস্তু সমুহ।মোটকথা প্রায় সকল মানব দেহেই টক্সিন বিদ্যমান,কারো পরিমানে কম অথবা বেশি।হিজামা/কাপিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট পয়েন্ট থেকে ঐ সমস্যা লুকিয়া থাকা টক্সিনগুলো বের করে ফেলি।যার ফলে আপনি হবেন সুস্থ,সবল এবং শক্তিশালী।এই জন্যই সুস্থ অবস্থায় প্রতি চার মাস অন্তর হিজামা/কাপিং করা উত্তম।বিভিন্ন সেলিব্রিটিরাও হিজামা/কাপিং নিয়ে থাকেন,যেমন শহীদ আফ্রিদি, ওমরগুল,ভিরাট কোহলী,নেইমার,মাইকেল ফেলপ্স,মাওলানা তারেক জামিল ইত্যাদি আরো অনেকেই।আপনিও হিজামা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ❤
--------------
❇️হাদিসঃ
👉রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪)
👉মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
👉খালি পেটে হিজামাই সর্বোত্তম, এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়(ইবনে মাজাহ-৩৪৮৭)
👉হিজামাকারী কতইনা উত্তম লোক সে দূষিত রক্ত বের করে,মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে(সুনানে তিরমিজি-২০৫৩)
-----------
✅হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
*মাইগ্রেন
*মাথা ব্যথা
*বাত ব্যথা
*পেট ব্যথা
*কোমর ব্যথা
*পায়ে ব্যথা
*হাটু ব্যথা
*ঘাড়ে ব্যথা
*মাংস পেশির ব্যথা
*দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
*মেরুদন্ড ব্যথা
*গোড়ালি ব্যথা
*স্পোর্টস ইঞ্জুরি
*হাই ব্লাড প্রেশার
*গেটে বাত
*চুল পড়া সমস্যা
*থাইরয়েড গ্রন্থির সমস্যা
*ফুসফুসের সমস্যা
*রিউমাটয়েড আর্থ্রাটিস
*সায়েটিকা
*ঘুমের সমস্যা
*মানসিক সমস্যা
*হতাশা/অবসাদ
*স্মরন শক্তির দূর্বলতা
*চর্মরোগ
*প্যারালাইসিস
*হাত পা অবশ
*পায়ের পাতা জ্বালাপোড়া
*ইউরিক এসিড
*কোলস্টরল
*হরমোনাল সমস্যা
*সাইনোসাইটিস
*লিভারের সমস্যা
*হাড় ক্ষয়
*বডি ডিটক্স ইত্যাদি।
তাছাড়া নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ীদের জন্য হিজামা খুবই উপকারি।
📌মাথার চুল না কেটে হিজামা/কাপিং করা হয়।তবে চুল ফেলে হিজামা/কাপিং করা উত্তম।
---------------
📌রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে হিজামা কাপিং করানো হয়।
📌বিঃদ্রঃ হিজামা/কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
---------------
📌আমাদের সেবা সমূহঃ-
১/ওয়েট কাপিং(ব্লাড বের করে হিজামা করা)
২/ড্রাই কাপিং(ব্লাড ছাড়া হিজামা করা)
৩/মেসেজ কাপিং(মেসের মাধ্যমে হিজামা করা)
৪/আপকামিং ফায়ার কাপিং(আগুন দিয়ে হিজামা করা)

20/10/2020

অসুস্থ মানুষেরা বিভিন্ন রোগের জন্য হিজামা চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু সুস্থ মানুষও রোগ প্রতিরোধক হিসেবে আগে থেকে হিজামা চিকিৎসা নিতে পারেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

হিজামা হলো প্রাচীন চিকিৎসা পদ্ধতি যাতে মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক সুস্থতা বিদ্যমান। অন্তত তিন হাজার বছর ধরে এশিয়ায় চীনা পদ্ধতিতে শরীরের ওপর কাচের কাপ দিয়ে দেওয়া এই প্রাকৃতিক থেরাপি প্রচলিত আছে। এ ধরনের পদ্ধতি চীনে খুব জনপ্রিয়।

আমাদের শরীরে বিভিন্ন ভাবে প্রতিদিন টক্সিন জমা হয় যা শরীরে অনেক রোগব্যাধি সৃষ্টি করে। আর হিজামার মাধ্যমে এই টক্সিন বের করে আনা হয়।

যেকোনো ব্যাথা নিরাময়ের জন্য হিজামা কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। হাদীসের ভাষ্য অনুযায়ী যেকোনো রোগের জন্য হিজামা করানো যায়। বর্তমানে বিশ্বে হিজামা একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন দেশের খেলোয়াড়েরা হিজামা করাচ্ছেন শরীর সতেজ এবং কার্যক্ষম রাখতে।

রাসূল (সাঃ) বলেছেন, "হিজামা গ্রহনকারী কত উত্তম লোক, যে দূষিত রক্ত বের করে, মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টি শক্তি প্রখর করে। "
[তিরমিজি শরিফ, হাদিসঃ ২০৫৩]

যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তাই সুস্থ শরীরেও হিজামা করানো যাবে রোগ প্রতিরোধক হিসেবে সাথে রাসূল (সাঃ) এর সুন্নাত ও পালন হবে।

20/10/2020

ওয়াটার কাপিং এর ব্যবহার কেন করবেন?? কিভাবে করবেন??
____________________________
ওয়াটার কাপিং বা পানি হিজামা
♦ এটি এক ধরণের হিজামা বা কাপিং এবং এর চার ধরণের ব্যবহার রয়েছে :

১ কোল্ড কাপিং ।
২ বরফ চূর্ণ ব্যবহার করে ম্যাসেজ ।
৩ গরম পানির কাপিং ।
৪ গরম পানি ব্যবহার করে গরম ম্যাসাজ ।

এটা এভাবে করবেন যে কাপটির এক তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করে নির্ধারিত স্থানে ১০ থেকে ১৫ মিনিট রাখবেন। আর ম্যাসাজের ক্ষেত্রে কাপটি নাড়াবেন।
____________________________

♦প্রথম:
ঠান্ডা পানির কাপিং
____________________________

ক্রীড়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসাবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে এবং দ্রুত ব্যথা উপশম করার জন্য আঘাতের স্থানে আধা কাপ ভর্তি ঠাণ্ডা পানি রেখে স্পোর্টস ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।

এটি গ্লোবাল ওয়ার্মিং এবং হিট স্ট্রোকে ও ব্যবহৃত হয়। এটি গ্রীবাদেশীয় অঞ্চলে (C7) রাখলে দেহের তাপমাত্রা হ্রাস পায়। অনুরূপভাবে লিভারের বিপরীতে কশেরুকা অঞ্চলে (T10) ​​ও ।

বিদ্যমান তাপমাত্র হ্রাস করার শেখ আহমাদ হাফনির (রা:) একটি কার্যকর পদ্ধতি আছে। যা তাপ-হ্রাসকারী ওষুধের সাথে উপযুক্ত নয়।
তা হচ্ছে : -
20 টি আঙ্গুলের মাথার উপর ছোট ছোট ফোটা করুন এবং কিছু রক্ত ​বের করার জন্য হালকা চাপ দিন। এটি একটি দুর্দান্ত উপায়।

চর্ম রোগের জায়গাগুলিতে ওয়াটার কাপিং ব্যবহার করা হয় (যেমন সোরিয়াসিস এবং একজিমা)।
পাশাপাশি সম্ভব হলে রোগের নির্ধারিত পয়েন্টগুলোতে ওয়েট কাপিং করুন ।
___________________________

♦ দ্বিতীয়:
বরফ চূর্ণ দিয়ে ম্যাসেজ
____________________________

সাধারণ ঠাণ্ডা পানির ম্যাসাজের চেয়ে বরফ দিয়ে ম্যাসাজ করা ভাল। কেন?

> কারন পানি দ্রুত গরম হয়ে যায়।এর বিপরীতে বরফ গলে শীতল পানিতে পরিনত হয়, এটি থেরাপির সময়কালকে দীর্ঘায়িত করে।

>শরীরের উচ্চতর তাপমাত্রা দ্রুত হ্রাস করতে শরীরের প্রধান পেশীগুলিতে আইস ম্যাসাজ ব্যবহার করা হয়।
____________________________

♦ তৃতীয়:
গরম পানির কাপিং
____________________________

এটি শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য যেমন হাঁপানি এবং বুকের অ্যালার্জির জন্য ব্যবহৃত হয়।

বাত জ্বরের জন্য ব্যবহার করা হয় ।

এটি শুষ্ক কাশি জন্য ব্যবহৃত হয়, কারণ এটি বুকে উষ্ণতা এবং আর্দ্রতা দেয়।

এটি স্থানীয় টিউমার এবং সাধারণ ত্বকের ক্যান্সারের জন্য ব্যবহৃত হয়।
____________________________

♦চতুর্থ -
গরম পানির ম্যাসেজ
____________________________

এটি টিস্যুগুলিতে সম্প্রসারণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকরভাবে ব্যবহৃত হয়, যা দেহ গঠনের প্রক্রিয়াগুলির কার্যকারিতা বৃদ্ধি এবং ক্ষতিকারক উপাদানগুলো দূর করে।
অনুরূপভাবে এটি দেহে ঘটে যাওয়া টক্সিন এবং জারণ উপাদানগুলি অপসারণের করতে লসিকাকে সক্রিয় করে ।
একটি কোমল পদার্থ তার জন্য প্রয়োগ করতে হবে (পরিস্থিতি অনুসারে একটি উপযুক্ত ওষুধি তেল), এবং দেহ সহ্য করতে পারে এমন গরম পানি কাপে ভরে, কাপটি চামড়ার উপর রেখে, তারপরে ম্যাসাজ করুন।

আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা মানুষকে ভালকিছু শিক্ষা দেয় তাদের প্রত্যেককে যেন বরাকাহ দান করেন।
অনুবাদ Jobair Ahmad

Aj amr mamar hijama korlam matha batha n onnanno pblm jonno uni satha satha Aram pachan Alhamdolilah
19/10/2020

Aj amr mamar hijama korlam matha batha n onnanno pblm jonno uni satha satha Aram pachan Alhamdolilah

Address

168/1 Senpara Porbota Begum Rokeya Sarani
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 13:00
17:00 - 20:00
Tuesday 09:00 - 13:00
17:00 - 20:00
Wednesday 09:00 - 13:00
17:00 - 20:00
Thursday 09:00 - 13:00
17:00 - 20:00
Friday 09:00 - 12:00
17:00 - 20:00
Saturday 09:00 - 13:00
17:00 - 20:00
Sunday 09:00 - 13:00
17:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Hijama Clinic & Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram