30/08/2023
বেনগাজীতে দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা
********************************************
লিবিয়ার বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি কন্স্যুলার টীম ৩১ আগস্ট ২০২৩ তারিখে বেনগাজী সফর করবেন। উক্ত কন্স্যুলার টীমের পক্ষ থেকে আগামী ০১ সেপ্টেম্বর থেকে ০৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বেনগাজীতে নিম্নোক্ত কন্স্যুলার ও কল্যাণমূলক সেবাসমূহ প্রদান করা হবে।
(ক) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ;
(খ) পূর্বে আবেদনকৃত MRP বিতরণ;
(গ) ট্র্যাভেল পারমিট (আউটপাস) এর আবেদনপত্র গ্রহণ ও বিতরণ;
(ঘ) দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র ইস্যু;
(ঙ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ;
(চ) নতুন পাসপোর্টে ভিসার জন্য/হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট ইস্যু;
(ছ) বিভিন্ন কাগজপত্র সত্যায়ন;
(জ) অন্যান্য কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান;
এখানে উল্লেখ্য যে, ডিজিটাল পাসপোর্ট (MRP) রিইস্যু’র জন্য পুরানো পাসপোর্ট (হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট), পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন/ভোটার আইডির ফটোকপি এবং এক কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ ডিজিটাল পাসপোর্ট রিইস্যু’র ফি সাধারণ কর্মীদের জন্য ৩৩ মার্কিন ডলার এবং পেশাজীবীদের জন্য ১১০ মার্কিন ডলার।
এমতাবস্থায়, বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণকে প্রয়োজনীয় কন্স্যুলার ও কল্যাণ সেবা দূতাবাসের প্রতিনিধি দলের নিকট থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
স্থানঃ
হাদায়েক হোটেল
সেন্ট্রাল পার্কের নিকটবর্তী, হাদায়েক, বেনগাজী।
সময়ঃ
সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৬ ঘটিকা
এ বিষয়ে আরো কোন তথ্যের জন্য দূতাবাসের মোবাইল নম্বর +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করা যাবে।