Raqi Ibn Foyez

Raqi Ibn Foyez বদনজর, বিয়ে বন্ধ ও জিন-যাদু ইত্যাদির যে কোনো প্যারানরমাল সমস্যর সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
(1)

30/11/2025

অডিও শোনার আগে নিজের সমস্যাগুলোর কথা মনে মনে নিয়ত করে নেবেন। তারপর আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে সেই সমস্যাগুলো থেকে মুক্তি চাইবেন।

তারপর চোখ বন্ধ করে হেডফোন দিয়ে ফোনের ফুল সাউন্ড বাড়িয়ে, বিছানায়, সোফায়, বা যে কোনও জায়গায় বসে মনোযোগসহকারে অডিওটি শুনুন।

শোনার সময় বা শোনার পর কী কী প্রতিক্রিয়া হয়/হচ্ছে/হয়েছে, তা দ্রুত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।

30/11/2025

ক্যান্সার থেকে মুক্তির আমল।
অসুস্থতা আল্লাহ তাআ'লার পক্ষ থেকে এবং এর নিরাময়ও আল্লাহ তাআলার পক্ষ থেকেই। সুতরাং আমাদের জন্য উচিৎ হলো, ধৈর্য সহকারে আল্লাহ তায়ালার কাছে দোয়া করা।এবং নিম্নের আমল গুলো ধৈর্য সহকারে ধারাবাহিকভাবে চালিয়ে যাও।

এবং প্রয়োজন অনুপাতে, যোগ্য ডাক্তারদের সাথে পরামর্শ করতে থাকা। এবং তাদের ফলো-আপে থাকা!
আল্লাহ চাইলে ক্যান্সারের মতো মরন-ব্যাধি!ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।

🔰প্রতি নামাজের পর নিম্নের আয়াতে কারিমাটি ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার নিয়তে তিনবার পাঠ করা। অতঃপর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলানো। বিশেষ করে যে সমস্ত স্থানগুলো ক্যান্সারে আক্রান্ত।

وَاِنۡ یَّمۡسَسۡکَ اللّٰہُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَہٗۤ اِلَّا ہُوَ ؕ وَاِنۡ یَّمۡسَسۡکَ بِخَیۡرٍ فَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ

উল্লিখিত আয়াতে কারীমার অর্থ।
আল্লাহ যদি তোমাকে কষ্ট দান করেন, তবে স্বয়ং তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ করেন, তবে তিনি তো সব বিষয়ে শক্তিমান।

🔰ক্যান্সারের প্রতিষেধকের নিয়তি।প্রতিদিন ফজরের পর। ১০-১৫ মিনিট মনোযোগ সহকারে কোরআনে কারীম থেকে যে সমস্ত সূরা গুলো আপনার মুখস্ত, সবগুলো পাঠ করুন।

তারপর এক লিটার কিংবা আধা লিটার পানিতে ফু-দিন! অতঃপর সুস্থতার নিয়তে পুরো পানিটা খেয়ে ফেলুন,যদি পুরোটা খেতে না পারেন। তাহলে যতটুকুন সম্ভব ততটুকুনই খেতে পারেন ইনশাআল্লাহ।

এইভাবে নিয়মিত আমল করতে থাকুন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দ্রুত,সুস্থ হয়ে যাবেন।

‌ দুঃখ প্রকাশ।
আপনাদের কল্যানার্থেই, এ সমস্ত আর্টিকেলগুলো লিখা হয়। একটা বিষয় গুছাতে মোটামুটি ভালোই কষ্ট হয়। কিন্তু যদি আপনারা এই লিখাগুলোকে, কোন;মূল্যায়ন না করেন!তাহলে লিখেই বা কি লাভ?

এজন্য অনুরোধ থাকবে সাওয়াবের নিয়তে, মানুষের কল্যাণার্থে, এই আর্টিকেলটি‌ আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ।

জাযাকুমুল্লাহ।
নিজে ভালো থাকুন, অপরকে ভাল রাখুন।

30/11/2025

ইনশাআল্লাহ আজকে তিনটার দিকে, ক্যান্সার ধ্বংসের লাইভ রুকইয়াহ হবে। যারা ক্যান্সারের পেশেন্ট, আপনারা অবশ্যই এই লাইভ রুকইয়াহ সেশনটিতে যুক্ত থাকবেন।

29/11/2025

রোগী যখন আমার কাছে আসে এবং আমি তার ওপর রুকইয়াহ করি, যদি সঙ্গে সঙ্গে ভয়াবহ কোন প্রতিক্রিয়া শুরু হয়, অজ্ঞান হয়ে যায়, তখন স্পষ্ট বোঝা যায় জ্বীনটি শরীরের ভেতরেই আছে।

এই ধরনের কেস সাধারণত সহজেই চিকিৎসা হয়, কারণ জ্বীনকে বের করে দিলেই রোগীর কষ্ট অনেকটাই শেষ হয়ে যায়। ফলশ্রুতিতে আল্লাহর রহমতে আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যায়।

কিন্তু রুকইয়াহকরার পরেও যদি ভয়াবহ কোনো প্রতিক্রিয়া না দেখা যায়, তখন বুঝতে হবে জ্বীনটি শরীরের বাইরে থেকে প্রভাবান্বিত করছি।এই অবস্থায় চিকিৎসা একটু ভিন্ন হয় এবং এর বড় অংশ রোগীকেই করতে হয়।

শরীরকে সম্পূর্ণ সূরক্ষা করা, বাসা ও পরিবেশকে পরিশুদ্ধ রাখা, সুরক্ষামূলক আমল করা এসব জিনিস এ ধরনের কেসে অত্যন্ত জরুরি সুস্থ হওয়ার ক্ষেত্রে।

রোগী যদি নিজের চিকিৎসাকে গুরুত্ব না দেয়, নিয়ম না মানে তাহলে তার কষ্ট দীর্ঘস্থায়ী হয়, সমস্যা বাড়তে থাকে এবং সুস্থ হতে সময় অনেক বেশি লাগে।
আল্লাহ তাআলাই সর্বজ্ঞ।

🕒 চিকিৎসার সময়সূচি.......
প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত।

📌 আমাদের লোকেশন
Holy Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229, Bangladesh (Ground Floor)
01928104339
Raqi Ibn Foyez

29/11/2025

আশিক জ্বীন ধ্বংসের পাওয়ারফুল রুকইয়াহ।

29/11/2025

🔟 মিনিটে বদনজর পরীক্ষার চ্যালেঞ্জ।
আপনি বদনজরে আক্রান্ত কিনা দ্রুত বুঝতে চাইলে এই ১০ মিনিটের সহজ চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ
বাংলা উচ্চারণ।
ও-ইয়্যা-কাদুল্লাজিনাকাফারু,লাইউযলিকুনাকা,
বি-আবস'রিহিম। (সূরা কলাম)

কীভাবে চ্যালেঞ্জটি করবেন⁉️
1. আপনার সকল শারীরিক–মানসিক সমস্যাগুলো মনে মনে নিয়ত করুন।
2. চোখ বন্ধ করুন।
3. ডান হাত বুকে রাখুন।
4. মৃদু স্বরে আয়াতটি ৫–১০ মিনিট ধরে বারবার পড়তে থাকুন।
5.অথবা অডিওটি মনোযোগ সহকারে শুনুন।

📌পড়ার সময় নিম্নের লক্ষণ গুলো আপনার মধ্যে প্রকাশ পেতে পারে।
বুক ভার লাগা,মাথা ভারী হওয়া,হাই আসা,চোখে পানি আসা, কান্না আসা,শরীর শিরশির করা,অস্বস্তি বা ব্যথা অনুভব হওয়া, হাসি আসা, ভয় পাওয়া, ইত্যাদি।
⚠️তাহলে দ্রুত কমেন্ট করুন।
🎤Raqi Ibn Foyez

29/11/2025

তাহাজ্জুদ পড়ার সময় মাদরাসা শিক্ষার্থীর মৃ*ত্যু; সিসিটিভি ফুটেজে ধরা পড়ল শেষ মুহূর্ত |

29/11/2025

🔟 মিনিটে বদনজর পরীক্ষার চ্যালেঞ্জ।
আপনি বদনজরে আক্রান্ত কিনা দ্রুত বুঝতে চাইলে এই ১০ মিনিটের সহজ চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ
বাংলা উচ্চারণ।
ও-ইয়্যা-কাদুল্লাজিনাকাফারু,লাইউযলিকুনাকা,
বি-আবস'রিহিম। (সূরা কলাম)

কীভাবে চ্যালেঞ্জটি করবেন⁉️
1. আপনার সকল শারীরিক–মানসিক সমস্যাগুলো মনে মনে নিয়ত করুন।
2. চোখ বন্ধ করুন।
3. ডান হাত বুকে রাখুন।
4. মৃদু স্বরে আয়াতটি ৫–১০ মিনিট ধরে বারবার পড়তে থাকুন।

📌পড়ার সময় নিম্নের লক্ষণ গুলো আপনার মধ্যে প্রকাশ পেতে পারে।
বুক ভার লাগা,মাথা ভারী হওয়া,হাই আসা,চোখে পানি আসা, কান্না আসা,শরীর শিরশির করা,অস্বস্তি বা ব্যথা অনুভব হওয়া, হাসি আসা, ভয় পাওয়া, ইত্যাদি।
⚠️তাহলে দ্রুত কমেন্ট করুন।
✍️Raqi Ibn Foyez

28/11/2025

হে আল্লাহ আমাদের সবাইকে জ্বিন ও যাদু থেকে মুক্তির উপযুক্ত পথ দেখিয়ে দিন,আল্লাহুম্মা আমীন।

28/11/2025

বদনজর মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়,সো... বেঁচে থাকবেন। বাঁচার কিছু আমল এই পেইজে পোস্ট করা হবে,পেইজে চোখ রাখুন।

28/11/2025

আশ্বিক জ্বিনের শক্তিশালী।

28/11/2025

আশ্বিক জ্বিন ধ্বংসের ক্ষেত্রে সূরা সফফাতের উপকারিতা।

এক বসায় তিনবার সুরা আস-সফফাত পড়ে অলিভ অয়েলের ওপর ফুঁ দিন। তারপর সেই তেল পুরো শরীরে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে আল্লাহর ইচ্ছায় আশ্বিক জ্বিনের বিরক্তি কমে যাবে ,যাদুর খাদেম জ্বিন দূর্বল হয়ে যাবে, আর বদনজরের কষ্টও ধীরে ধীরে হালকা হতে থাকবে ইনশাআল্লাহ।

এটা ঘুমানোর আগে টানা এক সপ্তাহ করলে ভালো উপকার দেখা যায়, অনেকের অভিজ্ঞতায় এমনটাই এসেছে।

রুকইয়াহ মূলত অভিজ্ঞতাভিত্তিক আমল। নির্দিষ্ট কোনো বাঁধাধরা নিয়ম নেই। তাই হালাল কিছু উপকারে এলে সেটা ব্যবহার করা যায়, যতক্ষণ না তাতে ভুল আকিদা বা শিরক জড়িয়ে থাকে।

তবে একটা বিষয়ে মনে রাখা জরুরী,তেল,আমল বা অন্যান্য উপকরণগুলো শুধু একটা মাধ্যম। আরোগ্য দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার।

🕒 চিকিৎসার সময়সূচি.......
প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত।

📌 আমাদের লোকেশন
Holy Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229, Bangladesh (Ground Floor)
01928104339
Raqi Ibn Foyez

Address

House-12, Road-11, Nikunja-2, Khilkhet Dhaka
Dhaka
1229

Telephone

+8801928104339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Ibn Foyez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Ibn Foyez:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram