29/11/2025
রোগী যখন আমার কাছে আসে এবং আমি তার ওপর রুকইয়াহ করি, যদি সঙ্গে সঙ্গে ভয়াবহ কোন প্রতিক্রিয়া শুরু হয়, অজ্ঞান হয়ে যায়, তখন স্পষ্ট বোঝা যায় জ্বীনটি শরীরের ভেতরেই আছে।
এই ধরনের কেস সাধারণত সহজেই চিকিৎসা হয়, কারণ জ্বীনকে বের করে দিলেই রোগীর কষ্ট অনেকটাই শেষ হয়ে যায়। ফলশ্রুতিতে আল্লাহর রহমতে আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যায়।
কিন্তু রুকইয়াহকরার পরেও যদি ভয়াবহ কোনো প্রতিক্রিয়া না দেখা যায়, তখন বুঝতে হবে জ্বীনটি শরীরের বাইরে থেকে প্রভাবান্বিত করছি।এই অবস্থায় চিকিৎসা একটু ভিন্ন হয় এবং এর বড় অংশ রোগীকেই করতে হয়।
শরীরকে সম্পূর্ণ সূরক্ষা করা, বাসা ও পরিবেশকে পরিশুদ্ধ রাখা, সুরক্ষামূলক আমল করা এসব জিনিস এ ধরনের কেসে অত্যন্ত জরুরি সুস্থ হওয়ার ক্ষেত্রে।
রোগী যদি নিজের চিকিৎসাকে গুরুত্ব না দেয়, নিয়ম না মানে তাহলে তার কষ্ট দীর্ঘস্থায়ী হয়, সমস্যা বাড়তে থাকে এবং সুস্থ হতে সময় অনেক বেশি লাগে।
আল্লাহ তাআলাই সর্বজ্ঞ।
🕒 চিকিৎসার সময়সূচি.......
প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত।
📌 আমাদের লোকেশন
Holy Healing Ruqyah & Hijama Center
House 12, Road 11, Nikunja-2, Khilkhet, Dhaka-1229, Bangladesh (Ground Floor)
01928104339
Raqi Ibn Foyez