রক্ত দান কর্মসূচি-মানবতার সেবায় আমরা পাশে থাকব

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রক্ত দান কর্মসূচি-মানবতার সেবায় আমরা পাশে থাকব

রক্ত দান কর্মসূচি-মানবতার সেবায় আমরা পাশে থাকব Blood transfusion service became available in Bangladesh ..

13/06/2020

@@করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ তে আছেন উনার জরুরী ভিত্তিতে প্লাজমা দরকার।
রক্তের গ্রুপ B+ পজিটিভ।
দয়াবান কেউ এগিয়ে আসবেন প্লিজ।
যোগাযোগ:-

সোলায়মান আহমেদ জীসান- 01673784359

@@=জরুরী Plasma প্রয়োজন=
রক্তের গ্রুপ: O+
রুগী: সালমা বেগম
বয়স: ৫৮
গ্রীন লাইফ হসপিটাল
অাইসিইউ -০৮
০১৭৪৪৬৭৬৭৬৭ (রাজীব)

@@বি পজেটিভ প্লাজমা লাগবে.....
উনি শমরিতা মেডিকেল (পান্থ পথ )এ আছেন,
বয়স-৬৯,
নাম-আবু জাফর শামসুদ্দিন
কেবিন নম্বর-৫১২
কেউ থাকলে দয়া করে যোগাযোগ করেন
যোগাযোগের নম্বর -01796584508

09/06/2020

জরুরী ভিত্তিতে প্লাজমা প্রয়োজন।

সম্প্রতি করোনা পজেটিভ থেকে নেগেটিভ হয়েছে এমন কারো প্লাজমা লাগবে। রোগী এখন আনোয়ার খান মর্ডান হাসপাতলে আছে।

রক্তের গ্রুপ: A+

যোগাযোগঃ 01712501238

প্লিজ কেউ এগিয়ে আসুন।

06/06/2020

Emergency Blood Needed!

রোগীর সমস্যা: জরায়ু টিউমারের অপারেশন
রক্তের গ্রুপ: (A)+
রক্তের পরিমাণ: ১ব্যাগ
রক্তদানের সময়: আগামীকাল সকাল ৮টা
ইসলামি ব্যাংক হাসপাতাল, মিরপুর, ঢাকা।


যোগাযোগ :01408791295

04/06/2020

B positive প্লাজমা প্রয়োজন!
আমার বন্ধুর পিতা মোঃ আবু লায়েস বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এ ভর্তি আছেন! ওনার B +ve প্লাজমা প্রয়োজন। অনুরোধ করছি সাহায্য করুন!
যোগাযোগ - 01717040299 Rahat Al Islam

02/06/2020
29/05/2020

#আপনাদের_জন্য_জরুরী_বার্তা

👉 কোভিড-১৯ পজিটিভ হলে বা উপসর্গ থাকলে আতঙ্কিত হবেন না।

👉 হসপিটালে বেড পাবেন, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

👉 জ্বর, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, চোখ লাল/ব্যথা, গলা ব্যথা, সর্দি বা কাশি, পেট ব্যথা, বমি, পেট খারাপ, পিঠে কোমরে ব্যথা, হাতে পায়ে মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, সারা শরীরে ব্যথা, খাবারে ভয়াবহ অরুচি, নাকে গন্ধ না পাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি যেকোনো দুটো বা একটা সমস্যা থাকলে ধরে নিতে হবে আপনি কোভিড-১৯ সাসপেক্টেড।

👉 আমার সারাবছর ঠান্ডা লেগে থাকে, আমার যখন তখন শরীর ব্যথা হয়, বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা লেগেছে, ধুলার কারণে সর্দি হয়েছে.... দয়া করে মাতব্বরি করে এসব ভাববেন না। আমার কিছু হবেনা, আল্লাহ ভরসা... এভাবে ভাববেন না। তবে আল্লাহর কাছে যেভাবে সাহায্য চায়, পানাহ্ চায়, সেভাবে একাকী নামাজের মাধ্যমে সরাসরি যোগাযোগে চাবেন।

👉 কোভিড-১৯ আপনার শরীরে ঢোকার পর সাথে সাথে আপনি ক্রিটিকাল হবেন না। সিম্পটম দেখা দেয়ার পর ৫/৬ দিন আপনি সময় পাবেন। শ্বাসকষ্ট হোক বা রক্ত জমাট বাঁধুক, তার আগে আপনি কয়েকদিন সময় পাবেন, যখন কিছু সতর্কতা আর কিছু মেডিসিনে ভাইরাসের লোড কমাতে পারবেন।

👉 ঐ ৫/৬ দিনকে যারা অবহেলা করেছে বা পাত্তা দেয়নি, ভেবেছে আমার করোনা হবেনা, বা এগুলো সাধারণ জ্বর/পেট খারাপ, তারা পরবর্তীতে critically ill হয়ে গেছেন।

👉 সিম্পটম দেখা দিলে টেস্ট করানোর চিন্তা বাদ দিন। করাতে পারলে অবশই করাবেন। পজিটিভ পেলেই কি, নেগেটিভ পেলেই বা কি! বরং আনুষঙ্গিক অন্যান্য টেস্টগুলো করিয়ে ফেলুন। যেমনঃ

- Xray chest
- CBC & ESR
- CRP
- SGPT
- S creatinine
- S. Electrolytes
- S. Ferritin
- D dimer
- PT INR
- Urine R/M/E
- CT scan of chest (সম্ভব হলে)

👉 এই টেস্টগুলোর মাধ্যমে আপনি আক্রান্ত কিনা বা আক্রান্ত হলেও তা কতদূর ভয়াবহ, তা বোঝা যাবে। যদি জ্বরযুক্ত উপসর্গ থাকে, তবে NS1 for Dengue টেস্ট করিয়ে নেবেন।

👉 যেকোনো উপসর্গ থাকুক, বা কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকুক (উপসর্গ যুক্ত/ছাড়া), বাসায় থাকবেন। পরিচিত ডাক্তার বা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিয়ে ঘরে চিকিৎসা করবেন। ফেইসবুকে ঘুরে বেড়ানো চিকিৎসা (মেডিসিন) নিজে নিজে চালাবেন না। আতঙ্কিত হবেন না ও হসপিটালে দৌড়াদৌড়ি করবেন না।

👉 গরম পানিকে ছাড়বেন না। অল্প অল্প চুমুকে গরম পানি খেতে ক্লান্ত হয়ে যাবেন। এতে দুটো কাজ হবে। শরীরে পানি স্বল্পতা দেখা দিয়ে রক্ত ঘন বা কিডনী ইনসাল্টেড হবেনা, এবং গলায় ক্রমাগত গরম শেঁক এনশিওর করা যাবে।

👉 ভোরবেলার রোদ কিছুটা গায়ে লাগাবেন।

👉 বেশীরভাগ ক্ষেত্রে জ্বর মেপে পাবেন না। বা ৯৮/৯৯ ডিগ্রি ফা. থাকবে। বা জ্বর জ্বর বোধ হবে। মাঝে মাঝে দু'এক বেলা বা দু'এক দিন জ্বর ফ্রি থাকতে পারেন। বিরতি দিয়ে জ্বর বারবার আসতে পারে। কারো কারো জ্বর ১০২ ডিগ্রি ফা. এর উপর যেতে পারে। ১০/১১ দিন যাবত হালকা জ্বর থেকে যেতে পারে।

👉 পরিবারের ৫/৭/১০ জনের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। প্রত্যেকের উপসর্গ আলাদা আলাদা হতে পারে। কারো জ্বর, তো কারো পেট খারাপ, ইত্যাদি। এতজনের কোভিড-১৯ টেস্ট করানো হয়রানিসাধ্য ও ব্যয়সাধ্য। সম্ভব না। সে ক্ষেত্রে বয়স্ক জন এবং উপসর্গ বেশি এমন জনের টেস্ট করাতে পারেন। তারা পজিটিভ হলে বাকিরাও পজিটিভ ধরে নিবেন।

👉 পালস্ অক্সিমিটার কিনে রাখুন বাসায়। অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য। চাইনিজটার দাম ২৫০০ টাকা থেকে শুরু। চাইলে একটু বেশি দামে জার্মানিরটাও কিনতে পারেন। গ্লুকোমিটারের চেয়েও ছোট একটা মেশিন এটা।

👉 উপসর্গ দেখা দেয়ার পর বা পজিটিভ হওয়ার পর ৫/৬ দিন যাবত বাসায় বসে অক্সিজেন স্যাচুরেশন দেখবেন। স্যাচুরেশন ৯৪-৯৩% কমে গেলে হসপিটালের কথা ভাববেন, তার আগে না।

👉 সামান্য শ্বাসকষ্টের চিকিৎসা (অক্সিজেন স্যাচুরেশন না কমলে) বাসায় বসেই করা সম্ভব। তাই ভয় পেয়ে হসপিটালে ঘুরে হয়রান হতে যাবেন না। বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে নিবেন বা ভাড়া নিবেন। অনলাইনে পাওয়া যাচ্ছে।

👉 অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে যখন হসপিটালের প্রয়োজন দেখা দিবে, তখন রোগীকে নিয়ে হসপিটালে হসপিটালে ঘুরবেন না। রোগীর অক্সিজেন চলতে থাকবে বাসায়। এবং আপনি সিট খুঁজতে থাকবেন হসপিটালে। নাহলে আতঙ্কিত রোগীর শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে।

👉 বাসায় টেলিমেডিসিনের চিকিৎসায় আপনার ভাইরাসের লোড কমে যাবে ইনশাআল্লাহ। ভাইরাল লোড বেশি হলে রোগী ক্রিটিকাল হয়ে যায়। আল্লাহ যদি আয়ু ফুরানোর ডিসিশন নেন, একমাত্র তখন যেকোনো ব্যবস্হা গ্রহণ করার পরও আপনি ডিটোরিওরেইট করবেন।

👉 পালস্ অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করার মতো ২০/২৫ হাজার টাকা আপনি বা পরিবারের সবাই মিলে ম্যানেজ করা হয়তো সম্ভব। তাই অযথা কেনাকাটা করে ও বাহুল্য খেয়ে টাকা নষ্ট করবেন না। ক্যাশ টাকা রেডি করে এখনই হাতে রাখুন।

👉 কোভিড-১৯ টেস্টের জন্য সিরিয়াল দিয়ে রাখুন। সিরিয়াল অনেক পরে পাবেন। স্যাম্পল দেয়ার পর রেজাল্ট পেতে আরো দেরি হবে। ততদিনে আপনি হয়তো সুস্হ হয়ে যাবেন।

👉 যারা বাইরে বের হচ্ছেন না, বাসায় থাকছেন, তারাও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন। যারা তিনমাস বাসায় বন্দী থাকার পরও আক্রান্ত হচ্ছেন, কেয়ারটেকার বা দারোয়ানের মাধ্যমে বা অনলাইনে বাজার করছেন, তারা বাজারের ব্যাগের মাধ্যমে ভাইরাস পাচ্ছেন। কাজেই ব্যাগ বা পণ্য পরিস্কার করার এটিকেট মেনে চলুন।

👉 বাসায় সন্দেহভাজন রোগী থাকলে মাস্ক পরুন এবং যতটা পারা যায় তাকে ও তার কেয়ারগিভারকে আলাদা রাখুন।

👉 আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ স্হাপন করুন। নামাজের মাধ্যমে। তিনি আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে থাকেন।

Courtesy: Dr. MJ Shapla
সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
ল্যাব মেডিসিন বিভাগ
সেন্ট্রাল পুলিশ হাসপাতাল

26/05/2020

Need (A-) blood for a cancer patient in CMH.
It's an emergency!
01680821208

25/05/2020



রোগীর নাম: Rahela begum
আমার আম্মা
ব্লাড গ্ৰুপ : A+
হসপিটাল: Regent Hospital, মিরপুর 12
ওয়ার্ড : ICU

I am desperately seeking A+ve blood for plasma therapy from covid-19 recovered person. Please help me. Also share this message for rapid circulation.

Please contact & help us to save our mother's life. Please come ahead to save her.
Rayhan- 01813853689

Parvez boro bhaiya- 01891907741

 #ইমার্জেন্সি কিডনি রোগীর জন্য ৩ ব্যাগA+ রক্তের প্রয়োজন মহাখালী ইউনিভার্সেল কলেজ হাসপাতালে 01732382077
21/05/2020

#ইমার্জেন্সি
কিডনি রোগীর জন্য ৩ ব্যাগ
A+ রক্তের প্রয়োজন মহাখালী ইউনিভার্সেল কলেজ হাসপাতালে 01732382077

13/05/2020

আমি একজন রিক্সাচালক প্রতিদিন আশুলিয়া শ্রীপুর থেকে ঢাকা শ্যামলী রিক্সাচালায় করোনাভাইরাস কারণে গত ২০/০৩/২০ থেকে ২৫/০৪/২০২০ তারিখ পর্যন্ত। ত্রান সামগ্রী পেয়েছি পাঁচ কেজি চাল, এক কেজি আলু,হাপ কেজি পিঁয়াজ, ২৫০গ্রাম তৈল,২৫০গ্রাম ডাল। এই শোকটে আমার পরিবার সাথে তিন বেলা খাবার দিতে খুব কষ্ট হচ্ছে, আমার পাঁচ বছর বয়স একটি ছেলে সন্তানের আছে। আমি আপনার কাছে রমজানের মাসের খাবার চাই পুলিশ কর্মকর্তার ০১৯২১০৩০০৬২

08/05/2020

এই রাতেই রক্ত দরকার।

গর্ভবতী মা‌য়ের জন্য রক্ত দরকার, এখনই, এ‌তো রা‌তেই।

রক্তের গ্রুপ: এবি পজিটিভ (AB+)
স্থান: ম্যাটারনিটি হাসপাতাল, আ‌জিমপুর, ঢাকা
যোগাযোগ: বাবর: 01952271275

দয়া ক‌রে কেউ এ‌গি‌য়ে আসুন। রোগীর স্বজ‌নের নিজস্ব গা‌ড়ি‌তে ঢাকার যে কো‌নো স্থান থে‌কে ডোনার‌কে নি‌য়ে আসা ও পৌঁ‌ছে দেওয়া হবে

28/04/2020

জরুরী, ১মাসের বাচ্চার হার্ট সার্জারির জন্য ৪ব্যাগ O(+)ve রক্ত প্রয়োজন, মীরপুর হার্ট ফাউন্ডেশনে, দয়াকরে, এগিয়ে আসুন।
জোনাহিদ 01623-616055

Address

MIRPUR
Dhaka

Telephone

+880 2-9139940

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত দান কর্মসূচি-মানবতার সেবায় আমরা পাশে থাকব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রক্ত দান কর্মসূচি-মানবতার সেবায় আমরা পাশে থাকব:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

All Blood Banks List

পেজ এ যারা রক্তের জন্য পোষ্ট দিবেন অবশ্যই নিচের তথ্য গুলো দিবেন, অন্যথায় আপনার পোষ্ট মুছে ফেলা হবে ১।রক্তের গ্রুপ, ২।প্রয়োজনের তারিখ ৩। রোগীর অবস্থান, ৪। যোগাযোগের মোবাইল নাম্বার। অনুগ্রহপূর্বক রক্ত দানের জন্য কাউকে টাকা প্রদান করবেন না ও প্রতারিত হবেন না

***জরুরী রক্তের প্রয়োজনে আমাদের ফোন করুন... মোবাইল ফোন নাম্বারঃ ০১৭৫৮৬১৮১৬৬ ***রক্তের জন্য এই গ্রুপ এ রিকোয়েস্ট/পোস্ট করতে হলে, অবশ্যই নিচের তথ্যগুলো পরিষ্কার করে লিখবেনঃ (১) রোগীর সমস্যা? (২) রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে? (৩) হাসপাতালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/বেড নং? কত তলায়? (এ্যাডমিট না থাকলে হাসপাতালের নাম লিখে সাথে বহিঃবিভাগ/আউটডোর লিখবেন) (৪) কোনদিন ও কোন সময়ের মধ্যে লাগবে? এবং (৫) মোবাইল ফোন নাম্বার (রোগীর সাথে হাসপাতালে যিনি আছে) এবং উনি রোগীর কি হোন? এসব তথ্য ছাড়া আমরা আপনাদের কোন প্রকার সহযোগিতা করতে পারবোনা, তাই দয়া করে সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রক্তের জন্য অনুরোধ করবেন। ***অবশ্যই অপ্রয়োজনীয় কথা কম লিখবেন***