আপনার সু-স্বাস্থ্য আপনার হাতে,
আমরা আছি আপনার সাথে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিয়মিত যোগ অভ্যাসের দ্বারা সকল মানুষের শারীরিক সুস্থ্যতা, মানসিক শান্তি ও আনন্দ লাভের জন্য রাজাধিরাজ/আনন্দ যোগের গবেষণা, অনুশীলন ও প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমরা গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে অভিজ্ঞ ও দক্ষ থেরাপিষ্টদের সমন্বয়ে সবার জন্য সর্বদা সর্বোত্তম সেবা প্রদানে
অঙ্গীকারাবদ্ধ।
সেবাসমূহঃ
*যোগব্যায়াম ও মেডিটেশন, *ন্যাচারোপ্যাথী,*ফিজিওথেরাপি, *আকুপ্রেসার,*স্পেশালিষ্ট কনসাল্টেশন,*সাইকো সোশ্যাল কাউন্সিলিং,*স্বল্প মেয়াদি প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস,*রিফ্লেক্সোলজি,*হিজামা ও হোমিওপ্যাথী।
যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ
কোমরব্যাথা, ঘাড়ব্যাথা, হাঁটুব্যাথা, আর্থাইটিস, স্ট্রোক, প্যারালাইসিস, ডায়াবেটিস, স্থূলতা, এসিডিটি, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, হাঁপানী, হার্টের সমস্যা, উচ্চ ও নিম্ন রক্তচাপ, মানসিক চাপ (ষ্ট্রেস) জনিত সমস্যা, লিভার সমস্যা, কিডনী সমস্যা, সুপ্তিস্খলন, স্ত্রীব্যাধি, পীঠেব্যাথা, মাথাব্যাথা, মানসিক সমস্যা, ঘুমের সমস্যা, স্নায়বিক দুর্বলতা, চোখ-কান-দাঁতের সমস্যা, সাইনোসাইটিস, কোলেষ্টেরল, পাইলস, প্রস্রাবের সমস্যা, চর্মরোগ, এলার্জী।
যোগথেরাপীঃ মেডিটেশন, প্রাণায়াম, আসন-মুদ্রা-বন্ধ-যৌগিক প্রক্রিয়া- ইত্যাদির মাধ্যমে দেহের রোগ নিরাময় তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়।
ফিজিও থেরাপীঃ চিকিৎসা পদ্ধতি
১। ম্যানুয়াল থেরাপিঃ থেরাপিউটিক এক্সারসাইজ, মোবিলাইজেশন, মেনিপুলেশন।
২। ফিজিক্যাল বা প্রাকৃতিক এজেণ্ট, যেমনঃ রেডিয়েশন, তাপ, ফ্যারাডিককারেণ্ট, গ্যালভানিক কারেণ্ট, আল্টা সাউণ্ড ইত্যাদি।
৩। প্রয়োজনীয় ঔষধ, ৪। নিউরো মাসকুলার ফেসিলিটেশন, ৫। হাইড্রোথেরাপি, ৬। পুনর্বাসন ইত্যাদি
আকুপ্রেশারঃ আকুপ্রেশার একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। আকুপ্রেশার বিন্দুসমূহে ভৌতচাপ প্রয়োগ করা হয়।
পদ্ধতিঃ বঙ্গজকাঠি, ফুটরোলার, হ্যাণ্ডরোলার, বডি ম্যাসেজার ইত্যাদির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
হিজামাঃ দেহের নির্দিষ্ট স্থানে বাতাসের নেগেটিব সাকসন দ্বারা দেহের টক্সিন বের করে দেয়ার পদ্ধতিকে হিজামা থেরাপী বলে।
পদ্ধতিঃ ড্রাইকাপিং, ফায়ারকাপিং, ওয়েটকাপিংএর মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
আমাদের কার্যকরী কোর্স সমূহঃ
1.Yoga Lifestyle Beginners Course, 2. Yoga Lifestyle Advance Course, 4. Yoga for women, 6. Yoga for Senior citizens, 7. Yoga for service holders, 8. Yoga for Students (Junior), 9. Yoga for Students (Senior), 10.Yoga Instructor Course, 11.Yoga Therapy Course, 12.Diploma in Yoga and Naturopathy (Proposed).
প্রশিক্ষণ পদ্ধতিঃ ১। অফলাইন ও ২। অনলাইন (On line)
নিয়মিত যোগ অভ্যাসে সুস্থ্য ও শান্তিতে থাকুন, আনন্দ লাভ করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
Ananda Yoga & Naturopathy Institute (AYNI)
(বাংলাদেশ সরকার অনুমোদিত সেবামূলক সংগঠন শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর একটি উদ্যোগ।)
২০৯/এ, সোবাহানবাগ, ধানমণ্ডি-২৭, ঢাকা।
(ধানমণ্ডি -২৭ বাসষ্টাণ্ডে নেমে BIM ও নাভানা নিউবেরী এর মাঝের গলি।)
মোবাইলঃ ০১৭২৭-৬৩৪৮৮৬ / ০১৬১২৫৫৪৪৩০ / ০১৭১৮৭৮৯৯৭৯
E.mail: swfbd@gmail.com, www.sankarwf.org