Kazi Office - কাজী অফিস

Kazi Office - কাজী অফিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Office - কাজী অফিস, Marriage Therapist, Jahangirnagar University, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
কাজী অফিস।
✅এখানে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করা
হয় এবং পরামর্শ দেওয়া।
✅কোর্ট ম্যারেজ সম্পর্কিত আলোচনা করতে
পারেন।
✅এছাড়া প্রবাসী ভাই-বোনেরা প্রবাসে বসেই
বিবাহ বা তালাক করতে পারবেন আমাদের
মাধ্যমে।

03/08/2025

⭕বিবাহের বয়সীমা আইন- ২০১৭অনুযায়ী,

1. বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।
2. কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।

⭕বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. NID বা ভোটার আইডি ।
2. পাসপোর্ট এর ফটোকপি ।
3. অনলাইন জন্মসনদ ।
4. এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশনকার্ড বা সার্টিফিকেট ।
5. 2 জন সাক্ষী।
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন – 01761942617

03/08/2025

✅আমাদের সার্ভিসসমূহ :
০১. বিবাহ্ ও তালাক রেজিষ্ট্রেশন।

০২. বিদেশে অবস্থানরত বর বা কনের বিয়ের শরাহ পড়ানো এবং রেজিষ্ট্রেশন করা । এ ক্ষেত্রে Zoom, Skype, WhatsApp, Imo ইত্যাদির ভিডিও মাধ্যম ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে ভলিউমে সিগনেচারের বিকল্প সিগনেচার নেওয়া হয় । যাতে রেজিষ্ট্রেশনটি আইনসিদ্ধ ও উভয়ের উপস্থিত বিয়ের মতো পাকাপোক্ত হয়।

০৩. স্বামী-স্ত্রীসহ বিদেশ ভ্রমন , হজ্ব পালন এবং চিকিৎসার জন্য বিদেশ গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ইংরেজী বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান।

০৪. যারা পূর্বে শুধু শরীয়া মোতাবেক বিয়ে করেছেন এবং তালাকের ক্ষেত্রে শালিসী পরিষদের ৯০ দিন প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষনিকভাবে রেজিষ্ট্রেশন করা।

০৫. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রি-ইস্যু করণ।

০৬. ভিন্নধর্মের লোকদের বিয়ে ও তালাকের বিষয়ে পরামর্শ ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ।

০৭. সাকসেশন বা রিলেশনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান।

০৮. আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য ম্যারেজ ও তালাকের ডকুমেন্ট স্ট্যাম্পিং ও নোটারী করা হয়।

03/08/2025

⭕ তালাক এর জন্য যে সকল প্রয়োজনীয়
কাগজপত্র প্রয়োজন,

1. কাবিননামা।
2. ভোটার আইডি ।
3. 2 জন সাক্ষী।

১. আমরা বিবাহ এবং তালাক/ হিন্দু বিবাহ ওবিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি।২. আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তালা...
28/07/2025

১. আমরা বিবাহ এবং তালাক/ হিন্দু বিবাহ ও
বিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি।
২. আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তালাক রেজিস্ট্রি করলে স্বল্প খরচের মধ্যেই নোটারি পাবলিকেশনের মাধ্যমে কোর্ট ম্যারেজ অথবা তালাক এফিডেভিট সম্পূর্ণ করতে পারবেন কোর্ট ম্যারেজ
এবং বিবাহ রেজিস্ট্রেশনসহ সকল প্রকার আইনি
সেবা গ্রহণ করতে পারবেন।

3. জরুরি প্রয়োজনে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।
📞 01761942617

ইনবক্স করুন।
19/03/2025

ইনবক্স করুন।

19/03/2025

ডিভোর্স সংক্রান্ত কোন তথ্য জানতে চাইলে ইনবক্স করুন।

19/03/2025

বিয়ে সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে ইনবক্স করুন।

19/03/2025

বিবাহ ও কোর্ট ম্যারেজ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারেন।

14/03/2025

কোর্ট ম্যারেজঃ

সাধারণত ছেলে-মেয়ে ২ জন রাজি হয়ে কোর্ট প্রাঙ্গণে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে হলফনামা সম্পাদন করে নোটারি পাবলিকের কাছে নোটারাইজড করে যে বিবাহ সম্পন্ন হয়,তা কোর্ট ম্যারেজ নামে পরিচিত।আসলে এটা কোর্ট বা ম্যাজিস্ট্রেট- এর সামনে সম্পাদন হয় না যদিও মানুষ মনে করে এটা কোর্টে সম্পাদিত হয়। কোর্ট ম্যারেজ বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে হয়ে থাকে,এতে অভিভাবকের সম্মতি কমই দেখায় যায়।

কোর্ট ম্যারেজের সময় সাক্ষী (২ জন) রাখতে হয়।তবে অনেকে আবেগের বশবর্তী হয়ে দেনমোহর নামমাত্র ধার্য করে কোর্ট ম্যারেজ সম্পন্ন করে।এটা বোকামি ছাড়া কিছুই নয়।কারণ প্রেমের বিবাহ ভেঙ্গে যাওয়ার প্রবণতা আজকাল বেশি পরিলক্ষিত হচ্ছে।তাই দোনমোহর যুগোপযোগী হওয়া উচিত।
অনেক ছেলে-মেয়ে,অভিভাবক মনে করেন,কোর্ট ম্যারেজ অনেক টেকসই যা সহজে ভেঙ্গে যায় না বা একে অপরকে ফাঁকি দিতে পারে না।যেহেতু স্ট্যাম্পে হলফনামা সম্পাদনপূর্বক নোটারি পাবলিকের সামনে সম্প্দিত হয়।ফলে এটা সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে এবং সামাজিক বিচার-আচারে এ হলফনামা ব্যববহৃত হয়ে থাকে।
সাধারণত কোর্ট ম্যারেজ ছেলে-মেয়ে দুই জন তাদের বন্ধু-বান্ধবকে সাক্ষী রাখে।এ ক্ষেত্রে পরিবারের সম্মতিতে বা অভিভাবকের সামনে সম্পাদিত হওয়া ভালো।
বিবাহের ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া,মিল,পরামর্শ,একে অপরে ছাড় দেওয়ার মানসিকতা জরুরি।নতুবা বিবাহ আপনি পারিবারিক সম্মতিতে জঁমকালোভাবে করুন বা একা একা করুন বিবাহ টেকসই হবে না।

Law counsel

17/11/2024

প্রবাসীরা বিবাহ বা তালাক করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

10/11/2024

কোর্ট ম্যারেজ সম্পর্কিত আলোচনা করতে পারেন।

Address

Jahangirnagar University
Dhaka

Telephone

+8801985158405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office - কাজী অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram