Kazi Office - কাজী অফিস

Kazi Office - কাজী অফিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Office - কাজী অফিস, Marriage Therapist, Jahangirnagar University, Dhaka.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
কাজী অফিস।
✅এখানে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করা
হয় এবং পরামর্শ দেওয়া।
✅কোর্ট ম্যারেজ সম্পর্কিত আলোচনা করতে
পারেন।
✅এছাড়া প্রবাসী ভাই-বোনেরা প্রবাসে বসেই
বিবাহ বা তালাক করতে পারবেন আমাদের
মাধ্যমে।

ইনবক্স করুন।
19/03/2025

ইনবক্স করুন।

19/03/2025

ডিভোর্স সংক্রান্ত কোন তথ্য জানতে চাইলে ইনবক্স করুন।

19/03/2025

বিয়ে সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে ইনবক্স করুন।

19/03/2025

বিবাহ ও কোর্ট ম্যারেজ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারেন।

14/03/2025

কোর্ট ম্যারেজঃ

সাধারণত ছেলে-মেয়ে ২ জন রাজি হয়ে কোর্ট প্রাঙ্গণে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে হলফনামা সম্পাদন করে নোটারি পাবলিকের কাছে নোটারাইজড করে যে বিবাহ সম্পন্ন হয়,তা কোর্ট ম্যারেজ নামে পরিচিত।আসলে এটা কোর্ট বা ম্যাজিস্ট্রেট- এর সামনে সম্পাদন হয় না যদিও মানুষ মনে করে এটা কোর্টে সম্পাদিত হয়। কোর্ট ম্যারেজ বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের সম্পর্ক থেকে হয়ে থাকে,এতে অভিভাবকের সম্মতি কমই দেখায় যায়।

কোর্ট ম্যারেজের সময় সাক্ষী (২ জন) রাখতে হয়।তবে অনেকে আবেগের বশবর্তী হয়ে দেনমোহর নামমাত্র ধার্য করে কোর্ট ম্যারেজ সম্পন্ন করে।এটা বোকামি ছাড়া কিছুই নয়।কারণ প্রেমের বিবাহ ভেঙ্গে যাওয়ার প্রবণতা আজকাল বেশি পরিলক্ষিত হচ্ছে।তাই দোনমোহর যুগোপযোগী হওয়া উচিত।
অনেক ছেলে-মেয়ে,অভিভাবক মনে করেন,কোর্ট ম্যারেজ অনেক টেকসই যা সহজে ভেঙ্গে যায় না বা একে অপরকে ফাঁকি দিতে পারে না।যেহেতু স্ট্যাম্পে হলফনামা সম্পাদনপূর্বক নোটারি পাবলিকের সামনে সম্প্দিত হয়।ফলে এটা সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে এবং সামাজিক বিচার-আচারে এ হলফনামা ব্যববহৃত হয়ে থাকে।
সাধারণত কোর্ট ম্যারেজ ছেলে-মেয়ে দুই জন তাদের বন্ধু-বান্ধবকে সাক্ষী রাখে।এ ক্ষেত্রে পরিবারের সম্মতিতে বা অভিভাবকের সামনে সম্পাদিত হওয়া ভালো।
বিবাহের ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া,মিল,পরামর্শ,একে অপরে ছাড় দেওয়ার মানসিকতা জরুরি।নতুবা বিবাহ আপনি পারিবারিক সম্মতিতে জঁমকালোভাবে করুন বা একা একা করুন বিবাহ টেকসই হবে না।

Law counsel

17/11/2024

প্রবাসীরা বিবাহ বা তালাক করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

10/11/2024

কোর্ট ম্যারেজ সম্পর্কিত আলোচনা করতে পারেন।

10/11/2024

আমাদের মাধ্যমে ইংলিশ কাবিন ও লটারি করতে পারবেন প্রবাসে যাওয়ার জন্য।

10/11/2024

দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই।

- ইবনে মাজাহ।

01/11/2024

বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাবিন।
বিয়ে রেজিষ্ট্রেশন, তালাক রেজিষ্ট্রেশন, ইংরেজি নিকাহনামা, বিবাহের সনদ, তালাকের সনদ,ও
নোটারী পাবলিক অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমরা
করে থাকি।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন ইনবক্সে
করুন।

Address

Jahangirnagar University
Dhaka

Telephone

+8801985158405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office - কাজী অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share