11/10/2022
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে ১০ অক্টোবর ২০২২ তারিখ সকালে হাসপাতালের পরিচালকের সভাপতিত্বে "Psychological Intervention Aiming Better Healthcare in Kurmitola General Hospital : Scopes & Opportunities" বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট Counselling Psychologist Dr Lipy Gloria PhD, Prof Dr Sharif Raihan PhD. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক, সহকারী পরিচালক, সেবা তত্বাবধায়কগন, উপতত্বাবধায়ক এবং পরিসংখ্যানবিদ।
স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা কর্মীদের Anger Management, Stress Management, Communication Skill, Listening Skill, Behavioural Change ইত্যাদি বিষয়ে আশু প্রশিক্ষন আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। Lipy Gloria এবং Sharif Raihan এই বিষয়ে সর্বাত্বক সহযোগীতার নিশ্চয়তা দেন।
চলতি মাসের মধ্যে বিভিন্ন পর্যায়ের (doctors, nurses, ward boys, ayas, technologists etc.) প্রশিক্ষনার্থীদের দলভিত্তিক তালিকা প্রস্তুত করে একটি প্রশিক্ষন পরিকল্পনা প্রনয়ন করে DGHS/ MoH&FW এর অনুমোদন নেয়ার প্রতি সভাপতি জোর দেন।
সম্পুর্ন বিষয়টি টেকসই করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোবিজ্ঞানের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অত্র হাসপাতালে খন্ডকালীন সংযুক্তি/ প্রশিক্ষণ/ internship এর ব্যাবস্থা করা যেতে পারে বলে Dr Lipy Gloria PhD এবং Dr Sharif Raihan PhD অভিমত ব্যক্ত করেন। সভাপতি এ বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
আগামী জানুয়ারী ২০২৩ হতে প্রশিক্ষণ আরম্ভের সিদ্ধান্তের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।