মনের কথা বলি

মনের কথা বলি আপনার মানসিক সমস্যা সমাধানে আমাদের অভিজ্ঞ প্রফেশনালদের সহায়তা নিন।

03/04/2023

💙💙💙💙


22/07/2020

আপনি কি বাড়তি কিছু রোজগার করার কথা ভাবছেন? আপনার বাসায় কি দুই থেকে তিনটি বিড়াল রাখার মতো জায়গা আছে? তাহলে ৬ মাসের জন্য বিড়াল দেখাশোনা করে বাড়তি কিছু আয় করে নিন। বিড়ালের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
স্যালারি - আলোচনা সাপেক্ষে।
পেইজের ইনবক্সে মেসেজ করুন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার জনপ্রশাসনসচিবের কাছে তিনি পদত্যাগপত্র...
21/07/2020

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার জনপ্রশাসনসচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

শুভ সকাল বন্ধুরা। ফজরের নামাজ আদায় করেছেন কে কে হাত তুলুন। #বিবাজ
16/07/2020

শুভ সকাল বন্ধুরা। ফজরের নামাজ আদায় করেছেন কে কে হাত তুলুন।

#বিবাজ

 #হিরো_আলমকে_একহাত_নিলেন_অনন্ত_জলিলহিরো আলম অনন্ত জলিলের মর্যাদা বোঝেননি, হিরো আলকে নিয়ে কোনো সিনেমাও বানাবেন না তিনি। এ...
16/07/2020

#হিরো_আলমকে_একহাত_নিলেন_অনন্ত_জলিল

হিরো আলম অনন্ত জলিলের মর্যাদা বোঝেননি, হিরো আলকে নিয়ে কোনো সিনেমাও বানাবেন না তিনি। এই কথা লিখে পোস্ট দিয়েছেন অনন্ত জলিল। অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন-

আমি হিরো আলমকে নিয়ে কোন সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরৎ নিবনা !!

সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলম কে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন ।
এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর।
সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয় গুলোর জন্য ।
দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে , প্রতিটি সংগঠনই আমাকে সন্মনের চোখে দেখে ।
তাই এই সন্মন রক্ষার্থে , বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাইন না।
চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছেনা যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই ।
চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সন্মানার্থে আমিও চাইনা বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে ।

আরকটি কারন , উল্ল্যেখ না করলেই নয় । কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম।
মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয় ।

আমার এত ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই ।
আমার মর্যাদা যেহেতু বোঝেনাই তাই আমি চাইনা ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুন্ন হোক ।

আমি চাচ্ছিলাম , তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয় ।

এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না।
তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না ।
পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না , সেটি তাকে আমি দিয়ে দিলাম ।

#বিবাজ

করোনা পরবর্তীতে বার খুলতেই বেসামাল হয়ে পড়ল গোটা ব্রিটেনব্রিটেনে দীর্ঘ সময় পর বার খুলতেই শুরু হল বিশৃঙ্খল পরিস্থিতি করোনা...
15/07/2020

করোনা পরবর্তীতে বার খুলতেই বেসামাল হয়ে পড়ল গোটা ব্রিটেন

ব্রিটেনে দীর্ঘ সময় পর বার খুলতেই শুরু হল বিশৃঙ্খল পরিস্থিতি করোনা পরবর্তীতে পানশালা খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দেখে বিস্মিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নববর্ষে আইনশৃঙ্খলা রক্ষায় যত সৈন্য নিয়োগ করা হয়, ব্রিটেনের লিচেস্টারে তারচেয়ে বেশি সৈন্য নিয়োগ করা হয়েছে।

তিন মাস লকডাউন থাকার পর ব্রিটেনে খুলেছে নানা ধরণের বিনোদন কেন্দ্র। পানশালা খুলতেই হাজার হাজার ব্রিটিশ জড়ো হন সেখানে। সেই সময় তারা সামাজিক দূরত্বের তোয়াক্কা করেননি।

বেশিরভাগই মাস্ক পরেননি। এই ধরনের প্রচুর ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কে বলবে, করোনার হাত থেকে পরিত্রাণের উপায় এখনও বের করতে পারেনি মানুষ। কোথাও কোথাও পুলিশ হে’নস্থার শিকার হয়েছে। ব্রিটেনের পুলিশ ফেডারেশন বলছে, যারা মা’তাল তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।

সাউদ্যাম্পটনে নানা ধরণের ম’দ্যপ পাওয়া গিয়েছে, যারা ন’গ্ন, খুশি, রাগান্বিত ছিলেন।

তবে পুলিশ অধিকাংশ মানুষকেই ধন্যবাদ জানিয়েছে দায়িত্বশীল ভাবে উদযাপন করার জন্য। ছবিতে দেখা যাচ্ছে, বারের আশেপাশে সুরাপ্রেমীদের জটলা।

আবার অতিরিক্ত ম’দ্যপা’নের পর রাস্তায় বেসাম’ল হয়ে পড়ে থাকতে দেখাও গিয়েছে অনেককেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নটিংহ্যামশায়ারের পানশালা মালিকরা দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। দেবন ও কর্নওয়াসলের পুলিশ জানিয়েছে শনিবার বা’র খোলার পর ম’দ্যপান সম্পর্কিত এক হাজারেরও বেশি অভি’যোগ জমা পড়েছে।

লন্ডনের বিভিন্ন জায়গা-সহ সারা ব্রিটেনের চিত্রটাও কম বেশি একই।কোথাও কোথাও পুলিশকে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হয়েছে। এই দেখে নেটাগরিকরা রীতিমতো আ’তঙ্কিত হয়ে পড়েছেন।

#বিবাজ

চার বারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভা...
14/07/2020

চার বারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই সাবেক নেতা । শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠকারী ছিলেন।

#বিবাজ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনের কথা বলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category