06/02/2025
মৃগী রোগ হলো একটি স্নায়বিক রোগ, যা মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের ফলে ঘটে। এতে আক্রান্ত ব্যক্তির দেহে বারবার খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
মৃগী রোগের কারণঃ মৃগী রোগের প্রধান কারণ হলো জন্মগত মস্তিষ্কের সমস্যা, মাথায় আঘাত বা দুর্ঘটনা, এবং মস্তিষ্কের সংক্রমণ (যেমন মেনিনজাইটিস)। এছাড়া জেনেটিক কারণ, মস্তিষ্কে টিউমার বা স্ট্রোকও দায়ী হতে পারে। অনেক ক্ষেত্রে সঠিক কারণ জানা যায় না।
মৃগী রোগের লক্ষনঃ মৃগী রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ খিঁচুনি, অজ্ঞান হয়ে পড়া, হাত-পা ঝাঁকুনি, বিভ্রান্তি, ও স্মৃতি ভ্রষ্টতা। কখনও অদ্ভুত গন্ধ বা দৃশ্যের অনুভূতিও হতে পারে।
মৃগী রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রনঃ মৃগী রোগ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অ্যান্টি-এপিলেপটিক ওষুধ সেবন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এড়ানো, এবং সুষম জীবনযাপন জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ মেনে চলা ও নিয়মিত ফলো-আপ করা প্রয়োজন। বিশেষ ক্ষেত্রে সার্জারিও করা হতে পারে।