Dr. Tahamina Akter Joya

Dr. Tahamina Akter Joya I'm always concerned about your health and safety, you can contact me if you have any problem!!

23/10/2025

ক্যান্সার হলে কেমো দেয়ার আগে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিবেন! তাতে আপনার টাকা এবং সময় বেঁচে যাবে ইনশাল্লাহ ।

19/10/2025
12/10/2025

হোমিওপ্যাথি চিকিৎসায় ফুসফুস ক্যান্সার মুক্ত হয়ে রোগী এখন সাক্ষাৎকার দিচ্ছে।
আমার পাশেই বসে আছেন দুইজন এমবিবিএস ডাক্তার ।

05/10/2025

হোমিওপ্যাথির সফলতা-
মর্ডান সাইন্সে কিডনি কেটে ফেলে দেওয়ার পরেও যখন ক্যান্সার ছড়িয়ে যায় অথচ চার মাস ট্রিটমেন্টে রোগী সম্পূর্ণ সুস্থ্য আলহামদুলিল্লাহ।

04/10/2025


নেক ক্যান্সার এর এই বাচ্চা পেশেন্টটির সুস্থ্য হওয়ার তীব্র আকুতি, তার ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট চলছে।
সবাই দোয়া করবেন ওর জন্য।

04/10/2025

ইন্ডিয়া থেকে বলে দিয়েছে কিডনি লিভার ড্যামেজ
সেই রোগী আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টে সম্পূর্ণ সুস্থ্য।
ডা. তাহমিনা আক্তার জয়া
সিরিয়াল দিতে যোগাযোগঃ01965945192

02/10/2025

"ক্যান্সার হলে আনসার নাই এই কথার ভিত্তি নাই
হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার সম্পন্ন সুস্থ্য হয়"

Type of Blood Cancer এর পেশেন্ট এর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হলো-

🌸 হোমিওপ্যাথিক চিকিৎসায় বিশ্বস্ত সেবা 🌸
"মা হোমিও হেলথ কেয়ার সেন্টার"

রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার-
ডাঃ তাহমিনা আক্তার জয়া
ডিগ্রিঃ
D.H.M.S-BHMEC
B.H.M.S-DHAKA UNIVERSITY(on course)
📍 চেম্বারঃ কলমাকান্দা
📞 যোগাযোগঃ 01965-945192

✨ সেবার বৈশিষ্ট্যঃ

✅ Constitutional Treatment: রোগীর শারীরিক, মানসিক ও আবেগগত দিক বিশ্লেষণ করে মূল কারণ নির্ণয়

✅ Chronic Disease Management: দীর্ঘমেয়াদি রোগের সুনির্দিষ্ট ও কার্যকর সমাধান

✅ Acute Treatment System: হঠাৎ সৃষ্ট যেকোনো সমস্যা বা ব্যথার তাৎক্ষণিক হোমিওপ্যাথিক সমাধান

✅ Preventive Homeopathy: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ থেরাপি

✅ Child & Women Care: শিশু ও নারীর বিশেষ স্বাস্থ্য সমস্যার জন্য নিরাপদ চিকিৎসা

✅ Lifestyle & Counseling Support: রোগ প্রতিরোধে জীবনধারা বিষয়ক পরামর্শ

🌿 কেন হোমিওপ্যাথি বেছে নেবেন? 🌿

**সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও নিরাপদ চিকিৎসা ।
**প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা ।
**শারীরিক ও মানসিক সুস্থতার সমন্বিত সমাধান ।

🕊 আপনার সুস্থতার অঙ্গীকারে, পাশে আছি সবসময়।

আমাদের ঠিকানাঃ-
"মা হোমিও হেলথ কেয়ার সেন্টার"
আদর্শ নগর বাড্ডা লিং রোড, ঢাকা ১২১২
"মা হোমিও হল"
কলমাকান্দা থানা রোড,কলমাকান্দা নেত্রকোনা।

 #মানসিক রোগ বলতে মানসিক স্বাস্থ্যের এমন অবস্থাকে বোঝায় যা একজন ব্যক্তির আচরণ বা মানসিক ক্রিয়াকলাপকে উল্লেখযোগ্যভাবে প...
17/09/2025

#মানসিক রোগ বলতে মানসিক স্বাস্থ্যের এমন অবস্থাকে বোঝায় যা একজন ব্যক্তির আচরণ বা মানসিক ক্রিয়াকলাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে, যার ফলে তার দৈনন্দিন জীবনযাপন এবং সামাজিক কার্যকারিতা ব্যাহত হয়। হতাশা (Depression), উদ্বেগজনিত রোগ (Anxiety disorders), সিজোফ্রেনিয়া (Schizophrenia), এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) মানসিক রোগের কিছু উদাহরণ। এই রোগগুলো জিনগত কারণ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মস্তিষ্কের কার্যকারিতার জটিলতার মাধ্যমে সৃষ্টি হতে পারে।
#মানসিক রোগের কারণ:
১/জৈবিক কারণ: মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কার্যকারিতায় বিপর্যয় মানসিক রোগের জন্ম দিতে পারে।
২/ব্যক্তিগত অভিজ্ঞতা: কিছু ঘটনা, যেমন দুর্ঘটনা বা বড় মানসিক আঘাত, মানসিক সমস্যার কারণ হতে পারে।
৩/জিনগত কারণ: কিছু মানসিক রোগের ক্ষেত্রে বংশগত বা জিনগত প্রভাবও দেখা যায়।
#সাধারণ কিছু মানসিক রোগের লক্ষণ:

১/হতাশা বা বিষণ্ণতা: মন খারাপ থাকা, আত্মবিশ্বাস কমে যাওয়া।
২/উদ্বেগ: অতিরিক্ত দুশ্চিন্তা করা বা ভয় পাওয়া।
মনোযোগের অভাব: কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া।
৩/সামাজিক বিচ্ছিন্নতা: সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
৪/ঘুম ও খাওয়ার অভ্যাসের পরিবর্তন: ঘুমের ধরন বা খাবার খাওয়ার পরিমাণে ব্যাপক পরিবর্তন আসা।
৫/মেজাজের আকস্মিক পরিবর্তন: মেজাজ হঠাৎ করে খুব খারাপ বা খুব ভালো হয়ে যাওয়া।
৬/হতাশা বা বিষণ্ণতা: মন খারাপ থাকা, আত্মবিশ্বাস কমে যাওয়া।
৭/উদ্বেগ: অতিরিক্ত দুশ্চিন্তা করা বা ভয় পাওয়া।
৮/মনোযোগের অভাব: কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া।
৯/মনোযোগের অভাব: কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হওয়া।
১০/সামাজিক বিচ্ছিন্নতা: সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া।
১১/ঘুম ও খাওয়ার অভ্যাসের পরিবর্তন: ঘুমের ধরন বা খাবার খাওয়ার পরিমাণে ব্যাপক পরিবর্তন আসা।
১২/মেজাজের আকস্মিক পরিবর্তন: মেজাজ হঠাৎ করে খুব খারাপ বা খুব ভালো হয়ে যাওয়া।

#চিকিৎসা ও করণীয়:
১/বিশেষজ্ঞের পরামর্শ: মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
২/সচেতনতা বৃদ্ধি: মানসিক রোগ সম্পর্কে সমাজে সচেতনতা বাড়ানো এবং ভ্রান্ত ধারণা দূর করা প্রয়োজন।
৩)সুষম খাদ্যাভ্যাস: মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় রাখতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত।

মানসিক রোগ একটি সাধারণ সমস্যা এবং এর সঠিক চিকিৎসা ও সহায়তার মাধ্যমে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

✍️ডা. তাহমিনা আক্তার জয়া

21/08/2025

#ক্যান্সার পেসেন্ট গুলো যখন আমরা দেখি তখন ডাক্তার হিসেবে দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়।

02/04/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।
যারা আপনাদের সেবায় প্রতিনিয়ত রয়েছেন সেইসব ডাক্তারদের প্রতি আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করি🤲

14/03/2025

টিউমারের কয়েকটি প্রধান হোমিও ঔষধ হলোঃ-
Thoja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Floor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea.
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের নির্ঘন্ট চিকিৎসাঃ
চোখের পাতায় টিউমারঃ Calcarea Floor, Thoja. Staphysagria.
নাকে টিউমারঃ Thoja,
স্বরযন্ত্রের টিউমারঃ Thoja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thoja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Floor, Thoja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thoja.
পেটে টিউমারঃ Calcarea Iod, Thoja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Floor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের উপর টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, Thoja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Floor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thoja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Floor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thoja, Calcarea Floor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thoja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thoja
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thoja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor.
বগলের টিউমারঃ Carbo Ani, Thoja
ফুসফুসে টিউমারঃ Thoja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thoja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Floor.
Thoja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Floor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calcarea Carb, Thoja, Baryta Carb ভাল।
রোগীর লক্ষণ অনুযায়ী উল্লেখিত ঔষধ ব্যবহারে ভাল ফল পাওয়া যাবে।
বেস্ট কেয়ার হোমিও চেম্বার
* টিউমার*
হাত ও পায়ের টিউমারের ৩১ টি হোমিওপ্যাথি লক্ষণ, ছবি, ঔষধ
ও রেপার্টরি। চিকিৎসা:
হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী
চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ
রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে হাত ও পায়ের টিউমারের চিকিৎসার জন্য
নিচে দেয়া ৩১ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের
সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা
ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ
হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের
নিচে দেয়া আছে)
হাতে টিউমার – Hands Tumors
1. টিউমার, মেটাকারপাল অস্থির মধ্যখানে – TUMORS, hands,
metacarpal bones, between (2)
2. টিউমার, আঙ্গুলের মেটাকারপাল অস্থির মধ্যখানে
অস্থিমজ্জার টিউমার – TUMORS, hands, metacarpal bones,
between enchondroma, fingers (1)
3. অস্থিবৃদ্ধি, হাতের আঙ্গুলের – EXOSTOSES, fingers (2)
4. হাতে অস্থি বৃদ্ধি টিউমার – EXOSTOSES, forearms (1)
5. থেতলানোবৎ বেদনা, তার সহিত সংযোগ মধ্যখানে,
যেন অস্থিবৃদ্ধি হয়েছে এমন অনুভূতি – BRUISED pain,
beaten, as if exostoses, on skull, with (1)
6. কব্জিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – Wrists ERUPTIONS
pustules pustular tumors (1)
7. কব্জির অস্থিবৃদ্ধি – Wrists EXOSTOSES (3)
8. কব্জিতে টিউমার,গ্যাংগলিয়ন প্রকৃতির – TUMORS, general,
ganglion (19)
9. টিউমার,কনুইএরবিন্দুতে, স্টেটোমা প্রকৃতির – TUMORS,
point of, steatoma (1)
10. টিউমার,কনুইএরবিন্দুতে, বেদনা যুক্ত স্টেটোমা
প্রকৃতির – TUMORS, point of, steatoma painful (1)
11. স্কন্ধে টিউমার, মেদবহুল – TUMORS, fatty (1)
12. বগলেটিউমার, মেদবহুল – TUMORS, fatty tumors,
axilla (6)
13. বগলে টিউমার, মেদবহুল, এনসিস্টেড – TUMORS, fatty
tumors, axilla encysted (1)
14. বগলেটিউমার, মেদবহুল, শক্ত নীলাভআব – TUMORS,
fatty tumors, axilla hard bluish lump (1)
15. বগলের গ্লান্ডেটিউমার, মেদবহুল – TUMORS, fatty
tumors, axillary glands (11)1 aster, 2 carb-an, 3 CON, 2
cund, 1 kali-i, 2 lach, 2 phos, 2 phyt, 1 sang, 1 sec, 2 sil
পায়ের টিউমার – Legs Tumors
1. আঙ্গুলে, টিউমার এন্ডোকনড্রোমা প্রকৃতির –
TUMORS, toes, endochondroma (1)
2. গোড়ালির টিউমার – Ankles TUMORS (1)
3. গোড়ালিতে উদ্ভেদ, পুজবটি টিউমার – ERUPTIONS
pustular tumors (2)
4. টিউমার, পায়ের পিছনের পেশিতে – TUMORS, calves
(2)
5.টিউমার, পায়ের পিছনের পেশিতে, নিচের দিকে –
TUMORS, calves tumors, lower (1)
6. টিউমার, পায়ের উরুতে – TUMORS, calves tumors, thighs
(2)
7. টিউমার, পায়ের উরু এবং স্ত্রী জননাঙ্গের মধ্যবর্তী
স্থানে – TUMORS, calves tumors, thighs between thigh
and v***a (1)
8. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির –
TUMORS, calves tumors, tibia, osteosarcoma (1)
9. অস্থিবৃদ্ধি, টিবিয়া আস্থির – EXOSTOSES, tibia (16) 2 ang, 2
aur, 2 aur-m, 1 bad, 1 calc-f, 2 calc-f, 2 calc-p, 2 cinnb, 2
dulc, 2 hecla, 1 merc, 3 NIT-AC, 1 phos, 2 phyt, 1 rhus-t, 1
sars
10. টিউমার, পায়ের টিবিয়া স্থানে,অস্টিওসারকোমা প্রকৃতির ও
শিরাস্ফীতি – TUMORS, calves tumors, tibia, osteosarcoma
varicose (1)
11. হাঁটুতে টিউমার – Knees TUMORS (5)
12. টিউমার, হাটুর পেছনের গর্তাকার অংশে – TUMORS
tumors, hollow of (3)
13. অস্থিবৃদ্ধি, পেটেলার – EXOSTOSES, patella (1)
14. অঙ্গপ্রত্যঙ্গেরঅস্থিবৃদ্ধি –
Limbs EXOSTOSES (10) 1 aur, 1 aur-m, 3 CALC-F, 1 dulc,
3 HECLA, 1 mez, 1 ph-ac, 1 rhus-t, 3 SIL, 1 sulph
15. অস্থিবৃদ্ধি, সেকরাম অস্থির – EXOSTOSES, sacrum (3)
16. টিউমার, ডান ইলিক ফসাতে, যেন একটি নারিকেল, যার
ফলে, তাতে কেটেফেলার মত, ছুড়িকাঘাত করার মত,
বেদনা – TUMOR, in right iliac fossa, as large as a
cocoanut, at times cutting pain, like a stab, causing her
(1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে
বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক
স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি
থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
🌍টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথি।
অত্যান্ত গুরুত্বপূর্ন হোমিওপ্যাথিক ঔষধের তালিকা যেগুলো সফলতার সহিত টিউমার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
🌍টিউমার: টিউমারের চিকিৎসা পদ্ধতি জানার আগে আসুন জেনে নেওয়া যাক টিউমার কী?টিউমার হলো একটি কোষের অস্বাভাবিক বৃদ্ধি। প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরী। এ কোষ গুলো একটি নির্দিষ্ট সময় পর পর মারা যায়। পুরোনো কোষ গুলোর জায়গায় নতুন কোষ জন্ম নেয়। এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিত ভাবে বাড়তে থাকে তখনি ত্বকের নিচে মাংসের দোলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে।
🌿টিউমার বিভিন্ন রকম হয়ে থাকে।সাধারনত যে টিউমারগুলো সচরাচর দেখা যায় সেগুলো হচ্ছে-
👉👉ব্রেস্ট টিউমার
👉👉অস্থি বা হাড়ের টিউমার
👉👉হাত ও পায়ের টিউমার
👉👉 অভ্যন্তরীন অঙ্গের টিউমার
👉👉পুরুষ ও স্ত্রী জননাঙ্গের টিউমার
👉👉 রক্তনালীর ব্লক বা এনরিসম টিউমার
👉👉ব্রেন, মাথা,নাক, কান, গলা, মুখে টিউমার ইত্যাদি।
শতকরা ৮০% টিউমার হোমিওপ্যাথিতে ভাল হয়। তবে টিউমারের আকার ও অবস্থানের জন্য তা যদি ক্ষুব বেশী ক্ষতি ও অস্বস্তির কারন হয় তবে অপারেশনের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া মেলিগ্নেন্ট টিউমারের ক্ষেত্রে রোগের প্রাথমিক অবস্থায় মেটাসটেসিস হবার পূর্বে অপারেশন করে ফেলা উচিত।
🌿টিউমারের চিকিৎসায় যে সব হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল :-
১. ব্যারাইটা কার্ব (Baryta Carbonica),
২. ক্যালকেরিয়া কার্ব (Calceria Carb),
৩. ক্যালকেরিয়া ফ্লোর (calcarea fluor),
৪. সিস্টাস ক্যান (Sistas can),
৫. কোনিয়াম (conium),
৬. গ্রাফাইটিস (graphites),
৭. হেক্লালাভা (Hecla lava),
৮. লাইকো (lycopodium),
৯. থুজা (Thuja),
১০. আর্সেনিক এল্ব (Arsenicum Album),
১১. কার্ব এনিমেলিস (Carbo Animalis),
১২. হাইড্রাসটিস (Hydrastis),
১৩. আয়োডিয়াম (Iodium),
১৪. অরাম মিউর ন্যাট (Aurum Muriaticum Natronatum),
১৫. অর্নিথোগেলাম (Ornithogalum),
১৬. ফাইটোলাক্কা (Phytolacca),
১৭. সাইলিসিয়া (Silicea),
১৮. সিম্ফাইটাম (Symphytum),
১৯। ইথুজা (Ethuja),
২০. ফসফোরাস (Phosphorus),
২১. বেলিস পার (Bellis Perennis),
২২. রুটা (Ruta Graveolens),
২৩. ক্যাল ফস (Calcarea Phos), ইত্যাদি।
🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
টিউমারের হোমিও চিকিৎসা
টিউমার তো বিভিন্ন রকমের হয়।
টিউমারে আমি যে ২টি ওষুধ বেশি ব্যবহার করেছি এবং ফল পেয়েছি;
তা হলো ১। থুজা ও ২। ক্যালকেরিয়া ফ্লুরিকা।
টিউমারের উপরের দিকটা একটু খসখসে, ফাটা ফাটা দাগ। এমতাবস্থায় থুজা।
আর শক্ত টিউমার, বিশেষতঃ চামড়ার নিচে ক্যালকেরিয়া ফ্লুরিকা।
অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা ঠিক হবে না।
যেহেতু লক্ষণ, শক্তি, মাত্রার বিষয় রয়েছে।
সাথে বিশেষ করে নতুন ডাক্তার ভাই-বোনদের প্রতি অনুরোধ, অবশ্যই রোগলিপি অনুযায়ী মেটারিয়া মেডিকা দেখে কনফার্ম হয়ে তবেই প্রয়োগ করবেন।
তাই, জানার স্বার্থে নিম্নে নেট থেকে সংগ্রহকৃত কিছু তথ্য দিলাম।
কারো বাড়তি কিছু জানাবার ইচ্ছা থাকলে কমেন্টে লিখার অনুরোধ করছি।
টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলোঃ
Thoja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Floor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea.
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের নির্ঘন্ট চিকিৎসাঃ
চোখের পাতায় টিউমারঃ Calcarea Floor, Thoja. Staphysagria.
নাকে টিউমারঃ Thoja, স্বরযন্ত্রের টিউমারঃ Thoja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thoja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Floor, Thoja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thoja.ও
পেটে টিউমারঃ Calcarea Iod, Thoja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Floor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাঁতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের উপর টিউমারঃ Calcarea Floor, Thoja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, Thoja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Floor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thoja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Floor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thoja, Calcarea Floor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thoja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thoja
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thoja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor. বগলের টিউমারঃ Carbo Ani, Thoja
ফুসফুসে টিউমারঃ Thoja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thoja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Floor.
Thoja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Floor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calc carb.
ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন নিষেধ।
আমরা শুধু কুরিয়ারে ওষুধ বিক্রি করে থাকি।

Address

Kalmakanda
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tahamina Akter Joya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram