08/02/2024
প্রশ্নোত্তর পর্ব - ১
প্রশ্ন:
আসসালামুয়ালাইকুম!
মেম, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালোই আছেন।
দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক (আমীন)!
মেম, পরিচয় গোপন রেখে সমাধান দেওয়ার চেষ্টা করবেন আশা করি, জাযাকাল্লাহু খাইরান!
মেম, আমি আপনার নিয়মিত একজন পাঠক (নিয়মিত কন্টেন্ট & ভিডিও দেখা হয় আপনার)! আমি একজন স্টুডেন্ট, বয়স ২২ বছর, আমি বিয়ে করেছি আজ এক মাস দুইদিন হলো! আমার স্ত্রীর বয়স ২০ বছর। তাহলে এবার মূল কথায় আশা যাক,
মেম, বিয়ের পর আমরা প্রায় প্রতিদিনই মিলন করেছি, বেশ কিছু দিন থেকে রাত দিন ২৪ ঘন্টায় দুই তিন বার করেও মি-লন করেছি, এবং আমরা আমাদের মেলামেশা নিয়ে উভয়েই খুশি (আলহামদুলিল্লাহ)! এখানে কোনো সমস্যা নেই। তবে, মনে হচ্ছে, দিনে দুই তিনবার মিলন করলে আর প্রতিবারই বী-র্যপাত করলে শরীর হয়তো খারাপ হয়ে যাবে। তাই আমি যদি স্ত্রীর অর্গা-জম হওয়ার পর নিজের বী-র্যপাত না করেই মিলন শেষ করি, তাহলে কী এতে কোনো সমস্যা হবে? লিঙ্গে বী-র্য আটকে থাকার সম্ভাবনা থাকবে কী? দয়া করে এই বিষয়টা একটু জানাবেন।
আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে —
যেহেতু আমরা নতুন বিয়ে করেছি, তাই না জানার কারণে হয়তো ভুল করেছি কিছু, এই যেমন ধরেন—
মিলনের পর আমার স্ত্রীর যৌ-নাঙ্গ ভেজা থাকতো, এরপর তা কাপড় দিয়ে মুছে তিন চার ঘন্টা পর্যন্ত এভাবেই থাকতো, এরপর গোসল করতো। কিন্তু এখন মনে হচ্ছে, আমার স্ত্রীর যৌ-নাঙ্গে ইনফেকশন হয়ে গেছে, তার ঐ জায়গাটা এখন মিলন করতে গেলেই চুলকায়, ফোরপ্লেলে করলে ঠিক মতো পানি আসতেছে না দুইদিন থেকে, এই কারণে ব্যাথাও হয়েছে কিছুটা। তবে মূল সমস্যা হচ্ছে, চুলকানি আর মি-লন শেষে খেয়াল করলে দেখা যাচ্ছে যে, এখন প্রতিবার মিলনেই সাদা স্রা-ব বের হচ্ছে। এই রকম সমস্যা তিন দিন থেকে হচ্ছে মেম। এটার সমাধান কী, দয়া করে বলবেন?
বি.দ্র. আমরা মিলনের সময় কন-ডম ইউস করি। বিয়ের পূর্বে বাজে কোনো বদ অভ্যাস ছিল না, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের ইচ্ছামতো সময় নিয়ে মিলন করতে পারি। আল্লাহর প্রতি কোটি কোটি শুকরিয়া।
দোয়া থাকবে মেম, আপনার এবং আপনার পরিবারের জন্য ইন-শা-আল্লাহ!
পরামর্শ: ওয়ালাইকুমুস সালাম। আপনাকে ধন্যবাদ ঘটনাটি তুলে ধরার জন্য।
শুনে খুব ভালো লাগলো যে, আপনাদের দাম্পত্য জীবন খুব প্রশান্তিময়। আল্লাহতায়ালা আপনাদের এই সম্পর্কে আরো বারাকাহ দান করুক।
যুবকদের দেখে শেখা উচিৎ নিজের যৌবনে খারাপ কাজে জড়িত না হলে বিবাহিত জীবনে অনাবিল সুখের দেখা পাওয়া যায়।
এবার আপনার প্রসঙ্গে আসি__
-ইচ্ছাকৃত ভাবে বী-র্য আটকিয়ে রাখাতে কোন ক্ষতি নেই, তবে এটার জন্য সাময়িক ব্যথা অনুভূত হতে পারে অন্ড-কোষের আশেপাশে। তবে এটা কোন সমস্যা নয়।
-আপনার স্ত্রীর যৌ-নাঙ্গে চুলকানির যে সমস্যা হচ্ছে তা, এক প্রকার ছত্রাকের কারণে হচ্ছে। ছত্রাকটির নাম- 'Candida Albicans'.
মেয়েদের যো-নিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো যো-নিতে থাকা বিভিন্ন পরজীবির বংশবিস্তারকে রোধ করে।
তবে, অপরিষ্কার থাকা, এন্টিবায়োটিক খেলে, হরমোনাল ইমব্যালেন্স কিংবা দুশ্চিন্তাগ্রস্থ থাকলে উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে ছত্রাকের প্রাদুর্ভাব দেখা যায়। ফলে যো-নিতে চুলকানো, যো-নি থেকে সাদা তরল বের হওয়া, মিলনের সময় ব্যথা করা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
এক্ষেত্রে পরামর্শ থাকবে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া।
এছাড়াও যে কাজগুলো করার পরামর্শ থাকবে।
- যো-নিপথে সাবান ব্যবহার না করা।
- সহ-বাসের পরেই গোসল করা।
- গোসল করে ভেজা কাপড় না পড়া।
- সুতি কাপড়ের অন্তর্বাস পড়া।
- সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।