M/S. G Pharma Rampura

M/S. G Pharma Rampura সঠিক মানের ওষুধ বিক্রি করে থাকি। সর্ব?

24/07/2022
24/07/2022
22/07/2022

মেডিসিন ও শিশু বিভাগের ডাক্তার সাহেব প্রতিদিন বিকেলে ছয়টি থেকে নিয়মিত রোগী দেখেন।
স্নোলজিস্ট ডিগ্রিপ্রাপ্ত।

22/07/2022
24/01/2022

ানির_উপকারীতা

একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগ্রহ: জাপানি ডাঃ মেনসাহ-আসরে হতে। @ Collected

22/01/2022

হাঁটুন দু বেলা থাকবে না রোগের জ্বালা।

শিশু ও মেডিসিন বিভাগের ডাক্তার, স্নোলজিস্ট।
20/01/2022

শিশু ও মেডিসিন বিভাগের ডাক্তার, স্নোলজিস্ট।

14/01/2022

জি ফার্মার দুই যুগ পূর্তি উপলক্ষে সকল সম্মানিত গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভেচ্ছা!!

07/01/2022

অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ জি ফার্মার দুই যুগ পূর্তি হলো!
এটা খুবই আনন্দের বিষয়!

জি ফার্মার দুই যুগ পূর্তি উপলক্ষে সকল কেমিস্ট, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও হৃদয় নিংড়ানো ভালবাসা। আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতায় ছোট ছোট গুটি গুটি পায়ে আস্তে আস্তে অগ্রসর হয়ে আজ ২৪টি বছর অতি সুনামের সহিত অতিক্রান্ত করলাম । এটা আমার ক্ষুদ্র পরিসরে বিড়াট অর্জন, আমার আমাদের সম্মানিত সকল কাস্টমার গ্রাহক বৃন্দদের সর্বচ্চ সেবা দানে আমরা সদা সর্বদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ । আশাকরি অতীতের ন্যায় আগামী দিন গুলোতে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা পাব। সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা রইলো। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Address

Dhaka
1219

Telephone

+8801712489858

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S. G Pharma Rampura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to M/S. G Pharma Rampura:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram