Centre for Parenting and Child Development-CPCD

Centre for Parenting and Child Development-CPCD এই পেইজটি আপনাদের শিশুর নৈতিক, মানবিক ও জাগতিক শিক্ষা ও দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।।

13/03/2024

মাহে রমাদানে প্যারেন্টিং :পর্ব -১

মাহে রমাদান একটি বরকতময় মাস। এ মাসের ফজিলত বলে শেষ করা যাবে না।রামাদান মাস আমাদের ট্রেনিংয়ের মাস। তাই এই সময়টাতে আমরা যেমন ইবাদত বন্দেগীতে গুরুত্ব দেব তেমনি সন্তানদেরও অনেক বিষয় সম্পর্কে জানাতে পারি। কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনি বাচ্চাদের যতই আদেশ উপদেশ দেন না কেনো দিন শেষে আপনার বাচ্চা আপনাকে দেখেই শিখবে। আমরা সন্তানদের কি শেখাবো তার একটি রুটিন করে নিতে পারি।

=নামাজের সময়টাতে তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তে পারি।
=আমল এবং জিকির গুলো সন্তানদের সামনে একটু জোরে শব্দ করে বলা।
=তাদেরকে পাশে রেখে অর্থসহ কোরআন তেলাওয়াত করা
=বাড়ির কাজকর্মগুলো শুরুর পূর্বে বিসমিল্লাহ বলা এবং তাদেরকে এটি শোনানো।
=প্রত্যেক নামাজ শেষে তাদেরকে শুনিয়ে শুনিয়ে দোয়া করুন।

12/11/2023

আসসালামু আলাইকুম,

আপনি এবং আপনার সন্তান কি ব্যস্ততার জন্য সহীহ ভাবে কুরআন শিক্ষার সুযোগ পাচ্ছেন না?

পবিত্র কুরআনে আছেঃ
আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে।
(সুরা-মুযাম্মিলঃ আয়াত ৪)

এছাড়াও,
সহীহ মুসলিমে রয়েছে :
কুরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে।

আলহামদুলিল্লাহ,
আমরা যে কোন জায়গা থেকে অভিজ্ঞ হাফেজ, হাফেজার মাধ্যমে অফলাইন ও অনলাইনে কুরআন শিক্ষার সুযোগ । আপনার সন্তানকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

ক্লাসের সময় আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লাস ডিউরেশন ৩০/৬০ মিনিট। আমাদের পেমেন্ট সিস্টেম নিরাপদ ও সহজ।

আমাদের রয়েছে,

=>পুরুষদের জন্য পুরুষ শিক্ষক এবং মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা।

আমরা যে কোর্সগুলি অফার করি:

১. সম্পূর্ণ কুরআন শিক্ষা কোর্স (নূরানী ও নাজেরা) কোর্স
২. ইসলামিক লাইফস্টাইল ইনফ্লুয়েন্স কোর্স
৩. ব্যাসিক ইসলামিক নলেজ কোর্স
৪. ইসলামিক হিস্টোরি কোর্স
৫. আরবি স্পোকেন কোর্স।

01/05/2023

আপনার সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন।।

Address

রায়েরবাগ, ঢাকা।।
Dhaka
১২০৫

Website

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Parenting and Child Development-CPCD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share