13/03/2024
মাহে রমাদানে প্যারেন্টিং :পর্ব -১
মাহে রমাদান একটি বরকতময় মাস। এ মাসের ফজিলত বলে শেষ করা যাবে না।রামাদান মাস আমাদের ট্রেনিংয়ের মাস। তাই এই সময়টাতে আমরা যেমন ইবাদত বন্দেগীতে গুরুত্ব দেব তেমনি সন্তানদেরও অনেক বিষয় সম্পর্কে জানাতে পারি। কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনি বাচ্চাদের যতই আদেশ উপদেশ দেন না কেনো দিন শেষে আপনার বাচ্চা আপনাকে দেখেই শিখবে। আমরা সন্তানদের কি শেখাবো তার একটি রুটিন করে নিতে পারি।
=নামাজের সময়টাতে তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তে পারি।
=আমল এবং জিকির গুলো সন্তানদের সামনে একটু জোরে শব্দ করে বলা।
=তাদেরকে পাশে রেখে অর্থসহ কোরআন তেলাওয়াত করা
=বাড়ির কাজকর্মগুলো শুরুর পূর্বে বিসমিল্লাহ বলা এবং তাদেরকে এটি শোনানো।
=প্রত্যেক নামাজ শেষে তাদেরকে শুনিয়ে শুনিয়ে দোয়া করুন।