Dr A N M Nure Azam Naser

Dr A N M Nure Azam Naser Your Laparoscopic,General,Hepatobiliary and Pancreatic Surgeon

26/07/2025

ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি: সমস্যা যখন প্যানক্রিয়াসের লেজে
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

প্যানক্রিয়াস এর হেড এ টিউমার বেশি হলেও অনেক ক্ষেত্রে লেজের দিকেও টিউমার হতে পারে।। সেক্ষেত্রে ডিস্টাল প্যানক্রিয়েটেক্টমি হল স্ট্যান্ডার্ড সার্জারি। এক্ষেত্রে মাধ্যমে অগ্ন্যাশয়ের শরীর এবং লেজ অপসারণ করা হয়। অনেক সময় এর সাথে প্লীহা অপসারনের ও প্রয়োজন হয়।

কখন করা হয়:
***************
১. অগ্ন্যাশয়ের শরীরে বা লেজে ম্যালিগন্যান্ট টিউমার (যেমন, সিস্ট, নিউরোএন্ডোক্রাইন টিউমার)।

২. দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস যা শরীর বা লেজকে প্রভাবিত করে।

৩. দূরবর্তী অগ্ন্যাশয়ে ইনজুরি।

৪. অগ্ন্যাশয়ের লেজে সিউডোসিস্ট।

কিভাবে করা হয়:
****************
১. ওপেন (বিশেষত ক্যান্সারের ক্ষেত্রে)

২. ল্যাপারোস্কোপিক

৩. রোবোটিক

( বাংলাদেশে এখনো রোবটিক এভেইলেবল না। আমাদের সেন্টারে আমরা নিয়মিত ওপেন ও ল্যাপারোস্কপিক ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি করে থাকি।

সকল প্রকার জেনারেন, ল্যাপারোস্কপিক ও হেপাটোবিলিয়ারি সার্জারি স্পেশালিস্ট দের বাংলাদেশের সর্ববৃহৎ টিম Advanced Gastroliver Centre)

(Distal pancreatectomy is a surgical procedure that removes the body and tail of the pancreas, typically for benign or malignant lesions in that area. It can be performed with or without splenectomy, and minimally invasive approaches like laparoscopy or robotic surgery are increasingly common. The procedure can be technically demanding, and potential complications include pancreatic fistula. Spleen preservation is often considered, especially in benign cases.)

24/07/2025
Laparoscopic cholecystectomy with excision of ovarian cyst...operation was done in Rangpur..
08/04/2024

Laparoscopic cholecystectomy with excision of ovarian cyst...operation was done in Rangpur..

প্যানক্রিয়াস এর পাথর এর জন্য PLPJ. বললে অনেক বড় নাম। Pancreaticolithotomy with Roux en Y Lateral Pancreatico jejunostomy...
30/03/2024

প্যানক্রিয়াস এর পাথর এর জন্য PLPJ.
বললে অনেক বড় নাম। Pancreaticolithotomy with Roux en Y Lateral Pancreatico jejunostomy..
তবে pt কে pre operative counselling করাটা OT করার মতই জরুরি।

gallbladder এর পেট কেটে পাথর দেখানো। অনেকটা সিজার এর পর বাচ্চা দেখানোর মত।সবার খুব আগ্রহ,পাথর কই,পাথর কই?আর পাথর না থাকল...
30/03/2024

gallbladder এর পেট কেটে পাথর দেখানো।
অনেকটা সিজার এর পর বাচ্চা দেখানোর মত।সবার খুব আগ্রহ,পাথর কই,পাথর কই?
আর পাথর না থাকলে সার্জনের বোঝানো কঠিন।
feel করে নিয়ে তারপর demonastration করা ভাল।

প্যানক্রিয়াসের body আর tail এর tumour হলে   Treatment হলো Distal Pancreatectomy..২৮ বছর female pt  তীব্র পেটে ব্যথা নিয়ে...
21/03/2024

প্যানক্রিয়াসের body আর tail এর tumour হলে Treatment হলো Distal Pancreatectomy..
২৮ বছর female pt তীব্র পেটে ব্যথা নিয়ে আসে।Investigation এর পর Diagnosis হল Tomour of body of Pancreas...Spleen preserve করা যাবে না মনে হল।তাই prophylactic vaccination করে En bloc Distal pancreatectomy with splenectomy করা হল।
আলহামদুলিল্লাহ।
Team er একটা ছবি তুলে রাখলাম।

গলব্লাডার পর্ব : ২মাঝে মাঝে  কোনো পূর্বাভাস ছাড়া acute case  করতে কস্ট লাগলেও lap করা সম্ভব হলে ভালই লাগে,সেটা মধ্য রাত ...
17/02/2024

গলব্লাডার পর্ব : ২
মাঝে মাঝে কোনো পূর্বাভাস ছাড়া acute case করতে কস্ট লাগলেও lap করা সম্ভব হলে ভালই লাগে,সেটা মধ্য রাত হলেও।

প্যানক্রিয়াস পর্ব:১প্যানক্রিয়াসের পাথরের জন্য pancreaticolithotomy with Roux en Y lateral pancreaticojejunostomy..post o...
12/02/2024

প্যানক্রিয়াস পর্ব:১
প্যানক্রিয়াসের পাথরের জন্য pancreaticolithotomy with Roux en Y lateral pancreaticojejunostomy..post operative period is uneventful.. আলহামদুলিল্লাহ।

গলব্লাডার পর্ব: ১lap Chole  করতে গিয়ে অনেক সময় difficulty face করতে হয়।কিন্তু  LGB পেলে একটু বেশি ঝামেলা হয়।mirror image...
07/10/2023

গলব্লাডার পর্ব: ১
lap Chole করতে গিয়ে অনেক সময় difficulty face করতে হয়।কিন্তু LGB পেলে একটু বেশি ঝামেলা হয়।mirror image e করা left sided gallbladder এর কিছু খন্ড চিত্র।

💡 Advanced Training in Laparoscopy, Hepato-Biliary, Pancreatic Surgery, and Liver Transplant.💼 Consultant Surgeon at the...
25/09/2023

💡 Advanced Training in Laparoscopy, Hepato-Biliary, Pancreatic Surgery, and Liver Transplant.
💼 Consultant Surgeon at the Advanced Gastroliver Center.

Address

Health And Hope Hospital, Panthapath
Dhaka

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801841822442

Alerts

Be the first to know and let us send you an email when Dr A N M Nure Azam Naser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category