
26/07/2025
ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি: সমস্যা যখন প্যানক্রিয়াসের লেজে
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
প্যানক্রিয়াস এর হেড এ টিউমার বেশি হলেও অনেক ক্ষেত্রে লেজের দিকেও টিউমার হতে পারে।। সেক্ষেত্রে ডিস্টাল প্যানক্রিয়েটেক্টমি হল স্ট্যান্ডার্ড সার্জারি। এক্ষেত্রে মাধ্যমে অগ্ন্যাশয়ের শরীর এবং লেজ অপসারণ করা হয়। অনেক সময় এর সাথে প্লীহা অপসারনের ও প্রয়োজন হয়।
কখন করা হয়:
***************
১. অগ্ন্যাশয়ের শরীরে বা লেজে ম্যালিগন্যান্ট টিউমার (যেমন, সিস্ট, নিউরোএন্ডোক্রাইন টিউমার)।
২. দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস যা শরীর বা লেজকে প্রভাবিত করে।
৩. দূরবর্তী অগ্ন্যাশয়ে ইনজুরি।
৪. অগ্ন্যাশয়ের লেজে সিউডোসিস্ট।
কিভাবে করা হয়:
****************
১. ওপেন (বিশেষত ক্যান্সারের ক্ষেত্রে)
২. ল্যাপারোস্কোপিক
৩. রোবোটিক
( বাংলাদেশে এখনো রোবটিক এভেইলেবল না। আমাদের সেন্টারে আমরা নিয়মিত ওপেন ও ল্যাপারোস্কপিক ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি করে থাকি।
সকল প্রকার জেনারেন, ল্যাপারোস্কপিক ও হেপাটোবিলিয়ারি সার্জারি স্পেশালিস্ট দের বাংলাদেশের সর্ববৃহৎ টিম Advanced Gastroliver Centre)
(Distal pancreatectomy is a surgical procedure that removes the body and tail of the pancreas, typically for benign or malignant lesions in that area. It can be performed with or without splenectomy, and minimally invasive approaches like laparoscopy or robotic surgery are increasingly common. The procedure can be technically demanding, and potential complications include pancreatic fistula. Spleen preservation is often considered, especially in benign cases.)