12/01/2026
মিষ্টার X, পেশায় একজন নিরাপত্তা কর্মী। ডিউটির বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে থেকে ডিউটি পালন করেন। দীর্ঘদিন ধরে পায়ের তালুতে তীব্র ব্যথায় ভুগতেছিলেন। চেম্বারে এসেছিলেন, রোগী থেকে হিস্ট্রি নিয়ে, কিছু রক্তের পরীক্ষা, এক্সরে করে ও সাথে আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে পায়ের তালু পরীক্ষা করে ডায়াগনোসিস করি প্লান্টার ফাসাইটিস। ডায়াগনোসিস কনফার্ম করার পরে আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ইন্টারভেনশান করা হয়েছে।
প্রসিডিওর করার ১ সপ্তাহ পরে রোগী ফলো আপে এসেছিলেন, রোগী এখন মোটামুটি ব্যথামুক্ত আছেন 🙏🙏🙏🙏