Doctor360

Doctor360 A digital healthcare IoMT company.
(360)

ডক্টর থ্রী-সিক্সটি হেল্থ একটি 'ডিজিটাল স্বাস্থ্যসেবার সামাজিক কাঠামো ভিত্তিক সামগ্রিক বন্ধন' তৈরির কাজ করে চলছে; যার মুখ্য উদ্দেশ্য রোগী ও চিকিৎসক সহ অন্যান্য অংশীদার গুলোকে কে একই পটভূমিতে নিয়ে আসা। সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান ভিত্তিক সমাজ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন, সামাজিক ব্যবধান হ্রাস ও যোগাযোক বা পরামর্শ বিনিময় সহজীকরণ, সকল যোগ্য চিকিৎসকের ও সেবাপ্রার্থীদের মধ্যে সংখ্যার সমীকরণ

বা সরলীকরণের মাধ্যমে সমবন্টন, সাক্ষাৎ প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার প্রহরে উন্নতি ঘটানো, বিশেষায়িত হাসপাতালগুলো থেকে অপ্রয়োজনীয় চাপ হ্রাসকরণ, বয়োবৃদ্ধ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা সংরক্ষন সহ আরো অনেক মৌলিক বিষয় গুলো কে উদ্দেশ্য করে ডক্টর থ্রী-সিক্সটি অতি সাধারণ ক'জন চাকুরীজীবি চিকিৎসক ও তার বন্ধুদের ব্যক্তিগত উদ্যোগকে পুজি করে ২০১১ সাল থেকে পরিকল্পনা ও ধীরে ধীরে নীতিমালা খসড়া প্রস্তুতিকরণ, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা লাভ এবং ২০১৯ সালের ১৬ই জানুয়ারী থেকে ক্ষুদ্র পরিসরে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে।

সেই থেকে আজ পর্যন্ত ডক্টর থ্রী-সিক্সটি সেবা প্রার্থীদের কাছে অতি পরিচিত ও আস্থাভাজন নাম যেটি সরাসরি সেবা গ্রহীতার মতামতের ভিত্তিতে শত ভাগ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে গুটি পায়ে। যা ডক্টর থ্রী-সিক্সটির ফেসবুক পেজ এর রিভিউ সেকশানে দৃশ্যমান। এমনকি ডক্টর থ্রী-সিক্সটি পরিচালন পদ্ধতি, প্রদেয় সেবার মান ও সেবা গ্রাহকের বেক্তিগত গোপনীয়তা সংরক্ষনের সামগ্রিক পদ্ধতি নিয়ে মালয়েশিয়া ইউএসএ সহ আরো কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সাস্থসেবার প্রজেক্ট মডেল হিসাবে স্থান পেয়েছে ইতোমধ্যেই। তাছাড়া দেশের অভ্ভন্তরীন একাধিক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে প্রশংসা অর্জন করেছে ২০১৯ সালেই।

সততা ও নীতিমালা, প্রযুক্তি ও বিজ্ঞান এবং অত্যাধুনিক বিশ্বমানের জ্ঞান-ই আমাদের সম্বল।

আপনি যদি একজন বি এম ডি সি সনদপ্রাপ্ত চিকিৎসক হয়ে থাকেন, সপ্তাহের প্রতিদিন কিংবা যেকোনো নির্দিষ্ট দিন বিকাল ৪ টা হতে রাট ১০ টা পর্যন্ত সময় থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

দয়া করে নিচের ওয়েব সাইটটি ভিজিট করবেন, ক্যারিয়ার পেজ থেকে "আই ওয়ান্ট টু জয়েন" ক্লিক করে মাত্র ২ মিনিটে ফরমটি ফিলাপ করে রাখুন।
Web: d360h.co


বি দ্র: সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারী চিকিৎসকবৃন্দের একটি ৫ মিনিট দীর্ঘ (আনুমানিক) অনলাইন কুইজে অংশ নিতে হতে পারে।

🚭 বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫🗓️ ৩১ মে | বিশ্বজুড়ে সচেতনতার বার্তাআজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক ব্যবহার শুধু আপন...
30/05/2025

🚭 বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫
🗓️ ৩১ মে | বিশ্বজুড়ে সচেতনতার বার্তা

আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক ব্যবহার শুধু আপনার নয়, আশেপাশের প্রিয়জনদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে।
তামাকের বিরুদ্ধে নয়, জীবনের পক্ষে হোন।
সুস্থ থাকুন, সচেতন হোন — তামাক নয়, জীবন বেছে নিন।

✅ তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলুন
✅ প্রিয়জনকে ধূমপান ছাড়তে অনুপ্রাণিত করুন
✅ নতুন প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করুন

আসুন, তামাককে না বলি — ভবিষ্যৎকে হ্যাঁ বলি!
#তামাকমুক্তজীবন #সচেতনতা #স্বাস্থ্য

30/05/2025

আপনি কি ভাবছেন COVID-19 ভ্যাকসিন নেওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? 🤔💉
এই ভিডিওতে আমরা জানাবো ভ্যাকসিন নেওয়ার পর সাধারণত দেখা দেওয়া কিছু সাধারণ, স্বাভাবিক ও বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা — যা গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

👉 এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✅ জ্বর, দুর্বলতা, ব্যথা বা হাতে ব্যথার মতো সাধারণ প্রতিক্রিয়া
✅ কেন এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হওয়া স্বাভাবিক এবং তা কীভাবে ইমিউন সিস্টেম কাজ করছে তা বোঝায়
✅ কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি

📢 ভয় নয়, সচেতনতা হোক সঙ্গী!
👍 ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের পেজটি ফলো করুন স্বাস্থ্য সম্পর্কিত আরও আপডেট পেতে।

💬 আপনি কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

্যাকসিন #ভ্যাকসিনের_পার্শ্বপ্রতিক্রিয়া #স্বাস্থ্যসচেতনতা

📢 গরুর মাংস ও অ্যালার্জি: সাবধান হোন, সচেতন থাকুন!সম্প্রতি গরুর মাংস খেয়ে এলার্জির সমস্যা নিয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে।...
22/05/2025

📢 গরুর মাংস ও অ্যালার্জি: সাবধান হোন, সচেতন থাকুন!

সম্প্রতি গরুর মাংস খেয়ে এলার্জির সমস্যা নিয়ে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে জেনে রাখা এবং অন্যকে জানানো এখন খুবই জরুরি।

🧬 কীভাবে বোঝবেন আপনি গরুর মাংসে অ্যালার্জিক?
গরুর মাংস খাওয়ার পর এই লক্ষণগুলো দেখা দিলে আপনি হয়ত অ্যালার্জিতে ভুগছেন:

✅ শরীরে চুলকানি
✅ ত্বকে লালচে চাকা হয়ে ফোলা
✅ র‍্যাশ বা রেশ
✅ চোখ বা ঠোঁট ফুলে যাওয়া
✅ শ্বাসকষ্ট (মারাত্মক ক্ষেত্রে)

⚠️ কী করবেন এই অবস্থায়?

গরুর মাংস খাওয়ার পর যদি এলার্জি হয়, তবে এটি একেবারে এড়িয়ে চলাই ভালো।

বিকল্প হিসেবে খাসি, ছাগল, দুম্বা বা ভেড়ার মাংস খেতে পারেন — সেগুলোর ক্ষেত্রে সাধারণত সমস্যা দেখা যায় না।

যদি আপনি ঈদে বা বিশেষ দিনে গরুর মাংস খেতে চান, তবে অ্যালার্জি থাকলে আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ খাওয়া শুরু করুন (কমপক্ষে ১৫ দিন আগে)।

সামান্য অ্যালার্জির ক্ষেত্রে আক্রান্ত স্থানে বরফ দেওয়া যেতে পারে।

পরিস্থিতি গুরুতর হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন বা হাসপাতালে যান। ইনজেকশন দিয়ে অ্যালার্জি নিয়ন্ত্রণ করা হতে পারে।

👶 বিশেষ সতর্কতা: শিশুদের ক্ষেত্রে গরুর মাংসজনিত অ্যালার্জি মারাত্মক শ্বাসকষ্ট তৈরি করতে পারে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

➡️ সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন।
➡️ এই পোস্টটি শেয়ার করুন যেন আপনার প্রিয়জনরাও সচেতন হতে পারে।

#গরুর_মাংসে_সতর্কতা #স্বাস্থ্য_সচেতনতা

21/05/2025

আপনার ঘুমের রুটিন কি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে জানতেন? 🧠💪
এই ভিডিওতে আমরা জানবো—বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রমাণিত হয়েছে, আগে ঘুমাতে যাওয়া এবং ভোরে ওঠা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী! 🌅

এই সাধারণ জীবনধারা পরিবর্তন কীভাবে আপনার উপকারে আসতে পারে:
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
✅ হৃদরোগের ঝুঁকি হ্রাস
✅ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি
✅ মানসিক চাপ ও উদ্বেগ কমানো
✅ বিপাকক্রিয়া উন্নত করা ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা

আপনি যদি ঘুমজনিত সমস্যায় ভোগেন, কিংবা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য উন্নত করার উপায় খুঁজছেন—তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য!

👍 ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না—নিয়মিত স্বাস্থ্য টিপস ও ভালো থাকার কনটেন্ট পেতে!
📢 নিচে কমেন্ট করে জানিয়ে দিন—আপনার আদর্শ ঘুমের সময় কোনটা?

Did you know that your sleep routine can dramatically impact your physical and mental health? 🧠💪
In this video, we dive into the scientifically proven medical benefits of going to bed early and waking up with the sunrise. 🌅

Learn how this simple lifestyle change can:
✅ Boost immunity
✅ Improve heart health
✅ Enhance brain function
✅ Reduce stress and anxiety
✅ Promote better metabolism and weight control

Whether you're struggling with sleep or just curious about optimizing your health naturally, this video is a must-watch!

👍 Don’t forget to Like, Share, and Follow our page for more health tips and wellness content!
📢 Comment below: What’s your ideal bedtime?

#স্বাস্থ্য_টিপস

05/07/2023

লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে না..

কখনও কখনও আমাদের জীবনে দরকারি কিছু জিনিস আমরা লক্ষ্য করি না, যা আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরী । আমি ঐ দৈনন্দিন জিনিসগুলির কথা বলছি যেখানে আমরা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ক্লান্ত বোধ করি, বা আমাদের ঘুমের সমস্যা হয় এবং আমরা তা উপেক্ষা করি। হয়তো সেগুলি বড় কিছু, যেগুলিতে আপনার আজই মনোযোগের প্রয়োজন আছে ।
কিডনির রোগটি ‘শান্ত রোগ’ নামেও পরিচিত, কারণ এটির লক্ষণ প্রাথমিক পর্যায়ে প্রায়ই লক্ষিত হয় না। কিডনি বর্জ্য অপসারণ, শরীরের তরল ভারসাম্য, রক্ত এবং অন্যান্য সামগ্রী গুরুত্বপূর্ণভাবে অঙ্গে সঞ্চালিত করতে দরকার পরে । তাই তারা সঠিকভাবে কাজ না করলে কি হবে ?
আমরা সেইবস লক্ষণগুলির একটি তালিকা সংকলন করেছি যা বোঝাবে যে আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে না। আপনার যদি এইগুলির মধ্যে একটিও থাকে, তবে এখন আপনার একজন ডাক্তারকে দেখানো দরকার ।

প্রস্রাবের রং পরিবর্তন

প্রস্রাবের মাধ্যমে বর্জ্য নির্মূল করার জন্য আপনার কিডনি দায়ী। আপনি আপনার মূত্রের রঙ, পরিমান, গন্ধের কোন পরিবর্তন লক্ষ্য করলে, আপনার এটিতে মনোযোগ দিতে হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি জিপি এর সঙ্গে পরামর্শ করুন ।

ঘুমের সমস্যা

যদি আপনার কিডনি ভালো কাজ সম্পাদন না করে, তাহলে বোঝা যাবে যে জীবাণু দেহ ছেড়ে যেতে সক্ষম নয় এবং এখনও আপনার রক্তে আছে । টক্সিনের মাত্রা বাড়া মানে ঘুমের সমস্যা বোঝায় । তাই আপনি যদি প্রায়ই এই লক্ষন গুলি দেখতে পান, তাহলে এটি একটি চেকআপের প্রয়োজন নির্দেশ হতে পারে।

উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ অনেক কিছু বোঝাতে পারে। তার মধ্যে একটি আপনার কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে। উচ্চ রক্তচাপ কিডনি ব্যর্থতার একটি সবচেয়ে সাধারণ কারণ ।

চামড়ার চুলকানি
কিডনি শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে সঞ্চালক করে, তারা শরীরের মধ্যে খনিজ সঠিক অবস্থানে বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক এবং চুলকানি ত্বক থাকা মানে হতে পারে যে আপনার কিডনি ভালো কাজ করছে না।

চোখের চারপাশে ফোলাভাব
আপনার কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার শরীরের প্রোটিন ধরে রাখতে না পারে, তাতে চোখের চারপাশে ফোলাভাব হতে পারে। প্রস্রাব দিয়ে একটি বড় পরিমাণে প্রোটিন তাহলে বেড়িয়ে যাবে ।

সংক্ষিপ্ত শ্বাস
বেশিরভাগ শ্বাসকষ্টই হাঁপানি বা হৃদরোগ সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত থাকে, তবে এটি আপনার কিডনি সম্পর্কিত সতর্কতার লক্ষনও হতে পারে।

ফুলে যাওয়া শরীরের অংশ
যদি কিডনি ভালো কাজ না করে, তাহলে এর অর্থ হতে পারে যে আপনি আপনার শরীর থেকে কোন অতিরিক্ত তরল অপসারণ করতে পারবেন না। ফলে আপনার হাত, পা এবং গোড়ালি ফুলে যেতে পারে।

গন্ধযুক্ত নিঃশ্বাস
আপনার রক্তে যদি অনেক বেশি টক্সিন থাকে, তাহলে এর ফলে আপনি গন্ধযুক্ত শ্বাস পেতে পারেন। যদি আপনি ক্রমাগত আপনার মুখের মধ্যে একটি ধাতব স্বাদের সম্মুখীন হন, এটি কিডনি খারাপের আর একটি চিহ্ন ।

পেটের পিছনে ব্যথা
যদি ক্রমাগত আপনার পেটের পিছনে ব্যথা অনুভূত হয়, তাহলে এটি কিডনির রোগের একটি সতর্কবাণী হতে পারে।

অবসাদ
আপনার কিডনি সঠিকভাবে কাজ করতে সক্ষম না হলে আপনার শরীরের নির্মিত বর্জ্যের কারণে ক্লান্তি বা দুর্বলতার সম্মুখীন হতে পারেন ।

সমস্যা স্পষ্টভাবে চিন্তা করার
যদি আপনার ঘন ঘন কোন কিছু তে মনোযোগ দিতে অসুবিধা হচ্ছে, স্পষ্টভাবে চিন্তা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারন আপনার মস্তিষ্ক যথেষ্ট পরিমানে অক্সিজেন পাচ্ছে না।

ঠান্ডা অনুভব করবেন (যখন অন্যদের লাগে না)
অ্যানিমিয়া, এই অবস্থায় স্বাভাবিকের চেয়ে কম লোহিত রক্ত কণিকা থাকে, ঠাণ্ডা অনুভব করতে পারেন যখন ঠান্ডা থাকেও না । তাই যদি আপনার এইসব লক্ষন থাকে, তাহলে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে না।
এখনকার জন্য এইটুকুই ।

তথ্য ছড়িয়ে দিতে বন্ধুদের সাথে এটি শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক করুন, সাথে নাটিকা টি উপভোগ করুন তাহলে..

30/06/2023

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে ডাক্তারের কাছে আনবেন

কোরবানির ঈদে অনেক অপেশাদার সাধারন মানুষ পশুর মাংস প্রস্তুতে নিযুক্ত হন।কাটাকাটির অভিজ্ঞতা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হন।বিশেষ করে ভারি ধারালো অস্ত্র দিয়ে সজোড়ে হাড় কাটার সময় কারো পুরো আঙ্গুল হয়ত বিচ্ছিন্ন হয়ে যায়।কোরবানির ঈদে এই ঘটনা বিরল নয়।প্রতি বছর ই বড় ঈদে দেশের প্লাস্টিক সার্জনদের কাছে এমন অনেক কেস আসে।কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে না পারায় এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষন করে না আনায় অধিকাংশ ক্ষেত্রে কাংখিত ফলাফল দেয়া সম্ভব হয় না।

শুধু কোরবানির কাটাকাটি ছাড়া ও মারামারি বা রোড ট্রাফিক এক্সিডেন্টে ও কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন অঙ্গ কেউ পুণঃসংযোজন করতে চাইলে আসতে হবে মাইক্রোসার্জারিতে পারদর্শী একজন প্লাস্টিক সার্জনের কাছে।আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।

বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।

অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

এই সার্জারি মাইক্রোস্কোপ এর নীচে করা হয় অথবা সার্জন একটি মাইক্রোস্কোপ সংবলিত বিশেষ চশমা পরিধান করেন যাকে লুপ বলা হয়।বিচ্ছিন্ন অঙ্গ সাধারন ভাবে পুর্বের যায়গায় সেলাই করে সংযোজন করে দিলে কোনভাবেই টিকবেনা।রক্তনালীর সংযোজন যা এই সার্জারির সবচে চ্যালেঞ্জিং পার্ট। এছাড়া ও স্নায়ু, মাংশপেশীর টেন্ডন এই সব ই জোড়া লাগাতে হয়।

ডা ইকবাল আহমেদ
স্পেশালিষ্ট প্লাস্টিক এন্ড এস্থেটিক সার্জন
সহকারী অধ্যাপক , বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ।
চীফ কনসালট্যান্ট ,বাংলাদেশ কসমেটিক সার্জারি
এপয়েন্টমেন্টঃ 01766935254, 01314099922

Website: https://driqbalahmed.com/

জেনে নিই এবারের প্রতিপাদ্য
26/06/2023

জেনে নিই এবারের প্রতিপাদ্য

23/06/2023

দিন হিসাবে শুক্রবার চলে যাবে; অন্তত পক্ষে খানাদানা একটু তো না হলে কি চলে!

মৃত্যু কত নির্মম আর অনিবার্য!!মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা ন...
19/06/2023

মৃত্যু কত নির্মম আর অনিবার্য!!

মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা নির্বাহী অফিসার।ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে ওদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা আর সম্পুর্ণ ভিন্ন স্বাদের খাবারের চ্যালেঞ্জ নিতে পারলে,এ এক দারুণ অভিজ্ঞতা।প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলাম স্যার তাদের মাঝে অন্যতম, প্রতিনিয়ত দিন গুনছিলাম ১১ জুন ভোর বেলায় আমরা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। আজ সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলাম, পথে স্যার হটাত বমি করে, কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন, সিটের সাথে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সবাই ভেবেছিলো স্যার দ্রুত ঠিক হয়ে যাবেন কিন্ত আমাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আলামিন স্যার।কোন ফাকে যে স্যারের হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি, ক্ষমা করবেন স্যার, এতগুলো অফিসার আমরা কাছাকাছি ছিলাম,আপনার অন্তিম মুহুর্তে কেউ কিছু করতে পারলাম না, স্যারের দেড় বছর বয়সী যমজ কন্যা শিশুদয়, স্যারের সহধর্মিণী, পরিবারের সদস্যগণকে
মহান আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক....

© সৈয়দ মুরাদ
উপজেলা নির্বাহী অফিসার,
গাজিপুর সদর।
সংগৃহীত

16/06/2023

সাথেই থাকুন ও চোখ রাখুন, লাইক দিন, শেয়ার করুন, আপনারও ভিডিও পাঠাতে পারেন
আসছে প্রথমবারের মতো ডক্টর থ্রি-সিক্সটি হেলথ ইনফোটেইনমেন্ট


বিনোদনের সাথে অজানার পথে - আপনি আমি আর ডক্টর থ্রি-সিক্সটি

"বদলে যান - বদলে দিন" এর ডাক কাজে এসেছে বলে মানতে পারছি না, বদলেছে হয়তো কিন্তু বিপরীতে দিকে। হয়তোবা, বোঝার ভুল ছিলো। দ...
15/06/2023

"বদলে যান - বদলে দিন" এর ডাক কাজে এসেছে বলে মানতে পারছি না, বদলেছে হয়তো কিন্তু বিপরীতে দিকে। হয়তোবা, বোঝার ভুল ছিলো।

দেখা যাক না আরেকবার চেষ্টা করে, চেতনা-টা কি জাগবেই না? এতটাও হতাশ না হই।

"বদলাতে হবে না, জাস্ট বুঝুন"

মৌসুমী ফলের সম্ভার:দেখি কার কোনটি সবথেকে প্রিয় - কমেন্টে পছন্দের ফলটির ছবি সংযুক্ত করুন, আমরা সেই ফলটির খাদ্যগুণ সম্পর্...
25/05/2023

মৌসুমী ফলের সম্ভার:

দেখি কার কোনটি সবথেকে প্রিয় - কমেন্টে পছন্দের ফলটির ছবি সংযুক্ত করুন, আমরা সেই ফলটির খাদ্যগুণ সম্পর্কে আপনাকে জানিয়ে দিতে চেষ্টা করবো। উপকারিতা ও সাবধানতা (যদি থাকে) সম্পর্কে তথ্য প্রদানের চেষ্টা করবো।

Address

Dhaka

Telephone

+601156221314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor360:

Share

Category

Our Vision and Mission

এই পেইজের মূল উদ্দেশ্য স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ জ্ঞ্যান এর প্রচার করা। ক্ষেত্রবিশেষে, পেইজের বিভিন্ন পোস্টের কমেন্টে এবং ইনবক্সে করা বিভিন্ন প্রশ্নের সাধারণ ও বিজ্ঞানসম্মত মৌলিক উত্তর দেয়া হয় শুধুমাত্র রোগ ও করনীয় সম্পর্কে কিছু ধারণা দেয়া।

Doctor360 is the first online and Mobile Tools based platform for Doctors' Key Consultation Service in Bangladesh. It aims to bring you to a Doctors’ Consultation by using available and affordable communication medium.