24/11/2025
#গ্লোবাল_ফিজিওথেরাপি_এন্ড_রিহ্যাবিলিটেশন_সেন্টার, মাজার রোড, মিরপুর ১, ঢাকা।
কোমর ব্যথা: বহু চিকিৎসার পরও কেন স্থায়ী সমাধান ফিজিওথেরাপি?
কোমর ব্যথা আজকাল একটি অত্যন্ত সাধারণ সমস্যা। ব্যথানাশক, বিভিন্ন চিকিৎসা বা এমনকি সার্জারি—এসব অনেক সময় সাময়িক আরাম দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা পুনরায় ফিরে আসে। কারণ এই চিকিৎসাগুলো মূলত উপসর্গ নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্যথার শিকড়ে যে মাস্কুলোস্কেলেটাল (Musculoskeletal) সমস্যাগুলো থাকে, সেগুলোকে সংশোধন করে না।
অন্যদিকে, ফিজিওথেরাপি একমাত্র পদ্ধতি যা সমস্যার উৎসে কাজ করে শরীরকে কার্যকরভাবে পুনর্বাসন করে।
ফিজিওথেরাপির প্রফেশনাল ভূমিকা
কারণ নির্ধারণ:
পেশি, জয়েন্ট, ডিস্ক, নার্ভ বা ভঙ্গির কোন জায়গায় সমস্যা—তা বিস্তারিত ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ণয় করা হয়।
টার্গেটেড ট্রিটমেন্ট:
-ম্যানুয়াল থেরাপি
-স্ট্রেচিং
-স্টেবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিং
-স্পাইনাল মোবিলাইজেশন
-নিউরোমাসকুলার রি-এডুকেশন
ফাংশনাল রিকভারি:
দৈনন্দিন কাজের ভঙ্গি ও মুভমেন্ট প্যাটার্ন ঠিক করে শরীরকে আবার স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরিয়ে আনে।
রিল্যাপ্স প্রতিরোধ:
সঠিক ব্যায়াম পরিকল্পনা ও লাইফস্টাইল গাইডলাইন ভবিষ্যতে ব্যথা যেন পুনরায় না আসে তা নিশ্চিত করে।
সারসংক্ষেপে,
কোমর ব্যথার ক্লিনিক্যালি সেন্টার্ড, নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান হলো ফিজিওথেরাপি।