
07/02/2024
দৈনিক খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন যেমন:ডিম, দুধ, শাকসবজি, পালং শাক, বাঁধাকপি, মাশরুম, সিয়া সিডস, কুমড়ার বিচি ইত্যাদি। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে যেমন :হাত ও পা ঝিঝি ধরা, অবশ হওয়া,ব্যথা,ক্লান্তি -হতাশা,খিচুনি,দাঁতের ক্ষয়, ইত্যাদি।