14/11/2024
ম্যাগনেট ব্রেসলেট (Black Color)
মূল্যঃ ৫০০/- (ক্যাশ অন ডেলিভারীতে জেলা শহরে ৭০/-, থানা পর্যায়ে ১০০/- কুরিয়ার খরচ প্রযোজ্য, তবে যাত্রাবাড়ী ও ডেমরা থানার ভিতর কুরিয়ার খরচ ফ্রি)
যোগাযোগঃ 01831800030, 01912150642 & 01612150642
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এলো চমৎকার, সুদৃশ্য ও স্বাস্থ্যের জন্য উপকারী লোহা, ইষ্পাত, কোবাল্ট, নিকেল, টিটানিয়াম ও বিভিন্ন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরী ম্যাগনেট ব্রেসলেট। আপনার ব্রেসলেটটি সংগ্রহ করতে দ্রুত অর্ডার করুন। বেস্রলেট হাতে পাওয়ার আগে কোন অগ্রিম টাকা দিতে হবে না।
ম্যাগনেটিক ব্রেসলেট এর সুবিধাঃ
>>> ১. প্রদাহ হ্রাসঃ
একটি ছোট গবেষণা গবেষণায় দেখা গেছে যে রোগীরা আট সপ্তাহ ধরে ম্যাগনেট ব্রেসলেট পরেছিলেন তাদের হাঁটুর অস্টিওআর্থারাইটিসে কম প্রদাহ ছিল। ম্যাগনেট ব্রেসলেটের চৌম্বক ক্ষেত্র রক্ত সঞ্চালন এবং পুষ্টি পরিবহন উন্নত করে। অতএব, স্ফীত এলাকার দিকে বর্ধিত রক্ত প্রবাহ লালভাব, ফোলাভাব, শক্ত হওয়া এবং ব্যথা কমাতে পারে বলে দেখা গেছে। তাই ম্যাগনেটিক ব্রেসলেট ব্যবহার করলে শরীরের প্রদাহ সেরে যায়।
>>> ২. ভাল ঘুম হওয়াঃ
ম্যাগনেট ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে । চুম্বকের ব্যবহার মানবদেহের মেলাটোনিন উৎপাদনকে উন্নত করতে পারে। পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন তৈরি করে, যা মানুষের ঘুমের ধরণ নিয়ন্ত্রণ করে। ঘুমের ঘাটতি এবং ঘুমের ব্যাধিতে ভুগছেন এমন ব্যক্তিদের তাদের ঘুমকে সুষম করার জন্য মেলাটোনিন গ্রহণ করতে হবে। ধরুন আপনি ম্যাগনেটিক ব্রেসলেটের মতো চুম্বক পরেন। সেক্ষেত্রে, এটি দ্রুত ঘুমিয়ে পড়ার একটি জৈব উপায় হবে এবং ঘুমের সামগ্রিক গুণমানকেও উন্নত করবে।
>>> ৩. রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণঃ
ম্যাগনেট ব্রেসলেট শরীকে শিথিল করে ম্যাগনেটিক ব্রেসলেটের মাধ্যমে রক্ত সঞ্চালনের উন্নতি শরীরের সামগ্রিক রক্তচাপ কমাতে সাহায্য করে। যেহেতু রক্ত পাম্প করার সময় আপনার হার্টকে কম প্রচেষ্টা করতে হয়, তাই একটি স্বাভাবিক স্পন্দন বজায় থাকবে এবং এটি স্ট্রেস এবং উদ্বেগের মাত্রাও কমিয়ে দেয়।
শরীরের যে অংশ থেকে চৌম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় তা শরীরের নরম টিস্যুগুলিকে দীর্ঘায়িত করে এবং শিথিল করে, যাতে শরীরে একটি সামগ্রিক শিথিল বা স্ট্রেসমুক্ত অবস্থা বিরাজ করে।
>>> ৪. ব্যথা উপশমঃ
ম্যাগনেট ব্রেসলেট এর সর্বাধিক জনপ্রিয় সুবিধা হল দীর্ঘস্থায়ী মাথাব্যথা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থারাইটিস ইত্যাদিতে ব্যথা উপশম। যুক্তিসঙ্গত যুক্তি অনুসারে, ম্যাগনেট ব্রেসলেট পরলে শরীরের ল্যাকটিক অ্যাসিড এবং ক্যালসিয়াম জমা কমে যায়। সাম্প্রতিক একটি গবেষণায়ও নিশ্চিত করা হয়েছে যে মানুষের কোষে থাকা ক্যালসিয়াম চুম্বকের প্রতি সাড়া দেয়। ফলে বিভিন্ন জয়েন্ট ও শরীরের অন্যান্য অংশের ব্যথা কমে যায়। এছাড়াও, শরীরের মাধ্যমে চৌম্বকীয় তরঙ্গের বৃদ্ধিও এন্ডোরফিন উৎপাদনকে উৎসাহিত করে, যা ব্যথা উপশম করতে সহায়ক ভূমিকা রাখে।
>>> ৫. শরীরের শক্তি বৃদ্ধিঃ
ম্যাগনেটিক ব্রেসলেটের নিয়মিত ব্যবহার শরীরের সাধারণ শক্তির মাত্রাও উন্নত করে। যেমন উল্লেখ করা হয়েছে, উন্নত রক্ত সঞ্চালন এবং হার্টের জন্য স্বতঃস্ফুর্ত কাজ হল চৌম্বকীয় ব্রেসলেটের দুটি সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা। ফলস্বরূপ, হার্ট চমৎকার ভাবে তার ফাংশন করে পারে যার ফলে. সারা দিন আপনার সামগ্রিক শক্তির মাত্রা উন্নত করবে।
>>> ৬. ক্লান্তি হ্রাসঃ
ক্লান্তি বিভিন্ন কারণে, অভ্যন্তরীণ বা বাহ্যিক কারণের ফলে হতে পারে। ইতিপূর্বে বলা হয়েছে, চুম্বকের নিরাময় এবং শিথিল করার ক্ষমতা রয়েছে যার ফলে এটি পেশী এবং লিগামেন্ট শিথিল করে ক্লান্তির মাত্রা হ্রাস করে। এছাড়াও, মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তিদের ক্লান্তি দূর করতে চুম্বকের প্রমাণ পাওয়া গেছে।
>>> ৭. যৌন শক্তি বৃদ্ধিঃ
যেহেতু রক্তসঞ্চালন ও পেশী শিথিলতার সাথে যৌনশক্তির একটা যোগসূত্র আছে এবং এগুলি ব্যালেন্স করতে ম্যাগনেট ব্রেসলেটের একটা ভূমিকা আছে, তাই হ্রাসকৃত যৌনশক্তি বৃদ্ধি করতে ও দাম্পত্য সুখ বজায় রাখতে ম্যাগনেট ব্রেসলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাগনেট ব্রেসলেট ছাড়াও আকুপেশ্রার ও সুযোগ যন্ত্রপাতি, আকুপ্রেশার চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য
সরাসরি যোগাযোগঃ
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
হাজী ইসলাম প্লাজা (আন্ডারগ্রাউন্ড)
স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা
মোবাইলঃ 01831800030, 01912150642 & 01612150642
Facebook Link: https://www.facebook.com/MoharajBodyMindInstitute