Moharaj Body & Mind Institute

Moharaj Body & Mind Institute Ensure of a man or women's Physical & Mental health.

নিজেকে ভালোবাসো, নিজেকে গড়, নিজেকে শুদ্ধ কর, নিজেকে উজার করে দাও মানবতার মুক্তির জন্য >>>>
26/03/2025

নিজেকে ভালোবাসো, নিজেকে গড়, নিজেকে শুদ্ধ কর, নিজেকে উজার করে দাও মানবতার মুক্তির জন্য

>>>>

ম্যাগনেট ব্রেসলেট (Black Color)মূল্যঃ ৫০০/- (ক্যাশ অন ডেলিভারীতে জেলা শহরে ৭০/-, থানা পর্যায়ে ১০০/- কুরিয়ার খরচ প্রযোজ্য...
14/11/2024

ম্যাগনেট ব্রেসলেট (Black Color)
মূল্যঃ ৫০০/- (ক্যাশ অন ডেলিভারীতে জেলা শহরে ৭০/-, থানা পর্যায়ে ১০০/- কুরিয়ার খরচ প্রযোজ্য, তবে যাত্রাবাড়ী ও ডেমরা থানার ভিতর কুরিয়ার খরচ ফ্রি)
যোগাযোগঃ 01831800030, 01912150642 & 01612150642
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এলো চমৎকার, সুদৃশ্য ও স্বাস্থ্যের জন্য উপকারী লোহা, ইষ্পাত, কোবাল্ট, নিকেল, টিটানিয়াম ও বিভিন্ন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরী ম্যাগনেট ব্রেসলেট। আপনার ব্রেসলেটটি সংগ্রহ করতে দ্রুত অর্ডার করুন। বেস্রলেট হাতে পাওয়ার আগে কোন অগ্রিম টাকা দিতে হবে না।
ম্যাগনেটিক ব্রেসলেট এর সুবিধাঃ
>>> ১. প্রদাহ হ্রাসঃ
একটি ছোট গবেষণা গবেষণায় দেখা গেছে যে রোগীরা আট সপ্তাহ ধরে ম্যাগনেট ব্রেসলেট পরেছিলেন তাদের হাঁটুর অস্টিওআর্থারাইটিসে কম প্রদাহ ছিল। ম্যাগনেট ব্রেসলেটের চৌম্বক ক্ষেত্র রক্ত সঞ্চালন এবং পুষ্টি পরিবহন উন্নত করে। অতএব, স্ফীত এলাকার দিকে বর্ধিত রক্ত প্রবাহ লালভাব, ফোলাভাব, শক্ত হওয়া এবং ব্যথা কমাতে পারে বলে দেখা গেছে। তাই ম্যাগনেটিক ব্রেসলেট ব্যবহার করলে শরীরের প্রদাহ সেরে যায়।
>>> ২. ভাল ঘুম হওয়াঃ
ম্যাগনেট ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে । চুম্বকের ব্যবহার মানবদেহের মেলাটোনিন উৎপাদনকে উন্নত করতে পারে। পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন তৈরি করে, যা মানুষের ঘুমের ধরণ নিয়ন্ত্রণ করে। ঘুমের ঘাটতি এবং ঘুমের ব্যাধিতে ভুগছেন এমন ব্যক্তিদের তাদের ঘুমকে সুষম করার জন্য মেলাটোনিন গ্রহণ করতে হবে। ধরুন আপনি ম্যাগনেটিক ব্রেসলেটের মতো চুম্বক পরেন। সেক্ষেত্রে, এটি দ্রুত ঘুমিয়ে পড়ার একটি জৈব উপায় হবে এবং ঘুমের সামগ্রিক গুণমানকেও উন্নত করবে।
>>> ৩. রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণঃ
ম্যাগনেট ব্রেসলেট শরীকে শিথিল করে ম্যাগনেটিক ব্রেসলেটের মাধ্যমে রক্ত সঞ্চালনের উন্নতি শরীরের সামগ্রিক রক্তচাপ কমাতে সাহায্য করে। যেহেতু রক্ত পাম্প করার সময় আপনার হার্টকে কম প্রচেষ্টা করতে হয়, তাই একটি স্বাভাবিক স্পন্দন বজায় থাকবে এবং এটি স্ট্রেস এবং উদ্বেগের মাত্রাও কমিয়ে দেয়।
শরীরের যে অংশ থেকে চৌম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় তা শরীরের নরম টিস্যুগুলিকে দীর্ঘায়িত করে এবং শিথিল করে, যাতে শরীরে একটি সামগ্রিক শিথিল বা স্ট্রেসমুক্ত অবস্থা বিরাজ করে।
>>> ৪. ব্যথা উপশমঃ
ম্যাগনেট ব্রেসলেট এর সর্বাধিক জনপ্রিয় সুবিধা হল দীর্ঘস্থায়ী মাথাব্যথা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থারাইটিস ইত্যাদিতে ব্যথা উপশম। যুক্তিসঙ্গত যুক্তি অনুসারে, ম্যাগনেট ব্রেসলেট পরলে শরীরের ল্যাকটিক অ্যাসিড এবং ক্যালসিয়াম জমা কমে যায়। সাম্প্রতিক একটি গবেষণায়ও নিশ্চিত করা হয়েছে যে মানুষের কোষে থাকা ক্যালসিয়াম চুম্বকের প্রতি সাড়া দেয়। ফলে বিভিন্ন জয়েন্ট ও শরীরের অন্যান্য অংশের ব্যথা কমে যায়। এছাড়াও, শরীরের মাধ্যমে চৌম্বকীয় তরঙ্গের বৃদ্ধিও এন্ডোরফিন উৎপাদনকে উৎসাহিত করে, যা ব্যথা উপশম করতে সহায়ক ভূমিকা রাখে।
>>> ৫. শরীরের শক্তি বৃদ্ধিঃ
ম্যাগনেটিক ব্রেসলেটের নিয়মিত ব্যবহার শরীরের সাধারণ শক্তির মাত্রাও উন্নত করে। যেমন উল্লেখ করা হয়েছে, উন্নত রক্ত সঞ্চালন এবং হার্টের জন্য স্বতঃস্ফুর্ত কাজ হল চৌম্বকীয় ব্রেসলেটের দুটি সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা। ফলস্বরূপ, হার্ট চমৎকার ভাবে তার ফাংশন করে পারে যার ফলে. সারা দিন আপনার সামগ্রিক শক্তির মাত্রা উন্নত করবে।
>>> ৬. ক্লান্তি হ্রাসঃ
ক্লান্তি বিভিন্ন কারণে, অভ্যন্তরীণ বা বাহ্যিক কারণের ফলে হতে পারে। ইতিপূর্বে বলা হয়েছে, চুম্বকের নিরাময় এবং শিথিল করার ক্ষমতা রয়েছে যার ফলে এটি পেশী এবং লিগামেন্ট শিথিল করে ক্লান্তির মাত্রা হ্রাস করে। এছাড়াও, মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তিদের ক্লান্তি দূর করতে চুম্বকের প্রমাণ পাওয়া গেছে।
>>> ৭. যৌন শক্তি বৃদ্ধিঃ
যেহেতু রক্তসঞ্চালন ও পেশী শিথিলতার সাথে যৌনশক্তির একটা যোগসূত্র আছে এবং এগুলি ব্যালেন্স করতে ম্যাগনেট ব্রেসলেটের একটা ভূমিকা আছে, তাই হ্রাসকৃত যৌনশক্তি বৃদ্ধি করতে ও দাম্পত্য সুখ বজায় রাখতে ম্যাগনেট ব্রেসলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাগনেট ব্রেসলেট ছাড়াও আকুপেশ্রার ও সুযোগ যন্ত্রপাতি, আকুপ্রেশার চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য
সরাসরি যোগাযোগঃ
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
হাজী ইসলাম প্লাজা (আন্ডারগ্রাউন্ড)
স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা
মোবাইলঃ 01831800030, 01912150642 & 01612150642
Facebook Link: https://www.facebook.com/MoharajBodyMindInstitute

ম্যাগনেট ব্রেসলেট (Black Color)মূল্যঃ ৫০০/- (ক্যাশ অন ডেলিভারীতে জেলা শহরে ৭০/-, থানা পর্যায়ে ১০০/- কুরিয়ার খরচ প্রযোজ্য...
01/10/2024

ম্যাগনেট ব্রেসলেট (Black Color)
মূল্যঃ ৫০০/- (ক্যাশ অন ডেলিভারীতে জেলা শহরে ৭০/-, থানা পর্যায়ে ১০০/- কুরিয়ার খরচ প্রযোজ্য, তবে যাত্রাবাড়ী ও ডেমরা থানার ভিতর কুরিয়ার খরচ ফ্রি)
যোগাযোগঃ 01831800030, 01912150642 & 01612150642

মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এলো চমৎকার, সুদৃশ্য ও স্বাস্থ্যের জন্য উপকারী লোহা, ইষ্পাত, কোবাল্ট, নিকেল, টিটানিয়াম ও বিভিন্ন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরী ম্যাগনেট ব্রেসলেট। আপনার ব্রেসলেটটি সংগ্রহ করতে দ্রুত অর্ডার করুন। বেস্রলেট হাতে পাওয়ার আগে কোন অগ্রিম টাকা দিতে হবে না।

ম্যাগনেটিক ব্রেসলেট এর সুবিধাঃ

>>> ১. প্রদাহ হ্রাসঃ
একটি ছোট গবেষণা গবেষণায় দেখা গেছে যে রোগীরা আট সপ্তাহ ধরে ম্যাগনেট ব্রেসলেট পরেছিলেন তাদের হাঁটুর অস্টিওআর্থারাইটিসে কম প্রদাহ ছিল। ম্যাগনেট ব্রেসলেটের চৌম্বক ক্ষেত্র রক্ত সঞ্চালন এবং পুষ্টি পরিবহন উন্নত করে। অতএব, স্ফীত এলাকার দিকে বর্ধিত রক্ত প্রবাহ লালভাব, ফোলাভাব, শক্ত হওয়া এবং ব্যথা কমাতে পারে বলে দেখা গেছে। তাই ম্যাগনেটিক ব্রেসলেট ব্যবহার করলে শরীরের প্রদাহ সেরে যায়।

>>> ২. ভাল ঘুম হওয়াঃ
ম্যাগনেট ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে । চুম্বকের ব্যবহার মানবদেহের মেলাটোনিন উৎপাদনকে উন্নত করতে পারে। পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন তৈরি করে, যা মানুষের ঘুমের ধরণ নিয়ন্ত্রণ করে। ঘুমের ঘাটতি এবং ঘুমের ব্যাধিতে ভুগছেন এমন ব্যক্তিদের তাদের ঘুমকে সুষম করার জন্য মেলাটোনিন গ্রহণ করতে হবে। ধরুন আপনি ম্যাগনেটিক ব্রেসলেটের মতো চুম্বক পরেন। সেক্ষেত্রে, এটি দ্রুত ঘুমিয়ে পড়ার একটি জৈব উপায় হবে এবং ঘুমের সামগ্রিক গুণমানকেও উন্নত করবে।

>>> ৩. রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণঃ
ম্যাগনেট ব্রেসলেট শরীকে শিথিল করে ম্যাগনেটিক ব্রেসলেটের মাধ্যমে রক্ত সঞ্চালনের উন্নতি শরীরের সামগ্রিক রক্তচাপ কমাতে সাহায্য করে। যেহেতু রক্ত পাম্প করার সময় আপনার হার্টকে কম প্রচেষ্টা করতে হয়, তাই একটি স্বাভাবিক স্পন্দন বজায় থাকবে এবং এটি স্ট্রেস এবং উদ্বেগের মাত্রাও কমিয়ে দেয়।
শরীরের যে অংশ থেকে চৌম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় তা শরীরের নরম টিস্যুগুলিকে দীর্ঘায়িত করে এবং শিথিল করে, যাতে শরীরে একটি সামগ্রিক শিথিল বা স্ট্রেসমুক্ত অবস্থা বিরাজ করে।

>>> ৪. ব্যথা উপশমঃ
ম্যাগনেট ব্রেসলেট এর সর্বাধিক জনপ্রিয় সুবিধা হল দীর্ঘস্থায়ী মাথাব্যথা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থারাইটিস ইত্যাদিতে ব্যথা উপশম। যুক্তিসঙ্গত যুক্তি অনুসারে, ম্যাগনেট ব্রেসলেট পরলে শরীরের ল্যাকটিক অ্যাসিড এবং ক্যালসিয়াম জমা কমে যায়। সাম্প্রতিক একটি গবেষণায়ও নিশ্চিত করা হয়েছে যে মানুষের কোষে থাকা ক্যালসিয়াম চুম্বকের প্রতি সাড়া দেয়। ফলে বিভিন্ন জয়েন্ট ও শরীরের অন্যান্য অংশের ব্যথা কমে যায়। এছাড়াও, শরীরের মাধ্যমে চৌম্বকীয় তরঙ্গের বৃদ্ধিও এন্ডোরফিন উৎপাদনকে উৎসাহিত করে, যা ব্যথা উপশম করতে সহায়ক ভূমিকা রাখে।

>>> ৫. শরীরের শক্তি বৃদ্ধিঃ
ম্যাগনেটিক ব্রেসলেটের নিয়মিত ব্যবহার শরীরের সাধারণ শক্তির মাত্রাও উন্নত করে। যেমন উল্লেখ করা হয়েছে, উন্নত রক্ত সঞ্চালন এবং হার্টের জন্য স্বতঃস্ফুর্ত কাজ হল চৌম্বকীয় ব্রেসলেটের দুটি সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা। ফলস্বরূপ, হার্ট চমৎকার ভাবে তার ফাংশন করে পারে যার ফলে. সারা দিন আপনার সামগ্রিক শক্তির মাত্রা উন্নত করবে।

>>> ৬. ক্লান্তি হ্রাসঃ
ক্লান্তি বিভিন্ন কারণে, অভ্যন্তরীণ বা বাহ্যিক কারণের ফলে হতে পারে। ইতিপূর্বে বলা হয়েছে, চুম্বকের নিরাময় এবং শিথিল করার ক্ষমতা রয়েছে যার ফলে এটি পেশী এবং লিগামেন্ট শিথিল করে ক্লান্তির মাত্রা হ্রাস করে। এছাড়াও, মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তিদের ক্লান্তি দূর করতে চুম্বকের প্রমাণ পাওয়া গেছে।

>>> ৭. যৌন শক্তি বৃদ্ধিঃ
যেহেতু রক্তসঞ্চালন ও পেশী শিথিলতার সাথে যৌনশক্তির একটা যোগসূত্র আছে এবং এগুলি ব্যালেন্স করতে ম্যাগনেট ব্রেসলেটের একটা ভূমিকা আছে, তাই হ্রাসকৃত যৌনশক্তি বৃদ্ধি করতে ও দাম্পত্য সুখ বজায় রাখতে ম্যাগনেট ব্রেসলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ম্যাগনেট ব্রেসলেট ছাড়াও আকুপেশ্রার ও সুযোগ যন্ত্রপাতি, আকুপ্রেশার চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য
সরাসরি যোগাযোগঃ
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
হাজী ইসলাম প্লাজা (আন্ডারগ্রাউন্ড)
স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা
মোবাইলঃ 01831800030, 01912150642 & 01612150642
Facebook Link: https://www.facebook.com/MoharajBodyMindInstitute

আগামীকাল থেকে কোর্সটি অনুষ্ঠিত হবে - তাই আজকের মধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করুন।মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আয়োজিত - ২...
18/06/2024

আগামীকাল থেকে কোর্সটি অনুষ্ঠিত হবে - তাই আজকের মধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করুন।

মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আয়োজিত - ২দিন ব্যাপী আকুপ্রেশার প্রশিক্ষণ কোর্সে অংশ নিন - বিশেষ ডিসকাউন্টে ৩০০০ টাকার কোর্স মাত্র ২০০০ টাকায়!!!!!!!!!!

সময়ঃ ১৯ ও ২০ শে জুন (সকাল ১০ থেকে বিকাল ৬টা)
স্থানঃ গণসেবা হোমিও
২৮/সি দক্ষিণ শাজাহানপুর, ঢাকা
(ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল – এর পশ্চিম পাশে)
আসন সংখ্যাঃ সর্বোচ্চ ১০ জন।
যোগাযোগ ও বিকাশ পারসোনালঃ 01831800030

>>>> আকুপ্রেশার প্রশিক্ষণার্থীরা যেসব জিনিস পাবেন বা সেসব সুবিধা পাবেনঃ
********************************************************************
১. কোন রকম ওষুধ ছাড়াই কিভাবে হাত ও পায়ের আকুপ্রেশার পয়েন্টে চাপ দিয়ে রোগ নির্ণয় ও নিরাময় করা যায় তা হাতে কলমে শিখতে পারবেন।

২. আমাদের শরীরের বেসিক অঙ্গ-প্রতঙ্গের কার্যাবলী ও গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর পরিচিত ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এ কোর্স থেকে।

৩. একজন আকুপ্রেশার থেরাপিস্ট বা আকুপ্রেশার ট্রেইনার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সার্বিক দিক-নির্দেশনা দেয়া হবে ও আজীবন আকুপ্রেশার প্রয়োগ সম্পর্কিত কোন সমস্যা মোকাবেলায় পূর্ণাঙ্গ সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি তো থাকছেই।

৪. আকুপ্রেশার প্রয়োগের মাধ্যমে নিজের পরিবারের সদস্যদের কিভাবে সুস্থ রাখা যায় সে সম্পর্কে গাইড লাইন থাকবে এ কোর্সে।

৫. বিশেষ পয়েন্টগুলোতে চাপ প্রয়োগ করে কিভাবে কঠিন রোগগুলো সাড়ানো যায় সে সম্পর্কে ধারণা প্রদান।

৬. যারা যারা আকুপ্রেশার প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের আকুপ্রেশার হোয়াটস আপ গ্রুপে অন্তর্ভুক্ত করে আকুপ্রেশার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান ও বিভিন্ন রোগীদের সফল কেস উপস্থপানের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি বা দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এছাড়া পরবর্তী কোর্স অনুষ্ঠিত হলে নামমাত্র ফি-তে কোর্স রিপিট করার সুযোগ।

৭. প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় লেকচার শীট ও একটি করে কাঠের বঙ্গজ আকুপ্রেশার কাঠি দেয়া হবে, যার জন্য কোর্স ফি-এর বাইরে কোন অতিরিক্ত অর্থ দিতে হবে না।

৮. অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে একটি মূল্যায়ণ পরীক্ষা নেয়া হবে, যারা ভাল করবেন, তাদের আগ্রহের ভিত্তিতে বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে নিবিড় প্রশিক্ষণের দ্বারা - মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট - এর প্রশিক্ষণ টীমে অন্তর্ভূক্ত করা হবে।

৯. একজন হোমিও বা এলোপ্যাথি ডাক্তার কিভাবে আকুপ্রেশারকে কাজে লাগিয়ে রোগীকে বিভিন্ন ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর আগেই বিভিন্ন পয়েন্ট চাপ দিয়ে রোগ নির্ণয় করতে পারেন ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন সে সম্পর্কে ধারনা প্রদান।

তাই দেরী না করে দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।
-ডা.মীর মনির হোসেন (মহারাজ), DHMS, Dhaka
পরিচালক ও প্রধান প্রশিক্ষক
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।
ফেসবুক পেজঃ Moharaj Body & Mind Institute

আমাদের লিভার হচ্ছে মটর গাড়ির ইঞ্জিন বা রেডিয়েটরের মত, সে সবসময় গরম খাবার ও পানীয় সাচ্ছন্দ্যবোধ করে। ঠান্ডা খাবার ও পানীয়...
16/06/2024

আমাদের লিভার হচ্ছে মটর গাড়ির ইঞ্জিন বা রেডিয়েটরের মত, সে সবসময় গরম খাবার ও পানীয় সাচ্ছন্দ্যবোধ করে। ঠান্ডা খাবার ও পানীয় লিভারের স্বতঃস্ফুর্ত কাজে বাধা সৃষ্টি করে। তাই সবসময় কুসুম গরম পানীয় ও হালকা গরম খাবার গ্রহণ করুন। বিশেষতঃ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস গড়ে তুলুন, এতে আপনার বদহজম, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যে সমস্যা দূর হবে।
সোৗজন্যেঃ মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
মোবাইলঃ 01912-150642

মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আয়োজিত - ২দিন ব্যাপী আকুপ্রেশার প্রশিক্ষণ কোর্সে - বিশেষ ডিসকাউন্টে ৩০০০ টাকার কোর্স ম...
15/06/2024

মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট আয়োজিত - ২দিন ব্যাপী আকুপ্রেশার প্রশিক্ষণ কোর্সে - বিশেষ ডিসকাউন্টে ৩০০০ টাকার কোর্স মাত্র ২০০০ টাকায়!!!!!!!!!!

সময়ঃ ১৯ ও ২০ শে জুন (সকাল ১০ থেকে বিকাল ৬টা)
স্থানঃ গণসেবা হোমিও
২৮/সি দক্ষিণ শাজাহানপুর, ঢাকা
(ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল – এর পশ্চিম পাশে)
আসন সংখ্যাঃ সর্বোচ্চ ১০ জন।
যোগাযোগ ও বিকাশ পারসোনালঃ 01831800030

>>>> আকুপ্রেশার প্রশিক্ষণার্থীরা যেসব জিনিস পাবেন বা সেসব সুবিধা পাবেনঃ

১. কোন রকম ওষুধ ছাড়াই কিভাবে হাত ও পায়ের আকুপ্রেশার পয়েন্টে চাপ দিয়ে রোগ নির্ণয় ও নিরাময় করা যায় তা হাতে কলমে শিখতে পারবেন।

২. আমাদের শরীরের বেসিক অঙ্গ-প্রতঙ্গের কার্যাবলী ও গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর পরিচিত ও কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এ কোর্স থেকে।

৩. একজন আকুপ্রেশার থেরাপিস্ট বা আকুপ্রেশার ট্রেইনার হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সার্বিক দিক-নির্দেশনা দেয়া হবে ও আজীবন কোন সমস্যা মোকাবেলায় পূর্ণাঙ্গ সাপোর্ট দেয়ার প্রতিশ্রুতি তো থাকছেই।

৪. আকুপ্রেশার প্রয়োগের মাধ্যমে নিজের পরিবারের সদস্যদের কিভাবে সুস্থ রাখা যায় সে সম্পর্কে গাইড লাইন থাকবে এ কোর্সে।

৫. বিশেষ পয়েন্টগুলোতে চাপ প্রয়োগ করে কিভাবে কঠিন রোগগুলো সাড়ানো যায় সে সম্পর্কে ধারণা প্রদান।

৭. যারা যারা আকুপ্রেশার প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের আকুপ্রেশার হোয়াটস আপ গ্রুপে অন্তর্ভুক্ত করে আকুপ্রেশার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান ও বিভিন্ন রোগীদের সফল কেস উপস্থপানের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি বা দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এছাড়া পরবর্তী কোর্স অনুষ্ঠিত হলে নামমাত্র ফি-তে কোর্স রিপিট করার সুযোগ।

৮. প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় লেকচর শীট ও একটি করে কাঠের বঙ্গজ আকুপ্রেশার কাঠি দেয়া হবে, যার জন্য কোর্স ফি-এর বাইরে কোন অতিরিক্ত অর্থ দিতে হবে না।

৯. অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে একটি মূল্যায়ণ পরীক্ষা নেয়া হবে, যারা ভাল করবেন, তাদের আগ্রহের ভিত্তিতে বিশেষ তত্ত্বাবধানের মাধ্যমে নিবিড় প্রশিক্ষণের দ্বারা - মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট - এর প্রশিক্ষণ টীমে অন্তর্ভূক্ত করা হবে।

তাই দেরী না করে দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।

-ডা.মীর মনির হোসেন (মহারাজ)
পরিচালক ও প্রধান প্রশিক্ষক
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।

নামঃ আব্দুল মোতালেব, বয়সঃ ৭৫সমস্যা ও কেস হিস্ট্রিঃ ৫ মাস ধরে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী, চলাফেরা করা তো দূরের কথা, এক...
11/06/2022

নামঃ আব্দুল মোতালেব, বয়সঃ ৭৫
সমস্যা ও কেস হিস্ট্রিঃ ৫ মাস ধরে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী, চলাফেরা করা তো দূরের কথা, একপাশ থেকে আরেক পাশে ফিরতে পারেননা, খাইয়ে দিলে চাবাতে পারতেননা, এজন্য লিকুইড খাবার খাওয়ানো হতো। বেশ কয়েক বছর ধরেই বলতেন শরীর দুর্বল লাগে, মেরুদণ্ড বেকে গেছে তাই কুজো হয়ে হাটতেন।১৯৯৪ সালে পাকস্থলীর ছিদ্র হয়, অপারেশন করেন, অপারেশন পরবর্তী কিছুদিন বমি হয়েছিল। উনার স্ত্রীর মতে উনার আরেকটা স্ট্রোক হয়তো হয়েছে, কিন্তু সেটা কেউ টের পায়নি

আকুপ্রেশার চিকিৎসা ও বর্তমান অবস্থাঃ ১২ই মে থেকে আকুপ্রেশার শুরু, ব্যস্ততার কারনে এ পর্যন্ত একবেলা করে আকুপ্রেশার দেয়া হয়েছে মোট ৬ দিন আজ ১১ই মে পর্যন্ত। যেখানে কথা একেবারেই বলতে পারতেননা, এ ৬ দিনের আকুপ্রেশারে এখন স্বতঃস্ফূর্ত না হলেও বোধগম্য বেশ ভালোই কথা বলতে পারছেন। বিছানায় শুয়ে থাকতে থাকতে ওনার পিঠে ও নিতম্বে প্রায়ই ঘা হয়, এগুলোতে ২বেলা করে হোমিও ওষুধ ক্যালেন্ডুলা দিয়ে ড্রেসিং করা হচ্ছে।
এ রোগীর আকুপ্রেশার পয়েন্ট সমূহঃ সাইনাস, নার্ভাল, পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, মেরুদণ্ড, সায়াটিকা ও সর্বশেষ কিডনী

সৌজন্যে
মহারাজ বডি এন্ড মাইন্ড ইনস্টিটিউট
ডেমরা, ঢাকা
মোবাইলঃ 01912150642, 01612150642

Moharaj Body & Mind Institute has participated on Inner-Engineering Course from Isha Foundation, India.
05/06/2022

Moharaj Body & Mind Institute has participated on Inner-Engineering Course from Isha Foundation, India.

Address

33 Madiha Garments Road, East Bamoil Bazar, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Moharaj Body & Mind Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Moharaj Body & Mind Institute:

Share

Category

মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করন

শরীর ও মনকে সুস্থ রাখার উপমহাদেশীয় আদি জনপ্রিয় পদ্ধতি যোগব্যায়াম ও আকুপ্রেশারকে আধুনিক ও সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছে মহারাজ বডি ও মাইন্ড ইনস্টিটিউট। এর সাথে মনের শক্তিকে বাড়িয়ে আত্মবিশ্বাস ও মনোদৈহিক সুস্থতাকে ত্বরান্বিত করতে অটোসাজেশনকে যুক্ত করা হয়েছে যা প্রাশ্চাত্যের আবিষ্কার।এ পদ্ধতিগুলো আয়ত্ত্ব করা অত্যন্ত সহজ এবং যা শিখে আপনি নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে পারেন আজীবন কোন প্রকার খরচ ছাড়াই। শুধুমাত্র প্রতিদিন খানিকটা অনুশীলন ও সচেতনতার প্রয়োজন। মহারাজ বডি ও মাইন্ড ইনস্টিটিউট আন্তরিকতার সাথে এ পদ্ধতিরগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এবং দৈনন্দিন জীবনে এগুলোর ফলপ্রসূ চর্চা ও প্রয়োগের মাধ্যমে সত্যিকারের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে চায়।আশা রাখি আপনারা আকুপ্রেশার, যোগব্যায়াম ও অটোসাজেশন শেখা এবং অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণ সুস্বাস্থ্য উপভোগ করবেন।

কারণ আমরা বিশ্বাস করি সুস্থ মানুষ º সুস্থ সমাজ º সুস্থ জাতি º শান্তিপূর্ণ বিশ্ব।