26/11/2023
ঠাণ্ডায় বৃদ্ধি ওষুধগুলোর মধ্যে পার্থক্যঃ পর্ব-৬
Nit-ac. & Sil.: দুটোতেই সাদৃশ্য শারীরিক লক্ষণ থাকতে পারে। দুটোই ঠাণ্ডাকাতর, সাথে কটু(acrid) ঘাম। নখে সাদা দাগ এবং আঁচিল, ফিসার বা গেজ এবং টিউমার হওয়ার প্রবণতা থাকে। Nit-ac.-এ লবন এবং চর্বি জাতীয় খাওয়ার আকাঙ্ক্ষা থাকে অপরদিকে Sil. লবন অপছন্দ করে এবং চর্বি জাতীয় খাবার তার সহ্য হয় না। এছাড়াও Sil. মান্যতাকারী এবং ধৈর্যশীল যখন Nit-ac. জোর করে দাবিকারী এবং নির্ভরশীল।
Rhus-t. & Ars.:- ইনফ্লুয়েঞ্জায় দুটোতেই সাদৃশ্য লক্ষণ আছে। Rhus-t. সাধারণত পিপাসাহীন, ঠাণ্ডাকাতর এবং অস্থির, Ars.-ও অস্থির, অল্প-অল্প পানির পিপাসা এবং খুব বেশি ঠাণ্ডা অনুভব করে সাথে মুখের উপর সতেজ বাতাস চায়।
Rhus-t., Hep. & Gels.:- ঠাণ্ডা লেগে কাঁপুনির ক্ষেত্রে Rhus-t. এবং Hep., দুর্বলতা থেকে কাঁপুনির ক্ষেত্রে Gels.
#হোমিও #হোমিওপ্যাথি #মেটেরিয়ামেডিকা #হোমিওচিকিৎসা #রোগ #চিকিৎসা #জ্বর #ঠাণ্ডা #ডাক্তার