Blue Baby Shop

Blue Baby Shop আমরা সকল ধরনের দেশী, বিদেশী ও চায়না বেবী প্রোডাক্ট এবং এডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি। 01913651588

স্টক ক্লিয়ারেন্স।নিউবর্ন স্পেশাল কেয়ার কম্বো প্যাকেজ।  একদাম পাইকারি দামে দিয়ে দিব।এই দুইটা  কালার এভেলেবল আছে। যার য...
25/04/2024

স্টক ক্লিয়ারেন্স।নিউবর্ন স্পেশাল কেয়ার কম্বো প্যাকেজ। একদাম পাইকারি দামে দিয়ে দিব।এই দুইটা কালার এভেলেবল আছে। যার যার প্রয়োজন ইনবক্স করুন

04/03/2024
সদ্য নবজাতকের জন্য এই প্যাকেজ টি কেন প্রয়োজন ।        ❤️💙  কি কি থাকছে এই প্যাকেজে  ❤️💙📌 ১। তার সুন্দর ঘুমের জন্য বেবী ব...
25/02/2024

সদ্য নবজাতকের জন্য এই প্যাকেজ টি কেন প্রয়োজন ।

❤️💙 কি কি থাকছে এই প্যাকেজে ❤️💙

📌 ১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
📌 ২। ইউরিন মেট ১টি ।
📌 ৩। নিমা সেট ২টি ।
📌 ৪। রুমাল সেট ৮টি।
📌 ৫। ন্যাপি ৬ পিস।
📌 ৬। বাথটাওয়াল ১ টি।
📌 ৭। বিপ ১টি।
📌 ৮। নকশি কাঁথা ২টি ।
📌৯। কটন বাট ১ বক্স।
📌 ১০। খেলনা পিছ - ৫টি।
📌 ১১। বেবি কেয়ার কিট - ১০ টি ।
📌 ১২। বেবি শু - ১ সেট ।

📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
১২ আইটেম এর ৪২ পিস কম্বো সেট।
যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে : 01517812331

19/02/2024

সদ্য নবজাতকের জন্য এই প্যাকেজ টি কেন প্রয়োজন ।

❤️💙 কি কি থাকছে এই প্যাকেজে ❤️💙

📌 ১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
📌 ২। ইউরিন মেট ১টি ।
📌 ৩। নিমা সেট ২টি ।
📌 ৪। রুমাল সেট ৮টি।
📌 ৫। ন্যাপি ৬ পিস।
📌 ৬। বাথটাওয়াল ১ টি।
📌 ৭। ক্যাপ টাওয়াল ১টি।
📌 ৮। বিপ ১টি।
📌 ৯। নকশি কাঁথা ২টি ।
📌 ১০। কটন বাট ১ বক্স।
📌 ১১। খেলনা পিছ - ৫টি।
📌 ১২। বেবি কেয়ার কিট - ১০ টি ।

📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
১২ আইটেম এর ৪২ পিস কম্বো সেট।

যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে : 01517812331

15/02/2024

💐🌷 আপনার সদ্য নবজাতক সন্তানের যত্নের কথাগুলো :- 💐🌷
প্রত্যেক বাবা - মা এর জন্য ২মি. এই কথাগুলো শুনা খুবই জরুরী।

❤️💙 কেন সদ্য নবজাতকের যত্ন এত গুরুত্বপূর্ন ❤️💙

তার যত্নের জন্য যা যা প্রয়োজন হবে আপনার ।

📌 ১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
📌 ২। ইউরিন মেট ১টি ।
📌 ৩। নিমা সেট ২টি ।
📌 ৪। রুমাল সেট ৮টি।
📌 ৫। ন্যাপি ৬ পিস।
📌 ৬। বাথটাওয়াল ১ টি।
📌 ৭। ইনফেন্ট শু ১টি।
📌 ৮। বিপ ১টি।
📌 ৯। নকশি কাঁথা ২টি ।
📌 ১০। কটন বাট ১ বক্স।
📌 ১১। খেলনা পিছ - ৫টি।
📌 ১২। বেবি কেয়ার কিট - ১০ টি ।

🌺 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 🌺
১২ আইটেম এর ৪২ পিস কম্বো সেট।

☎️ যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে : 01517812331 ☎️

15/02/2024

❤️💙 ১টি নতুন কম্বো প্যাকেজের মাধ্যমে আপনার অনাগত সন্তান বা আপনার সদ্য নবজাতকের জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু পাচ্ছেন আপনার হাতের নাগালে।

❤️💙 কি কি থাকছে এই প্যাকেজে ❤️💙

📌 ১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
📌 ২। ইউরিন মেট ১টি ।
📌 ৩। নিমা সেট ২টি ।
📌 ৪। রুমাল সেট ৮টি।
📌 ৫। ন্যাপি ৬ পিস।
📌 ৬। বাথটাওয়াল ১ টি।
📌 ৭। ক্যাপ টাওয়াল ১টি।
📌 ৮। বিপ ১টি।
📌 ৯। নকশি কাঁথা ২টি ।
📌 ১০। কটন বাট ১ বক্স।
📌 ১১। খেলনা পিছ - ৫টি।
📌 ১২। বেবি কেয়ার কিট - ১০ টি ।

📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
১২ আইটেম এর ৪২ পিস কম্বো সেট।
যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে : 01517812331

14/02/2024

৬ মাস পর থেকে....

বাচ্চাদের ৬ মাস শেষ হলে মায়েরা বাচ্চার সলিড খাবার নিয়ে অনেক চিন্তা করে থাকেন। কি খাবার দিবেন,কিভাবে দিবেন,কয় বেলা দিবেন।

✅ বাচ্চাদের সলিড শুরুতে সুজি টা কম দিবেন, না দিলে আরও ভালো । দিলেও লাল বিন্নি চালের সুজি দিতে পারেন মাঝে মাঝে। সিরিয়াল দেওয়া নিয়ে ও সেইম চিন্তা,এই সময় বাচ্চাদের শুধু খাবার পরিচয় করাবেন।বুকের দুধ/ফর্মুলা দুধ এর পাশাপাশি অল্প অল্প সলিড খাবার দিতে পারেন।

✅ প্রথমে ফল পিউরি দিতে পারেন ( কলা, আপেল,পাকা পেপে,আম,ড্রাগন, )
ভেজিটেবল পিউরি(মিষ্টি কুমড়া,ব্রকলি,ফুলকপি, মিষ্টি আলু,গাজর,আলু,বরবটি,টমেটো) । খুম সামান্য দিয়ে দেখতে পারেন।শুরুর দিকে ভাতের মাড় দিয়ে দিতে পারেন। ভাতের মাড় হতে পারে খুব উপকারী ও সুন্দর একটা খাবার।
পরপর ২/৩ দিন দিয়ে দেখবেন কোন প্রবলেম না হলে দিতে পারেন। ভাত চটকে দিতে পারেন, আপেল এর সাথে ভাতের মাড়, আলুর সাথে ভাতের মাড় দিয়ে দিতে পারেন।ডিমের কুসুম দিতে পারেন।

✅ অনেকে প্রশ্ন করেছেন পিউরি কি? কিভাবে করবো?
পিউরি হচ্ছে এই সবজি/ ফল এগুলো সিদ্ধ করে নরম করে চটকে ভাতের মাড়, দুধ দিয়ে তরল করে নেয়াকে বোঝায়।আর যে ফল সিদ্ধ করতে হবে না তা চটকে নরম করে দিবেন।
সাবু দিতে পারেন খেজুর দিয়ে। চিড়া দিতে পারেন খেজুর, ফল দিয়ে।বাচ্চার খাবার মিষ্টি করতে খেজুর, কিসমিস, ফল দিতে পারেন। তাল মিস্রি দিতে চাই অনেকেই। আমার মতে এক বছরের আগে না দেয়া ই ভালো তবে ৯/১০ মাসে দিতে পারেন।

✅ প্রথমে এক বেলা খাবার দিবেন।খাবে হয়তো ২/৩ চামচ বা তার একটু বেশি।যেহেতু বাচ্চা এতদিন দুধ খেয়েছে,সলিড শুরু টা আস্তে আস্তে পাকস্থলীতে অভ্যাস করতে হবে। এরপর ২ বেলা কিছুদিন দিয়ে ৩ বেলা করে দিবেন।শুরু টা শুধুই খাবার চিনবে,খেতে শিখবে। পটি খেয়াল করবেন।

✅ ৭ মাসে শিং মাছ পাতলা করে রান্না করে দিতে পারেন। খিচুড়ি তে মাছ দিতে পারেন। এই সময় শিং,পাবদা,রুই,মাগুর,শোল,টেংরা দিতে পারেন। মাছের পেটির অংশ দেয়ার ট্রাই করবেন এতে মাছের তেল থাকে।
চেষ্টা করবেন প্রতিদিনকার রান্নাতে এক চামচ মত যেন তেল থাকে।সামান্য হলুদ দিতে পারেন।সামান্য পেয়াজ দিতে পারেন।

✅ ইন্ডিভিজুয়াল খাবার চেনাতে পারলে আপনি খুব তাড়াতাড়ি বাচ্চাকে খাবার শিখাতে পারবেন।
সব মিশিয়ে খাবার খাওয়ালে প্রথম দিকে আপনার জন্য খুব সহজ হলেও পরবর্তীতে আপনার জার্নি খুব কঠিন হবে।
বাচ্চাকে শুয়ে খাবার খাওয়াবেন না।

✅ ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে ইলিশ মাছ দিতে পারবেন ৮ মাসের পর থেকে। তবে এলার্জি থাকলে দিবেন না আর অনেক কাটা থাকায় খুব সাবধানে দিবেন।
নদীর ভেটকি বা কোরাল দিতে পারবেন।
বড় সামুদ্রিক মাছ গুলো এক বছর পর থেকে দিতে পারবেন।

✅ আপনার বাচ্চার যেসব খাবারে এলার্জি আছে কিনা আপ্নি নিজেই ভালো বুঝবেন।
কবুতরের কলিজা কোয়েল পাখির কলিজা দেশি মুরগির কলিজা হতে পারে খুব ভাল অপশন।
কবুতরের মাংস ১ বিছরের আগে না দেয়া ই ভালো।
গরুর বা খাসির কলিজাও আপনি দিতে পারবেন ৮ মাসের পর থেকে।

✅ যেসব বাচ্চাদের মুখের রুচি একেবারে চলে যায় তাদেরকে একটু আমলকি থেঁতো করে রস খাওয়ালে আপনি ভালো উপকার পাবেন।

✅ এক বছর থেকে ১৬ মাস পর্যন্ত বাচ্চাদের কৃমির উপদ্রব দেখা গেলে আপনি লেবুর বিচি ৩/৪ টা একদম পাটায় পিষে একটা মধু দিয়ে খাইয়ে দেবেন। মাসে একবার এটা আপনি খাওয়াতে পারবেন বা বাচ্চা রুচি একদমই চলে যায় বাচ্চা পায়ুপথে বারবার হাত দেয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন।

✅ ৬+ মাস থেকে বাচ্চাকে টক দই খাওয়ানোর অভ্যাস করুন।
যদি একেবারে টক দই খেতে না পারে তাহলে ফল,ভাত,চিড়া এর সাথে মিশিয়ে দিতে পারেন।
ঘরে পাতা টক দই এ আপনি প্রচুর পরিমাণে প্রোবায়োটিক এজেন্ট পাবেন যেটা হজমের জন্য অনেক বেশি সহায়ক।
এক বছর পর থেকে আপনি মধু শুরু করতে পারেন অল্প।আর গরুর দুধ দুই বছরের আগে না দেয়া ই ভালো। এক বছরের পর দুধ এর তৈরি খাবার পুডিং, পায়েস দিতে পারেন।

🛑 মনে রাখবেন সব বাবু এক না আর বাবুদের হজম শক্তি ও এক না।

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন । পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুত...
14/02/2024

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ।


পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে যত্ন নিব, কখন কী করবো, কী করলে ভাল হবে সহ হাজারো প্রশ্ন!

শিশুর যত্নে খাওয়া থেকে শুরু করে গোসল, মালিশ সব কিছুর প্রতিই আমাদের যত্নশীল হতে হয়। আর নতুন বাবা-মায়েদের জন্য নবজাতক শিশুর যত্ন নেওয়াটা চ্যালেঞ্জিংও বটে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক, নবজাতক শিশুর যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা।

নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা।
শিশুর সংস্পর্শে আসার আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন। সবসময় হাত ধোয়া সম্ভব না হলে জীবাণুনাশক হ্যান্ডওয়াশ অথবা ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এতে রোগ সংক্রমণের ঝুঁকি থাকবেনা। শিশুকে কোলে নেবার পরিবারের অন্যান্যদের হাত ধুয়ে নিতে বলুন।

শিশুকে খাওয়ানোর সময়।
শিশুকে সঠিক সময়ে খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ। নবজাতক শিশুকে প্রতি ২ থেকে ৩ ঘণ্টা পরপরই খাওয়ানো উচিত। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে ৮-১২ বার শিশুকে দুধ খাওয়াতে হতে পারে। শিশুর প্রথম ৬ মাসে শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। মায়ের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি এবং অ্যান্টিবডি, যা শিশুর বর্ধন এবং রোগপ্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। অনেক সময় বাচ্চারা বিভিন্ন কারণে দুধ পায়না কিংবা খেতে পারেনা। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে শিশুকে ফর্মুলা দুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে কেনার আগে অবশ্যই দুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারি, সঠিক পরিমাণ এবং দুধের গুণগত মান যাচাই করে নিন। আর যদি কেনা দুধ খাওয়ানোর ফলে শিশুর কোনো সমস্যার সৃষ্টি হয় শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

🔯  একজন নবজাতকের জন্মের পূর্বে বা জন্মের পরপর যে সকল জিনিস তার বাবা মায়ের সংগ্রহ রাখা প্রয়োজন। তাই আজই সংগ্রহ করুন।১। তা...
11/02/2024

🔯 একজন নবজাতকের জন্মের পূর্বে বা জন্মের পরপর যে সকল জিনিস তার বাবা মায়ের সংগ্রহ রাখা প্রয়োজন।

তাই আজই সংগ্রহ করুন।

১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
২। ইউরিন মেট ১টি ।
৩। নিমা সেট ২টি ।
৪। রুমাল সেট ৮টি।
৫। ন্যাপি ৬ পিস।
৬। বাথটাওয়াল ১ টি।
৭। ক্যাপ টাওয়াল ১টি।
৮। বিপ ১টি।
৯। নকশি কাঁথা ২টি ।
১০। কটন বাট ১ বক্স।
১১। খেলনা পিছ - ৫টি।
১২। বেবি কেয়ার কিট - ১০ টি ।

📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
১২ আইটেম এর ৪২ পিস কম্বো সেট।

যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে : 01913651588

10/02/2024

🔯 একজন নবজাতকের জন্মের পূর্বে বা জন্মের পরপর যে সকল জিনিস তার বাবা মায়ের সংগ্রহ রাখা প্রয়োজন। তার ধারাবাহিকতার কথা চিন্তা করে আমরা ১ টি প্রিমিয়াম কম্বো প্যাকেজ আকারে আপনাকে সহযোগিতা করে যাচ্ছি ।
এই কম্বো প্যাকেজ টি আপনার নবজাতকের জন্মেরে পরপর খুবই কাজে আসবে।
তাই আজই সংগ্রহ করুন।
১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
২। ইউরিন মেট ১টি ।
৩। নিমা সেট ২টি ।
৪। রুমাল সেট ৮টি।
৫। ন্যাপি ৬ পিস।
৬। বাথটাওয়াল ১ টি।
৭। ক্যাপ টাওয়াল ১টি।
৮। বিপ ১টি।
৯। নকশি কাঁথা ২টি ।
১০। কটন বাট ১ বক্স।
📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
▶️ কোয়ালিটির প্রশ্নে নো কম্প্রোমাইজ।
▶️ অর্ডার করুন সম্পূর্ন অগ্রীম পেম্নেট ছাড়াই।
▶️ প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হলে রয়েছে কোনরকম পেমেন্ট ছাড়াই রিটার্ন করার সুবিধা।
🎁এই কম্বো প্যাকেজ টি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা কল করুন আমারদের হোয়াটস্যাপ নম্বারে। 01913651588 📲
ইশাঅল্লাহ ২-৩ দিনের মধ্যেই আপনি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন।
☘️☘️ অর্ডার করুন নিশ্চিন্তে। ☘️☘️

10/02/2024

🔯 একজন নবজাতকের জন্মের পূর্বে বা জন্মের পরপর যে সকল জিনিস তার বাবা মায়ের সংগ্রহ রাখা প্রয়োজন। তার ধারাবাহিকতার কথা চিন্তা করে আমরা ১ টি প্রিমিয়াম কম্বো প্যাকেজ আকারে আপনাকে সহযোগিতা করে যাচ্ছি ।

এই কম্বো প্যাকেজ টি আপনার নবজাতকের জন্মেরে পরপর খুবই কাজে আসবে।

তাই আজই সংগ্রহ করুন।

১। তার সুন্দর ঘুমের জন্য বেবী বেড সেট + মশারী এটাস্ট।
(চাইলে আলাদা ইউজ করতে পারবেন। (৪ পিস)
২। ইউরিন মেট ১টি ।
৩। নিমা সেট ২টি ।
৪। রুমাল সেট ৮টি।
৫। ন্যাপি ৬ পিস।
৬। বাথটাওয়াল ১ টি।
৭। ক্যাপ টাওয়াল ১টি।
৮। বিপ ১টি।
৯। নকশি কাঁথা ২টি ।
১০। কটন বাট ১ বক্স।

📦 নিউবর্ন বেবি কম্বো প্যাকেজ 📦
▶️ কোয়ালিটির প্রশ্নে নো কম্প্রোমাইজ।
▶️ অর্ডার করুন সম্পূর্ন অগ্রীম পেম্নেট ছাড়াই।
▶️ প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হলে রয়েছে কোনরকম পেমেন্ট ছাড়াই রিটার্ন করার সুবিধা।

🎁এই কম্বো প্যাকেজ টি অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন।
অথবা কল করুন আমারদের হোয়াটস্যাপ নম্বারে। 01913651588 📲
ইশাঅল্লাহ ২-৩ দিনের মধ্যেই আপনি আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন।
☘️☘️ অর্ডার করুন নিশ্চিন্তে। ☘️☘️

09/02/2024

ল্যাকটোজ ইনটলারেন্স কী? (What Is Lactose Intolerance?):

ল্যাকটোজ ইনটলারেন্স-এর অর্থ হল ল্যাকটোজ জাতীয় খাবার সহ্য করতে না-পারা। আমাদের শরীরে ল্যাকটোজ জাতীয় খাবার হজম হয় ল্যাকটেজ উৎসেচকের সাহায্যে। যে শিশুদের এমনকী বড়দেরও এই সমস্যা থাকে, তাঁদের শরীরে ল্যাকটেজ উৎসেচকের উৎপাদন অনেকটাই কমে যায়। ফলে ল্যাকটোজ জাতীয় খাবার খাদ্যতন্ত্রে গন্ডগোল‌ পাকায়।
শিশুদের মধ্যে এই সমস্যা সাধারণত দুই বা তিন বছর বয়সের পরে আসে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে জন্মের এক-দুই বছরের মধ্যেও এমন ইনটলারেন্স দেখা যায়‌। সেক্ষেত্রে খুদের ডায়েটে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়।


ল্যাকটোজ ইনটলারেন্স-এর কারণ (Reasons Of Lactose Intolerance)

Address

Staf Quater
Dhaka
1360

Alerts

Be the first to know and let us send you an email when Blue Baby Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share