পাইলস-এনাল ফিশার- ফিশ্চুলা নিরাময় কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পাইলস-এনাল ফিশার- ফিশ্চুলা নিরাময় কেন্দ্র

পাইলস-এনাল ফিশার- ফিশ্চুলা নিরাময় কেন্দ্র Life Care Homeopathy
"We Care Your Health" I am Graduate Homeopath
(1)

কোলনের যত্ন নিন।
01/12/2024

কোলনের যত্ন নিন।

অর্শ-পাইলস-(Piles or Haemorroids):

মলদ্বারের বাইরে বা ভিতরের চারিদিকের শিরাগুলি যদি কোনো কারণ বশত ফুলে উঠে এবং প্রসারিত হয় এবং তা মটর দানার মতো হয় তবে এটাকে অর্শ বলে। এই স্ফীত এবং প্রসারিত শিরাগুলিকে বলি বলে। মলদ্বারের ভিতরে এবং বাহিরে শিরা স্ফীত, চর্ম শক্ত এবং কুন্চিত হয়ে ছোট ছোট বলি উৎপন্ন হয়।
অর্শ সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। ভিতরের এবং বাহিরের। মলদ্বারের বাহিরে মাংসপিন্ড দেখা যায় এটাকে বহির বলি বা অর্শ বলে আর ভিতরে যেটা সেটা দেখা যায় না। সেটা কলোনোস্কপির মাধ্যমে জানা যায়।
কারণঃ
বিভিন্ন কারনে অর্শ বা পাইলস দেখা দিতে পারে।
১) কোষ্ঠকাঠিন্য থাকলে অতিরিক্ত কোথ দিয়ে পায়খানার করার কারণে।
২)উত্তেজক, উগ্র জাতীয় ঔষধ সেবন এবং তীব্র রেচক ঔষধ সেবন।
৩) সর্বদা বসে কাজ করার কারণে, উগ্র মসলাযুক্ত খাবার গ্রহণ।
৪)যকৃতে রক্তাধিক্য বা লিভার সিরোসিস রোগ।
৫)অজির্ণ রোগ এবং পরিপাকতন্ত্রের গোলয়োগের কারনে।
৬)পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর চাপ।
৭)পুরাতন আমাশয়, পুরাতন উদরাময় বা দীর্ঘদিন পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত।
৮) বংশগত রোগ বা পিতামাতার এই রোগ থাকলে সন্তানদের মধ্যে দেখা দিতে পারে।
অর্শ রোগের লক্ষণ কি?
পায়ুপথে দপদপ করে,
চুলকায়, জ্বালাপোড়া করে,
পায়খানা করার পর ব্যথা হয়।
কাটাফোটার ন্যায় অনুভুতি হয়।
পায়খানা করার পর পায়ৃপথে রক্ত পড়া।
চিকিৎসা ও ম্যানেজমেন্টঃ
এই রোগ হলে রোগীরা প্রথমে গোপন রাখে কাউকে বলতে চায় না। পায়ুপথের রোগ বলে লজ্জাবোধ করে। মনে করে আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু ‍দিন যত ‍যায় তত বেশি হতে থাকে। তাই কারো যদি এমন সমস্যা হতে থাকে তবে অবহেলা না করে চিকিৎসা নিন। খাদ্যভাস পরিবর্তন করতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎকসাঃ
পাইলস বা অর্শ রোগের লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এবং কার্যকরী। তাই আপনি সমস্যা কথা গোপন না করে আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং চিকিৎসা নিন। এই রোগের জন্য লক্ষণ ভিত্তিক যে সকল ঔষধগুলো আসে তা হলো- Aesculus Hip, Ars Alb, Collinsonia Can, Ratanhia, Sulphur, Graph, Nux Vom, Hammalis, Aloe soc, Ignatia, Acid Nit, Acid Mur, ইত্যাদি। এই ঔষধগুলো কোনটা আপনার জন্য হবে সেটা নির্ধারণ করবে আপনার চিকিৎসক।
আনুসংগিক ব্যবস্থাঃ অর্শের জ্বালাপোড়া , চুলকানি কমানোর জন্য গরমপানির সেক নিতে পারেন।
পথ্যঃ অর্শ রোগে ভোগা রোগীর চিকিৎসার পাশাপাশি তার খাবার দাবারে নজর দিতে হবে। সকল প্রকার উত্তেজক বা গরম খাবার গ্রহণ একেবারে নিষিদ্ধ, দুধ ও মাখন বিশেষ পথ্য হিসেবে ব্যবহার করা যায়। পেপে, পেয়ারা, আমা, কমলালেবু খাওয়া যাবে। মাংস গরম মসলা লংকার ঝাল একদম নিষিদ্ধ। পুরতান চালের ভাত, যব, পটোল, শাক, ইত্যাদি খাওয়া যাবে।
ডা.মো. আরব আলী
বি.এইচ.এম.এস(ঢাকা বিশ্ব:)
মেডিক্যাল অফিসার, ডিপলেড ল্যাবরেটরিজ লি.

01/12/2024

আপনার পায়ুপথের যত্ন নিন। কোষ্ঠকাঠিন্য কমান। নিয়মিত ন্যাচারাল ফাইবার সমৃদ্ধ খাবার খান। মাংস বর্জন করুন।

অর্শ-পাইলস-(Piles or Haemorroids):মলদ্বারের বাইরে বা ভিতরের চারিদিকের শিরাগুলি যদি কোনো কারণ বশত ফুলে উঠে এবং প্রসারিত ...
04/11/2024

অর্শ-পাইলস-(Piles or Haemorroids):

মলদ্বারের বাইরে বা ভিতরের চারিদিকের শিরাগুলি যদি কোনো কারণ বশত ফুলে উঠে এবং প্রসারিত হয় এবং তা মটর দানার মতো হয় তবে এটাকে অর্শ বলে। এই স্ফীত এবং প্রসারিত শিরাগুলিকে বলি বলে। মলদ্বারের ভিতরে এবং বাহিরে শিরা স্ফীত, চর্ম শক্ত এবং কুন্চিত হয়ে ছোট ছোট বলি উৎপন্ন হয়।
অর্শ সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। ভিতরের এবং বাহিরের। মলদ্বারের বাহিরে মাংসপিন্ড দেখা যায় এটাকে বহির বলি বা অর্শ বলে আর ভিতরে যেটা সেটা দেখা যায় না। সেটা কলোনোস্কপির মাধ্যমে জানা যায়।
কারণঃ
বিভিন্ন কারনে অর্শ বা পাইলস দেখা দিতে পারে।
১) কোষ্ঠকাঠিন্য থাকলে অতিরিক্ত কোথ দিয়ে পায়খানার করার কারণে।
২)উত্তেজক, উগ্র জাতীয় ঔষধ সেবন এবং তীব্র রেচক ঔষধ সেবন।
৩) সর্বদা বসে কাজ করার কারণে, উগ্র মসলাযুক্ত খাবার গ্রহণ।
৪)যকৃতে রক্তাধিক্য বা লিভার সিরোসিস রোগ।
৫)অজির্ণ রোগ এবং পরিপাকতন্ত্রের গোলয়োগের কারনে।
৬)পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর চাপ।
৭)পুরাতন আমাশয়, পুরাতন উদরাময় বা দীর্ঘদিন পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত।
৮) বংশগত রোগ বা পিতামাতার এই রোগ থাকলে সন্তানদের মধ্যে দেখা দিতে পারে।
অর্শ রোগের লক্ষণ কি?
পায়ুপথে দপদপ করে,
চুলকায়, জ্বালাপোড়া করে,
পায়খানা করার পর ব্যথা হয়।
কাটাফোটার ন্যায় অনুভুতি হয়।
পায়খানা করার পর পায়ৃপথে রক্ত পড়া।
চিকিৎসা ও ম্যানেজমেন্টঃ
এই রোগ হলে রোগীরা প্রথমে গোপন রাখে কাউকে বলতে চায় না। পায়ুপথের রোগ বলে লজ্জাবোধ করে। মনে করে আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু ‍দিন যত ‍যায় তত বেশি হতে থাকে। তাই কারো যদি এমন সমস্যা হতে থাকে তবে অবহেলা না করে চিকিৎসা নিন। খাদ্যভাস পরিবর্তন করতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎকসাঃ
পাইলস বা অর্শ রোগের লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এবং কার্যকরী। তাই আপনি সমস্যা কথা গোপন না করে আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং চিকিৎসা নিন। এই রোগের জন্য লক্ষণ ভিত্তিক যে সকল ঔষধগুলো আসে তা হলো- Aesculus Hip, Ars Alb, Collinsonia Can, Ratanhia, Sulphur, Graph, Nux Vom, Hammalis, Aloe soc, Ignatia, Acid Nit, Acid Mur, ইত্যাদি। এই ঔষধগুলো কোনটা আপনার জন্য হবে সেটা নির্ধারণ করবে আপনার চিকিৎসক।
আনুসংগিক ব্যবস্থাঃ অর্শের জ্বালাপোড়া , চুলকানি কমানোর জন্য গরমপানির সেক নিতে পারেন।
পথ্যঃ অর্শ রোগে ভোগা রোগীর চিকিৎসার পাশাপাশি তার খাবার দাবারে নজর দিতে হবে। সকল প্রকার উত্তেজক বা গরম খাবার গ্রহণ একেবারে নিষিদ্ধ, দুধ ও মাখন বিশেষ পথ্য হিসেবে ব্যবহার করা যায়। পেপে, পেয়ারা, আমা, কমলালেবু খাওয়া যাবে। মাংস গরম মসলা লংকার ঝাল একদম নিষিদ্ধ। পুরতান চালের ভাত, যব, পটোল, শাক, ইত্যাদি খাওয়া যাবে।
ডা.মো. আরব আলী
বি.এইচ.এম.এস(ঢাকা বিশ্ব:)
মেডিক্যাল অফিসার, ডিপলেড ল্যাবরেটরিজ লি.

28/10/2024
Spermtorrehea (ধাতুদৌর্বল্য): Spermatorrhea is a condition of excessive, involuntary seminal discharge. In several cultu...
22/10/2024

Spermtorrehea (ধাতুদৌর্বল্য):
Spermatorrhea is a condition of excessive, involuntary seminal discharge. In several cultures, this referred to ej*******on outside of certain approved sexual practices and was thus a subjective term. A more modern medical definition is the excessive release of semen with no accompanying er****on or or**sm.

পুরুষের এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। সেটা হলো ধাতুদৌর্বল্য যাকে Spermatorrehoea বলে।

অনৈচ্ছিক বীর্য পাতের ফলে ধাতুদৌর্বল্য প্রকাশ পায়। স্বপ্নদোষ বা কাম উদ্দিপনা ছাড়াই বারবার বীর্যস্খলন হতে থাকে। এটা নিজে কোন রোগ নয় বরং অন্য কোনো রোগের লক্ষণ।
যেীবন কালে অস্বাভাবিক উপায়ে শুক্র ক্ষয় হলে এই রোগ সৃষ্টি হয় বা হস্ত মৈথুন এবং অতিরিক্ত স্ত্রী মেলামেশা করলে এটা দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য, অর্শ, ক্রিমি রোগ থাকলে এইরোগ হতে পারে। অনেক সময় ধ্বজভঙ্গ, সিফিলিস , গনোরিয়া ইত্যাদি রোগের লক্ষণ স্বরুপ ইহা দেখা দিতে পারে। যারা সাধারনত বেশি পরিমানে যেীন মিলন করে , অতিরিক্ত শুক্র ক্ষয় করে তাদের শুক্র থলিতে বেশি জমা থাকে না। ইহার ফলে তাদের শুক্র নির্গত হলে দেখা যায় তাদের শুক্রের ঘনত্ব কম এবং তা বেশ তরল।
এই রোগ দেখা দিলে রোগীর শুক্রপাত বেশি হওয়ার কারনে দৈহিক ও মানসিক দুর্বলতা বৃদ্ধি পায় । মাথা ঘোরে, ‍বুক ধড় ফড় করে। রোগী সর্বদাই অস্থির বোধ করে। বসা থেকে উঠলে মাথা ঘোরে এবং চোখে ঝাপসা দেখে, ক্ষুধাহীনতার ভাব দেখা দেখা যায়। পায়খানা -প্রসাব করার সময় পাতলা পাানির মত রস ঝরতে থাকে। সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়, পুুরুষাঙ্গের দুর্বলতা দেখা দেয়, চোখের চারিদিকে কালিমা পড়ে, অকাল বার্ধক্যৈ দেখা দেয়।
এই উপসর্গযুক্ত লোকদের স্ত্রীরা অনেক সময় মানসিক অশান্তিতে ও হতাশায় ভোগে এবং সংসারে অশাান্তি তৈরি হয়।
তাদের জন্য সুখবর হলো হোমিওপ্যাথিতে ভালো মানের চিকিৎকসা আছে। তাই কেউ যদি এই সমস্যায় ভোগেন আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎকসরের নিকট যোগা যোগ করে আপনার সমস্যা বিস্তারিত বলে ‍চিকিৎকসা নিন। সুস্থ হবেন ইনশাল্লাহ।
ডা.মো. আরব আলী

নিজের কাজের নিজেই যখন ডিজাইনার।
09/10/2024

নিজের কাজের নিজেই যখন ডিজাইনার।

Address

West Dhanmondi
Dhaka
5000

Alerts

Be the first to know and let us send you an email when পাইলস-এনাল ফিশার- ফিশ্চুলা নিরাময় কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পাইলস-এনাল ফিশার- ফিশ্চুলা নিরাময় কেন্দ্র:

Share