10/05/2024
আমার এই পেজটার বয়স মাত্র কয়েক মাস।এই পেজ এর সর্বসাকুল্যে লাইক মাত্র ১৫৬ টা আর ফলোয়ারস ২৬১ টা।মানুষজন মাঝে মাঝে নক দেয় এত এত লাইক বিক্রি করবে, আমি নিবো কিনা,আমি লিখি 'নট ইন্টারেস্টেড'।
এমনিতেই আমি একজন ফুল টাইম মা,ফুল টাইম ডাক্তার,ফুল টাইম পোস্টগ্রাজুয়েট রেসিডেন্ট,তারপরে আবার সামনে আমার পরীক্ষা। পড়াশুনা, বাচ্চা সামলানো, সংসার সামলানো সব মিলায় আমার নাজেহাল অবস্থা।
LacTok পেজটা আমার একটা পার্ট টাইম বিজনেস।আমার একটা প্যাশন।নিউ মাম্মি দের হেল্প করার একটা মাধ্যম।
এজন্যে মাঝে মাঝেই দেখা যায় আমার প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়,সময় দিতে পারিনা বলে রিস্টক করতে অনেক সময় লেগে যায়,তারপর আবার Granules রিস্টক করতে কস্টিং বেড়ে যাওয়ায় দাম ও তুলনামূলকভাবে একটু বাড়াতে বাধ্য হয়েছি আমি।সব মিলিয়ে এই অল্প লাইক নিয়েও রেগুলার কিছু কাস্টমারকে আমি হারিয়েছি।
তারপরেও আমি অল্প অল্প ইফোর্ট দিয়ে চেষ্টা করছি এই পেজটা কন্টিনিউ করার।স্টক শেষ হয়ে গেলেও আবার দ্রুত স্টক করার চেষ্টা করছি।পেজ এর রিভিউ ও খুব কম।তারমধ্যে আবার রিস্টক হতে দেরি হওয়ায় একটা নেগেটিভ রিভিউ ও চলে আসছে।আমি প্রি অর্ডার এর জন্যে কোন এডভান্স বুকিং মানি নেই না।পুরাটাই ক্যাশ অন ডেলিভারি দেই।আর এটা বেবি প্রোডাক্ট, ইমার্জেন্সি কোন মেডিসিন ও না যে আমার সব সময় স্টকে রাখা লাগবে।সবচে ইম্পর্ট্যান্ট কথা আমি ফুল টাইম বিজনেসওম্যান ও না। যারা অর্ডার করবেন এসব জিনিস মাথায় রেখেই অর্ডার করবেন প্লিজ।এম্নিতেই এতগুলো প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি পেজ এ তেমন কোন রিভিউ নাই,তাতে আবার রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেয়ার চেষ্টা করা সত্ত্বেও নেগেটিভ রিভিউ পাইলে মনটা খারাপ হয়ে যায়। 😔😔😔
তবে এই অল্প লাইক আর ফলোয়ার ওয়ালা পেজ কে বিশ্বাস করে যে আপনারা অর্ডার করেন তাতে আমি কৃতজ্ঞ। আশা করি এই পেজটায় একটু কষ্ট করে রিভিউ দিয়ে আমাকে আরো কৃতজ্ঞ করবেন।
ভালো থাকবেন সবাই।ভালো রাখবেন,সাথে থাকবেন।
হ্যাপি ফ্রাইডে এর শুভেচ্ছা। 😊😊😊
🌹🌹🌹🍁🍁🍁🍁🌼🌼🌼