LacTok

LacTok To help breastfeeding mother

Lactonic আপাতত স্টক আউট। আমরা চেষ্টা করতেছি আনানোর।স্টক ইন হলে আপনাদের আপডেট জানাবো। পেজ এ খেয়াল রাখবেন। ভালো থাকবেন।
04/01/2025

Lactonic আপাতত স্টক আউট। আমরা চেষ্টা করতেছি আনানোর।স্টক ইন হলে আপনাদের আপডেট জানাবো। পেজ এ খেয়াল রাখবেন।
ভালো থাকবেন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?ডেলিভারি চার্জ আর কন্ডিশন চার্জ নিয়ে কনফিউশন হচ্ছে,ব্যাপারটা ক্লিয়ার করি।আমি শুধু প্রোড...
23/12/2024

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?ডেলিভারি চার্জ আর কন্ডিশন চার্জ নিয়ে কনফিউশন হচ্ছে,ব্যাপারটা ক্লিয়ার করি।
আমি শুধু প্রোডাক্ট এর প্রাইস ৮৫০ টাকাই নেই,বাকি সব টাকা প্রোডাক্টটাকে কাস্টমারের হাতে পৌছায় দেয়ার জন্যে যেটুকু টাকা লাগে সব কাস্টমারকে দিতে হয়।ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে প্রতি প্রোডাক্ট এ কুরিয়ার সার্ভিস ১০ টাকা করে কন্ডিশন চার্জ রাখে।এজন্যে একটা প্রোডাক্ট নিলে ১০ টাকা এক্সট্রা দিতে হয় ডেলিভারি চার্জ এর পরেও,আর দুইটা প্রোডাক্ট নিলে ২০ টাকা দিতে হয়,তিনটা নিলে ৩০ টাকা।এই সব এক্সট্রা টাকাই কিন্তু ডেলিভারি কোম্পানি নেয়,আমি নেই না।আমি শুধু প্রোডাক্ট এর বেস প্রাইস ৮৫০ টাকাই রাখি।এখন সব সময় সব কাস্টমারকে কন্ডিশন চার্জ ডেলিভারি চার্জ আলাদা আলাদা করে বোঝানো টাফ হয়ে যায় আমাদের জন্যে।এজন্যে প্রোডাক্ট এর নিউ প্রাইসিং করলাম আমরা ৮৬০ টাকা।এই এক্সট্রা ১০ টাকা সেই কন্ডিশন চার্জ যা ডেলিভারি কোম্পানিকে দিতে হয়।

ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্যে।

ল্যাক্টোনিকের নতুন দাম: ৮৬০ টাকা।

কেমন আছেন সবাই? ল্যাক্টোনিক কিন্তু এভেইলেবল আছে। ৮৫০টাকা+DC বছরের শেষ হতে চললো।সব পেজ এ অফার চলছে,ডিসকাউন্ট চলছে,কিন্তু ...
18/12/2024

কেমন আছেন সবাই? ল্যাক্টোনিক কিন্তু এভেইলেবল আছে।
৮৫০টাকা+DC
বছরের শেষ হতে চললো।সব পেজ এ অফার চলছে,ডিসকাউন্ট চলছে,কিন্তু আমরা ল্যাক্টোনিকের প্রাইস ই এত মার্জিনাল লেভেলে রাখি যে এর থেকে কমে অন্য কোথাও আপনারা পাবেন না এবং এর থেকে কোন ডিস্কাউন্ট দেয়াও আমাদের জন্যে সম্ভব না।

সবাই ভাল থাকবেন।
হ্যাপি মাদারহুড টু অল!!!

🍁আসসালামু আলাইকুম মাম্মিস এন্ড পাপ্পাস।🌼একটা কথা আপনাদের জানানো হয়নি।আমি তৃতীয় বাচ্চার মা হয়েছি দুই মাস হল,আলহামদুলিল্ল...
18/10/2024

🍁আসসালামু আলাইকুম মাম্মিস এন্ড পাপ্পাস।
🌼একটা কথা আপনাদের জানানো হয়নি।আমি তৃতীয় বাচ্চার মা হয়েছি দুই মাস হল,আলহামদুলিল্লাহ। অস্থির সময়,সাথে আমার প্রেগন্যান্সি এবং পরীক্ষা সব মিলিয়ে আমার অবস্থা খুব নাজেহাল ছিল।এজন্যে পেজ এ বেশি সময় দিতে পারিনি,দু:খিত।

🍁আজ আপনাদের আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি।

আমার বাচ্চাটা জন্মের দুই দিনের মাথায় NICU তে ভর্তি ছিল জন্ডিস নিয়ে।পাক্কা পাচ দিন ফটোথেরাপি পেয়েছে সেখানে।এমনিতে তৃতীয়বারের মত মা হওয়ায় আমার ব্রেস্ট মিল্ক তাড়াতাড়িই চলে এসেছিল আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু আমার বাচ্চাটা NICU তে ছিল আর আমাকে পাম্প করে মিল্ক হাসপাতালে দিয়ে আসতে হয়েছিল সেজন্যে আমি তখন ল্যাকটোনিক খাওয়া শুরু করেছিলাম।বাচ্চা সাক করলে যে পরিমানে মিল্ক তৈরি হয় পাম্প করলে স্বাভাবিকভাবেই সেই পরিমানে মিল্ক তৈরি হবে না।আর আমার বাচ্চাকে NICU তে প্রায় সারাদিন এবং রাত মিলায়ে বেশ অনেক খানি মিল্ক দিতে হত যেহেতু ও ডিমান্ড ফিডিং করতো আর আমার আরো দুইটা ছোট ছোট বাচ্চা ঘরে থাকায় আমি সারাদিন ফিডিং করানোর জন্যে হাসপাতালে থাকতেও পারতাম না।

আলহামদুলিল্লাহ ল্যাকটোনিক সেই দু:সময়ে আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। 😊😊😊

ইভেন এখনো তিন নাম্বার বাচ্চার ক্ষেত্রে কোন ম্যাটার্নিটি লিভ না পাওয়ায় আমার দুই মাসের বাচ্চাকে রেখেই অফিস করতে হচ্ছে,আমি সারাদিনের মিল্ক পাম্প করে রেখে যাই,বাচ্চা সারাদিন সেই পাম্প করা মিল্ক খায় তারপর আমি অফিস থেকে এসে ডিরেক্ট ফিড করাই।আলহামদুলিল্লাহ।

#ল্যাকটোনিক এভেইলেবল আছে।আপনারা চাইলে নিতে পারেন।

🏵️আমার বাচ্চাগুলোকে দোয়ায় রাখবেন।
😍ভালো থাকবেন,ভালো রাখবেন।

কেমন আছেন আপনারা?অনেকদিন LacTok পেজ এর কার্যক্রম বন্ধ ছিল।দেশের সার্বিক অবস্থার জন্যে।কিছু Lactonic Granules স্টক এ আছে,...
30/07/2024

কেমন আছেন আপনারা?
অনেকদিন LacTok পেজ এর কার্যক্রম বন্ধ ছিল।দেশের সার্বিক অবস্থার জন্যে।কিছু Lactonic Granules স্টক এ আছে,এগুলো শেষ হলে কবে আবার স্টক করতে পারবো তা আসলে বলা যাচ্ছে না।এদিকে আমার ডেলিভারি হবে সামনের মাসে ইনশাআল্লাহ, তাই আমিও বেশ ব্যস্ত।আপনারা আমার জন্যে দোয়া করবেন। ইন্টারনেট এর অবস্থা কি হয় বলা যায়না।একটা মোবাইল নাম্বার দিচ্ছি।মেসেঞ্জারে নক দিয়ে রেসপন্স না পাইলে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আপনারা।

ভালো থাকবেন,ভালো রাখবেন।
01401408749

Happy Rainy day to allLactonic granules available to order.Hurry... Before stock out.
02/07/2024

Happy Rainy day to all
Lactonic granules available to order.
Hurry... Before stock out.

Notice for all....
13/06/2024

Notice for all....

আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। গরম পরেছে আবার।যারা নতুন মায়েরা আছেন বেশি বেশি পানি জাতীয় খাবার,ডাবের পানি,তরল খাবার বে...
24/05/2024

আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। গরম পরেছে আবার।যারা নতুন মায়েরা আছেন বেশি বেশি পানি জাতীয় খাবার,ডাবের পানি,তরল খাবার বেশি করে খাবেন।মায়ের দুধে পানির পরিমান বেশি থাকে,আপনি যত পানি খাবেন আপনার বাচ্চা তত বেশি করে দুধ পাবে।আর আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন,পানিশূন্যতায় ভোগেন তাহলে আপনার বাচ্চাও পর্যাপ্ত দুধ পাবে না।এজন্যে বাচ্চার কথা চিন্তা করে আরো বেশি বেশি করে পানি জাতীয় খাবার খেতে ভুলবেন না যেন।

সুস্থ থাকেন হাইড্রেটেড থাকেন,বাচ্চাকে মায়ের দুধ দেয়ার যে অতুলনীয় অনুভুতি তা সৃষ্টিকর্তা সবাইকে দান করুক সেই কামনা করি।

হ্যাপি ফ্রাইডে।

Lactonic Granules available 😊😊😊

জুম্মা মুবারক।হ্যাপি ফ্রাইডে। ল্যাকটোনিক এভেইলেবল!
17/05/2024

জুম্মা মুবারক।
হ্যাপি ফ্রাইডে।
ল্যাকটোনিক এভেইলেবল!

Hello mommys!!!
12/05/2024

Hello mommys!!!

11/05/2024
আমার এই পেজটার বয়স মাত্র কয়েক মাস।এই পেজ এর সর্বসাকুল্যে লাইক মাত্র ১৫৬ টা আর ফলোয়ারস ২৬১ টা।মানুষজন মাঝে মাঝে নক দেয় এত...
10/05/2024

আমার এই পেজটার বয়স মাত্র কয়েক মাস।এই পেজ এর সর্বসাকুল্যে লাইক মাত্র ১৫৬ টা আর ফলোয়ারস ২৬১ টা।মানুষজন মাঝে মাঝে নক দেয় এত এত লাইক বিক্রি করবে, আমি নিবো কিনা,আমি লিখি 'নট ইন্টারেস্টেড'।

এমনিতেই আমি একজন ফুল টাইম মা,ফুল টাইম ডাক্তার,ফুল টাইম পোস্টগ্রাজুয়েট রেসিডেন্ট,তারপরে আবার সামনে আমার পরীক্ষা। পড়াশুনা, বাচ্চা সামলানো, সংসার সামলানো সব মিলায় আমার নাজেহাল অবস্থা।

LacTok পেজটা আমার একটা পার্ট টাইম বিজনেস।আমার একটা প্যাশন।নিউ মাম্মি দের হেল্প করার একটা মাধ্যম।

এজন্যে মাঝে মাঝেই দেখা যায় আমার প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়,সময় দিতে পারিনা বলে রিস্টক করতে অনেক সময় লেগে যায়,তারপর আবার Granules রিস্টক করতে কস্টিং বেড়ে যাওয়ায় দাম ও তুলনামূলকভাবে একটু বাড়াতে বাধ্য হয়েছি আমি।সব মিলিয়ে এই অল্প লাইক নিয়েও রেগুলার কিছু কাস্টমারকে আমি হারিয়েছি।

তারপরেও আমি অল্প অল্প ইফোর্ট দিয়ে চেষ্টা করছি এই পেজটা কন্টিনিউ করার।স্টক শেষ হয়ে গেলেও আবার দ্রুত স্টক করার চেষ্টা করছি।পেজ এর রিভিউ ও খুব কম।তারমধ্যে আবার রিস্টক হতে দেরি হওয়ায় একটা নেগেটিভ রিভিউ ও চলে আসছে।আমি প্রি অর্ডার এর জন্যে কোন এডভান্স বুকিং মানি নেই না।পুরাটাই ক্যাশ অন ডেলিভারি দেই।আর এটা বেবি প্রোডাক্ট, ইমার্জেন্সি কোন মেডিসিন ও না যে আমার সব সময় স্টকে রাখা লাগবে।সবচে ইম্পর্ট্যান্ট কথা আমি ফুল টাইম বিজনেসওম্যান ও না। যারা অর্ডার করবেন এসব জিনিস মাথায় রেখেই অর্ডার করবেন প্লিজ।এম্নিতেই এতগুলো প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি পেজ এ তেমন কোন রিভিউ নাই,তাতে আবার রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেয়ার চেষ্টা করা সত্ত্বেও নেগেটিভ রিভিউ পাইলে মনটা খারাপ হয়ে যায়। 😔😔😔

তবে এই অল্প লাইক আর ফলোয়ার ওয়ালা পেজ কে বিশ্বাস করে যে আপনারা অর্ডার করেন তাতে আমি কৃতজ্ঞ। আশা করি এই পেজটায় একটু কষ্ট করে রিভিউ দিয়ে আমাকে আরো কৃতজ্ঞ করবেন।

ভালো থাকবেন সবাই।ভালো রাখবেন,সাথে থাকবেন।
হ্যাপি ফ্রাইডে এর শুভেচ্ছা। 😊😊😊
🌹🌹🌹🍁🍁🍁🍁🌼🌼🌼

Address

Free School Street, Hatirpul
Dhaka
1205

Telephone

+8801717665110

Website

Alerts

Be the first to know and let us send you an email when LacTok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to LacTok:

Share