Tamanna Chowdhury

Tamanna Chowdhury Food for Healthy Living
(3)

25/07/2025

পোড়া রোগীদের দ্রুত রিকোভার করার জন্য অনেক উপকারী একটি রেসিপি "এগনগ".

এগনগ (Eggnog) হলো একটি ডেজার্ট ড্রিংক, যা হাই প্রোটিন হাই ক্যালরি হাই ফ্যাট সমৃদ্ধ একটা রেসিপি। এটি ডিম, দুধ, চিনি, এবং দারুচিনি গুড়া দিয়ে তৈরি করা হয়।

🧂 উপকরণ:
• দুধ – ৩ কাপ ফুল ক্রিম
• ডিম – ৩টি
• চিনি – ১/২ কাপ
• ভ্যানিলা এক্সট্র্যাক্ট – ১ চা চামচ
• দারচিনি গুঁড়ো – ১/২ চা চামচ (ঐচ্ছিক

🍳 প্রণালী:
1. একটি বাটিতে ডিম ও চিনি মিশিয়ে হালকা ক্রিমি না হওয়া পর্যন্ত ভালোভাবে ফেটাও।
2. একটি সসপ্যানে দুধ মাঝারি আঁচে গরম করো। ফুটতে না দিলেও গরম হতে দাও।
3. ডিমের কুসুম যাতে না জমে যায়, তাই গরম দুধ অল্প অল্প করে ডিমের মিশ্রণে মেশাও, একসাথে নেড়ে নিতে হবে।
4. মিশ্রণটিকে আবার সসপ্যানে দিয়ে মাঝারি আঁচে চুলোয় নাড়তে থাকো যতক্ষণ না এটি একটু ঘন হয় (ধরো ৭০-৭৫°C পর্যন্ত গরম করা)।
5. রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে ভ্যানিলা এক্সট্র্যাক্ট, দারচিনি গুঁড়ো মেশাও।

6.ঠান্ডা করে পরিবেশ করা।

তামান্না চৌধুরী পুষ্টিবিদ

25/07/2025

প্রস্রাব পায়খানা চেপে রাখা এক ধরনের অপরাধ
যা শারীরিক ক্ষতির কারন

25/07/2025
25/07/2025

মানুষের কান্না কষ্ট আপনার মোবাইলে ধারন করে পাপের বোঝা আর বাড়াবেন না।

25/07/2025

বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয় না হলে সে বড় হয়ে ভবিষ্যতে আপনার কথাও মনোযোগ দিয়ে শুনবে না।

24/07/2025

নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য একজন প্রতিষ্ঠিত মানুষের নামে বদনাম করে আপনি হয়তো প্রতিষ্ঠিত হবেন কিন্তু ঘটনার পুনরাবৃত্তি আপনার সাথেও হবে।

24/07/2025

সব সময় কম্প্রোমাইজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

23/07/2025

খারাপ ব্যবহার করা মানুষের পক্ষ নিয়ে যখন কেউ বলে, "ওর রাগ বেশি কিন্তু মন ভালো "
তখন বুঝবেন ইনিই হচ্ছে আসল নাটের গুরু।

23/07/2025

একজনের কমনসেন্সের অভাব হলে ভুক্তভোগী অনেকেই হয়।

23/07/2025

স্থির হতে পারছিনা।

লজ্জা
22/07/2025

লজ্জা

22/07/2025

ডায়েট বা ডায়টেশিয়ানের সুবিধা সব হাসপাতালে নেই।পুড়ে যাওয়া যারা মুখে বা নাকের নলে খাবার পাচ্ছেন তাদের প্রতিদিন হাই প্রোটিন হাই ক্যালরি ডায়েট প্রয়োজন।ঠিক মত হিসেব করে দিলে দ্রুত রিকোভার হয়।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamanna Chowdhury:

Share

Category