Fatima Tahsin - Nutrition & Diet Consultant

Fatima Tahsin - Nutrition & Diet Consultant “Let food be thy medicine, and let medicine be thy food.” ( Hippocrates)
সঠিক খাদ্যাভ্যাস, সুস্থ জীবন

03/06/2025

অনেক সময় যথেষ্ট ঘুমানোর পরেও এবং কড়া চা বা কফি খাওয়ার পরও অনেকের ঘুম ঘুম ভাব বা প্রচণ্ড ঘুম পায়। এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে।
যেমন -

১. ঘুমের গুণগত মান (Sleep Quality) ভালো না হওয়া

শুধু সময় দিয়ে ঘুমালেই ঘুম পূর্ণ হয় না। ঘুম যদি বারবার বিঘ্নিত হয়, গভীর ঘুমে না যেতে পারেন, তবে তা যথেষ্ট বিশ্রাম দেয় না।

সম্ভাব্য কারণ: স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea), ঘুমের সময় নাক ডাকা, দুঃস্বপ্ন, অস্থিরতা।

২. হরমোন বা থাইরয়েডের সমস্যা

হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) বা অন্য কোনো হরমোনজনিত সমস্যা থাকলে শরীর সব সময় ক্লান্ত লাগে।

৩. রক্তে শর্করা (Blood Sugar) সমস্যা

হাইপোগ্লাইসেমিয়া (কম সুগার) বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে অতিরিক্ত ঘুমঘুম ভাব হতে পারে।

৪. রক্তস্বল্পতা (Anemia)

শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেন ঠিকভাবে পৌঁছায় না, ফলে ক্লান্তি ও ঘুমঘুম ভাব হয়।

৫. বিষণ্নতা বা মানসিক চাপ (Depression, Anxiety)

মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকলে অনেক সময় ঘুমালেও ঘুমানোর অনুভূতি আসে না, সারাক্ষণ ঘুম ঘুম লাগে।

৬. অতিরিক্ত ক্যাফেইন খাওয়া

অনেকেই ভাবেন ক্যাফেইন ঘুম কমাবে, কিন্তু বেশি ক্যাফেইন স্নায়ুকে ক্লান্ত করে দিতে পারে, ঘুম-বিষণ্নতা বাড়াতে পারে।

৭. ভুল ঘুমের সময়সূচি (Sleep Schedule Problem)

আপনি যদি মধ্যরাতে ঘুমিয়ে সকালে দেরিতে উঠেন, শরীরের সার্কাডিয়ান রিদম বিঘ্নিত হতে পারে।

🧪 সমাধান ও করণীয়:

১. রক্ত পরীক্ষা করুন: CBC, Thyroid profile (TSH, FT4), Vitamin D, B12, Cortisol

২. ঘুমের প্যাটার্ন পর্যবেক্ষণ করুন: আপনি ঘুমের মাঝে বারবার জাগেন কিনা।

৩. নিয়মিত ব্যায়াম করুন ও সকালবেলা সূর্যালোক গ্রহণ করুন।

৪. ডিজিটাল ডিটক্স: ঘুমের আগে মোবাইল/ল্যাপটপ কম ব্যবহার করুন।

৫. মানসিক চাপ থেকে যথাসম্ভব দূরে থাকুন,স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়,সকল রোগের মূল।

৬. চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে ঘুমজনিত ব্যাধির জন্য (Sleep Specialist / Neurologist)।

৭. সঠিক ও স্বাস্থ্যকর লাইফস্টাইল মেইনটেইন করুন এবং স্বাস্থ্যকর খাবার পরিমিত খান।প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিন।

✍️পুষ্টিবিদ ফাতিমা তাহ্সিন
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটিশিয়ান,
বেটার লাইফ হসপিটাল, ঢাকা।

ফলোয়ারস,ছবি দেখে বিভ্রান্ত হবেন না।আপনারা মানুষ, গরু না 😐তাই বেশি করে শাকসবজি খান 😊
21/05/2025

ফলোয়ারস,

ছবি দেখে বিভ্রান্ত হবেন না।
আপনারা মানুষ, গরু না 😐
তাই বেশি করে শাকসবজি খান 😊

30/04/2025

ওজন কমানোর জার্নিতে কমন একটা সমস্যা হলো অতিরিক্ত ক্ষুধা পাওয়া। অতিরিক্ত ক্ষুধা লাগার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন -

▪️রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া): যখন শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন মস্তিষ্ক খাবার খাওয়ার সংকেত পাঠায়।ফলে ক্ষুধা লাগে।

▪️ডায়াবেটিস: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে শরীর সঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে বারবার ক্ষুধা লাগে।

▪️হাইপারথাইরয়েডিজম: থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন উৎপন্ন করলে বিপাকক্রিয়া বেড়ে যায়, ফলে ক্ষুধা বেড়ে যায়।

▪️ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুম না হলে ঘ্রেলিন (ক্ষুধা বাড়ায়) হরমোন বেড়ে যায় এবং লেপ্টিন (ক্ষুধা কমায়) হরমোন কমে যায়।

▪️ স্ট্রেস বা মানসিক চাপ: মানসিক চাপেও অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয় (emotional eating)।

▪️ওষুধ: কিছু ওষুধ যেমন স্টেরয়েড, অ্যান্টিডিপ্রেসেন্ট ইত্যাদি ক্ষুধা বাড়াতে পারে।

আপনার যদি নিয়মিতভাবে অস্বাভাবিকভাবে ক্ষুধা লাগে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

তরমুজ একটি পুষ্টিকর ও জনপ্রিয় ফল।তবে এটি সবার জন্য উপযুক্ত না– কিছু বিশেষ ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।কারা তরমুজ খেতে পারেন...
29/04/2025

তরমুজ একটি পুষ্টিকর ও জনপ্রিয় ফল।তবে এটি সবার জন্য উপযুক্ত না– কিছু বিশেষ ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

কারা তরমুজ খেতে পারেন :

১.সাধারণ সুস্থ মানুষ – তরমুজে পানি, ভিটামিন C, A, ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী।

২. গরমের দিনে – পানি ও ইলেক্ট্রোলাইট সরবরাহ করে শরীর ঠান্ডা রাখে।

৩. ডায়েটে থাকা মানুষ – ক্যালোরি কম বলে ওজন কমাতে সহায়তা করে।

কারা তরমুজ খাবেন না বা সাবধানে খাবেন :

১. ডায়াবেটিক রোগী:

তরমুজে প্রাকৃতিক চিনি বেশি থাকায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

তবে সামান্য পরিমাণে, খাবারের সাথে মিলিয়ে খেলে সমস্যা কম হয়।

২. কিডনি রোগী:

তরমুজে পটাসিয়ামের পরিমাণ বেশি, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

৩. অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা বা এসিডিটি আছে যাদের :

তরমুজ ঠান্ডা প্রকৃতির ফল, বেশি খেলে হজমে সমস্যা বা ঠান্ডা লাগা বাড়তে পারে।

৪. যাদের অ্যালার্জি আছে:

বিরল ক্ষেত্রে তরমুজে অ্যালার্জি হতে পারে—চুলকানি, ফোলা, শ্বাসকষ্ট ইত্যাদি।

কারো নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকলে তরমুজ খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

✍️ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ফাতিমা তাহ্সিন
বেটার লাইফ হসপিটাল, ঢাকা।

বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানো নিয়ে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ তথ্য।
29/04/2025

বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানো নিয়ে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ তথ্য।

29/04/2025

গতকালকে একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা চেম্বারে এসেছেন। আমার কাছে আসার মূল উদ্দেশ্য ওজন কমানো,হসপিটালের একজন গাইনোকলজিস্ট আপা রেফার করেছেন। তো হিস্ট্রি নিতে গিয়ে জানলাম ১৯ বছর ধরে উনারা বেবি নেওয়ার চেষ্টা করছেন,কিন্তু পারছেন না।এমনকি IVF ও করিয়েছেন।চিকিৎসা করিয়েছেন কলকাতা, চেন্নাই।এখন গাইনোকলজিস্ট আগে ওজন কমাতে বলেছেন।

ক্যালকুলেট করে দেখলাম পেশেন্ট প্রায় ৪০ কেজি ওভারওয়েইট। BMI ৩৯ এর উপরে।

অতিরিক্ত ওজন কনসিভ করার ক্ষেত্রে অবশ্যই একটা বড় বাধা।তার উপর পেশেন্টের হাইপোথাইরয়ডিজম।পিসিওএস আছে কিনা চেক করতে TVS, USG of whole abdomen দিলাম।ইনসুলিন রেজিস্ট্যান্টও হতে পারে ধারণা করলাম,তাই Homa IR ও দিলাম।ডক্টরের পরামর্শে কিছু হরমোনের টেস্টও ছিলো। এদিকে রোগী ভিটামিন ডি ডেফিসিয়েন্ট।

তো লাইফস্টাইল হিস্ট্রি,ডায়েটারি হ্যাবিটস নিয়ে হিস্ট্রি নিচ্ছি,মহিলা যত কিছুই বলুক না কেন তার হাজবেন্ড বার বার বলছিলেন "ও কি জানে,ও ঠিকমতো বলতেই পারছে না,আমি ফেড আপ।" শেষে জিজ্ঞেস করলাম স্ট্রেস আছে কিনা।

মহিলার চোখে লালচে আভা দেখতে পেলাম।

ব্যাপারটা বুঝে ভদ্রলোককে বললাম, উনার স্ত্রীর সাথে একা কিছু কথা বলতে চাই। ভদ্রলোক ঠিক আছে বলে বের হয়ে গেলেন।এদিকে তক্ষুনি ভদ্রমহিলা নীরব কান্নায় ভেঙে পড়লেন।

আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না।শুধু বুঝতে পারছিলাম উনাকে একটু মেন্টাল সাপোর্ট এই মুহূর্তে দিতে হবে। শান্ত হতে বললাম উনাকে। আল্লাহর পরীক্ষায় সবর করতে বললাম, আশ্বাস দিলাম - আল্লাহ নিরাশ করবেন না। আমরা উনার উপর ভরসা রেখে জার্নিটা শুরু করি।আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে এলেন।

এরপর ডায়েট প্ল্যান প্রিপেয়ার করে দুজনকে বুঝিয়ে দিলাম।হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে বললাম।ভরসা দিলাম,আমরা নিয়ামত পাবো ইং শা আল্লাহ।

এরকম কেইস আমাকে এই প্রথম হ্যান্ডেল করতে হলো। বুঝলাম, একেকটা পেশেন্টেকে দেওয়া সেবা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, কতটা দায়িত্বের।চেম্বারে মাগরিবের সালাত আদায় করে দুয়া করলাম,আল্লাহ যেন আমার হাত দিয়ে উনাদের উপকার করার তাওফিক দেন।কারণ অসীম আশা নিয়ে উনারা আমার কাছে এসেছেন, আল্লাহই পাঠিয়েছেন।

অন্যান্য পেশার সাথে চিকিৎসা পেশার এটাই সবচেয়ে বড় তফাৎ, এই চ্যালেঞ্জগুলো।

✍️ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ফাতিমা তাহ্সিন,
বেটার লাইফ হসপিটাল, ঢাকা।

📌এপয়েন্টমেন্ট পেতে হসপিটালের হটলাইনে কল করুন।
📌অনলাইন এপয়েন্টমেন্ট পেতে পেইজে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন।

02/02/2025
Important
20/12/2024

Important

কথা সত্য,কি বলেন? 😁
13/12/2024

কথা সত্য,কি বলেন? 😁

11/12/2024

শরীরে কোন টিউমার বা ক্যান্সার থাকলে তাদের খাদ্য হচ্ছে চিনি।অর্থাৎ আপনি যত চিনি খাবেন,সেটা ওই টিউমার বা ক্যান্সার সেলকেই খাইয়ে বড় করা হবে। তাই সময় থাকতে সাদা চিনি বাদ দিন এবং লাল চিনি সীমিত করুন।

একটি স্বাস্থ্যকর ডিনার বা ব্রেকফাস্ট। কি কি আছে, বলুন তো?
01/11/2024

একটি স্বাস্থ্যকর ডিনার বা ব্রেকফাস্ট।

কি কি আছে, বলুন তো?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatima Tahsin - Nutrition & Diet Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fatima Tahsin - Nutrition & Diet Consultant:

Share