Health সমস্যা ও সমাধান

Health সমস্যা ও সমাধান Stay connected to Daily Health Tips for a healthy and wealthy life, you know health is wealth. Doctors around the globe are most welcome to join this page.

আমাদের দেশে যত ওষুধ তৈরি হয়, এর প্রতিটি ফর্মুলা বা পেটেন্ট রাইটস বাইরে থেকে ধার করা। এমনকি বেশির ভাগ উপাদান ও অন্যান্য কাঁচামালও বাইরে তাকে আসে। এখানেকেবল চলে দেখে দেখে ওষুধ বানিয়ে প্যাকেটজাত করে বাজারে ছাড়ার কাজটুকু।

একটি ওষুধ উদ্ভাবন বা ফর্মুলা আবিষ্কারের জন্য সার্বিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পেছনে বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। ওষুধের প্রাথমিক গবেষণা থেকে শুরু করে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজে

অনেক সময়েরও প্রয়োজন। সরকারের পক্ষে এত টাকা খরচের কোন সামর্থ নেই। এমনকি বেসরকারী সেক্টরের কোন প্রতিষ্ঠানও এমন সাহস দেখায় না।

আলোচিত টিকফা চুক্তি হলে কিংবা ২০১৬ সালের পর পেটেন্ট রাইটস আবিষ্কারক দেশগুলো থেকে কিনে আনতে হলে ওষুধের উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য অনেক বেড়ে যাবে। তাই আমাদেরই নিতে হবে নিজেদের দায় ভার। বিদেশী ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের ভেষজ ওষুধগুলো সম্পর্কে ধারণা নিতে এবং ব্যবহার জানতে হবে, ব্যায়াম করতে হবে, সঠিক খাদ্য নির্বাচন করতে হবে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকার উপায় জানতে হবে এবং সুস্থ্য জীবন যাত্রায় অভ্যস্থ হতে হবে। রোগের প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে। আর সেই কাজটিই সামর্থ অনুযায়ী করে যাচ্ছে বাংলাভাষায় প্রথম ও একমাত্র ফেইসবুকভিত্তিক স্বাস্থ্যপত্রিকা .::দেহ::.

আপনার অংশগ্রহণে আমরা পৌঁছে যাব আরও অনেক অজনা পাঠকের কাছে। সুস্থ-সবল-সক্ষম বাঙ্গালী জাতি গড়ে তুলতে আমাদের প্রতিটি পোষ্টে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি।

মুখবন্ধ: এই পেইজের সকল তথ্য শুধুমাত্র বাংলাভাষায় স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত যা কোন অবস্থাতেই চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্নয় ও তার চিকিৎসার জন্য সংশ্লিস্ট চিকিৎসকের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।

Address

Dhaka

Telephone

+88 01766546690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health সমস্যা ও সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health সমস্যা ও সমাধান:

Share