OCD Clinic - BSMMU

OCD Clinic - BSMMU Welcome to our page! A place for individuals with OCD and those who love and support them. Welcome to OCD Clinic, BSMMU !!

As we all know that OCD is a very disabling disorder, it has a chronic and waxing and wanning course and is associated with a lot of stigma, misunderstanding and maltreatment. Here we try to provide treatment, education and research for patients suffering from OCD. We also arrange seminars and workshops on a regular basis for the correct understanding of the fourth most prevalent Psychiatric Disorder. We have a big team (lead by Associate Professor Dr. Sultana Algin) which is working to enhance the services and awareness of OCD all through Bangladesh.

ফল জেনে নিন এক ক্লিকে। ক্লিক করুন নিচের লিঙ্কে"Admission Test Result" https://forms.bsmmu.ac.bd/result_res_25/
08/11/2024

ফল জেনে নিন এক ক্লিকে। ক্লিক করুন নিচের লিঙ্কে

"Admission Test Result" https://forms.bsmmu.ac.bd/result_res_25/

বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল জেনে এক ক্লিকে

২ অক্টোবর ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সুপার স্পেশালাইজ হাসপাতালে দক্ষিণ কো...
07/10/2024

২ অক্টোবর ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সুপার স্পেশালাইজ হাসপাতালে দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) রাষ্ট্রদূত পার্ক, ইয়াং-সিক (Mr. Park, Young-Sik) এর সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা, চিকিৎসক, নার্সসহ কর্মরতদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও হাসপাতালের রক্ষাণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়

সুপার স্পেশালাইজ হাসপাতালে

৯ জন নবীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে অভিনন্দন জানিয়েছেনডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্...
06/10/2024

৯ জন নবীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে অভিনন্দন জানিয়েছেন
ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন । তিনি বলেন, বাংলাদেশের সূর্যসন্তান চিকিৎসক সম্প্রদায় আরও সমৃদ্ধ ও শক্তিশালী হল নবীন এই মনোরোগ বিশেষজ্ঞদের মেধাবী আত্মপ্রকাশে

মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্র আরও সমৃদ্ধ ও শক্তিশালী হল

চিকিৎসাবিজ্ঞানী ও কল্যাণচিন্তক অধ্যাপক ইমরান বিন ইউনুস লিখেছেন, চট্টগ্রামে সত্যিকারভাবে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। খণ্...
13/09/2024

চিকিৎসাবিজ্ঞানী
ও কল্যাণচিন্তক
অধ্যাপক ইমরান বিন ইউনুস লিখেছেন, চট্টগ্রামে সত্যিকারভাবে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। খণ্ডিত একটি প্রশাসনিক বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। এককালের সবচেয়ে কার্যকরী প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, জেনারেল প্রাকটিস ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে। নেই কোনো চিকিৎসা সেবা কর্মী বা প্রতিষ্ঠান সুরক্ষার যথাযথ আইনানুগ ব্যবস্থা বা নিরাপত্তা জাল। অন্যদিকে নাই চিকিৎসা ব্যবস্থায় দায়বদ্ধতার প্রয়োগ। সুযোগ, সামর্থ ও আস্থার অভাবের এক দুষ্টু চক্র সৃষ্টি হয়ে চলছে ও স্বাস্থ্য বাণিজ্য এবং স্বাস্থ্য পর্যটন দিনে দিনে বাড়ছে।

চট্টগ্রামের চিকিৎসা ও স্বাস্থ্য ক্যানভাস পরিবীক্ষণ ও পর্যালোচনা

“অ্যাড্রিনাল গ্রন্থি কর্টিসল হরমোন নিঃসরণ করে। অতিরিক্ত মানসিক চাপ থাকলেও এটা হতে পারে। শরীর যদি প্রয়োজনের অতিরিক্ত কর্ট...
09/09/2024

“অ্যাড্রিনাল গ্রন্থি কর্টিসল হরমোন নিঃসরণ করে। অতিরিক্ত মানসিক চাপ থাকলেও এটা হতে পারে। শরীর যদি প্রয়োজনের অতিরিক্ত কর্টিসল ক্ষরণ করে তখন হৃদ্‌রোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবিটিসের আশঙ্কা তৈরি হয়। এই অতিরিক্ত কর্টিসলের কারণে মেদও জমে। ওজনও বাড়তে থাকে।” আরও কিছু উপসর্গ দেখা দেয়। যেমন, ঘুমের সমস্যা শুরু হতে পারে। চিকিৎসকের কথায়, যাঁর কম ঘুম বা অনিদ্রার সমস্যা নেই, তিনিও ঘুমের ঘাটতিতে ভুগবেন। শুলে ঘুম আসতে চাইবে না। মাথায় হাজারো চিন্তা ঘুরবে। দিনভর ক্লান্তি ভাব থাকবে। কাজে উৎসাহ পাওয়া যাবে না।

কর্টিসল প্রভাব ফেলতে পারে স্নায়ুতন্ত্রের উপরেও

"বৃদ্ধা আবার বলতে লাগলেন, ‘আমি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। শিশুদের মন দেখার অভিজ্ঞতা আছে। আর নিজের সন্তান, হায়াতের ম...
09/09/2024

"বৃদ্ধা আবার বলতে লাগলেন, ‘আমি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। শিশুদের মন দেখার অভিজ্ঞতা আছে। আর নিজের সন্তান, হায়াতের মুখও দেখেছি। তার মুখ বসে আছে আপনার মুখে।’
‘আপনার ছেলের নাম কি হায়াত?’
‘হ্যাঁ। এমন চমকে উঠলেন কেন আমার ছেলের নাম শুনে?’
প্রশ্নের উত্তর না দিয়ে বিস্ময়ের ঝাঁকি খেয়ে হায়াত ব্যাকুল হয়ে প্রশ্ন করল, ‘আপনার নাম কী?’
‘আমার নাম দিয়ে কী হবে বাবা?’
‘বাবা’ শব্দটাও ভূকম্পন তুলল হায়াতের বোধে। অস্থির হয়ে আবার প্রশ্ন করল, বেশ জোরালোভাবেই, ‘আপনার নাম কী? বলুন প্লিজ।’
‘হালিমা খাতুন।’"

একটু দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে এই বৃদ্ধার অভিব্যক্তি

“স্যার, আপনার বাসার ঠিকানাটা দেন। আমি পল্লী চিকিৎসক“। সেহেরী খেয়ে ঘুমিয়েছি। ভাঙ্গা ঘুমে দ্বিধান্বিত কণ্ঠ- “কে?”“আমি নর...
08/09/2024

“স্যার, আপনার বাসার ঠিকানাটা দেন। আমি পল্লী চিকিৎসক“। সেহেরী খেয়ে ঘুমিয়েছি। ভাঙ্গা ঘুমে দ্বিধান্বিত কণ্ঠ- “কে?”
“আমি নরসিংদীর পল্লী চিকিৎসক স্যার”।
“অসীম, কি-রে কেন ফোন করছিস”! আমার ছাত্র, এখন নরসিংদী সদর হাসপাতালের গাইণী বিভাগের জ্যেষ্ঠ্য কনসালটেন্ট। নিজেকে পল্লী চিকিৎসক বলে- পাশ করার পর থেকে জেলা আর উপজেলায় কাটাচ্ছে বলে।"

২০০৫ সাল পর্যন্ত কাটিয়েছি চমৎকার সময়

বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদে এই বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগের অধ্...
06/09/2024

বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা ও গবেষণা) পদে এই বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্ট্রিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস বিভাগের অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার নিয়োগ পাওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে

সমাজমাধ্যমের নেশাকে ‘আচরণগত আসক্তি’ বলা হয়। দেখা গিয়েছে, যাঁরা বেশি সময় সমাজমাধ্যমে কাটান, তাঁরা আশপাশের সম্পর্কগুলিকে ত...
05/09/2024

সমাজমাধ্যমের নেশাকে ‘আচরণগত আসক্তি’ বলা হয়। দেখা গিয়েছে, যাঁরা বেশি সময় সমাজমাধ্যমে কাটান, তাঁরা আশপাশের সম্পর্কগুলিকে তেমন ভাবে গুরুত্ব দিতে চান না। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় তরুণ প্রজন্ম, বিশেষ করে বয়ঃসন্ধির কিশোর-কিশোরীদের। অনেকেই বলেন, বন্ধুদের বাবা-মায়েদের মতো তাঁদের মা-বাবা দামি জিনিস কিনে দিচ্ছেন না, বিদেশ ঘোরাতে নিয়ে যাচ্ছেন না। এই নিয়ে মা-বাবার সঙ্গে নিরন্তর লড়াই লেগেই আছে। আবার প্রেম বা দাম্পত্য সম্পর্কেও প্রভাব পড়ছে।

মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায়ের বক্তব্য

বিএসএমএমইউ-র  মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসে...
05/09/2024

বিএসএমএমইউ-র মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ও সাইকোথেরাপি উইং প্রধান অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, অধ্যাপক আজাদ তরুণ, দক্ষ, সফল একজন শিক্ষক এবং জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে

দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থারবিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস...
04/09/2024

দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থারবিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে নিম্নোক্ত বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলো।

প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান,

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান,

অবসটেট্ররিকেল এন্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এবং সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম,

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদ,

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. ফজলুর রহমান,

বিএসএমএমইউর মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী,

এমএইচ সমরিতা মেডিকেল কলেজের ডারমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমদ শামিম এবং

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদার।

স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও চিকিৎসা সেবার মানোন্নয়নে

একাধিক গবেষণায় প্রমাণিত, ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারলে শরীরের পাশাপাশি মনও ভাল থাকে। ওই সময়েই মস্তিষ্ক সবচেয়ে ...
04/09/2024

একাধিক গবেষণায় প্রমাণিত, ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারলে শরীরের পাশাপাশি মনও ভাল থাকে। ওই সময়েই মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই অনেকেই বলেন, ভোরবেলা উঠে পড়তে বসলে পড়া বেশি ভাল মনে থাকে।

ভোরে বা সকালে উঠতে না পারার অন্যতম কারণ রাতে দেরিতে ঘুমোনো। দীর্ঘ ক্ষণ মোবাইল দেখা। শিশুকে যদি তাড়াতাড়ি ঘুমোনোর অভ্যাস করানো যায়, তা হলে ভোরে উঠতে কোনও সমস্যাই হবে না। ভোরে ঘুম ভাঙার পরের এক ঘণ্টা সময়কে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। ওই সময়ে সবচেয়ে আগে যা করা জরুরি, তা হল শরীরচর্চা। বিভিন্ন রকম স্ট্রেচিং, জগিং অভ্যাস করাতে পারেন শিশুকে। প্রাণায়াম, যোগাসন করলেও খুব ভাল।

সকালে ঘুম থেকে ওঠার পরে কী কী অভ্যাস রপ্ত করাবেন শিশুকে

Address

BSMMU, Shahbagh
Dhaka

Opening Hours

11:00 - 13:00

Telephone

01776375945

Website

Alerts

Be the first to know and let us send you an email when OCD Clinic - BSMMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OCD Clinic - BSMMU:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram