Ove Medicine Center

Ove Medicine Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ove Medicine Center, Pharmacy / Drugstore, Kamrangir char, Jaulahati Chowrasta khondokar goli, Dhaka.

ছবিতে যে এক্সরে দেখানো হয়েছে, এটি একটি ২ বছরের বাচ্চার। দাদীর কান থেকে কানের দুল মুখে নিয়ে খেলছিল বাচ্চাটি, এরপর সেটি চল...
20/05/2025

ছবিতে যে এক্সরে দেখানো হয়েছে, এটি একটি ২ বছরের বাচ্চার। দাদীর কান থেকে কানের দুল মুখে নিয়ে খেলছিল বাচ্চাটি, এরপর সেটি চলে যায় খাদ্যনালীতে। এক্সরে তে দেখা যাচ্ছে, কানের দুল খাদ্যনালীতে ঢোকার পর এর ধারালো অংশ ফুটা হয়ে শ্বাসনালীতে ঢুকেছে, এজন্য বাচ্চাটার শ্বাসকস্ট হচ্ছিল। ভোররাতে ডিউটি ডক্টরের কল পেয়ে সকালে গিয়ে ওটি এরেঞ্জ করে ফেলি। আলহামদুলিল্লাহ কোন সমস্যা ছাড়া ইমার্জেন্সি ওটি তে জেনারেল এনাস্থেশিয়া দিয়ে এটি বের করতে সক্ষম হই। এনাস্থেশিওলোজিস্ট আপাকেও ধন্যবাদ। বাচ্চাটাকে ১ দিন রাখার পর কাল ছুটি দিলাম। বাচ্চার বাবা মা খুব খুশি।
করোনা মহামারী শুরুর পর থেকে হাসপাতালে গিয়ে রোগী দেখেও শান্তি পাই না। গগল্‌স, মাস্ক, পিপিই বেশিক্ষন পরে থাকা বেশ কস্টকর, দম বন্ধ লাগে, মনে হয় আর কতক্ষন পর এইসব খুলে শান্তিমত একটু বিশুদ্ধ বাতাস নিতে পারব।
WHO এর গাইডলাইন অনুযায়ী খুব প্রয়োজন ছাড়া আমাদের রুটিন অপারেশনগুলো সাময়িকভাবে বন্ধ। কারন এই সময়ে ইএনটি সার্জন এবং এনাস্থেশিওলোজিস্ট দের রিস্ক সবচেয়ে বেশি, একদম মুখের কাছে গিয়ে অপারেশনগুলো করতে হয়। এত রিস্ক জেনেও কিন্তু আমাদের ইমার্জেন্সি অপারেশনগুলো থেমে নেই। এভাবে যে আর কত দিন!
তবে এখন রুটিন কেস কমে গেলেও হাসপাতালে ঢোকার পর থেকেই এক এক করে আসতে শুরু হয় ইমপেক্টেড ফরেনবডি’র কেসগুলো, ২৪ ঘন্টায় প্রায় অর্ধ শতাধিক। এই যেমন নাকে পুথি, ছোট্ট ব্যাটারী, বোতাম, খেজুরের বিচি, তেঁতুলের বিচি, ডালিমের দানা; এছাড়া কানের ভেতরে তেলাপোকা, কটন বাড, রাবার আরো কত কি!! সেই সাথে আছে সেফটিপিন, হিজাব পিন, পয়সা, পেরেক,এমনকি কানের দুল খেয়ে আসা রোগী। লকডাউনে ঘরে বসে থেকে মানুষের কাজ না থাকাই মনে হয় এগুলোর প্রধান কারন।
এত কথা লেখার একটাই কারন, প্লিজ বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, ছোট ছোট জিনিষগুলো যেন বাচ্চারা হাতে না পায় সেদিকে একটু খেয়াল রাখেন। হাসপাতালের প্রতিটা জায়গায় এখন করোনার জীবাণু ঘুরে বেড়াচ্ছে। আপনার করোনা না হলেও, হাসপাতালে এসে নতুন করে ইনফেক্টেড হওয়ার কোন মানে হয় না।
কার্টেসীঃ Dr. Hashim Reza Roctim 💝
রি পোস্ট।

14/10/2023
"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!? 🤔 বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত প...
11/11/2021

"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!? 🤔

বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়। বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

আল্লাহর সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই! 🙂

💥সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে।
এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়।
WHO এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।
ডাঃ এ এন এম ওয়াহিদুজ্জামান
আর এম ও,ঢাকা শিশু হাসপাতাল।
# collected

Female ভার্জিনিটি vs bleeding মন দিয়ে পরবেন সবাই!'🙂জানা খুব দরকার আপনার নিজের প্রয়োজনে!একটা রিসার্চ ফার্মে কাজ করতে গিয়...
09/11/2021

Female ভার্জিনিটি vs bleeding মন দিয়ে পরবেন সবাই!'🙂

জানা খুব দরকার আপনার নিজের প্রয়োজনে!

একটা রিসার্চ ফার্মে কাজ করতে গিয়ে ৫০ জন মহিলার সাথে প্রায়ই আমার দেখা হতো, সাভারের একটা গ্রামে তারা থাকেন, একটা ছোটো সংগঠনে তারা কাজ করেন!'

তাদের কেউ মানুষের বাসায় কাজ করেন,
কেউ গার্মেন্টস এ কাজ করেন,
কারো চায়ের টং দোকানে বসেন,
কেউ কেউ কৃষি কাজ করেন!'

একদিন দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করছেন
এবং উনার হাসবেন্ড উনাকে অনেক মারধর করেছে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে!'🙂

আমি জিজ্ঞেস করলাম কেনো ডিভোর্স
দিয়েছে, তখন ওই আন্টি বললেন তার হাসবেন্ড ১ বছর ধরে তাকে কথায় কথায় গালাগালি করে, মারধর করে এবং তার চরিত্র নিয়ে কথা বলে
কারন প্রথমবার in*******se এর সময় ওই মহিলার ব্লিডিং হয়নি!'

এবং এর পরে কখনই না এরপর বাকিরা একে একে মুখ খুললো,
আমি তাদের মেয়ের বয়সী, তারা খুব লজ্জা পাচ্ছিলেন, আমি অনেক কস্টে তাদের easy করলাম!'

তারপর যা শুনলাম সেটা পাব্লিকলি বলার মতো না, এটা আমাদের ভদ্র সমাজের খুব পরিচিত একটা
কুসংস্কার, ব্লিডিং না হলে মনে করা হয় মেয়েটা ভার্জিন না, চরিত্র ভালোনা!'🙂

Well,
একটু যদি scientifically চিন্তা করি তাহলে কিন্তু সব পানির মত পরিস্কার!'🖤

১. ব্লিডিং হবে কি হবে না এটা নির্ভর করে H***N নামক একটা membrane এর উপর!'
২.এই membrane টা vaginal opening কে cover করে রাখে!'
৩.কিন্তু কতটুকু cover করে রাখবে এটা নির্ভর করে এক্টা female person এর বয়স, উচ্চতা, ওজন এবং শরীরের অনেক ফিচারের উপর!'

৪.H***n যদি thin হয়, ব্লিডিং না হবার সম্ভাবনা অনেক বেশি,আর thick হলে ব্লিডিং হতে পারে!'

৫. অনেক female এর জন্মগত ভাবেই h***n থাকে না, so bleeding না হওয়াটাই স্বাভাবিক!'

৬. যেসব মেয়েরা cycling করে, exercise করে, জিমে যায়, অথবা skipping করে, jumping করে তাদের ওই
H***n নামক পর্দা ভেঙে যায়, so bleeding হওয়ার পসিবিলিটি নাই!'

৭.British Medical Journal এর একটা রিসার্চে বললা হয়েছে " worldwide ৬৩% মেয়েদের first time s*xual relation এ bleeding হয়না, এবং the one &
only reason is H***N মেম্বড়াণে

৮.আরো একটা রিসার্চে বলা হয়েছে, বয়স যত বাড়বে, যাদের মেমব্রেন আছে, সেটা আরো thin হতে থাকে এবং একটা সময় পর্দাটা ফেটে
যাবে, তাহলে কিভাবে ব্লিডিং হবে যদি membrane এ
না থাকে? frown emoticon

৯.তার মানে দাঁড়ায় একটা ১৫-১৬ বছরের মেয়ের
ফার্স্ট টাইম in*******se এর সময় ব্লিডিং হওয়ার সম্ভাবনা
যত বেশি, একটা ২৫-২৬ বছরের মেয়ের ব্লিডিং হওয়ার সমম্ভাবনা ততটাই কম!'

যতই বলি আমরা এগিয়ে যাচ্ছি,আমাদের মেন্টালিটি কিন্তু এখনো অনেক নিচে!'🙂

আর দোষ দিবো কাকে?
আমাদের education system টাই অনেক বেশি ত্রুটি পুর্ন!

s*x education নিয়ে কোথাও পড়ানো হয় না, সিলেবাসে এইসব টপিক তো নাই ই,
বরং যে এক দুইটা চ্যাপ্টার আছে menstruation and
adolescence নিয়ে, ওইগুলো ও ঠিক মতো পড়ানো হয় না!

আমি জানি এই পোস্ট টা আপডেট করার পর কিছু নোংরা মানুষ যা ইচ্ছা
Comment এ লিখবে কিন্তু আমার কিছু আসে যায় না!😊

শুধু গ্রামের মানুষ এরকম না, অনেক শিক্ষিত মানুষ ও এমন, তাদের কাছে ভার্জিনিটি মানেই bleeding!

বুঝাবার মতো কেউ নেই, বলার মত কিছু নেই, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন!'

সুখী থাকুন!'

26/10/2021
শিক্ষামূলকঃকিভাবে বুঝবেন যে ঔষধ খাচ্ছেন সেটার মেয়াদ আছে কি নেই?যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান...
02/12/2019

শিক্ষামূলকঃ
কিভাবে বুঝবেন যে ঔষধ খাচ্ছেন সেটার মেয়াদ আছে কি নেই?
যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান থেকে ঔষধ কেনার সময় হয় সম্পূর্ণ স্ট্রিপ বা ঔষধের পাতা কিনছেন বা দোকানদার পূর্ণ স্ট্রিপ থেকে কেটে কয়েকটি দিচ্ছেন, পূর্ণ স্ট্রিপ কিনলে কেনার আগে কিছু জিনিস খেয়াল করুন বা যে স্ট্রিপ থেকে কেটে দিচ্ছে, কাটার আগে দোকানদারের হাত থেকে নিয়ে চেক করুন, ঔষধের স্ট্রিপ এর গায়ে উপরে বা নিচের অংশে স্পষ্ট কিছু ইংরেজি সংখ্যা এবং অক্ষরে ওই ঔষধের মেয়াদ উত্তীর্ণের সময় কাল লেখা আছে।
লাল তীর চিহ্ন দিয়ে ইংরেজি "E" অক্ষরের পাশে মেয়াদ উত্তীর্ণের মাস এবং বছর দেয়া থাকে, এখানে "E" তে Expire বুঝানো হয়েছে, প্রথম দুটো সংখ্যা মাস কে বুঝায়, পরের দুটো সংখ্যা বছর বুঝায়, যেমন : E0221, মানে হলো এই ঔষধের মেয়াদ ২০২১ এর ফেব্রুয়ারী মাস পর্যন্ত। এইভাবে সব ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণের দিকনির্দেশনা পাবেন, কেনার আগে দেখে কিনবেন।
সবার বোঝার স্বার্থে এখানে ঔষধের স্ট্রিপের ছবি দেওয়া হলো।
(সংগৃহীত)

Address

Kamrangir Char, Jaulahati Chowrasta Khondokar Goli
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Ove Medicine Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram