12/04/2022
পারকিন্সন একটি কেন্দ্রীয় স্নায়ুজনিত রোগ, যা সচরাচর বয়স্কদের মধ্যে বেশি দেখার প্রবনতা থাকলে ও বর্তমানে মধ্য বয়স্কদের মধ্যে ও এর প্রকটতা দেখা দিচ্ছে।সচরাচর এ রোগে রোগী নিজেকে অনেক দূর্বল ও ক্লান্ত মনে করে। বিশ্রাম অবস্থায় হাত বা পায়ের কম্পন অনুভূত করে এবং হাটার সময় ভারসাম্য ও পায়ের শক্তি কমে আসায় পড়ে যাওয়ার প্রবনতা বেড়ে যেতে পারে। এ রোগ ধরা পড়ার সাথে সাথে নিয়মিত ঔষধ ও পারকিনসন রোগ সুনির্দিষ্ট কিছু ব্যয়াম এর মাধ্যমে জড়তা, শক্তিহীনতা ও দূর্বলতা কাটিয়ে তোলা যায়।
দেওয়ান মোঃ মোজাম্মেল
সিনিয়র ফিজিওথেরাপিস্ট
01671522045