Physicians

Physicians An open platform to share medical and health information to increase health awareness.

https://www.facebook.com/share/1Ak689uJ4w/?mibextid=wwXIfr
08/04/2025

https://www.facebook.com/share/1Ak689uJ4w/?mibextid=wwXIfr

ছবিটা দেখে আরেকবার মনে পড়ে গেলো, বাংলাদেশের মানুষ কেন ক্ষমতা চায়।

কেন অন্য চাকরিতে একই গ্রেডের বেতন পেলেও বিসিএস ক্যাডার হবার জন্য বছরের পর বছর বেকার থেকে, টিউশন করিয়ে বয়স শেষ হওয়া পর্যন্ত বিসিএসের প্রস্তুতি নেয়।

সে যাই হোক, ছবিটা দেখে আজকে একটু অসহায়ই বোধ হলো৷ নাহিদ ইসলাম পায়ে ব্যথা পেয়েছেন। গুনে গুনে ১১ জন দৃশ্যমান ডাক্তার সেখানে উপস্থিত। থাকতেই পারেন। এতে আমার মাথাব্যথা নেই। কিন্তু যে কারণে মাথাব্যথা-

আজ সকালে ডাক্তার দেখাতে গেলাম পিজি হাসপাতালে। উদ্দ্যেশ্য স্কিন এবং ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট। প্রথমে সিরিয়াল দিয়ে টিকেট নিলাম৷ গেলাম ৭ তলায়৷ স্কিনের ডাক্তার আমাকে সময় দিলেন বড়জোর ৪০-৫০ সেকেন্ড। দুটো সমস্যা নিয়ে গিয়েছিলাম। একটা সমস্যা বলার পরেই, আমার প্রেসক্রিপশন তৈরি।

-বললাম ডক্টর, মেডিকেল হিস্ট্রিটা একটু জানাই। এর আগেও কিছু মেডিসিন নিয়ে কাজ হয়নি...

-লাগবে না, বলে থামিয়ে দিলেন।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে অন্তত মেডিকেল হিস্ট্রি, পূর্বের মেডিকেশন (ব্যবহৃত ওষুধ ও ডোজ), রোগ নির্ণয় ও প্রতিকারে মেডিসিন প্রেসক্রাইব করার জন্য কতটুকু জরুরি তা আমি জানি। ডক্টরও জানেন। কিন্তু যেখানে দেশের মানুষের জীবনের দাম নাই। ওখানে স্কিনের এতো দাম কীভাবে হয়!

-বললাম, "ডক্টর আরেকটা প্রব্লেম..."
-ডাক্তার আমাকে থামিয়ে বললেন, আগে একটার চিকিৎসা শেষ করেন৷ পরে দেখায়েন আরেকটা।

সমস্যা হচ্ছে একটা সমস্যা শেষ করে, আরেকটা সমস্যার চিকিৎসা শুরু করলে সেটা ভবিষ্যতে কতটুকু গুরুতর পর্যায়ে যাবে সেটা তিনিও খুব ভালো করে জানেন৷ কিন্তু ওটা তার চিন্তার বিষয় নয়৷ ওনার চিন্তা সময় নিয়ে। খাতায় রোগীর নাম এন্ট্রি করে রোগীকে তাড়াতে পারলে বাঁচে।

একগাদা মন খারাপ নিয়ে গেলাম, ১১ তলায় ডেনিস্ট্রি বিভাগে৷ সব রুম প্রায় তালাবদ্ধ। BMU এর ২ জন ট্রেইনি ডক্টর বাদে অর্থডন্টিক বিভাগে কোনো প্রফেসর তখন ডিউটিতে ছিলেন না। সবাই ছুটিতে। ১১১৫ নম্বর কক্ষে গিয়ে পাই একজন ট্রেইনি ডাক্তারকে। তিনি বই পড়ছিলেন। খুব সম্ভবত, শীঘ্রই কোনো একাডেমিক পরীক্ষা আছে।

দরজা নক করে ভেতরে আসবো কিনা জানতে চাইলে, তিনি ঠোঁট বাঁকিয়ে এমন এক্সপ্রেশন দিলেন। মনে করেন আগেকার দিনে কোনো শূদ্র ব্রাহ্মণকে ছুঁয়ে ফেললে যেমন এক্সপ্রেশন দেয়ার কথা, খানিকটা অমন। অচ্ছুৎ টাইপের একটা ফিল দিলেন। এ দেশে এতকিছু গায়ে মাখলে হয় না। যাক গে।

দাঁতের ট্রিটমেন্টে দাঁত উঠিয়ে ফেলতে হতে পারে। সাথে প্রায় লাখখানেক টাকা খরচ। চিকিৎসা কোন পদ্ধতিতে করবো সেই সিদ্ধান্ত নিতে, সবকিছু মিলিয়ে আমার কিছু বিষয়ে জানার ছিলো। কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না৷ বললেন, ২ টা টেস্ট করিয়ে সিরিয়াল দিয়ে যেতে। ১ মাস পরে আসতে!

মানে wth! একটা মাসে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন চলে আসে।

১১ তলা থেকে ৭ তলায় গিয়ে টিকেট নিলাম। ৬ তলায় পেমেন্ট করলাম। আবার ১১ তলায় এসে X-ray OPG এর সামনে সিরিয়াল দিলাম। এবার ঘটলো অন্য কাহিনি, মেশিন কাজ করছে না৷ একজনকে টেস্ট করার পরে, ১০ মিনিট মেশিনকে রেস্ট দিয়ে পরের জনেরটা টেস্ট করাতে হবে।

এই হচ্ছে, খুবই মাইনর দুটো রোগের ডাক্তার দেখাতে একজন অনার্স পড়ুয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দশা৷

খেটে খাওয়া, অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত সেই রাজনৈতিক/অর্থনৈতিক প্রভাবহীন মানুষগুলোর চিকিৎসা সেবা কাছে থেকে দেখলে বুঝবেন, দেশে মৌলিক অধিকার বলে কিছু নেই।

দেশের বিত্তশালী বা রাজনৈতিকভাবে প্রভাবশালী না হলে, আপনার জীবনের দাম ১০ টাকার টিকেট পর্যন্তই।

-Mirza Saki, BGE 49

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ...
25/02/2025

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলীর লেখা "লিভার জানুন এবং ভালো থাকুন" বইটি আমার দেখার এবং পড়ার সৌভাগ্য হল। বাংলা ভাষায় সাধারণ পাঠকের জন্য লিভারের উপরে এমন তথ্যবহুল বইয়ের দীর্ঘদিন ধরে অভাব অনুভব করেছি। বাংলাদেশের লিভারের নানাবিধ রোগের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। এমন কোন পরিবার নাই যেখানে কেউ হেপাটাইটিস রোগে ভোগে নাই। জানাশুনার মধ্যে এমন কেউ নাই যার সিরোসিস অফ লিভার হয় নাই। ইদানিংকালে লিভার ক্যান্সারও অনেক দেখা যায়। শুধু রোগ বলে কথা না রোগের উপসর্গ, রোগ নির্ধারণ উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসার পরামর্শ এবং চিকিৎসা পাওয়া ও সেই সাথে রোগীর সেবা যত্ন অত্যন্ত সময় সাপেক্ষ জটিল এবং ব্যয়বহুল। আমি মনে করি চিকিৎসার সাথে যারা সংশ্লিষ্ট আত্মীয়স্বজন তাদের রোগ সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা থাকা উচিত যাতে করে রোগের প্রসার ও জটিলতা উপলব্ধি করতে পারেন । "লিভার জানুন এবং ভালো থাকুন" বইটি প্রতিটি সচেতন পাঠকের জন্য অবশ্যই পাঠনীয়। অধ্যাপক মোহাম্মদ আলী তার ভূমিকা লিখেছেন "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন চিকিৎসকের দায়িত্ব কেবল চেম্বার ক্লিনিক বা অপারেশন থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ নয় চিকিৎসকবৃন্দের উচিত জনসাধারণের মধ্যে তাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রত্যেক চিকিৎসক অথবা যিনি যে রোগের বিশেষজ্ঞ তিনি সেই রোগের প্রতিরোধের জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা তার নৈতিক দায়িত্ব"। উনার এই চিন্তা-চেতনার সাথে আমি শতভাগ সহমত পোষণ করি।
এই বইটিতে লিভার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া আছে' সকল প্রকার হেপাটাইটিস সম্বন্ধে তথ্যবহুল বিবরণ দেওয়া আছে, তাছাড়া লিভারের বিভিন্ন রোগ সম্বন্ধে আলোচনা আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন লিভার সম্পর্কিত উপকারী বিষয়, নবজাতকের জন্ডিস, লিভারের জটিল রোগসমূহ চিকিৎসা ও প্রতিরোধ, লিভারের গুরুত্বপূর্ণ অপারেশন এবং সবশেষে লিভার ট্রান্সপ্লান্টেশন এর উপরে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বইটির প্রচ্ছদ অত্যন্ত মানসম্মত। বইটির কাগজ ও ছাপা সুন্দর এবং বিভিন্ন চিত্র দ্বারা বিষয়গুলি আলোচনা করা হয়েছে।
বইটি অত্যন্ত যত্ন সহকারে সম্পাদিত হয়েছে।
আমি মনে করি বাংলাদেশের সব চিকিৎসকের হাতে বইটি থাকা উচিত এবং লিভার রোগীদের বইটি পড়ার জন্য তারা যেন রোগী এবং রোগীর আত্মীয়-স্বজনকে উৎসাহিত করেন।

19/06/2024

“You are made up of 84 minerals, 23 elements and 8 gallons of water divided by 38 billion cells.

You were built from nothing by the spare parts of the earth you consumed, according to a set of instructions hidden in a double helix small enough to be carried by a s***m cell.

You are made of recycled butterflies, plants, rocks, streams, firewood, wolf skins and shark teeth broken into their smallest parts and rebuilt into the most complex living thing on our planet.

You are not only living on earth... you ARE the earth !”

So, please, love, honor, care and respect Mother Earth.

Remembering Col Quazi Shaffiuddin Ahmed (25th August 1951–22nd June 2007) Physician & Interventional Cardiologist.Colone...
24/08/2023

Remembering Col Quazi Shaffiuddin Ahmed (25th August 1951–22nd June 2007) Physician & Interventional Cardiologist.

Colonel Quazi Shaffiuddin was 10th child of Quazi Abdur Rouf and Syeda Khatun. His father, Quazi Abdur Rouf, was from Hooghly, West Bengal, India and mother, Syeda Khatun, was from Paikgram Kasba, Khulna. His parents belonged to renowned Quazi family in Hoogly and Khulna.
In 1947 they moved from Kolkata to Khulna and eventually settled in Dhaka in 1962. He was the second last of the eleven siblings. He married Amina Sabiha Ahmed (Pinky), the eldest daughter of Squadron Leader Mohammad Fazlul Karim and Bilkis Afzal. They had a son Quazi Shafat Ahmed and a daughter Sabah Shafeen. He did his SSC in 1967 from West End High School. He was placed in the first division with distinction in three subjects. In 1969 he passed out from Dhaka college in first division.

Professor Colonel Retired Dr Quazi Shaffiuddin Ahmed was born on 25th of August 1951 at Khulna in erstwhile East Pakistan. Col Shafi graduated from Dhaka Medical College in 1975. Col Shafi, was trained in internal medicine and obtained his FCPS-internal medicine. In 1985 he had extensive training in Cardiology in Sweden, Japan, and United Kingdom for more than 2 years.

Col Shafi was upright and an officer with strong personality. He had a scientific bent of mind and was an outstanding clinician. Should he have served continuously and would not have opted for early retirement he would have been the Consultant Physician General. There is a particular incident that I would like to mention here regarding a patient admitted under my care in Medical ward-1, who was confused and disoriented and febrile. I thought he had enteric fever, and he was not responding to treatment. I called Shfafi to have a look. He diagnosed the patient clinically and said he is moving into cerebral Malaria. It is better to give him Quinine injection. The patient survived. Col Shafi and I resided in Rupsa quarters early in our career as next-door neighbor. I believe that Shafi followed the clinical style of Late General Anis Waiz from whom he was inspired. After retirement he served in Lab Aid Cardiac Hospital and gained perfect skills in interventional cardiology. During his service he was the Chief interventional cardiologist and head of the department of cardiology Combined Military Hospital Dhaka of Bangladesh Army. He is well known for his pioneering role in introducing non invasive and interventional procedures in Bangladesh. Shafi knew what he believed in and was fearless in expressing it. He served Bangladesh Army for long 27 years. The first colour Doppler Echo cardiography in Bangladesh was performed in 1990 in the non-invasive lab of CMH Dhaka. Transophageal echocardiography was also done in the early 90s, the only one of its kind in the country in that time. He started doing coronary angiography successfully since 1995. He performed the first ASD device closure in the country on 23rd of June 2001. It was a cruel turn of destiny that he suffered a heart attack at night and drove himself to Lab Aid Cardiac Hospital where received the initial treatment. Subsequently he went to Singapore for better management and unfortunately he suffered asystole but was not noticed by the nurse on duty and he went into ischemic encephalopathy and was brought back to Dhaka and was admitted to ICU, CMH Dhaka. After 2 months of Intensive Care, he expired on 22nd June 2007.

Address

Dhaka
DHAKA1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physicians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram