প্রাথমিক চিকিৎসা First aid in Bangla

প্রাথমিক চিকিৎসা First aid in Bangla To know what to do in various health related problem and make awareness about medical issues

বাচ্চা কান্না করার সময় মুখে খাবার দিবেন না
12/06/2025

বাচ্চা কান্না করার সময় মুখে খাবার দিবেন না

11/06/2025

আমি আইসিডিডিআরবির Infectious Diseases Division এর একজন গবেষক। আমাদের Surveillance Team ২০০৭ সাল থেকে IEDCR এর সাথে সম্মিলিত ভাবে বাংলাদেশে Hospital Based Influenza surveillance পরিচালনা করে আসছে। এই সার্ভেইল্যান্স এ আমরা ১০ দিনের কম জর এবং কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী কিংবা আউটডোর ভিজিট এ আসা রোগীদের মাঝে ইনফ্লুয়েঞ্জা কি হারে হচ্ছে কিংবা কোন কোন ধরনের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে তা বোঝার চেষ্টা করছি। ২০২০ সাল থেকে আমরা ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি কোভিড ও পর্যবেক্ষন করছি। এই মুহুর্তে আইসিডিডিআরবি এবং আই ই ডি সি আর সম্মিলিত ভাবে দেশের ১৯টি হাসপাতালে এই কার্যক্রম পরিচালনা করছে। তারই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে SARS COV-2 ইনফেকশন নিয়ে কিছু কথা তুলে ধরছি।

প্রথমেই বলে নিচ্ছি, কোভিড মহামারী শেষ হওয়ার পরে ও আমাদের সার্ভেইল্যান্স এর মাধ্যমে আমরা নিয়মিত ভাবে কোভিড-১৯ পেয়ে আসছি। যেখানে ২০২০ থেকে ২০২১ পর্যন্ত হাসপাতালে ১০ দিনের কম জর ও কাশি নিয়ে ভর্তি রোগীদের মধ্যে প্রতি ১০০ জন এ প্রায় ১০ জন কোভিড পজিটিভ ছিলেন, সেখানে ২০২১ এর পর থেকে প্রতি ১০০ জনে ৫ জনের মধ্যে আমরা কোভিড ইনফেকশন পাচ্ছি। তবে ২০২১ সাল পর্যন্ত কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা মৃত্যুর হার যেখানে ১২% ছিল সেখানে ২০২২ থেকে সেই মৃত্যুর হার ৩%। অর্থাৎ আগের থেকে কোভিড এ আক্রান্ত হয়ে মৃত্যুর হার এখন তুলনামুলক ভাবে অনেক কম।

তবে এটা সত্যি যে গত কয়েক সপ্তাহে (মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে) ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি কোভিড এর সংখ্যা তুলনামুলক ভাবে কিছুটা বেড়েছে। মে মাসের ১৮ তারিখ থেকে জুন এর ১ তারিখ পর্যন্ত আমরা ৩৬০ জন রোগীর নমুনা পরীক্ষা করে ৪১ জনের মধ্যে (১১%) কোভিড পজিটিভ পেয়েছি। আশার বিষয় হচ্ছে এখন পর্যন্ত যাদের মধ্যে কোভিড পজিটিভ পেয়েছি তাদের কারোই শুধু COVID এর কারনে death বা severe complications হয়েছে এমন ঘটনা পাইনি।

এছাড়া Omicron XBB Variant নিয়ে বেশ কিছু পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া তে। তবে এই মুহুর্তে সারা বিশ্বে SARS COV-2 এর XEC এবং JN1 variant সবচেয়ে বেশি সার্কুলেট করছে। XBB সার্কুলেট করছে না তেমন ভাবে। বাংলাদেশে এই মুহুর্তে XFG এবং XFC variant circulate করছে বেশি যার তেমন কোন ভয়াবহতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি।

তাই এই মুহুর্তে আমাদের প্যানিক হওয়ার তেমন কিছু নেই। তবে যেহেতু এ সকল ভাইরাস যে কোন মুহুর্তে নিজেদের বদলে ফেলার সক্ষমতা রাখে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।

✔️ মাস্ক পরুন; নাক-মুখ ঢেকে, সঠিকভাবে
✔️ হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন
✔️ বারবার হাত সাবান-পানি দিয়ে ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন
✔️ উপসর্গ দেখা দিলে বাইরে না গিয়ে ঘরে বিশ্রাম নিন

🤝 সবাই মিলে সচেতন হলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

#কোভিড #কোভিড১৯

বি:দ্র: এই পোস্টের মুল অংশ আমার লিখা যাতে আমাদের সার্ভেইল্যান্স এ প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সহজ ভাবে কোভিড এর বর্তমান অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করেছি।

শেষের টিক চিহ্ন দেয়া উপদেশগুলো এবং তার পরবর্তী অংশ আইসিডিডিআরবির কোভিড সম্পর্কিত একটি ফেসবুক পোস্ট থেকে কপি করা হয়েছে।

Tanzir Ahmed shuvo

আপনার একটা ভুল টানে বাচ্চার হাত ডিসলোকেট হতে পারে 😢 জানুন 'Pulled Elbow' সম্পর্কেএকটি ছোট শিশুকে হাত ধরে টেনে বা তুলে নে...
31/05/2025

আপনার একটা ভুল টানে বাচ্চার হাত ডিসলোকেট হতে পারে 😢 জানুন 'Pulled Elbow' সম্পর্কে

একটি ছোট শিশুকে হাত ধরে টেনে বা তুলে নেওয়ার সময় সাবধান থাকতে হবে। "নার্সমেইডস এলবো" বা "পুল্ড এলবো" হলো এমন একটি অবস্থা, যখন শিশুর কনুই হঠাৎ টানা, টানাটানি, ঝাঁকুনি বা দোলানোর কারণে স্থানচ্যুত (dislocate) হয়ে যায়।

নবজাতক শিশুর নাভির অন্যতম প্রধান সমস্যা হলো Umbilical granuloma (নাভির গ্র্যানুলোমা)একটি সাধারণত নবজাতকের সমস্যা। শিশুর ...
24/05/2025

নবজাতক শিশুর নাভির অন্যতম প্রধান সমস্যা হলো Umbilical granuloma (নাভির গ্র্যানুলোমা)

একটি সাধারণত নবজাতকের সমস্যা। শিশুর জন্মের পর নাভির কর্ড পড়ে যাওয়ার পর নাভিতে এটি দেখা দেয়। এটি মূলত অতিরিক্ত গ্রানুলেশন টিস্যু যা নাভির ভেতরে বা আশেপাশে জমে থাকে এবং সাধারণতঃ ইনফেকশন ছাড়াই দেখা দেয়।

🍀 লক্ষণ সমূহ:

নাভির মধ্যে ছোট, গোলাকার, গোলাপি বা লাল রঙের নরম মাংসল পিণ্ড (granuloma)

এটি সাধারণত ব্যথাহীন হয়।

মাঝে মাঝে হালকা স্রাব বা পুঁজের মতো তরল নির্গত হতে পারে।

দুর্গন্ধযুক্ত হতে পারে, তবে জ্বর বা ব্যথা সাধারণত থাকে না।

🍀 কারণ:

Umbilical cord (নাভির কর্ড) কাটার পর শুকিয়ে পড়ে যায় এবং ১-২ সপ্তাহের মধ্যে পড়ে যায়। কর্ড পড়ে যাওয়ার পরে যদি নিরাময় ঠিকমতো না হয় বা অতিরিক্ত গ্রানুলেশন টিস্যু তৈরি হয়, তখন granuloma তৈরি হতে পারে।

🍀 চিকিৎসা:

১. প্রাথমিক পর্যায়ে চিকিৎসা:

ধাপ ১: পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা

প্রতিদিন ২-৩ বার ফুটানো ঈষদুষ্ণ পানি ও লবণ দিয়ে স্যালাইন (Normal Saline) বানিয়ে সেই স্যালাইন পানি দিয়ে নাভি পরিষ্কার করুন।

নরম তুলা বা পরিষ্কার কাপড় ব্যবহার করে পরিষ্কার করুন। পরিষ্কার করার পর ভালোভাবে শুকিয়ে নিন।

ধাপ ২: শিশুর নাভী শুকনো রাখুন

নাভির স্থানটি খোলা রেখে শুকনো রাখতে চেষ্টা করুন।

শিশু যখন ডায়াপার পরে, তখন ডায়াপারটি নাভির নিচে রেখে দিন, যাতে ঘর্ষণ না হয়।

২. পরবর্তীতে মূল চিকিৎসা (Definitive Treatment):

🍀 সিলভার নাইট্রেট (Silver Nitrate): এটি একটি রাসায়নিক পদার্থ যা নাভিতে প্রয়োগ করা হলে নাভির granuloma-কে পুড়িয়ে (cauterize) দেয়। এটি অবশ্যই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে প্রয়োগ করতে হয়।

🍀 লিগেচার বা বন্ধন পদ্ধতি: যদি নাভির সাথে granuloma ছোট ডাঁটার সঙ্গে যুক্ত থাকে, তবে কিছু ক্ষেত্রে সার্জিক্যাল সুতা বন্ধন করে শুকিয়ে ফেলা হয়। এটাও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে প্রয়োগ করতে হয়।

🍀 Cryotherapy বা Electrocautery: এটা শিশু সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করা যেতে পারে। তবে এই প্রক্রিয়া খুব কম ক্ষেত্রেই প্রয়োজন হয়।

জরুরী ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন:

🍀 যদি granuloma থেকে তরল বের হয়, দুর্গন্ধ হয়

🍀 যদি নাভি লাল হয়ে যায় বা ফোলা দেখা যায়

🍀 যদি শিশুর জ্বর, খাওয়া-দাওয়ায় অনীহা, বা অস্বাভাবিক আচরণ দেখা দেয়।

বাড়িতে কী কী করবেন না:

নিজে নিজে ডায়াগনসিস করে শিশুর নাভীতে সিলভার নাইট্রেট ঔষধ প্রয়োগ করবেন না।

নাভীতে ঘরোয়া ওষুধ বা ভেষজ কিছু প্রয়োগ করবেন না। এতে শিশু অসুস্থ হয়ে যেতে পারে। শিশুর ধনুষ্টঙ্কার রোগ হতে পারে।

নাভি ঢেকে রাখবেন না বা ভেজা কাপড়ে ঢেকে রাখবেন না।

🍀 উপসংহার:

Umbilical granuloma খুব সাধারণ একটি নিরীহ এবং ভালো চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিলে জটিলতা এড়ানো যায়। মনে রাখবেন, Umbilical granuloma চিকিৎসায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ 🙏

Dr. Manik Mazumder MD - Paediatrician
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ
নবজাতক, শিশু পুষ্টি ও শিশু নিউরোলজি উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালটেন্ট (পেডিয়াট্রিকস)
ময়মনসিংহ।

চুল*কানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে ভালো ভাবে পোস্টটি পড়ুন।স্ক্যাবিস এখন মহা*মারি আকার ধারন করেছে, সচেতন হবার অনুরোধ।...
23/05/2025

চুল*কানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে ভালো ভাবে পোস্টটি পড়ুন।
স্ক্যাবিস এখন মহা*মারি আকার ধারন করেছে, সচেতন হবার অনুরোধ। 🙏
স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা:😰

1. চরম চুলকানি: বিশেষ করে রাতে বেশি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্র*নায় কান্নাকাটি করে।

2. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। পুঁ*জ জমে যায়।

3. পরিবারে দ্রুত ছড়ায়: সংস্পর্শে এলে পুরো পরিবার আক্রান্ত হতে পারে। মা*রাত্মক ছোঁয়াচে রোগ এটি।

4. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে শিশুদের ক্ষেত্রে। তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

5. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:🤷‍♀️

১. চিকিৎসা:💁‍♀️

পারমেথ্রিন (Permethrin) ৫% ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ঘন্টা) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভু*ল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস যাবেনা। মাসের পর মাস এই অ*সহ্য যন্ত্র*ণা ভোগ করতে হবে, হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি ও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ধুয়ে দেবেন, নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।
✅Elimate plus✅ ব্যাবহার করতে পারেন।

আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে ডাক্তার খাওয়ার ওষুধ দেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Billi syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে।

৩ দিন ব্যবহৃত জিনিসপত্র থেকে দূরে রাখতে হবে (মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা করা জরুরি, এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখা। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোঁয়ার অভ্যাস করুন।

বিশেষ সতর্কতা:

শিশু ও গর্ভবতীদের জন্য ওষুধ ব্যবহারে ডাক্তারি পরামর্শ প্রয়োজন।

মিথ্যা ধারনা নয়, নিশ্চিতভাবে ডার্মাটোলজিস্টের পরামর্শে চিকিৎসা নিতে হবে।
বিদ্র:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন ও পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান
ধন্যবাদ।

📌শিশুর কানে ব্যথার বিভিন্ন কারণ ও করণীয়ঃশিশুর কানে ব্যথার বিভিন্ন কারণ সমূহ :১. সর্দি বা ঠান্ডা লেগে যাওয়া ২. কানে কোন...
22/05/2025

📌শিশুর কানে ব্যথার বিভিন্ন কারণ ও করণীয়ঃ

শিশুর কানে ব্যথার বিভিন্ন কারণ সমূহ :
১. সর্দি বা ঠান্ডা লেগে যাওয়া
২. কানে কোন কারনে আঘাত লাগা
৩. কানের ভেতর ময়লা জমে থাকা
৪. কানের ভেতরে বা বাইরে যে কোন কারণে ইনফেকশন হওয়া
৫. অতিরিক্ত পরিমাণে কান চুলকানো
৬. নাকের সাথে কানের যে টিউব (eustachian tube) দিয়ে যোগাযোগ হয়, সে টিউব যদি কোন কারনে বন্ধ হয়ে যায়।
৭. কানের ভেতর পোকা ঢুকে যাওয়া


প্রাথমিক অবস্থায় করনীয় ---
🍀 শিশুর কানের ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ঔষধ শিশুর ওজন অনুযায়ী পরিমাণ মতো খাওয়াতে পারেন
🍀 শিশুর নাক বন্ধ থাকলে শিশুকে নাকের ড্রপ দিতে পারেন
🍀 শিশুর কানে ময়লা দেখতে পেলে শিশুর কানের ভেতর অলিভ অয়েল দিতে পারেন
🍀 শিশুকে এন্টি-হিস্টামিন (যেমন হিস্টাসিন বা ফেক্সোফেনাডিন বা রূপাটাডিন) জাতীয় ঔষধ খাওয়াতে পারেন।
🍀 সুতির কাপড় কুসুম গরম করে শিশুর কানে শেক দিতে পারেন
🍀 শিশুর কানের ভেতর পোকা ঢুকলে সাত থেকে আট ফোঁটা অলিভ অয়েল তেল শিশুর কানে দিয়ে দিতে পারেন, তাতে করে পোকাটা মরে যাবে এবং ব্যথা কমে যাবে। এরপর আক্রান্ত শিশুকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শিশুকে দেখে প্রয়োজন মনে করলে নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলতে পারেন।

রোগ পরবর্তী সময়ের সতর্কতা :
যেহেতু কানের ব্যাথার বেশিরভাগ ক্ষেত্রেই সর্দি থাকার ইতিহাস পাওয়া যায়, তাই সর্দি লাগলে শিশুকে প্রাথমিক অবস্থাতেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শিশুকে সর্দির ঔষধ গুলো খাওয়ানো শুরু করবেন এবং নাক বন্ধ থাকলে নাকের ড্রপ ব্যবহার করবেন। কাপড় গরম করে কানে শেক দিতে পারেন।

কানের প্রাথমিক ইনফেকশনের গুরুতর জটিলতা :
🍀 কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া
🍀 কানের ইনফেকশন ব্রেনের দিকে চলে যাওয়া।

তাই কানের ইনফেকশনের জটিলতা এড়াতে প্রাথমিক অবস্থা থেকেই সতর্কতা জরুরী।

শিশুর কানের পর্দায় ছিদ্র থাকলে যে লক্ষণগুলো দেখা যায়:
🍀 শিশু কানে কিছুটা কম শুনতে পায়
🍀 শিশুর কান থেকে কিছুদিন পরপর পুঁজ পড়ে
🍀 শিশুর কানের ভেতর বিভিন্ন ধরনের শব্দ হয়
🍀 কিছু কিছু ক্ষেত্রে কানের পূঁজে দুর্গন্ধ হয়
🍀 শিশুর মাথা ঘুরায়
🍀 শিশুর কান থেকে মাঝে মাঝে রক্ত আসতে পারে
🍀 শিশুর মাথাব্যথা করে ইত্যাদি

করনীয়:
যাদের কানের প্রাথমিক প্রদাহ থেকে অথবা আঘাত লাগার কারণে কানের পর্দা ছিদ্র হয়, এক থেকে দেড় মাসের সতর্কতা অবলম্বন করলে এই ছিদ্র নিজে থেকে জোড়া লেগে যাওয়া সম্ভাবনা থাকে।

তাই, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন -
🍀 শিশুকে ঠান্ডা সর্দি হতে বিরত রাখুন
🍀 শিশুকে ঠান্ডা খাওয়ানো পরিহার করুন
🍀 শিশুকে গোসলের সময় তেলে ভেজানো তুলা ভালো করে চিপে কানে দিয়ে গোসল করান অথবা শিশুর কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

শিক্ষা মূলক পোস্টঃএকটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি-৩ মাসের বাচ্চা  ১২দিনের রক্ত বমি নিয়ে একজন সনামধন্য শিশু বিশেষজ্ঞের কাছে য...
21/05/2025

শিক্ষা মূলক পোস্টঃ
একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি-

৩ মাসের বাচ্চা ১২দিনের রক্ত বমি নিয়ে একজন সনামধন্য শিশু বিশেষজ্ঞের কাছে যায় তারপর তিনি আমার কাছে referred করেন।বাচ্চাটি জমজ বাচ্চার একটি। অন্য বাচ্চাটি সুস্থ আছে। বাচ্চাটিকে ফরমুলা (কৌটার দুধ) দুধ খাওয়ায়।বাচ্চার CBCতে hemoglobin- ৮, ESR-৩২, Platelet - ৪৯২০০০।এত ছোট ৩ মাসের বাচ্চার ফুল এন্ডোসকপি এই প্রথম করলাম।এখানে Fundal and antral erosion পাওয়া গেছে।৩ মাসের বাচ্চা তাই biopsy করিনি। সবকিছু মিলে এটা Allergic Gastritis হওয়ার সম্ভাবনা বেশী। সে অনুযায়ী চিকিৎসা চলছে।
শিক্ষা -cows milk এ বিভিন্ন ধরনের এলার্জি থাকে যা ২বছর বয়সের আগে বাচ্চাদের খাওয়ালে রক্ত বমি, ডায়রিয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, স্কিনে বিভিন্ন ধরনের এলার্জি দেখা যাওয়াসহ কফ ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। কৌটার দুধ এক ধরনের modified cows milk তাই কৌটার দুধ খেলেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এমনকি বাচ্চার মা গরুর দুধ খেলে সেখান থেকেও rarely বাচ্চার এসব উপসর্গ দেখা দিতে পারে। যেসব বাচ্চা জন্মের ১ম বছরেই গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে ৫-১৫%, কৌটার দুধ খেলে ২-৭% এবং বুকের দুধ খেলে < ০.৫% এসব উপসর্গ দেখা দিতে পারে।
তাই আসুন বাচ্চার প্রথম ৬ মাসে গরু ও কৌটার দুধ রেখে শুধু বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতন করি, ২বছরের আগে গরুর দুধ থেকে বিরত রাখি ও শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করি।

ডাঃকামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট -পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

19/05/2025

একটি বাচ্চা এতিম হয়ে যাবে, একজন তরুণী বিধবা হয়ে যাবে, মানতে পারছি না

একটা রেয়ার ব্লাড গ্রুপ AB নেগেটিভ

জরুরি ভিত্তিতে দুই ব্যাগ এবি নেগেটিভ AB(-) রক্ত লাগবে। মিরপুর হার্ট ফাউন্ডেশনে

রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন প্লিজ

যোগাযোগ: 01849331641 (রোগীর ভাগিনা)

সকালে আজকের দিনের সবচেয়ে দু:খজনক রোগী ছিলেন উনি।বয়স ৩১ বছর। স্ত্রীর বয়স ১৮ বছর। ২ বছর আগে বিয়ে হয়।কিন্তু বাচ্চা হচ্ছেনা।...
19/05/2025

সকালে আজকের দিনের সবচেয়ে দু:খজনক রোগী ছিলেন উনি।
বয়স ৩১ বছর। স্ত্রীর বয়স ১৮ বছর। ২ বছর আগে বিয়ে হয়।
কিন্তু বাচ্চা হচ্ছেনা। স্ত্রীকে আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু স্বামীর কোন ডাক্তার আগে দেখানো হয় নাই।
তাছাড়া আরো কিছু ব্যক্তিগত সমস্যা আছে।

কিছুদিন আগে আমাকে দেখায়। আজকে রিপোর্ট দেখাতে আসেন।
রিপোর্ট দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছে।
উনার বী^র্যে কোন শু^ক্রাণু নাই। সাধারনত প্রতি মিলি সিমেনে প্রায় ৭৫ মিলিয়ন শু^ক্রা^ণু থাকে। কিন্তু উনার একটাও নাই।
আই রিপিট নট আ সিংগেল ওয়ান।

উনি কখনো বাবা হতে পারবেন না।

এই কথা বলার পর ভদ্রলোক কান্নায় ভেংগে পড়লেন।
আমার নিজের খুব খারাপ লাগছিলো। কত মানুষ বাচ্চা ন^ষ্ট করে ফেলে, কত মানুষ বাচ্চা নিতে চায় না।
আর এদিকে উনি বাচ্চা চান কিন্তু আল্লাহ উনার কপালে রাখেন নাই।

লেখা- ডা: মো: আরিফুল আলম

রাখে আল্লাহ!! মারে কে?এই কথাটার মর্ম গতকাল রাতে আবার বুঝতে পারলাম, নতুন করে। আমাদের গাইনী ইউনিট ১ এ এক রোগী আসলো ৫ মাসের...
16/05/2025

রাখে আল্লাহ!! মারে কে?

এই কথাটার মর্ম গতকাল রাতে আবার বুঝতে পারলাম, নতুন করে। আমাদের গাইনী ইউনিট ১ এ এক রোগী আসলো ৫ মাসের গর্ভবতী, রক্ত এবং পানি ভাঙ্গা নিয়ে। এ ছাড়া উনারা আর কোনো হিস্টোরি দেন নি। আমরা আমাদের মত থ্রেটেন্ড এ্যাবর্শন চিন্তা করে ট্রিটমেন্ট চালু করি। পরের দিকে দেখি পেশেন্ট শকে যাচ্ছে!! তারমানে কোথাও ইন্টারনাল ব্লিডিং হচ্ছে !? USG রিপোর্ট আসলে দেখি IUD সাথে রাপচার্ড ইউটেরাস!! পেশেন্ট পার্টিকে আবার ধরা হলো। এবার জানা গেলো এক নতুন কাহিনী!!

তাদের ভাষ্যমতে:-
তারা কোনো এক কোয়াক এর কাছে ৫ মাসে বাচ্চা নষ্ট করতে গিয়েছিলেন। কোয়াক কী একটা জিনিস ঢুকালো, এবং তারপর থেকে রোগীর এই অবস্থা। পরে কন্ট্রোল করতে না পেরে রোগীকে তারা হাসপাতালে নিয়ে আসলেন।

রাত তখন ১০ টা।
বুঝতে পারলাম যা করার তাড়াতাড়ি করতে হবে, রাপচার্ড ইউটেরাস!! তা না হলে রোগী বাঁচবে না!! কিন্তু ভিতরের ঘটনা ছিল আরো ভয়াবহ!! অ্যানি আপু অর্ডার দিয়ে ওটি রেডি কর। ব্লাড ডিমান্ড দাও। এনেসথেসিয়া তে দেখি ইকবাল স্যার। সাথে সাথে ছুটে আসলো আরবী আপু, সিফাতি আপু এবং ইউনিট ২ থেকে সুরভী আপু। আমরা উভয় ইউনিটের চিকিৎসকেরা তখন একসাথে,এক টেবিলে।

ওপেন করার পর দেখা গেল, শুধু রক্ত!! রক্ত আর রক্ত!! ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ গুলো সব লেসেরেটেড!!
এরকম কেমনে হলো? পরে বোঝা গেলো, ওই কোয়াক যখন বাচ্চা নস্ট করার জন্য D&C করেছিল, তখন কিউরেট, ইউটেরাস ফুটো করে, ভিতরে ঢুকে গিয়ে এই বাজে অবস্থার সৃষ্টি করেছিল। এত গুলো ব্রাঞ্চ ছেড়া এবং প্রচুর রক্তপাতের কারণে কিছু ঠিক মত দেখাই যাচ্ছে না। কোনো মতেই রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। ছুটে এসে ওটি তে উপস্থিত হলেন নফসি আপু। এই দিকে প্রচুর রক্তপাতে রোগী পুরো ঝুঁকিপূ্র্ণ। বিপি পাওয়া যাচ্ছে না, পালস হলো ২০০। ব্লাড পাওয়া যাচ্ছে না। সন্ধানীতে ব্লাড দিল আমাদেরই দুইজন জুনিয়র। একে একে ১৪ ব্যাগ ব্লাড দেওয়া হলো। সর্বমোট ৫ টা চ্যানেল ওপেন করা হলো শরীরে। যখন রোগীর এরকম যায় যায় অবস্থা, তখন সবাই হতাশ হয়ে পড়লো। ইকবাল স্যার তার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছিল। এবার ছুটে আসলেন মাহবুব স্যার। এসে বললেন, আল্লাহ ভরসা! হাল ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত মনিটর বিপ বিপ শব্দ করছে তার মানে রোগী বেচে আছে!! রোগী যুদ্ধ করছে, আমরা ও আমাদের সাধ্যমত চেস্টা করবো। বিপি মেশিন খুলে নেওয়া হলো। আমরা সার্জন রা মনিটরের দিকে আর নজর দিবো না। এনেসথেসিয়া স্যারেরা সব দেখছেন।

ওদিকে রক্তপাত তখনও বন্ধ হয়নি। এ ধরনের রক্তপাত বন্ধ করার জন্য ভাস্কুলার সার্জন দরকার। বগুড়াতে তো ভাস্কুলার সার্জন নেই। সার্জন সিদ্ধান্ত নিলেন আরো ওপেন করবেন। ইন্টারনাল ইলিয়াক আর্টারি রিপেয়ার করবেন। কিন্তু সেটাতেও ব্যার্থ হয়ে সিদ্ধান্ত নিলেন, এখন যদি কিছু না করা হয় রোগী এমনিতেও মরবে। উনি রোগীকে আরো ওপেন করে কমন ইলিয়াক আর্টারি রিপেয়ারের সিদ্ধান্ত নিলেন এবং সফল হলেন! ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস যুদ্ধের পর আসতে আস্তে স্ট্যাবল হলো পেশেন্ট। আবার বিপি ঠিক ঠাক হলো। অতঃপর আইসিইউতে পাঠানো হলো রোগীটিকে।

Now patient is completely stable conscious, oriented,urine output is satisfactory needs no ventilatory support.

** এত বড় ঘটনাটি শুধুমাত্র এইজন্য ই শেয়ার করা, অপারেশন শেষে স্যার বলেছিলেন, যদি এই পুরো অপারেশনের কাহিনী ভিডিও করা যেত, তাহলে সাধারণ মানুষ বুঝতো কি পরিমান ডেডিকেশন আর ধৈর্যের সাথে ডাক্তারেরা যুদ্ধ করে!! ভিডিও তো করা সম্ভব হয় নি, কিন্তু আসা করি এই সংক্ষিপ্ত ঘটনায় একটু হলেও আন্দাজ করা যায়, এই পুরো টিমের কষ্ট এবং পরিশ্রমের কাব্য। আমি আমার শজিমেকের শ্রদ্ধেয় স্যার, ম্যাডাম, সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে গর্বিত **

-ডা.সায়েম চৌধুরী

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার" বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শ...
08/05/2025

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার"
বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চার শরীরের জন্য নয়, তাদের মানসিক বিকাশেও সাহায্য করে।

🟠 মিষ্টি আলুর পুষ্টিগুণ: 👇

🟣 ওজন বৃদ্ধি:

মিষ্টি আলু দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। এতে থাকা পুষ্টিগুণ বাচ্চার শক্তি বৃদ্ধি করে, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক।

🟣 ক্যালসিয়াম ও আয়রন:

এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন, যা রক্তশূন্যতা কমায় এবং হাড়ের গঠন শক্তিশালী করে।

🟣 হজমে সহায়তা:

মিষ্টি আলু হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি বাচ্চার পেটের সমস্যাগুলোর জন্যও খুব উপকারী।

🟣 বিটা ক্যারোটিন ও ভিটামিন A:

মিষ্টি আলুতে প্রচুর বিটা ক্যারোটিন এবং ভিটামিন A থাকে, যা বাচ্চার চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং তাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

🟣 রোগ প্রতিরোধ ক্ষমতা:

এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যার ফলে তারা বেশি সুস্থ ও সক্রিয় থাকে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখুন এবং দেখুন আপনার বাচ্চা হয়ে উঠছে আরো শক্তিশালী, সুস্থ এবং প্রাণবন্ত।

07/05/2025

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে লক্ষ্য করা যাচ্ছে, অনেক শিশু সময়মতো কথা বলা শিখছে না, মানসিক বিকাশে দেরি করছে এবং নানা ধরনের মনোসামাজিক সমস্যায় ভুগছে। গবেষণায় প্রমাণ হয়েছে, এসব সমস্যার পেছনে একটি বড় কারণ হলো মোবাইল, টিভি ও ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। শুধু শিশুরা নয়, তাদের আশপাশের প্রিয় মানুষ — মা-বাবা, দাদা-দাদি, নানা-নানী — তারাও দিন দিন এসব স্ক্রিনে বেশি সময় দিচ্ছেন। ফলে শিশুর সঙ্গে তাদের সরাসরি কথা বলা, খেলা করা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার সময় কমে যাচ্ছে। অথচ ছোটবেলায় শিশুর ভাষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এসব সামাজিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এক গবেষণায় দেখা গেছে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন টাইম থাকা শিশুদের মধ্যে কথা বলায় দেরি এবং আচরণগত সমস্যার ঝুঁকি অনেক বেশি (Kabir et al., 2022)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৫ বছরের কম বয়সী শিশুদের দিনে ১ ঘণ্টার বেশি স্ক্রিন টাইম না দিতে পরামর্শ দিয়েছে, কারণ অতিরিক্ত স্ক্রিনের কারণে শিশুদের ঘুম কমে যায়, মনোযোগ কমে এবং সামাজিক দক্ষতা গড়ে ওঠে না (WHO, 2019)। কানাডা ও আমেরিকায় বড় গবেষণায়ও একই ফল পাওয়া গেছে — যেসব শিশু বেশি স্ক্রিন ব্যবহার করে, তাদের বিকাশে পিছিয়ে পড়ার হার বেশি (Madigan et al., 2019)। তাই শিশুর মানসিক বিকাশ ঠিক রাখতে হলে শুধু শিশুকে নয়, বরং পুরো পরিবারকেই স্ক্রিন ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে এবং শিশুদের সঙ্গে কথা বলা, খেলাধুলা ও সম্পর্ক গড়ে তোলার সময় বাড়াতে হবে।

রেফারেন্স:

Kabir, M., et al. (2022). Association Between Screen Time and Language Development Delay Among Young Children in Bangladesh. Journal of Child Health.

World Health Organization. (2019). Guidelines on physical activity, sedentary behaviour and sleep for children under 5 years of age.

Madigan, S., et al. (2019). Association Between Screen Time and Children’s Performance on a Developmental Screening Test. JAMA Pediatrics, 173(3), 244-250.

Rahman, M.M. et al. (2023). Screen Time and Language Development Delay in Bangladeshi Preschool Children: A Cross-Sectional Study.

Khan, S. et al. (2024). Association of Digital Device Usage with Behavioral Problems Among Under-Five Children in Bangladesh.

Islam, T. et al. (2023). Parental Screen Use and Its Spillover Effect on Child Development in Bangladesh.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রাথমিক চিকিৎসা First aid in Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram