21/09/2025
বুকে ব্যথা ভালো হচ্ছে না কিন্তু হার্টে সমস্যা নেই? কি সমাধান?II কস্টোকনড্রাইটিস II পর্ব : ১ II
🛑 বুকে ব্যথা, হার্টের ডাক্তার দেখিয়েছেন । সব পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারলেন হার্ট এ কোন সমস্যা নেই। কিন্তু বুকে ব্যথা ভালো হচ্ছে না! কেনো?
সুপ্রিয় সুধী, এই ভিডিওতে আমরা বুকের ব্যথার কমন কিন্তু ব্যতিক্রম ধর্মী একটি কারণ নিয়ে আলোচনা করব। হৃদরোগ সংক্রান্ত সমস্যা ছাড়াও, বুকে ব্যথা ফুসফুস, রক্তনালী, পরিপাকতন্ত্র, পেশী, জয়েন্ট বা উদ্বেগ (anxiety ) থেকে হতে পারে। এরকম একটি অবস্থা হল কস্টোকন্ড্রাইটিস, যা সাধারণত বুকের দ্বিতীয় এবং পঞ্চম পাঁজরের মধ্যবর্তী অংশকে হয় এবং প্রায়শই বুকের একপাশে হয়।
কস্টোকন্ড্রাইটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে বুকের সামনের দিকে তীব্র ব্যথা, যা আশেপাশে ছড়িয়ে পড়তে পারে। শরীরের নড়াচড়ার সাথে এই ব্যথা আরো বেড়ে যেতে পারে।
কাদের কস্টোকন্ড্রাইটিস হওয়ার ঝুঁকি বেশি?
৪০-৫০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়, পুরুষদের তুলনায় মহিলাদের বেশি । এই ব্যথার সাথে যুক্ত কারণগুলির মধ্যে কঠোর পরিশ্রম, আঘাত, বুকের অস্ত্রোপচার বা সংক্রমণ, আর্থ্রাইটিস, টিউমার এবং বুকের পাঁজরের বিকৃতি অন্তর্ভুক্ত থাকতে পারে।
কস্টোকন্ড্রাইটিস কীভাবে নির্ণয় করা হয়?
পুঙ্খানুপুঙ্খ ইতিহাস এবং শারীরিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রস-আর্ম টেস্ট ব্যথাকে আরও বাড়িয়ে তুলতে পারে। হাড়ের স্ক্যান, আল্ট্রাসাউন্ড স্ক্যান, বুকের এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, অথবা রিউমাটোলজিক্যাল স্ক্যানের মতো ডায়াগনস্টিক পরীক্ষা গুলো রোগ নির্ণয়ে সহায়তা করতে পারে।
কোস্টোকন্ড্রাইটিসের চিকিৎসা কি?
বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে কনজারভেটিভ চিকিৎসা অন্যতম। টপিকাল জেল, প্রদাহ-বিরোধী ওষুধ, নাম্বিং প্যাচ, অথবা ফিজিওথেরাপি। চিকিৎসা এবং ব্যথার কারণ নির্ণয় উভয়ের জন্যই আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। পিআরপি ইনজেকশন, ইন্টারকোস্টাল নার্ভ ব্লক, ড্রাই নিডলিং এবং আকুপাংচারের মতো পদ্ধতি, সেইসাথে স্টেরয়েড ইনজেকশন সহ স্থানীয় অ্যানেস্থেটিকগুলি চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে।
কোস্টোকন্ড্রাইটিস সম্পর্কে আরও জানতে প্রথম পর্বে এই ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় পর্বের ভিডিওটিও আমরা আপনাদের সুবিধার্থে শেয়ার করব।
দেখার জন্য ধন্যবাদ!
-----------
ডা. মো. জোবায়ের হোসেন
এমবিবিএস (সিএমসি), এমডি (বিএসএমএমইউ), এফআইপিএম (ইন্ডিয়া)
এ্যাডভান্সড ট্রেনিং ইন মাসকুলোস্কেলেটাল ইউএসজি এন্ড ইন্টারভেনশনাল পেইন মেডিসিন (সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
কনসালট্যান্ট-পেইন মেডিসিন,
ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার।
চেম্বার:
ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার
বাসা নং ৩৫, রোড নং ১৭, ব্লক ই, ফ্ল্যাট নং এ/১ ও বি/১,
১৯ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের বিপরীতে
বনানী কাচাবাজার, বনানী, ঢাকা।
01742-983629 বা 01831-494949
------------------------------
ব্যথার চিকিৎসা সম্বন্ধে যেকোন কিছু জানতে / ডাক্তার সিরিয়ালের জন্য ⬇️
📞☎️ 01742-983629.
অথবা নিচের লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করতে পারেন ⬇️
https://wa.me/message/VNZ3UU36FML2L1
বা ভিজিট করুন ⬇️
YouTube: https://youtube.com/c/DrMdJobayerHossain
ফেসবুক পেইজ: https://www.facebook.com/jobayer.pain...
ঠিকানা :
বনানী শাখা :
ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার ,বাসা -৩৫,
রোড নাম্বার - ১৭, ব্লক- ই, বনানী কাঁচাবাজার ,ঢাকা ।
যোগাযোগ: 01742-983629.
This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.
https://youtu.be/vyKeWt79y9w?si=vFKAgPcOfkSCNFi6
🛑 বুকে ব্যথা কিন্তু হার্ট সুস্থ : কস্টোকনড্রাইটিস: কি সমাধান?।। পর্ব ১ ।।বুকে ব্যথা, হার্টের ডাক্তার দেখিয়েছেন । ....